বিলাসী গল্পের mcq বোর্ড বইয়ের এবং বোর্ড পরীক্ষার পেয়ে যাবেন আজকের এই এই পোস্টে। বিলাসী এটি একটি গল্প যা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন। এই গল্পটির প্রধান চরিত্র হচ্ছে বিলাসী ও মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় এই বিলাসী গল্প টি পরীক্ষায় অনেক সময় আসে। এখান থেকে সৃজনশীল প্রশ্ন ও করা হয়ে থাকে। একাদশ- দ্বাদশ শ্রেণির জন্য এই বিলাসী গল্প টি খুব গুরুত্ব পূর্ণ। এই গল্প হতে আজকের পোস্টে কমন কিছু বিলাসী গল্পের mcq দেওয়া আছে। যেগুলো প্রায় সময় পরীক্ষার প্রশ্নে দেখা যায়।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি বিলাসী গল্পের বহু নির্বাচনি প্রশ্নের উত্তর পেতে চাউ তাহলে প্রথমে তোমাদের পাঠ্য বইয় টি ভালো ভাবে পড়বে। তার পর বহুনির্বাচনি প্রশ্ন গুলো পরার চেষ্টা করবে। যাইকোক তোমাদের জন্য এই পোস্টে কিছু mcq দেওয়া আছে এগুলো পড়লে পরীক্ষার জন্য ভালো একটি প্রিপারেশন নেওয়া হবে। নিচে বিলাসী গল্পের mcq এবং কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে দেখে নাও।
বিলাসী গল্পের mcq
তোমাদের বোর্ড বইয়ে কিছু mcq দেওয়া আছে। সেগুলো এখানে আমরা উত্তর সহকারে দিয়েছি। এই বহুনির্বাচনি প্রশ্ন গুলো বিভিন্ন পরীক্ষায় আসে। তো বোর্ড বইয়ের বিলাসী গল্পের বহুনির্তবাচনি প্রশ্নের সমাধান গুলো দেখে নাও।
১. ‘ঘন জঙ্গলের পথ। একটু দেখে পা ফেলে যেয়ো।’ -উক্তিটি কার?
ক. ন্যাড়ার
খ. বিলাসীর
গ. মৃত্যুঞ্জয়ের
ঘ. খুড়ার
উত্তরঃ খ. বিলাসীর
২. ‘মহত্ত্বের কাহিনি আমাদের অনেক আছে।’ এখানে ‘মহত্ত্ব’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. ব্যঙ্গার্থে
খ. প্রশংসাৰ্থে
গ. ক্ষোভার্থে
ঘ. নিন্দার্থে
উত্তরঃ ক. ব্যঙ্গার্থে
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও :
নিলুফা শহরে একটি পোশাক কারখানায় কাজ করেন। তার শহরে কাজ করার বিষয়টি গ্রামের কিছু মানুষ পছন্দ করেন না। ছুটিতে বাড়ি গেলে গ্রামের ওই মানুষগুলো নিলুফার নামে বিচার বসান। তারা নিলুফাকে জোর করে গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু নিলুফা তাতে প্রতিবাদ করেন। অসুস্থ মাকে রেখে তিনি এসময় কিছুতে কোথাও যাবেন না।
৩. অনুচ্ছেদের সঙ্গে ‘বিলাসী’ গল্পের যে দিকের সাদৃশ্য রয়েছে তা হলো-
i. নারীর প্রতি নির্যাতন
ii. কুসংস্কারাচ্ছন্ন সমাজ
iii. গ্রামীণ বিচার ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii
৪. এই অবস্থা বিবেচনায় নিয়ে বলা যায়, নিলুফা ও বিলাসী উভয়েই-
i. প্রতিবাদী নারীসত্তা
ii. নির্যাতিত নারী
iii. কুসংস্কারের শিকার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii
বিলাসী গল্পের mcq বহুনির্বাচনি প্রশ্ন
০৫. কোনগুলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস?
