লালসালু উপন্যাসের সৃজনশীল প্রশ্ন ও উত্তর ও জ্ঞানমূলক প্রশ্ন এই পোস্টে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। লালসালু একটি উপন্যাস। এই উপন্যাসের জন্য কিছু সৃজনশীল প্রশ্ন রয়েছে। অনেকে লালসালু সৃজনশীল প্রশ্নের উত্তর খুঁজে। তাই আমরা আপনাদের লালসালু উপন্যাসের কমন ও ইম্পরট্যান্ট কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে এসেছি। আর সেই সাথে আপনারা স্রিজন্মশিল প্রশ্নের উত্তর দেওয়া আছে। এই সৃজনশীল প্রশ্ন গুলো আপনারা পড়লে অনেক উপক্রিত হবেন।
আপনাদের জন্য আরও রয়েছে লালসালু উপন্যাসের জ্ঞান মূলক প্রনশ উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। আপনারা রেই পোস্ট টি পড়ার মাধ্যমে জ্ঞান মূলক প্রশ্নের ধারনা পাবেন। এবং ক ও খ প্রশ্নের উত্তর খুব সহজেই সমাধান করতে পারবেন। এজন্য আজকের এই পোস্ট টি সম্পূর্ণ পড়ুন। এবং সৃজনশীল প্রশ্নের উত্তর খুঁজে নিন। তাহলে আজকের পোস্ট টি শুরু করা যাক।
লালসালু উপন্যাসের সৃজনশীল প্রশ্ন
লালসালু সৃজনশীল প্রশ্নের উত্তর টি এখানে দেওয়া আছে। যারা যারা লালসালু উপন্যাসের সৃজনশীল প্রশ্ন পেতে চান এখান থেকে সংগ্রহ করুন। এখানে আমরা সেরা ও কমন কিছু সৃজনশীল প্রশ্ন শেয়ার করেছি। এই সৃজনশীল প্রশ্ন পরীক্ষার জন্য অনেক গুরুত্ব পূর্ণ। তো প্রশ্ন গুলো সংগ্রহ করতে চাইলে নিচে থেকে সংগ্রহ করুন।
সৃজনশীল প্রশ্ন : ওয়াসিকা গ্রামের এক দুরন্ত মেয়ে। বন্ধুদের সঙ্গে ছুটোছুটি করা, অবাধে সাতার কাটা তার আনন্দের কাজ। তার বাবা অভাবের তাড়নায় ওয়াসিকাকে পাশের গ্রামের এক বুড়ো লোকের সাথে বিয়ে দিলেন। লোকটি গ্রামের মাতব্বর ৷ তাকে সবাই একাব্বর মুন্সি বলে ডাকে। মুন্সির কথা গ্রামের সবাই মানলেও চঞ্চল ও স্বাধীনচেতা ওয়াসিকা তার কথা মানে না।
ক. ধলা মিয়া কেমন ধরনের মানুষ ছিল?
খ. “সজোরে নড়তে থাকা পাখাটার পানে তাকিয়ে সে মূর্তিবৎ বসে থাকে” বলতে কী বোঝানো হয়েছে?
গ. ওয়াসিকা “লালসালু’ উপন্যাসের জমিলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ – ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকের একাব্বর মুন্সি “লালসালু” উপন্যাসের মজিদ চরিত্রের সামগ্রিক দিক ধারণ করেনি” – মূল্যায়ন কর ।
লালসালু উপন্যাসের সৃজনশীল প্রশ্নের উত্তর
আমরা আপনাদের সুবিধার্থে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দিয়েছি। লালসালু সৃজনশীল প্রশ্নের সমাধান অনেক করতে পারে না। তাই উত্তর গুলো পাওয়ার জন্য আপনারা অনলাইনে খুঁজে থাকেন। এজন্য আমরা প্রশ্নের সমাধান টি এইপস্তে করে দিয়েছে। এখানে দেখতে পারবেন লালসালু প্রশ্নের উত্তর। তো উত্তর গুলো দেখেনিন।
ক. ধলা মিয়া কেমন ধরনের মানুষ ছিল?
উত্তরঃ ধলা মিয়া নির্বোধ এবং অলস প্রকৃতির মানুষ ছিল।
খ. “সজোরে নড়তে থাকা পাখাটার পানে তাকিয়ে সে মূর্তিবৎ বসে থাকে” বলতে কী বোঝানো হয়েছে?
