লালসালু উপন্যাসের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তরনিয়ে আজকের এই পোস্ট। সুপ্রিয় এইচ এস সি শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমরা আপনাদের একাদশ-দ্বাদশ শ্রেণির লালসালু উপন্যাস নিয়ে আলোচনা করবো। এই উপন্যাস থেকে অনেক গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন রয়েছে। যেগুলো আপনাদের বইয়ে দেওয়া নেই। অনেক শিক্ষার্থী লালসালু উপন্যাসের সৃজনশীল প্রশ্নের উত্তর সংগ্রহ করতে চায়। তাই আমরা এই পোস্টে উত্তর গুলো সুন্দর ভাবে গুছিয়ে দিয়েছি।
আপনারা চাইলে এইচ এস সি পরীক্ষার প্রস্তুতির জন্য এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন গুলো দেখতে পারেন। আমরা নিচের দিকে লালসালু উপন্যাস থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল গুলো উত্তর সহকারে দিয়েছি। আপনারা এই সৃজনশীল গুলো পরীক্ষার জন্য অনুশীলন করতে পারেন। আর তাছাড়া এগুলো pdf collectকরতে পারবেন। পিডিএফ ফাইলে সংগ্রহ লিঙ্ক নিচে দেওয়া আছে। তো তাহলে আজকের পোস্ট টি শুরু করা যাক।
লালসালু উপন্যাসের প্রশ্ন ও উত্তর
প্রিয় শিক্ষার্থীরা আপনারা সবাই জানেন লালসালু একটি উপন্যাস। পরীক্ষার জন্য উপন্যাস ও একটি বিশেষ অংশ। এজন্য এই উপন্যাসের সৃজনশীল প্রশ্ন টি ভালো ভাবে পড়তে হবে। তো আপনাদের লালসালু সৃজনশীল প্রশ্ন সম্পর্কে জানার আগে কাজ হচ্ছে প্রথমে এই উপন্যাস সম্পর্কে একটি ধারনা নেওয়া। যখন এই উপন্যাসের উপরে আপনার সম্পূর্ণ ধারনা তৈরি হবে তখন লালসালু উপন্যাসের সকল সৃজনশীল প্রশ্ন ও উত্তর অনুশীলন করার চেষ্টা করবেন। আমরা আপনাদের জন্য এখানে কিছু সৃজনশীল প্রশ্ন দিয়েছে। আশা করছি এগুলো অনুশীলন করলে আপনারা খুব উপক্রিত হবেন।
লালসালু উপন্যাসের প্রশ্ন
এখানে লালসালু উপন্যাসের প্রশ্ন ও সৃজনশীল এখানে দেওয়া আছে। এই সৃজনশীল গুলো আপনারা পরীক্ষার প্রস্তুতির জন্য অনুশীলন করতে পারবেন। সৃজনশীল প্রশ্ন গুলো নিচে থেকে দেখেনিন।
শমসের বহু বছর আগে তার জন্মভূমি ছেড়ে এই সুন্দরপুর অঞ্চলে এসে বসতি গড়েছে। পরিশ্রম ও বুদ্ধির জোরে নিঃস্ব ও সহায় সম্বলহীন অবস্থা থেকে শমসের আজ এলাকার বড় ব্যবসায়ীতে পরিণত হয়েছে। সে সত্তাবে উপার্জনে বিশ্বাসী। লােক ঠকায় না, বরং জান দিয়ে পরােপকার করে। সবাই জানে সে এক কথার মানুষ। কথা দিয়ে যেমন কথা রাখে তেমনি তার মালপত্র কখনাে খারাপ মানের হয় না। সততার জন্যই সে এত দূর আসতে পেরেছে, জমি-জোত-প্রতিপত্তির মালিক হয়েছে। এলাকায় সকলেই তাকে শ্রদ্ধা করে, সম্মান করে।
ক. ‘হা শূন্য’ অর্থ কী?
খ. “নাফরমানি করিও না । খােদার উপর তােয়াক্কল রাখ।”- উক্তিটির তাৎপর্য কী?