ক. ঘরে বাইরে, নৌকাডুবি
খ. বিষবৃক্ষ, রাজসিংহ
গ. চরিত্রহীন, দেনা-পাওনা
ঘ. মতিচুর, পদ্মরাগ
উত্তরঃ গ. চরিত্রহীন, দেনা-পাওনা
০৬. সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ডি.লিট ডিগ্রি প্রদান করে?
ক. ১৯৩৩ সালে
খ. ১৯৩৪ সালে
গ. ১৯৩৬ সালে
ঘ. ১৯৩৫ সালে
উত্তরঃ গ. ১৯৩৬ সালে
০৭. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৩৩ সালে
খ. ১৯৩৮ সালে
গ. ১৯৩৬ সালে
ঘ. ১৯৩৫ সালে
উত্তরঃ খ. ১৯৩৮ সালে
০৮. ন্যাড়ার স্কুলে যাতায়াতের পথ কত ক্রোশ দূরে?
ক. এক ক্রোশ
খ. দুই ক্রোশ
গ. তিন ক্রোশ
ঘ. চার ক্রোশ
উত্তরঃ ঘ. চার ক্রোশ
০৯. ন্যাড়া ও তার সহপাঠীরা দুই ক্রোশ পথ হেঁটে স্কুলে যাওয়ার কারণ কী?
ক. দূরের স্কুলের সুনাম থাকায়
খ. কাছের স্কুল বন্ধ থাকায়
গ. কাছে স্কুল না থাকায়
ঘ কাছের স্কুলের দুর্নাম থাকায়
উত্তরঃ গ. কাছে স্কুল না থাকায়
১০. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৭৬ খ্রিষ্টাব্দে
খ. ১৮৭৮ খ্রিষ্টাব্দে
গ. ১৮৭৭ খ্রিষ্টাব্দে
ঘ. ১৮৭৯ খ্রিষ্টাব্দে
উত্তরঃ ক. ১৮৭৬ খ্রিষ্টাব্দে
১১. শরৎচন্দ্র বাংলা সাহিত্যের কোন শাখায় সবচেয়ে জনপ্রিয়?
ক. উপন্যাস
খ. ছোটগল্প
গ. নাটক
ঘ. প্রবন্ধ
উত্তরঃ ক. উপন্যাস
সকল বোর্ডের বহুনির্বাচনি প্রশ্ন
১২. শরত্চন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন?
ক. ১৮ বছর
খ. ২১ বছর
গ. ২৩ বছর
ঘ. ২৪ বছর
উত্তরঃ ঘ. ২৪ বছর
১৩. কোন খ্যাতির কারণে জমিদারের বন্ধু হয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়?
ক. ছোটগল্পকার হিসেবে
খ. সংগীতজ্ঞ হিসেবে
গ. ঔপন্যাসিক হিসেবে
ঘ. আবৃত্তিকার হিসেবে
উত্তরঃ খ. সংগীতজ্ঞ হিসেবে
১৪. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
ক. হরিশপুর গ্রামে
খ. লাহিনীপাড়া গ্রামে
গ. দেবানন্দপুর গ্রামে
ঘ. কাঁঠালপাড়া গ্রামে
উত্তরঃ গ. দেবানন্দপুর গ্রামে
১৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম কী?
ক. শ্যামাকান্ত চট্টোপাধ্যায়
খ. উপেন্দ্রনাথ চট্টোপাধ্যায়
গ. মতিলাল চট্টোপাধ্যায়
ঘ. নীহার রঞ্জন চট্টোপাধ্যায়
উত্তরঃ গ. মতিলাল চট্টোপাধ্যায়
১৬. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাতার নাম কী?
ক. ভগবতী দেবী
খ. ভুবনমোহিনী দেবী
গ. শ্যামা দেবী
ঘ. সারদা দেবী
উত্তরঃ খ. ভুবনমোহিনী দেবী
১৭. সমাজের নিচু তলার মানুষ অপূর্ব মানব-মহিমা নিয়ে চিত্রিত হয়েছে কার উপন্যাসে?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. জীবনানন্দ দাশ
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের
ঘ. প্রমথ চৌধুরীর
উত্তরঃ গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের
১৮. শরৎচন্দ্রের কৃতিত্ব কোন ক্ষেত্রে?