উত্তরঃ
গ. ওয়াসিকা “লালসালু’ উপন্যাসের জমিলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ – ব্যাখ্যা কর।
তাই ওয়াসিকা “লালসালু’ উপন্যাসের জমিলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ । তারা দুজনই স্বাধীন প্রকৃতির মানুষ।
ঘ. “উদ্দীপকের একাব্বর মুন্সি “লালসালু” উপন্যাসের মজিদ চরিত্রের সামগ্রিক দিক ধারণ করেনি” – মূল্যায়ন কর ।
উত্তরঃ
লালসালু উপন্যাসের কমন সৃজনশীল প্রশ্ন
সৃজনশীল প্রশ্ন ০১ : চর কাউয়া বাজারে এমবিবিএস পাস করা শিক্ষিত ডাক্তার আসাতে বিপদে পড়ে গেলেন ফৈজু কবিরাজ। নিজের প্রভাব গ্রামবাসীর উপর বজায় রাখার জন্য নিজের কিছু সঙ্গীসাথী নিয়ে ডাক্তারের চেম্বারে গেলেন তিনি। ডাক্তারকে চিকিৎসা সম্পর্কিত কিছু উল্টাপাল্টা প্রশড়ব করে বিড়ম্বনায় ফেলে দেন। কবিরাজের আকস্মিক আক্রমণে ও উদ্ভট প্রশড়ব শুনে ডাক্তার হতভম্ব হয়ে যান। ডাক্তারকে নির্বাক দেখে চেম্বারে উপস্থিত লোকেরা ডাক্তারকে ভুয়া ভেবে চেম্বার পরিত্যাগ করে।
ক. ‘লালসালু’ উপন্যাসে কার উক্তি দুই দিকে কাটে?
খ. ‘নিরাকপড়া শ্রাবণ’ বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকের সাথে ‘লালসালু’ উপন্যাসের কোন ঘটনার মিল আছে তা বর্ণনা কর।
ঘ. ‘চোরের মন পুলিশ পুলিশ’ – উক্তিটিকে মজিদ ও উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ০২ : চাঁপাতলী গ্রাম শতভাগ শিক্ষিত হওয়ার গৌরব অর্জন করায় গ্রামের চেয়ারম্যান কলেজ বিশ্ববিদ্যালয়গামী ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করেন। কারণ তারা এ লক্ষ্য পূরণের জন্য প্রচুর খেটেছে। গ্রামের মানুষ এতে অকুণ্ঠ সমর্থন জানালেও বাদ সাধে গ্রামের মাজারের খাদেম কলিমউল্লাহ। তার মতে বাংলা শিক্ষা নিয়ে এ মাতামাতি সম্পূর্ণ বেদায়েত, এতে ধর্মবিশ্বাস বাধাগ্রস্ত হয়। প্রত্যুত্তরে চেয়ারম্যান বলেন, বাংলা ইংরেজি কোন শিক্ষার সাথেই ধর্মের বিরোধ নেই বরং শিক্ষিত মানুষের ধর্মবিশ্বাস সুদৃঢ়। অজ্ঞানতার জন্যই মানুষ ধর্মীয় কুসংস্কারে বিশ্বাস করে।
ক. বেহেস্তে কাদের স্থান নির্দিষ্ট?
খ. ‘শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি।’ উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ কর।
গ. উদ্দীপকের কলিমউল্লাহর চিন্তার সাথে ‘লালসালু’ উপন্যাসের কার চিন্তার মিল রয়েছে? কীভাবে?
ঘ. চাঁপাতলী গ্রামের চেয়ারম্যানের শিক্ষাচিন্তা কীভাবে মানুষের মনের অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে দূর করতে পারে? উপন্যাস ও উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
লালসালু উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
এখানে লালসালু উপন্যাসে জন্য গুরুত্ব পূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে। তার সাথে এই প্রশ্ন গুলোর উত্তর পেয়ে যাবেন। এই জ্ঞান মূলক প্রশ্ন ও উত্তর গুলো নিচে থেকে দেখেনিন।
১. আমেনা বিবি মাজারের মধ্যে কেন মূর্ছা গিয়েছিল?
উত্তর: শারীরিক দুর্বলতায়।
২. রহিমা মাজারে আমেনা বিবির দৃশ্যগুলো কিভাবে দেখেছেন?
উত্তর: বেড়ার ফুটো দিয়ে।
উত্তর: আক্কাস।
৪. সৈয়দ ওয়ালীউল্লাহ কোন ইংরেজি পত্রিকার সাব- এডিটর ছিলেন?
উত্তর: ‘দি স্টেটস্ম্যান’।
৫. সৈয়দ ওয়ালীউল্লাহ কত সালে বাংলাদেশ বেতারের বার্তা সম্পাদক হিসেবে যোগদান করেন?
উত্তর: ১৯৪৭ সালে। (লালসালু উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর)
৬. সৈয়দ ওয়ালীউল্লাহ এর মৃত্যু তারিখ কত?
উত্তর: ১০/১০/১৯৭১ সালে।
৭. খালেক ব্যাপারীর গলায় শিশুর ভাব আসে কেন?
উত্তর: সন্দেহে।
৮. আমেনা বিবি কেমন প্রকৃতির মানুষ?
উত্তর: স্বামী ভীরু।
৯. কোন গাছ গাছ দেখে আমেনা বিবি বুঝত যে স্বামীর বাড়িতে পৌঁছেছে?
