সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর pdf collectকরতে পারবেন। সোনার তরী কবিতা টি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। একাদশ দ্বাদশ শ্রেণির জন্য সোনার তরী কবিতা টি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই কবিতার অনেক সৃজনশীল প্রশ্ন আছে। লক্ষ্য করলে দেখবেন অনেক পরীক্ষায় এই কবিতার উপর প্রশ্ন করা হয়। অনেক শিক্ষার্থী সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর খুঁজে থাকে। আবার কেউ কেউ পরীক্ষার প্রস্তুতির জন্য সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্ন অনুশীলন করে।
আমরা আপনাদের মাঝে কিছু কমন সৃজনশীল প্রশ্ন শেয়ার করেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর তাছাড়া আপনারা ২০২২ সালের বোর্ড বইয়ের সৃজনশীল প্রশ্ন গুলো এই পোস্টে পেয়ে যাবেন। আমরা আপনাদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন ও উত্তর এর পিডিএফ ফাইল তৈরি করেছি। এই পিডিএফ টি আপনারা চাইলে সংগ্রহ করেনিতে পারবেন। তো তাহলে আজকের পোস্ট টি শুরু করা যাক।
সোনার তরী কবিতার ব্যাখ্যা ও মূলভাব
রবীন্দ্রনাথের এই কবিতাটি অনেক বিখ্যাত। কবিতারির মূল মূলভাব হচ্ছে একজন কৃষক ও একজন মাঝিকে নিয়ে। বর্ষা কালে কৃষক তার সোনার ফসল কাটে। এবং সেই সময় বরিষটি শুরু হয়। নদীর একটি ছোট চড় আছে এবং কৃষক তাই এই চড় এর চোট একটু জমিতে সোনার ফসল ফলিয়েছিল। কৃষকের ধান কাটা শেষ হতে না হতেই আকাশে ঘন ঘন মেঘ ভারী বর্ষণের আভাস দেখা যায়। তাই কৃষক অনেক চিন্তিত হয়ে যায়। সে ভাবতে ছে তার সোনার ফসলের কি হবে বা সে কিভাবে বাড়িতে যাবে। এদিকে বৃষ্টি শুরু হওয়ায় বাঁকা জল বিপদের আশঙ্কা সৃষ্টি করেছে , তাই কৃষক ভাবতেছে উৎপন্ন সোনার ধান নিয়ে সে পৌঁছাতে পারবে কিনা।
শেষে নদীর বুকে কৃষক একজন মাঝিকে দেখতে পায়। কৃষক আশঙ্কা নিয়ে সে মাঝিকে তার উৎপন্ন সোনার ধান ও তাকে তীরে পৌঁছে দেওয়ার জন্য অনেক অনুরধ করে। অনেক আকুতি মিনতি করার পর সোনার তরী মাঝি তার সোনার ফসল পৌঁছে দেওয়ার জন্য রাজী হয়। মাঝির নৌকাটি অনেক ছোট ছিল তাই সোনার ফসল এ নৌকাটি ভরপুর হয়ে যায়। সেই নৌকায় মাঝির কৃষকের জায়গা হয় না। যার ফলে ক্রিসকে সেই নদীর কিনারায় বসে থাকতে হয়।
সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর
প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনারা কবিতাটির ব্যাখ্যা গুলো বুঝতে পেরেছেন। আমরা এজন্য কবিতা টি আপনাদের কে ব্যাখ্যা করা দিয়েছি যাতে কবিতাটির বিষয় সম্পর্কে ভালোভাবে বুঝতে পারেন। কারণ কবিতা থেকে সৃজনশীল প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই কবিতাটির ব্যাখ্যা আপনাকে বুঝতে হবে। কবিতা টি সোনার ফসল নিয়ে। এই কবিতার উপরে আপনাদের কে নিচে সৃজনশীল প্রশ্ন ও উত্তর দেওয়া আছে দেখেনিন।
সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্ন
সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্ন এখানে দেওয়া আছে। প্রথমে আপনারা এই প্রশ্ন টি ভালোভাবে পড়ুন। এবং বুঝার চেষ্টা করুন প্রশ্ন টিতে কি চাওয়া হচ্ছে বা কি ব্যাখ্যা করতে বলা হয়েছে। তার পর আপনারা প্রশ্নের সমাধান করুন। সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্নের সমাধান টি নিজে নিজে না করতে পারলে নিচে থেকে প্রশ্নের উত্তর সংগ্রহ করেনিন।
সৃজনশীল প্রশ্ন : মাদার তেরেসা অকৃত্রিম মাতৃস্নেহের আধার ছিলেন । আলবেনিয়ান বংশোৎভূত হয়েও তিনি তার কাজের জন্য সারা পৃথিবীতে স্মরণীয় হয়ে আছেন। ১৯৫০ সালে তিনি কলকাতায় মিশনারিজ অব চ্যারিটি নামে একটি সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এই চ্যারিটি হোম সমথ পৃথিবীর দরিদ্র, অসুস্থ, অনাথ ও মৃত্যুপথযাত্রী মানুষের জন্য কাজ করে । এই কাজের জন্য ১৯৭৯ সালে তাকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়। সেই পুরস্কারের সমস্ত অর্থ তিনি সেবার কাজে ব্যয় করেন। ১৯৯৭ সালে তিনি মৃত্যুবরণ করেন । কিন্তু পৃথিবীর মানুষ আজও তীর নাম শ্রদ্ধাভরে স্মরণ করে।
ক. বাংলা কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম গ্রহণ করেন?