ক. উচ্চ মধ্যবিত্তের জীবন চিত্রণে
খ. মধ্যবিত্ত শ্রেণির জীবন চিত্রণে
গ. উচ্চবিত্ত শ্রেণির জীবন চিত্রণে
উত্তরঃ ঘ. অন্ত্যজ শ্রেণির মানুষের জীবন চিত্রণে
১৯. শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত গল্প কোনটি?
ক. মহেশ
খ. বিলাসী
গ. মন্দির
ঘ. হরিলক্ষ্মী
উত্তরঃ গ. মন্দির
২০. শরৎচন্দ্র কোন গল্পের জন্য ‘কুন্তলীন’ পুরস্কার পেয়েছিলেন?
ক. মহেশ
খ. ছোটোগল্প
গ. মন্দির
ঘ. আত্মজীবনী
উত্তরঃ গ. মন্দির
বহুনির্বাচনি প্রশ্ন (সকল বোর্ড)
২১. ‘দেবদাস’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন জাতীয় গ্রন্থ?
ক. ভ্রমণকাহিনী
খ. ছোটোগল্প
গ. উপন্যাস
ঘ. আত্মজীবনী
উত্তরঃ গ. উপন্যাস
২২. ‘চরিত্রহীন’ কে রচনা করেন?
ক. সৈয়দ ওয়ালীউল্লাহ
খ. সুকান্ত ভট্টাচার্য
গ. হুমায়ূন আহমেদ
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২৩. কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস?
ক. ঘরে বাইরে
খ. রাজসিংহ
গ. চোখের বালি
ঘ. শ্রীকান্ত
উত্তরঃ ঘ. শ্রীকান্ত
২৪. ‘গৃহদাহ’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. জহির রায়হান
উত্তরঃ ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় মৃত্যুবরণ করেন?
ক. কলকাতায়
খ. আসামে
গ. হুগলীতে
ঘ. রেঙ্গুনে
উত্তরঃ ক. কলকাতায়
বহুনির্বাচনি প্রশ্ন mcq
২৬. ‘সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়’ -উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?
ক. বিশ্বাস
খ. ব্যঙ্গ
গ. বিস্ময়
ঘ. হতাশা
উত্তরঃ খ. ব্যঙ্গ
২৭. ন্যাড়া পরীক্ষার উত্তরপত্রে হুমায়ূনের পিতার নাম কী লেখে?
ক. হালাকু খাঁ
খ. বাবর খাঁ
গ. চেঙ্গিস খাঁ
ঘ. তোগলক খাঁ
উত্তরঃ ঘ. তোগলক খাঁ
২৮. ‘বিলাসী’ গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়ত?
ক. ফার্স্ট ক্লাসে
খ. থার্ড ক্লাসে
গ. ফোর্থ ক্লাসে
ঘ. সেকেন্ড ক্লাসে
উত্তরঃ খ. থার্ড ক্লাসে
২৯. গ্রামের এক প্রান্তে কার বাগান ছিল?
ক. মৃত্যুঞ্জয়ের
খ. বিলাসীর
গ. ন্যাড়ার
ঘ. খুড়ার
উত্তরঃ ক. মৃত্যুঞ্জয়ের
৩০. ‘সরস্বতী খুশি হইয়া বর দিবেন কী’ -এ কথার কারণ কী?
ক. ছাত্রদের কষ্ট
খ. ছাত্রদের আগ্রহ
গ. ছাত্রদের খুশি
ঘ. ছাত্রদের শহরমুখিতা
উত্তরঃ ক. ছাত্রদের কষ্ট
৩১. ‘ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পাড়িলাম’ -উক্তিটি কোন রচনার অন্তর্গত?
