বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণি বাংলা ১ম পত্র

বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর আজকের এই পোস্টে দেওয়া আছে। আপনারা যারা একাদশ-দ্বাদশ শ্রেণিতে পরেন তাদের বাংলা ১ম পত্রের জন্য একটি গুরুত্ব পূর্ণ চেপটার হচ্ছে বিলাসী। বিলাসী গল্প টি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন। সৃজনশীল ও বহুনির্বাচনির জন্য এটি একটি অধ্যায়। বিভিন্ন পরীক্ষায় এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন এবং বহুনির্বাচনি প্রশ্ন দেখা যায়। আপনাদের পাঠ্য বইয়ে একটি  সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। আপনারা হয়তো এই সৃজনশীল প্রশ্নের উত্তর জানেন না।

তাই আপনাদের জন্য সকল সৃজনশীল প্রশ্নের উত্তর সুন্দর করে লিখে দেওয় আছে। আপনাদের জন্য সঠিক উত্তর এই পোস্টে দেওয়া আছে। এই পোস্টে বিলাসী গল্পের কমন কিছু সৃজনশীল প্রশ্ন ও এর সাথে উত্তর নিয়ে এই পোস্টে দেওয়া আছে।  তো আপনাদের যে প্রশ্নের উত্তর প্রয়োজন নিচে থেকে দেখেনিন।  তাহলে আজকের এই পোস্ট টি সম্পূর্ণ পড়ুন এবং প্রশ্নের সমাধান জেনে নিন। তো চলুন পোস্ট টি শুরু করা যাক।

বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্ন

২০২২ সালের পাঠ্য বইয়ে নতুন একটি সৃজনশীল সংযুক্ত করা হয়েছে। এর আগে বিগত বছর গুলোতে যেগুলো প্রশ্ন ছিল তা আপনারা এই নতুন পাঠ্য বইয়ে পাবেন না। তাহলে আপনারা সেগুলো কোথা থেকে পাবেন। এই নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। তা আপনারা এই পোস্টে পেয়ে যাবেন। পরীক্ষায় ভালো করার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে একটি অধ্যায়ে যত গুলো সৃজনশীল প্রশ্ন আছে তার সবগুলো সমাধান করা। হয়তো আপনাদের কাছে সেই সব বোর্ড পরীক্ষার সৃজনশীল প্রশ্ন নেই। নিচের দিকে বিলাসী গপ্লের বিগত বছর সহ সকল সালের বোর্ড পরীক্ষায় যেগুলো প্রশ্ন করা হয়েছে তার সকল  সৃজনশীল প্রশ্ন গুলো আপনাদের কে সংগ্রহ করে দেওয়া আছে। তাহলে নিচে থেকে বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্ন গুলো দেখেনিন।

সৃজনশীল প্রশ্ন ১ : উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্যের রাজসভার প্রখ্যাত জ্যোতিবিদ বরাহপুত্র মিহিরের স্ত্রী খনা। একদিন পিতা বরাহ এবং পুত্র মিহির আকাশের তারা গণনা করতে গিয়ে সমস্যায় পড়লে খনা এ সমস্যার সমাধান দেন। রাজা বিক্রমাদিত্য তার গুণে মুগ্ধ হন। গণনা করে খনার দেওয়া পূর্বাভাসে রাজ্যের কৃষকরা উপকৃত হতেন বলে রাজা বিক্রমাদিত্য খনাকে দশম রত্ব হিসেবে আখ্যা দেন। কিন্তু খনার এই খ্যাতি ও সম্মান অল্প কাছে নিচু হওয়ার লজ্জায় প্রতিহিংসাপরায়ণ হয়ে বরাহের আদেশে মিহির খনার জিহ্বা কেটে দেন। এর কিছুকাল পরে খনার মৃত্যু হয়।

ক. খুড়া কোন বংশের?
খ. “ইহা আর একটি শক্তি’- বলতে কী বোঝানো হয়েছে?
গ. বিলাসী চরিত্রের কোন দিকটি খনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ তা বর্ণনা কর।
ঘ. ‘মৃত্যুঞ্জয় ও মিহির পরস্পর বিপরীত চরিত্রের মানুষ ।’_ মন্তব্যটি যাচাই কর।

বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর

এখানে আপনাদের জন্য বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর টি দেওয়া আছে। আপনারা এখান থেকে এই উত্তর টি ভালোভাবে পড়ে নিয়ে নিজে নিজে লেখার চেষ্টা করবেন। তাহলে আপনারা সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে ভাল একটি ধারনা পেয়ে যাবেন। যাই হোক আমরা আপনাদের কে সুন্দর করে বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। বিচে থেকে উত্তর টি দেখেনিন বা সংগ্রহ করে রাখুন।