খ. “বাঁকা জল’ বলতে কী বোঝানো হয়েছে?
গ. “সোনার তরী” কবিতার কোন বিষয়টি মাদার তেরেসার জীবনের সঙ্গে সংগতিপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. “মাদার তেরেসার জীবন পরিণতিই “সোনার তরী” কবিতার মূল উপজীব্য’_ মন্তব্যটি বিশ্লেষণ কর।
সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর
ক) বাংলা ২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন।
খ) বাঁকা জল বলতে নদীর পানির বাঁকা স্রোত কে বুঝানো হয়েছে। সোনার তরী কবিতায় এক কৃষক বর্ষার সময় তার সোনার ফসল কাটে। সেই সময় আকাশ ঘন মেঘের আছন্নে ভরে যায়। তখম ঝড়ের সৃষ্টি হয়। নদীর জল উত্তাল পাতাল শুরু করে দেওয়া। এই ফলে নদীর জল বাঁকা হয়ে যায়। এই বাঁকা জল কৃষকের সোনার ফসল পানিতে ভরিয়ে দেয়। তাই কবি বাঁকা জল বলতে নদীর স্রোত কে বুঝানো হয়েছে।
গ) সোনার তরী কবিতার বাক্তি মানুষের মৃত্যুর বিপরীতে কর্মের অমরতার প্রসঙ্গটি উদ্দীপকের মাদারতেরেসার সাথে সঙ্গতিপূর্ণ।
সোনার তরী কবিতায় কবি এক গভীর জীবনদর্শকে অন্মুচন করেছেন। তিনি দেখিয়েছেন মহাকাল কেবল মানুষের সৃষ্টিশীল কর্মকেই গ্রহণ করে, কোনো বাক্তি মানুষ কে গ্রহণ করে না। কাল পরিকমনায় সৃষ্টি কার্য টিকে গেলেও মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহন করতে হয়। আলোচ্য কবিতায়ব কৃষক চরিত্রটিতে এই উন্মোচন করেছেন।
উদ্দীপকের মাদারতেরেসা একজন মানুষ প্রেমী ছিলেন। তিনি মানুষকে সাহায্য করতে ভালোবাসেন। তিনি কলকাতায় একটি সেবা প্রতিষ্ঠান চালু করেন। এই সেবা প্রতিষ্ঠানে সমগ্রহ বিশ্বের দরিদ্র, অসুস্থ, ও অনাথ মানুষদের জন্য কাজ করে সুনাম অর্জন করে। এই কাজের জন্য তিনি নোবেল পুরস্কার পান। এছাড়া তিনি সমগ্র প্রথিবির মানুষের ভালোবাসা অর্জন করেছেন। মানুষ আজ এই মহান বাক্তি কে স্মরণ করে তার এই মহৎ কাজের জন্য।
সোনার তরী কবিতায় সুক্রিতিময় কর্মের অমরতার কথা বলা হয়েছে। সেখানে দেখানো হয়েছে বাক্তি মানুষের মৃত্যু অনিবার্য হলেও তার কৃতি কর্মের সমাপ্তি নেই। তাকে মানুষ আজিব মনে রাখে। এদিক টি সোনার তরি কবিতা ও মাদার তেরেসার সাথে সঙ্গতিপূর্ণ রয়েছে।
ঘ) মাদার তেরেসার জীবন পরিনিটি তথা মৃত্যু তাই সুক্রিতিময় কর্মের টিকে থাকার দিক টি সোনার তরী কবিতার ভাসত্যকেই প্রমাণ করে।
সোনার তরি কবিতায় কবি মানুষের অনিবার্য কাজ গুলোর কথা আলোকপাত করেছেন। তার পাশা পাশী মানুষের ভালো কাজের গুরুত্ব গুলো কে তুলেধরেছেন। কবি মনে করেন মহৎ মানুষের মৃত্যু নেই। সাধারণ মানুষ কে সবাই ভুলে গেলেও এক জন ক্রিতিমান মানুষ মৃত্যুর পরেও মানুষের কাছে সারা জীবন বেচে থাকে। মানুষ তার ভালোবাসা দিয়েও মানুষকে সহায়তা করতে পারে।