ক. অপরিচিতা
খ. বিলাসী
গ. আমার পথ
ঘ. মাসি-পিসি
উত্তরঃ খ. বিলাসী
৩২বিলাসী’ গল্পে বর্ণিত যাদের বাড়ি পল্লিগ্রামে তাদের শতকরা কতভাগকে বিদ্যার্জনের জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হয়?
ক. ৪০ ভাগকে
খ. ৬০ ভাগকে
গ. ৮০ ভাগকে
ঘ. ১০০ ভাগকে
উত্তরঃ গ. ৮০ ভাগকে
৩৩. ‘কামস্কাট্কার’ রাজধানীর কথা কোন গল্পে উল্লেখ আছে?
ক. অপরিচিতা
খ. একটি তুলসী গাছের কাহিনী
গ. আহ্বান
ঘ. বিলাসী
উত্তরঃ ঘ. বিলাসী
৩৪. মাঝে মাঝেই স্কুলের পথে কার সাথে ন্যাড়ার দেখা হতো?
ক. বিলাসীর সাথে
খ. মৃত্যুঞ্জয়ের সাথে
গ. মৃত্যুঞ্জয়ের খুড়ার সাথে
ঘ. বুড়ো মালোর সাথে
উত্তরঃ খ. মৃত্যুঞ্জয়ের সাথে
বহুনির্বাচনি প্রশ্ন
৩৫. ‘বিলাসী’ গল্পে ভদ্রলোকদের শহর ছেড়ে আর গ্রামে আসা হয় না কেন?
ক. গ্রামের পরিবেশ পছন্দ হয় না বলে
খ. গ্রামের শিক্ষার ভালো পরিবেশ না থাকায়
গ. শহরের নাগরিক সুবিধায় স্বাচ্ছন্দ্যবোধ করায়
ঘ. শহরের অর্থনৈতিক উন্নতি হারানোর শঙ্কায়
উত্তরঃ গ. শহরের নাগরিক সুবিধায় স্বাচ্ছন্দ্যবোধ করায়
৩৬.দালতের হুকুমে’ বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
ক. হাইকোর্টের নির্দেশে
খ. জজকোর্টের নির্দেশে
গ. স্রষ্টার নির্দেশে
ঘ. খুড়ার নির্দেশে
উত্তরঃ
৩৭. ‘বিলাসী’ গল্পে মৃত্যুঞ্জয় প্রসঙ্গে ‘সুনাম’ কথাটি দ্বারা কী প্রকাশ পেয়েছে?
ক. দুর্নাম
খ. খ্যাতি
গ. সম্মান
ঘ. প্রতাপ
উত্তরঃ ক. দুর্নাম
৩৮. ‘বিলাসী’ গল্পে ন্যাড়া তার এক আত্মীয়ের কাহিনি উল্লেখ করে কী বোঝাতে চেয়েছে?
ক. স্বামীর গুরুত্ব
খ. স্বেচ্ছাচারিতা
গ. প্রেমের মহিমা
ঘ. মেকি স্বামীপ্রেম
উত্তরঃ ঘ. মেকি স্বামীপ্রেম
৩৯. মৃত্যুঞ্জয় শয্যাগত প্রায় কতদিন?
ক. এক মাস
খ. দেড় মাস
গ. দুই মাস
ঘ. আড়াই মাস
উত্তরঃ খ. দেড় মাস
৪০. অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে ন্যাড়া কখন তার বাড়িতে যায়?
ক. ভোরে
খ. সন্ধ্যায়
গ. দুপুরে
ঘ. গভীর রাতে
উত্তরঃ খ. সন্ধ্যায়
৪১. মৃত্যুঞ্জয়ের কীসের বাগান ছিল?
ক. আম-কাঁঠালের
খ. কলা-আনারসের
গ. পেয়ারা-লিচুর
ঘ. আপেল-কমলার
উত্তরঃ ক. আম-কাঁঠালের
৪২. মৃত্যুঞ্জয়ের জীবিকানির্বাহ হতো কীভাবে?