গ. উদ্দীপকে উল্লিখিত শমসের চরিত্রের সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের কোনাে চরিত্রের সাদৃশ্য বা বৈসাদৃশ্য আছে কি? আলােচনা কর।
ঘ. উদ্দীপকের বিষয়বস্তু লালসালু উপন্যাসের মূলভাবকে ধারণ করেনি, কেন? বিশ্লেষণ কর।
লালসালু উপন্যাসের প্রশ্নের উত্তর
অনেকে লালসালু উপন্যাসের সৃজনশীল প্রশ্নের উত্তর নিজে নিজে করতে পারেন না। তাই প্রশ্নের উত্তর জানার জন্য অনুসন্ধান করেন। আমরা এখানে উক্ত সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়েছি। তো আপনার যদি প্রশ্নের উত্তর গুলো প্রয়োজন হয় তাহলে এখান থেকে সংগ্রহ করেনিতে পারেন।
ক) হা শূন্য’ অর্থ অভাবগ্রস্ত।
খ উত্তরঃ ভণ্ড, প্রতারক ও ধর্মব্যবসায়ী মজিদ ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর উদ্দেশে আলােচ্য অংশটুকু বলেছে। কারণ আমাদের সমাজের অনেক মানুষ ভণ্ড। প্রতারকদের কথায় বিশ্বাস করে। যার কারণে তারা ক্ষতিগ্রস্থ হয়। মহব্বতনগরে প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়। এ সময় গ্রামের মানুষ হতাশ হয়ে যায়। মজিদ এ অবস্থায় তাদেরকে আশ্বাস দেয় আল্লাহই মানুষকে বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহ খাদ্যের জোগান দেন। সেজন্য মানুষের উচিত আল্লাহকে স্মরণ করা। আসলে মজিদ বিশ্বাসের কথা বলে মানুষকে উদ্দীপ্ত ও ধর্মভাবাপন্ন করে রাখতে চায়।
গ উত্তরঃ উদ্দীপকে উল্লিখিত শমসের চরিত্রের সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের মজিদ চরিত্র বৈসাদৃশ্যপূর্ণ।
সকল মানুষ একই সমাজে বাস করে তাই মানুষ সমাজবদ্ধ । আমাদের সমাজে সকল শ্রেণির মানুষ রয়েছে। তাই সমাজে ভালাে-মন্দ উভয় শ্রেণির মানুষকে দেখা যায়। মানুষ স্বার্থের জন্য সব করে। কিন্তু কেউ কেউ স্বার্থত্যাগ করে অন্যের কল্যাণ করে সাহায্যর হাত বারিয়ে দেয় , আবার কেউ আত্মস্বার্থের জন্য অন্যকে ঠাকায় অন্যর অধিকার থেকে বঞ্চিত করে।
উদ্দীপকে এক ব্যক্তির পরিশ্রম ও বুদ্ধির জোরে সৎপথে আত্মনির্ভরতা অর্জনের বিষয় বর্ণনা করা হয়েছে। উদ্দীপকে আমরা দেখতে পাই জন্মভূমি ছেড়ে এসে শমসের নামের এক ব্যক্তির সুন্দরপুর অঞ্চলে বসতি গড়ে তুলে। সে এই গ্রামে বড় ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করার কথা বলা হয়েছে। সে একজন সৎ ব্যবসায়ী। তাই গ্রামের সবার কাছে ভালাে মানুষ হিসেবে সে একজন শ্রদ্ধেয় ব্যক্তি। তার এই সৎ ব্যবসায়ীর ফলে মানুষের ভালোবাসা গ্রহণ করতে পেরেছে। এবং সে গ্রামের মানুষের কাছে সৎ ও চরিত্রবান মানুষ হিসেবে গড়ে উঠেছে।