ক. খুড়া কোন বংশের?
উত্তর: খুড়া মিত্তির বংশের।

খ. ইহা আর একটি শক্তি’— বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর:ইহা আর একটি শক্তি’— কথাটি দ্বারা বিলাসী গল্পের বিলাসী ও মৃত্যুঞ্জয় এর স্বামী-স্ত্রীর মধ্যকার প্রকৃত ভালোবাসার প্রসঙ্গকে ইঙ্গিত করা হয়েছে।
স্বামী-স্ত্রী বহুবছর একত্রে বসবাস করলেও সত্যিকারের ভালোবাসার সন্ধান খুব কম পাওয়া যায়। কিন্তু আমারা বিলাসে গল্পে স্বামী- স্ত্রীর এক আত্মীয়ার উদাহরণ দেখতে পেয়েছি। বিলাসী ধর্য্য নিয়ে মৃত্যুঞ্জয়ের সেবা করে। তার এমন অবস্থা ছিল যে হয়তো সে মারা যাবে। কিন্তু বিলাসী তাকে সারা রাত দিন সেবা করে যায়। যার ফলে একদিন সাফল্য অর্জন করে। যা তিনি তার ভালোবাসার শক্তি দিয়ে করতে পেরেছেন। তাই বলা হয়েছে ‘ইহা আর একটি শক্তি’ অর্থাৎ খাঁটি ভালোবাসা।

গ. বিলাসী চরিত্রের কোন দিকটি খনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ তা বর্ণনা কর।

বিলাসী গল্পের বিলাসী ও উদ্দীপকের খনার সঙ্গে করুণার সাদৃশ্য রয়েছে। ভিলাসি হচ্ছে এই গল্পের প্রধান চরিত্রও। যিনি এক অসুস্থ মৃত্যুঞ্জয়কে তার ভালোবাসার অবদানের মাধ্যমে জীবন সঙ্গী হিসেবে পায়। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় সাপ ধরতে গিইয়ে সাপের কামুর খান এবং সে খুব অসুস্থ হয়ে পড়ে। এই অসুথ মৃত্যুঞ্জয় কে কেউ সেবা করার না থাকলেও বিলাসী গভীর জঙ্গলে তাকে একাই সেবা করে। তার এমন অবস্থা হয়েছিল যে মনে করা হতো সে হয়তো আর বাচবে না। কিন্তু এই বিলাসী নিজের সক্ষমতা দিয়ে তাকে সেবা করতে থাকে এবং এক সময় ম্রিতুহ্নজয় সুস্থ হয়ে উঠে। তার এই ভালোবাসার অবদান পুরন করতে সে বিলাসী কে বিয়ে করে। যার ফলে বিলাসী স্ত্রী এর মর্যাদা লাভ করেছে।

আর উদ্দীপকে দেখা যায় খনা হচ্ছে রাজসভার প্রখ্যাত জ্যোতিবিদ বরাহপুত্র মিহিরের স্ত্রী। একদিন তারা পিতা-পুত্র আকাশের তারা গণনা করতে ছিলেন। সেই মুহূর্তে তারা এক প্রকার সমস্যার সম্মুখীন হয়। কেউ এই সমস্যার সমাধান দিতে না পারলেউ খনা তাদের এই সমস্যার সমাধান করে দেয়। যার ফলে তার গুণে মুগ্ধ হয়ে কৃষকরা উপকৃত হতেন বলে রাজা বিক্রমাদিত্য খনাকে দশম রত্ব হিসেবে আখ্যা দেন। কিন্তু খনার এই এই খ্যাতি ও সম্মান বরারহ মেনে নিতে পারেন নি। তাই সে মিহির কে খনার জিহ্বা কেটে নেওয়ার আদেশ দেয়।  যার ফলে খনার কিছুকাল পরে খনার মৃত্যু হয়।

এদিক থেকে খনাও মিহিরের মধ্যে সাদৃশ্যপূর্ণ রয়েছে। বিলাসী সমাজের কারণে কষ্টে জীবন পারি দেয় এবং খনা সাহায্য করে নিজের জীবন হারিয়ে ফেলে।

ঘ. ‘মৃত্যুঞ্জয় ও মিহির পরস্পর বিপরীত চরিত্রের মানুষ ।’_ মন্তব্যটি যাচাই কর। 

উত্তরঃ মৃত্যুঞ্জয় ও মিহির পরস্পর বিপরীত চরিত্রের মানুষ মন্তব্যটি যাচাই নিচে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো।