উদ্দীপকে মাদার তেরেসা একজন মহৎ গুনের মানুষ। তার কাজ ছিল মানুষের সেবা করা। এজন্য তিনি কলকাতায় একটি সেবা প্রতিষ্ঠান গড়ে তুলে মানুষের সারাজীবন সাহয করেছেন। মাদার তেরেসা তার কর্মের জন্য আজ মানুষের মাঝে বেছে আছেন। তার মৃত্যু হলেও তার কর্মের এখনো মৃত্যু হয় নি। তার এই কৃতি কাজের জন্য শুধু নোবেল পুরস্কার ই পায় নি। পেয়েছে সকল মানুষের ভালোবাসা। যার কারনেক আজ মানুষ তার কথা ভুলে নাই। ইতিহাসের পাতায় এখনো তার নাম রয়েছে এবং সে তার নামের মাধ্যমে আজ বেচে আছেন।
সোনার তরী একটি কাল্পনিক কবিতা। যে কবিতায় কবি তার ছোট ক্ষেতে সোনার ফসল কাটে । এবং সেই সময় তিনি বিপধে পড়ে যান। এই কবিতায় তিনি মানুষের মানবতাকে তুলেধরেছেন। সোনার তরী কবিতায় কৃষক বর্ষার দিনে ধান কাটে এবং সেখানে বিপধে পড়ে। শেষ এ একজন মাঝিকে দেখতে পায়। এবং সর্বশেষে এই মাঝির মাধ্যমে তিনি বিপদ থেকে উদ্ধার হতে পারেন।
সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর Pdf collect
অনেকে সোনার তরি কবিতার সৃজনশীল প্রশ্নের pdf file সংগ্রহ করতে চায়। তাই আমরা আপনাদের জন্য একটি পিডিএফ ফাইল বানিয়েছি। এই পিডিএফ ফাইলে সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্নের সাথে উত্তর গুলো পেয়ে যাবেন। পিডিএফ সংগ্রহ করার লিঙ্ক টি নিচে দেওয়া আছে। সেখানে ক্লিক করে সংগ্রহ করেনিন।
Pdf collect
শেষ কথা
সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি এই পোস্ট টি আপনাদের ভালোলেগেছে। এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন। আমাদের দেওয়া সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর গুলো ভালোভাবে পড়ুন এবং প্রয়োজনে পিডিএফ সংগ্রহ করেনিন। এর আগের পোস্টে আমরা সোনার তরী কবিতার mcq এবং কিছু বহুনির্বাচনি প্রশ্ন গুলো শেয়ার করেছি। সেগুলো লিঙ্ক নিচে দেওয়া থাকবে দেখেনিতে পারেন। আজকের মতো এখানেই শেষ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
See More:
সুভা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর Pdf File
বঙ্গবাণী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর Pdf File সংগ্রহ
সোনার তরী কবিতার mcq প্রশ্ন ও উত্তর PDf File সহ
বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণি বাংলা ১ম পত্র
লালসালু উপন্যাসের সৃজনশীল প্রশ্ন ও উত্তর এবং জ্ঞান মূলক প্রশ্ন
বিলাসী গল্পের mcq (সকল বোর্ডের হুনির্বাচনী প্রশ্ন উত্তর)