উদ্দীপকের শমসেরের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে ‘লালসালু’ উপন্যাসের মজিদের চারিত্রিক বৈশিষ্ট্য বৈসাদৃশ্যপূর্ণ। মজিদ শস্যশূন্য মরার দেশ থেকে ভাগ্যান্বেষণে মহব্বতনগর গ্রামে এসে হাজির হয়। এই গ্রামে এসে মজিদপুরনাে কবরকে লাল সালুতে আবৃত করে পীরের মাজার হিসেবে গড়ে তােলে। এই মাজারে সে ধর্ম নিয়ে ব্যবসা করে। গ্রামের সবাই অশিক্ষিত, কুসংস্কারাচ্ছন্ন ও অন্ধ ধর্মবিশ্বশোবা। তাই সবাইকে মজিদ প্রতারণা করে সে অর্থ-বিত্তের মালিক হয়। সে মিথ্যা বলে, খােদার নাম করে লােক ঠকায়। এসব দিক বিচারে উদ্দীপকের শমসের চরিত্রের সঙ্গে উপন্যাসের মজিদ বৈসাদৃশ্যপূর্ণ চরিত্র।
তাই বলা যায়এ দিক থেকে তারা দুজন পরস্পর বৈসাদৃশ্যপূর্ণ চরিত্র।
ঘ উত্তরঃ উদ্দীপকের বিষয়বস্তু ‘লালসালু’ উপন্যাসের মূলভাবকে ধারণ করেনি। নিচে ব্যাখ্যা করা হলো।
সমাজে একশ্রেণির মানুষ আছে যারা সাধারণ মানুষের ধর্মবিশ্বাসকে পুঁজি করে তাদের স্বার্থ উদ্ধার করে। তারা ধর্ম নিয়ে ব্যবসা করে লােক ঠকিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রবস। তেমনি অনেকে আছেন যারা সততার সঙ্গে সৎ জীবনযাপন করেন। লালসালু উপন্যাসে মজিদ একজন ধর্মব্যবসায়ী। তার চরিত্রে কুসংস্কার, শঠতা, প্রতারণা, অন্ধবিশ্বাস এবং নারীর প্রতি বিশেষ দুর্বলতার মতাে নেতিবাচক দিকগুলাে লক্ষ করা যায়।মহব্বতনগর গ্রামের অশিক্ষিত, অসচেতন, অন্ধ ধর্মবিশ্বাসী মানুষের দুর্বলতার সুযােগ নিয়ে মজিদ তার আধিপত্য বিস্তার করে, যা উদ্দীপকের বিষয়বস্তুতে অনুপস্থিত।
উদ্দীপকে দেখা যায় একজন ভালাে মানুষের স্বভাব বৈশিষ্ট্য। উদ্দীপকের বাক্তি সৎ পথে অর্থ উপার্জন করে জীবনযাপন করে। এখানে শমসের তার সততার জন্য মানুষের শ্রদ্ধার পাত্র হয়ে উঠেছে। আর লালসালু উপন্যাসে মজিদনিয়ে ব্যবসা করে নিজের স্বার্থ উদ্ধার করেছে । অন্যকে শাস্তি দিয়ে, ভয় দেখিয়ে নিজের দুর্বলতা ঢেকে রেখেছে।লালসালু উপন্যাসে মহব্বতনগর গ্রামের অশিক্ষিত মানুষকে যেভাবে শাসিয়েছে, শাস্তি দিয়েছে এবং আক্কাসের স্কুল প্রতিষ্ঠাকে ব্যর্থ করে দিয়ে তা অত্যন্ত অমানবিক এবং হীনবােধসম্পন্ন মানুষের পরিচয়।
উদ্দীপকের শমসের চরিত্রে এই দিকটি নেই। সে নিছক ভালাে মানুষ হিসেবেই নিজের জীবন পরিচালনা করেছে। এই দিক থেকে তাই বলা যায়, উদ্দীপকের বিষয়বস্তু লালসালু’ উপন্যাসের মূলভাবকে ধারণ করেনি।
তাই বলা যায় উদ্দীপকের বিষয়বস্তু ‘লালসালু’ উপন্যাসের মূলভাবকে ধারণ করেনি। উদ্দীপকের শমসেরের কর্মকাণ্ড এবং উপন্যাসের মজিদের কর্মকাণ্ড বিবেচনা করে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
লালসালু উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
আমরা এখানে লালসালু উপন্যাসের সংক্ষিপ্ত প্রশ্ন ও জ্ঞান মূলক প্রশ্নই দিয়েছি। আপনারা এগুলো সৃজনশীল প্রশ্নের ক অক্ষ এর জন্য পড়তে পারবেন। এই জ্ঞান মূলক প্রশ্ন গুলো ক ও খ নাম্বারের জন্য খুবই গুরুত্ব পূর্ণ তাই আপনাদের মাঝে শেয়ার করেছি। প্রশ্ন গুলো সংগ্রহ করতে চাইলে নিচে চলে যান।
১. সৈয়দ ওয়ালীউল্লাহ এর সাহিত্যের মূল বৈশিষ্ট্য কি কি?
উত্তর: ব্যক্তি ও সমাজের ভেতর ও বাইরের সূক্ষ ও গভীর রহস্য উন্মোচন।
২. উপন্যাসের আক্ষরিক অর্থ কী?
