কাবুলিওয়ালা গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি এই পোস্টে এবং Pdf collectকরার লিঙ্ক শেয়ার করেছি। প্রিয় শিক্ষার্থীরা আজকের পোস্টে সপ্তম শ্রেণির কাবুলিওয়ালা গল্পের সৃজনশীল প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবেন। অনেক শিক্ষার্থী কাবুলিওয়ালা গল্পের সৃজনশীল অনুশীলন করতে চায়। কিতু সবার কাছে এই সৃজনশীল প্রশ্নের উত্তর গুলো নেই। এজন্য গুগলে অনুসন্ধান করে। তাই আমরা আপনাদের জন্য কাবুলিওয়ালা গল্পের সকল সৃজনশীল প্রশ্নের উত্তর গুলো পিডিএফ ফাইলে দিয়েছি।
এই সৃজনশীল গুলো পরীক্ষার জন্য অনুশীলন করতে পারবেন। সাধারণত এই কমন সৃজনশীল প্রশ্ন গুলো পরীক্ষার সময় দেওয়া হয়। তাই আমরা আপনাদের সেরা প্রস্তুতির লক্ষ্য সাজেশনমূলক এই কাবুলিওয়াল গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়েছি। আশা করছি এই পোস্ট থেকেই আপনার সকল ধরনের তথ্য গুলো জানতে পারবেন। তো আজকের পোস্ট টি সম্পূর্ণ পড়ুন এবং সৃজনশীল প্রশ্ন ও উত্তর গুলো সংগ্রহ করুন।
কাবুলিওয়ালা গল্পের সৃজনশীল
সপ্তম শ্রেণির বাংলা গল্পের মধ্যে কাবুলিয়লা অন্যতম। কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভিনদেশের রুক্ষ পরিবেশে গড়ে ওঠা একজন মানুষকে নিয়ে কাবুলিওয়ালা গল্পের পরিচয় দিয়েছেন। আমরা সবাই ভিন্ন ভিন্ন পরিবেশে বসবাস করি। কিন্তু আমাদের সুখ, দুঃখ সবারই একই। এই গল্পের মূল কাহিনী হচ্ছে একজন ভিন মানুষ কাবিওয়ালাকে নিয়ে। অনেক সময় কাবুলিওয়ালা গল্পের সৃজনশীল পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকে। তাই এই গল্পের সকল ধরনের সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আপনাদের ধারনা থাকতে হবে। এজন্য এই গল্পের সৃজনশীল গুলো বেশি বেশি অনুশীলন করতে হবে। কাবুলিওয়ালা গল্পের সৃজনশীল অনুশীলন করতে চাইলে নিচের দেওয়া প্রশ্ন গুলো দেখেনিন।
কাবুলিওয়ালা গল্পের সৃজনশীল প্রশ্ন
উদ্দীপক-১: নতুন দারােয়ান সামাদ মিয়ার সাথে ছেলের বেশি ভাব-বন্ধুত্ব কিছুতেই মেনে নিতে পারেন না আবীরের মা। তিনি। স্বামীকে বােঝান- বিভিন্ন ফন্দি করে অনেক মানুষ এখন অন্যের বাচ্চা চুরি করে। সামাদ মিয়াও তাে একদিন তেমন কিছু করে বসতে পারে।
উদ্দীপক-২: বারাে বছর আগের ছােট্ট আবীর আজ কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে। রক্তের জন্য বাবা-মা বিভিন্ন জায়গায় যােগাযােগ করছেন। খবর পেয়ে সামাদ মিয়া ছুটে এসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেন- সাহেব, আবীর বাবার জন্য আমার সব রক্ত নেন, আমার নিজের ছেলেরে হারাইছি, ওরে হারাইলে আমি বাঁচুম না।’
ক. কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কী ছিল?
খ. রহমতকে কারাবরণ করতে হয়েছিল কেন?