উত্তর: তালগাছ। (লালসালু উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর)
১০. “বেত্তমিজ এর মতো কথা কইস না” উক্তিটি কার সম্পর্কে করা হয়েছিল?
উত্তর: আক্কাস।
১১. মহব্বতনগর গ্রামের বড় মসজিদ নির্মাণে বারো আনা ব্যয় কে বহন করতে চেয়েছিল?
উত্তর: খালেক ব্যাপারী।
১২. মজিদ আক্কাসকে দমাতে চাওয়ায় তার চরিত্রে কি উম্মোচিত হয়েছে?
উত্তর: শোষণ।
১৩. ‘পুলক’ শব্দের অর্থ কি?
উত্তর: আনন্দ।
১৪. বঙ্কিমচন্দ্র রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস ‘দুর্গেশনন্দিনী’ কত সালে প্রকাশিত হয়েছিলো?
উত্তর: ১৮৬৫ সালে।
১৫. ‘লালসালু’ উপন্যাসের উর্দু অনুবাদ কী নামে প্রকাশিত হয়েছিলো?
উত্তর: ‘লালসালু’ উপন্যাসের উর্দু অনুবাদ Lal Shalu নামে প্রকাশিত হয়েছিলো।
১৬. ‘লালসালু’ উপন্যাসের উর্দু অনুবাদ কোথা থেকে কবে প্রকাশিত হয়েছিলো?
উত্তর: ‘লালসালু’ উপন্যাসের উর্দু অনুবাদ ১৯৬০ সালে করাচি থেকে প্রকাশিত হয়েছিলো।
১৭. ‘লালসালু’ উপন্যাসের উর্দু অনুবাদ কে প্রকাশ করেছেন?
উত্তর: ‘লালসালু’ উপন্যাসের উর্দু অনুবাদ করেছেন কলিমুল্লাহ।
১৮. উপন্যাসের আক্ষরিক অর্থ কী?
উত্তর: উপযুক্ত বা বিশেষ রূপে স্থাপন।
১৯. ‘উপন্যাস’এর ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর: ‘উপন্যাস’এর ইংরেজি প্রতিশব্দ : ‘Novel’. (লালসালু উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর)
২০. ‘Novel” শব্দের আভিধানিক অর্থ কী?
উত্তর: “Novel” শব্দের আভিধানিক অর্থ হলো: a fictitious prose narrative or tale presenting a picture of real-life of the men and women portrayed.
২১. কোন শতকে বাংলা উপন্যাস লেখার সূচনা ঘটে?
উত্তর: উনিশ শতকে।
২২. প্যারীচাঁদ মিত্রের ছদ্ম নাম কী ছিল?
উত্তর: টেকচাঁদ ঠাকুর।
২৩. প্যারীচাঁদ মিত্রের উপন্যাস ধর্মী রচনা ‘আলালের ঘরের দুলাল’ কত সালে প্রকাশিত হয়েছিলো?
উত্তর: ১৮৫৮ সালে।
২৫. ‘লালসালু’ উপন্যাস কত সালে প্রকাশিত হয়েছিলো?
উত্তর: ১৯৪৮ সালে প্রকাশিত হয়েছিলো। (লালসালু উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর)
লালসালু উপন্যাসের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
অনেকে লালসালু উপন্যাসের বহউনির্বাচনি প্রশ্নের অনুসন্ধান করতেছিলেন। কেউ কেউ পরীক্ষার প্রস্তুতির জন্য লালসালু গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি প্রশ্ন খুঁজে থাকে। তাই আমরা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু বহুনির্বাচনি দিয়েছি। আশা করছি এই প্রশ্ন গুলো পড়লে আপনারা লালসালু উপন্যাসের সকল mcq, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি প্রশ্নের সমাধান আপনি নিজেই করতে পারবেন। এজন্য আপনাকে এই প্রশ্ন গুলো মনোযোগ সহকারে পড়তে হবে।
লালসালু উপন্যাসের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
শেষ কথা
আমাদের দেওয়া লালসালু উপন্যাসের সৃজনশীল প্রশ্ন ও জ্ঞানমূলক প্রশ্ন গুলো ভালোভাবে পড়বেন। এই রকম প্রশ্ন গুলো পরীক্ষার সময় দেওয়া থাকে। আশা করছি লালসালু উপন্যাসের সৃজনশীল প্রশ্ন ও উত্তর এবং জ্ঞান মূলক প্রশ্ন গুলো সংগ্রহ করে নিতে পেরেছেন। পোস্ট টি ভাললেগে থাকলে শেয়ার করে দিতে পারেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। শিক্ষা সংক্রান্ত এই রকম পোস্ট আমাদের ওয়েবসাইটে নিয়মিত পাবলিশ করা হয় চেক করে নিতে পারেন। আজকের মতো এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
See More:
বিলাসী গল্পের mcq (সকল বোর্ডের হুনির্বাচনী প্রশ্ন উত্তর)