উত্তর: উপযুক্ত বা বিশেষ রূপে স্থাপন।
৩. ‘উপন্যাস’এর ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর: ‘উপন্যাস’এর ইংরেজি প্রতিশব্দ : ‘Novel’. (লালসালু উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর)
৪. ‘পুলক’ শব্দের অর্থ কি?
উত্তর: আনন্দ।
৫ “বেত্তমিজ এর মতো কথা কইস না” উক্তিটি কার সম্পর্কে করা হয়েছিল?
উত্তর: আক্কাস।
৬. মহব্বতনগর গ্রামের বড় মসজিদ নির্মাণে বারো আনা ব্যয় কে বহন করতে চেয়েছিল?
উত্তর: খালেক ব্যাপারী।
৭. রহিমা মাজারে আমেনা বিবির দৃশ্যগুলো কিভাবে দেখেছেন?
উত্তর: বেড়ার ফুটো দিয়ে।
৮. ‘Novel” শব্দের আভিধানিক অর্থ কী?
উত্তর: “Novel” শব্দের আভিধানিক অর্থ হলো: a fictitious prose narrative or tale presenting a picture of real-life of the men and women portrayed.
৯. কোন শতকে বাংলা উপন্যাস লেখার সূচনা ঘটে?
উত্তর: উনিশ শতকে।
১০. প্যারীচাঁদ মিত্রের ছদ্ম নাম কী ছিল?
উত্তর: টেকচাঁদ ঠাকুর।
১১. কোন গাছ গাছ দেখে আমেনা বিবি বুঝত যে স্বামীর বাড়িতে পৌঁছেছে?
উত্তর: তালগাছ। (লালসালু উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর)
১২. মোদাব্বের মিয়ার ছেলের নাম কি?
উত্তর: আক্কাস।
১৩. মজিদ আক্কাসকে দমাতে চাওয়ায় তার চরিত্রে কি উম্মোচিত হয়েছে?
উত্তর: শোষণ।
১৪. আমেনা বিবি মাজারের মধ্যে কেন মূর্ছা গিয়েছিল?
উত্তর: শারীরিক দুর্বলতায়।
১৫. খালেক ব্যাপারীর গলায় শিশুর ভাব আসে কেন?
উত্তর: সন্দেহে।
১৬. আমেনা বিবি কেমন প্রকৃতির মানুষ?
উত্তর: স্বামী ভীরু।
১৭. সৈয়দ ওয়ালীউল্লাহ এর নাটকগুলোর নাম কি কি?
উত্তর: বহিপীর, তরঙ্গভঙ্গ, উজানে মৃত্যু ও সুড়ঙ্গ।
১৮. ‘লালসালু’ উপন্যাস কোথা থেকে কে প্রথম প্রকাশ করেছিলেন?
উত্তর: কমরেড পাবলিশার্স-এর সত্তাধিকারী আতাউল্লাহ ঢাকা থেকে প্রথম প্রকাশ করেছিলেন।
লালসালু উপন্যাসের প্রশ্ন ও উত্তর Pdf collect
আমরা এখানে লালসালু সৃজনশীল প্রশ্নের সংগ্রহ করার জন্য একটি লিঙ্ক দিয়েছি। অনেক সৃজনশীল প্রশ্ন গুলো pdf collectকরতে চান। তাই আমরা নিচে পিডিএফ ফাইলের লিঙ্ক দিয়েছি। যারা যারা পিডিএফ ফাইল টি সংগ্রহ করতে চান নিচের দেওয়া লিকে ক্লিক করুন। তাহলে সৃজনশীল প্রশ্ন উত্তর সহকারে সংগ্রহ করতে পারবেন।
PDf collect Link
শেষ কথা
আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ। আশা করছি এই পোস্ট থেকে আপনারা লালসালু উপন্যাসের প্রশ্ন ও উত্তর Pdf collectকরতে পেরেছেন। এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। নিচে আপনাদের জন্য শিক্ষামূলক কিছু পোস্ট দেওয়া আছে দেখেনিতে পারেন। ভালোথাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।
See More:
সুভা গল্পের mcq (সুভা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন Pdf )
সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর Pdf
বঙ্গবাণী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর Pdf File সংগ্রহ
সোনার তরী কবিতার mcq প্রশ্ন ও উত্তর PDf File সহ সংগ্রহ
বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণি বাংলা ১ম পত্র
লালসালু উপন্যাসের সৃজনশীল প্রশ্ন ও উত্তর এবং জ্ঞান মূলক প্রশ্ন