গ. উদ্দীপক-১ অংশে কাবুলিওয়ালা’ গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা’ গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে।”- বিশ্লেষণ কর।
কাবুলিওয়ালা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর
আমরা উপরে একটি সৃজনশীল প্রশ্ন শেয়ার করেছি। এই সৃজনশীল প্রশ্নের উত্তর কিভাবে করবে? তা অনেকে জানেন না। এজন্য এখানে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর টি দিয়ে দিয়েছি। আর আপনাদের সাথে কাবুলিওয়ালা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর গুলো pdf সংগ্রহ করার জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে।
ক) কাবুলিওয়ালার মলিন কাগজটিতে তার মেয়ের ছােট হাতের ছাপ ছিল।
খ) লেখকের প্রতিবেশীকে সাংঘাতিক আঘাত করার অপরাধে রহমতকে কারাবরণ করতে হয়েছিল। কাবুলিওয়ালা গল্পে লেখকের এক প্রতিবেশী রহমতের কাছে সামান্য ঋণগ্রস্ত ছিল। সে রামপুরী চাদরের কিনার প্রতিবেশীর কাছে থেকে টাকা নিয়েছিলও। সে টাকা নেওয়ার পড় টাকা জমা দেওয়ার সময় শেষ হলেও সে তার ঋণ পরিশোধ করেনি। বরং তিনি তার প্রতিবেশী মিথ্যা কথা বলে সেই দেনা অস্বীকার করে। এ নিয়ে সেই লােকের সঙ্গে ঝগড়া করে। তারপর এক সময় রহমত তাকে ছুরি দিয়ে আঘাত করে। আর এই অপরাধ করার কারণে তার কয়েক বছরের কারাদণ্ড হয়।
গ) উদ্দীপক-১ অংশে কাবুলিওয়ালা’ গল্পের মিনির মায়ের শঙ্কার বিষয়টি প্রকাশ পেয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলোঃ
আমাদের সমাজে ভিন্ন প্রকিতির মানুষ রয়েছে। অনেকে টাকার জন্য যেকোনো খারাপ কাজ ও করতে একটু পরোয়া করে না। অনেকে অন্যর জিনিস লুকিয়ে রেখে তার কাছে থেকে টাকা আদায় করে। আবার শিশু পাচারকারীরা শিশুদের খাবার, খেলনা প্রভৃতি দিয়ে বশ করে। তারপর তারা শিশুদের চুরি করে পাচার করে দেয়।এদের ভয়ে আজ ছোট ছোট ছেলে-মেয়েরা ভাইরে ভের হতে পারে না।
‘কাবুলিওয়ালা’ গল্পে মিনির মা মিনির প্রতি কাবুলিওয়ালার যে স্নেহ, সেটি নিয়ে শঙ্কিত ছিলেন। মিনির মা কাবুলিওয়ালার অত্যাধিক ভালোবাসাকে সন্ধহের চোখে দেখেছেন। তাই মিনির মা মিনির বাবাকে তার প্রতি বিশেষ দৃষ্টি রাখতে বলেছিলেন। যাতে করে তাদের কোনো প্রকার সমস্যা না হয়। মিনির মায়ের মতােই উদ্দীপকের আবীরের মা ছিলেন ছেলের সঙ্গে নতুন দারােয়া বন্ধুত্ব নিয়ে শাঙ্কিত। কারণ তিনি জানতেন অনেক মানুষই বিভিন্ন ফন্দি করে বাচ্চা চুরি করে পালিয়ে যায়। তাই তারা সন্দেহের চোখে দেখতেন।
তাই বলা যায় যে, উদ্দীপক-১ অংশে আলােচ্য গল্পের মিনির মায়ের শঙ্কার বিষয়টি প্রকাশ পেয়েছে।
ঘ। “উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা’ গল্পের মূলভাবকেই ধারণ করে আছে।”- মন্তব্যটি যথার্থ। নিচে বিশ্লেষণ করা হলোঃ
পিতা মাতা সন্তানের জন্য ডাল স্বরূপ। সকল পিতা মাতাই তাদের সন্তানকে আদর, ভালোবাসা দিয়ে গড়ে তুলে। সব পিতা-মাতার অন্তরেই সন্তানের প্রতি ভালােবাসা, মমত্ববােধ বিরাজ করে। অনেক পিতা মাতা আছেন যারা নিজের সন্তানের মতো অন্যের সন্তান কে অনেক ভালোবাসে। অনেক পিতা-মাতা নিজ সন্তানকে হারিয়ে অন্যের সন্তানের মাঝে তার সন্তানকে খুঁজে ফেরেন। এই হচ্ছে সন্তানের প্রতি পিতা মাতার ভালোবাসা।