ক. আমবাগান জমা দিয়ে
খ. চাকরি দ্বারা
গ. সাপ খেলা দেখিয়ে
ঘ. ব্যবসা দ্বারা
উত্তরঃ ক. আমবাগান জমা দিয়ে
৪৩. মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কী ছিল?
ক. ভাইপোর নানাবিধ দুর্নাম করা
খ. ভাইপোর নানাবিধ সুনাম করা
গ. ভাইপোর সঙ্গে ঝগড়া করা
ঘ. ভাইপোর নানাবিধ সেবা করা
উত্তরঃ ক. ভাইপোর নানাবিধ দুর্নাম করা
বহুনির্বাচনি প্রশ্ন এবং বিলাসী গল্পের mcq
৪৪. মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করত?
ক. খুড়া
খ. সাপুড়
গ. ন্যাড়া
ঘ. ভুদেববাবু
উত্তরঃ ক. খুড়া
৪৫. অসুস্থ থাকাকালে মৃত্যুঞ্জয় কত দিন অচেতন অবস্থায় ছিল?
ক. ৭-৮ দিন
খ. ১০-১৫ দিন
গ. ৮-১০ দিন
ঘ. ১৫-২০ দিন
উত্তরঃ খ. ১০-১৫ দিন
৪৬. মৃত্যুঞ্জয়কে সেবাযত্ন করে যমের মুখ থেকে ফিরিয়ে এনেছে কে?
ক. বিলাসী
খ. খুড়া
গ. ন্যাড়া
ঘ. বুড়ো মালো
উত্তরঃ ক. বিলাসী
৪৭. ‘ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো’ -উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে?
ক. মৃত্যুঞ্জয়
খ. ন্যাড়া
গ. বিলাসী
ঘ. খুড়া
উত্তরঃ গ. বিলাসী
৪৮. মৃত্যুঞ্জয়ের পোড়াবাড়িতে কিসের বালাই নেই?
ক. কুটুমের
খ. প্রাচীরের
গ. সাজ-সজ্জার
ঘ. আভিজাত্যের
উত্তরঃ খ. প্রাচীরের
৪৯. যমরাজ মৃত্যুঞ্জয়ের সাথে সুবিধা করতে পারেনি কেবল কার জোরে?
ক. বিলাসীর
খ. ন্যাড়ার
গ. বুড়ো মালোর
ঘ. মৃত্যুঞ্জয়ের
উত্তরঃ ক. বিলাসীর
৫০. সামনে পরীক্ষা বলে সুরভী নাওয়া-খাওয়া ভুলে রাত জেগে পড়াশোনা করায় ওর লাবণ্যময় চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। সুরভীর ক্ষেত্রে প্রযোজ্য উক্তি কোনটি?
ক. ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুল
খ. অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে
গ. বাস্তবিক যমরাজ চেষ্টার ত্রুটি কিছু করেন নাই
ঘ. মা-সরস্বতী কোথায় যে লুকাইবেন, ভাবিয়া পান না
বিলাসী গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
এখানে বিলাসী গল্পের সংক্ষিপ্ত প্রনশ দেওয়া আছে। সেই সাথে এই প্রশ্ন গুলো উত্তর পেয়ে যাবে। এই প্রশ্ন গুলো বিলাসী গল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিচে থেকে বিলাসী গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর গুলো দেখে নাও।
শেষ কথা
আজকের মত এখানেই শেষ। আশা করছি আজকের এই পোস্ট টি তোমাদের কাছে ভালোলেগেছে। এই পোস্ট টি শেয়ার করে দিতে পারো তোমাদের বন্ধুদের কাছে। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবে। শিক্ষা সংক্রান্ত যেকোনো ধরনের তথ্য বহুল পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট টি ভিজিট করতে পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।
See More:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান এবং কিছু কথা
বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র বা দরখাস্ত লেখার সঠিক নিয়ম