গ্রামবাসীর কারণে মৃত্যুঞ্জয় ও বিলাসী কে বনবাস হতে  হয়। তারা নানা ধরনের অপবাদের সম্মুখীন হয়। যার কারণে সে বিলাসীকে বিয়ে করে সাপুড়ের জীবন ধারণ করেন। কিন্তু এক সময় সে সাপের কামুড়ে অসুথ হয়ে পড়ে। কিন্তু তার সেবা করার মত কেউ ছিল না। তার এমন অবস্থা হয়েছিল যে কার সেবকা না পেলে সে মারা যাবে। কিন্তু বিলাসী গ্রামের মানুষের কোনো কথায় কান না দিয়ে সে অসুথ মৃত্যুঞ্জয় কে সেবা করে। তার সেবা পেয়ে এক সময় ম্রিথুঞ্জয় সুস্থ হউয়ে ওঠে। তার এই প্রতিদানে মৃত্যুঞ্জয় বিলাসীকে প্রতিদান দিতে চায়। তার এই প্রতিদান স্বরূপ বিলাসী কে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেয়। যার ফলে সে উপকারের এর সঠিক প্রিতিদান পেয়েছে।

উদ্দীপকের খরা এক জন্য গুনি যার কারণে রাজ সভার একটি সমস্যার সমাধান হয়ে ছিল। একদিন বরাহ ও মিহির আকাশের তারা গণনা করতে ছিল এবং এক সময় তারা সমস্যায় পড়ে যায়। কিনু খরা তাদের এই সমস্যার সমাধান করে দেয়। এতে করে রাজা বিক্রমাদিত্য তার গুণে মুগ্ধ হয়ে খনাকে দশম রত্ব হিসেবে আখ্যা দেন। কিন্তু তার ফলে বরাহের আদেশে মিহির খনার জিহ্বা কেটে নেন এবং যার কারণে খনা মৃত্যুবরণ করেন।

এখানে মূলত বিলাসী গল্পের সাথে মৃত্যুঞ্জয় ও মিহির পরস্পর বিপরীত্য লক্ষ করা যায়। খোনা তার প্রতিদান হিসেবে ভালোবাসার মাউনশতিকে পেয়েছে এবং স্ত্রীর মর্যাদা পেয়েছে। কিন্তু উদ্দীপকের খনা তার প্রতিদান না পেয়ে মৃত্যু পেয়েছে।

বিলাসী গল্পের  একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

এখানে আপনাদের জন্য কিছু বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া আছে। যেগুলো পরীক্ষার জন্য খুব ই গুরুত্ব পূর্ণ এবং আপনারা এই বহুনির্বাচনি প্রশ্ন গুলো পড়লে ভালো একটি ধারনা পেয়ে যাবেন। নিচে থেকে বহুনির্বাচনি প্রশ্নের সমাধান জেনে নিন।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়  কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন?
ক. ১৮ বছর
খ. ২১ বছর
গ. ২৩ বছর
ঘ. ২৪ বছর

উত্তরঃ ঘ. ২৪ বছর

. শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত গল্প কোনটি?
ক. মহেশ
খ. বিলাসী
গ. মন্দির
ঘ. হরিলক্ষ্মী

উত্তরঃ গ. মন্দির

 শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
ক. হরিশপুর গ্রামে
খ. লাহিনীপাড়া গ্রামে
গ. দেবানন্দপুর গ্রামে
ঘ. কাঁঠালপাড়া গ্রামে

‘চরিত্রহীন’ কে রচনা করেন?
ক. সৈয়দ ওয়ালীউল্লাহ
খ. সুকান্ত ভট্টাচার্য
গ. হুমায়ূন আহমেদ
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ গ. দেবানন্দপুর গ্রামে

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম কী?
ক. শ্যামাকান্ত চট্টোপাধ্যায়
খ. উপেন্দ্রনাথ চট্টোপাধ্যায়
গ. মতিলাল চট্টোপাধ্যায়
ঘ. নীহার রঞ্জন চট্টোপাধ্যায়

উত্তরঃ গ. মতিলাল চট্টোপাধ্যায়

আরও জানতে এখানে ক্লিক করুন 

শেষ কথা

আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আজকের মত এখানেই শেষ। আশা করছি এই পোস্ট টি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে  এবং এই পোস্ট  থেকে আপনারা বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণি বাংলা ১ম পত্র জানতে পেরেছেন। এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করে দিতে পারেন। শিক্ষা সংক্রান্ত পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট টি ভিজিট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।

See More:

আমার পরিচয় কবিতা এবং কবিতার ব্যাখ্যা ও মূলভাব [ সৈয়দ শামসুল হক]

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান এবং কিছু কথা

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র বা দরখাস্ত লেখার সঠিক নিয়ম