‘কাবুলিওয়ালা’ গল্পে রহমত তার ছােট্ট মেয়েটির কাছ থেকে দূরে থাকায় মিনির মাঝেই যেন তার সাদৃশ্য খুঁজে পায়। এজন্য কাবুলিওয়ালা তার সন্তানের মতো মিনিকে ভালােবাসে। কাবুলিওয়ালা প্রতিদিন মিনির জন্য সে পেস্তা বাদাম, কিশমিশ নিয়ে আসে। উদ্দীপকের সামাদ মিয়াও মালিকের ছেলে অবীরকে নিজ সন্তানের মতােই স্নেহ করে। তাই এক দিন আবীরের দুর্ঘটনা ঘটলে তার খবরশুনতে পেয়ে সে পাগলের মতাে ছুটে আসে। উদ্দীপকের সামাদ মিয়ার মধ্যে একজন পিতার এই স্নেহপ্রবণতাই প্রকাশিত হয়েছে। অন্যদিকে ‘কাবুলিওয়ালা’ গল্পের মিনির পিতা ও কাবুলিওয়ার মধ্য দিয়ে একজন পিতার স্নেহপ্রবণ মন ও মানসিকতারই প্রকাশ ঘটে, যা ‘কাবুলিওয়ালা’ গল্পের মূলভাব।
তাই বলা যায়, উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূলভাবকেই ধারণ করে আছে।
কাবুলিওয়ালা গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর Pdf collect
অনেক শিক্ষার্থী কাবুলিওয়ালা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর গুলো Pdf Downlaod করতে চায়। তাই আমরা আপনাদের জন্য এখানে একটি পিডিএফ ফাইল তৈরি করেছি। এই পিডিএফ ফাইলে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এর পাশা-পাশি প্রশ্নের উত্তর গুলো আমরা দিয়েছি। আপনারা যদি পিডিএফ ফাইল টি সংগ্রহ করতে চান তাহলে নিচে একটি লিঙ্ক দেখতে পারবেন। এই লিঙ্কে ক্লিক করে কাবুলিওয়ালা গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর গুলো একত্রে সংগ্রহ করতে পারবেন।
collect Pdf File
কাবুলিওয়ালা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন
- মিনি ছোট বেলায় কোন খেলাটি অধিক খেলত?
উত্তর : মিনি ছোট বেলায় আগডুম বাগডুম খেলাটি অধিক খেলত। - কাবুলিওয়ালা মিনিকে সবসময় কী খেতে দিত?
উত্তর : কাবুলিওয়ালা মিনিকে সবসময় খোরমা, কিসমিস ও বাদাম খেতে দিত। - কাবুলিওয়ালা কাকে ছুরি বসিয়ে দিয়েছেন?
উত্তর : কাবুলিওয়ালা লেখকের প্রতিবেশী রামপুরীকে ছুরি বসিয়ে দিয়েছিল। - কাবুলিওয়ালা জেল থেকে খালাস পেয়েছিল কখন?
উত্তর : কাবুলিওয়ালা জেল থেকে খালাস পেয়েছিল সন্ধ্যাবেলা। - কাবুলিওয়ালার সাথে মিনির যখন পরিচয় হয় তখন মিনির বয়স কত ছিল?
উত্তর : কাবুলিওয়ালার সাথে মিনির যখন পরিচয় হয় তখন মিনির পাঁচ বছর। - কে কাবুলিওয়ালা সম্পর্কে সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না?
উত্তর : মিনির মা কাবুলিওয়ালা সম্পর্কে সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না। - কাবুলিওয়ালা তার নিজের কন্যার কোন চিহ্নটি বয়ে বেড়াত?
উত্তর : কাবুলিওয়ালা তার নিজ কন্যার ভুসা মাখানো একটি হাতের ছাপ দেওয়া কাগজ বয়ে বেড়াত। - অল্প দিনের পরিচয়ে মিনির সাথে কার বন্ধুত্ব গড়ে উঠল?
উত্তর : অল্প দিনের পরিচয়ে মিনির সাথে কাবুলিওয়ালার বন্ধুত্ব গড়ে উঠল। - কে শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবনের দুরবস্থা কল্পনা করে অত্যন্ত হাসত?
উত্তর : মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবনের দুরবস্থা কল্পনা করে অত্যন্ত হাসত।
শেষ কথা
আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন। আশা করছি এই পোস্ট থেকে আপনারা কাবুলিওয়ালা গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর Pdf collectকরতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।
See More:
সুভা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর Pdf File
সুভা গল্পের mcq (সুভা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন Pdf