সুভা গল্পের mcq (সুভা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন Pdf collect)

সুভা গল্পের mcq ও বহুনির্বাচনির প্রশ্ন উত্তর অনেক গুরুত্বপূর্ণ। তাই আমরা আজকের পোস্টে আপনাদের প্রিয় শিক্ষাথিদের জন্য সেরা কিছু নিয়ে এসেছি। আমরা লক্ষ্য  করেছি সুভা গল্প থেকে ভিবিন্ন পরীক্ষায় mcq ও বহুনির্বাচনি প্রশ্ন গুলো করা হয়। তাই আমরা আমাদের প্রিয় শিক্ষার্থীদের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সে সকল mcq সংগ্রহ করে দিয়েছি। অনেক শিক্ষার্থীরা সুভা গল্পের বহুনির্বাচনি প্রশ্নের অনুসন্ধান করে। আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকো তাহলে আজকের পোস্ট টি সম্পূর্ণ  পড়ুন।

আপনারারা যদি এস এস সি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে পরীক্ষার ভালো ধরনের প্রস্তুতির জন্য এই mcq গুলো অনুশীলন করতে পারেন কেননা আমরা শুধু কমন ও গুরুত্বপূর্ণ mcq গুলো এই পোস্টে দিয়েছি। আর আপনারা এই পোস্ট থেকে সুভা গল্পের mcq গুলো Pdf collectকরতে পারবেন। এজন্য নিচে একটি লিঙ্ক দেওয়া আছে। তো তাহলে আজকের পোস্ট টি শুরু করা যাক।

সুভা গল্পের mcq

রবীন্দ্রনাথ ঠাকুর লেখা একটি জনপ্রিয় গল্প হচ্ছে সুভা। এই গল্পে এক জন বাক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে মূল গল্প আলোচনা করা হয়েছে। এই মেয়ের নাম হচ্ছে সুভা। তাই এই মেয়ে কে নিয়ে গুরুত্বপূর্ণ mcq করা হয়। এখানে আমরা সেই mcq গুলো শেয়ার করেছি। নিচে থেকে দেখেনিন এবং সংগ্রহ করেনিন।

১. সুভার ওষ্ঠাধর ভাবের আভাসমাত্র কিসের মতো কেঁপে উঠত?
ক. হরিণের মতো
খ. কচি কিশলয়ের মতো
গ. নির্জীবের মতো
ঘ. অসহায়ের মতো

উত্তরঃ খ. কচি কিশলয়ের মতো

২. সুকেশিনী ও সুহাসিনীর সাথে সুভাষিণীর সম্পর্ক কী?
ক. বোন
খ. বান্ধবী
গ. খালাতো বোন
ঘ. চাচাতো বোন

উত্তরঃ ক. বোন

৩. দস্তুরমতো অনুসন্ধান ও অর্থব্যয়ে কাদের বিয়ে হয়ে গেছে?
ক. সুভার
খ. সুভার বোনদের
গ. সুভার বান্ধবীর
ঘ. প্রতাপের

উত্তরঃ খ. সুভার বোনদের

৪. “তখন কে জানিত সে বোবা হইবে?” এখানে কার কথা বলা হয়েছে?
ক. সুভাষিণীর
খ সুকেশিনীর
গ সুহাসিনীর
ঘ সুনয়নার

উত্তরঃ ক. সুভাষিণীর

৫. সুভাষিণীরা কয় বোন?
ক. তিন
খ. চার
গ. পাঁচ
ঘ. ছয়

উত্তরঃ ক. তিন

৬. “তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক ও শিক্ষাবিদ।” উক্তিটি কোন লেখক সম্পর্কে প্রযোজ্য?
ক প্রমথ চৌধুরী
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. মুহম্মদ শহীদুল্লাহ

উত্তরঃ খ. রবীন্দ্রনাথ ঠাকুর

৭. ‘বিসর্জন’ ও ‘রক্তকরবী’র মধ্যে মিল কিসে?
ক. দুটিই রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক
খ. দুটিই রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস
গ. আঙ্গিক ভিনড়ব হলেও দুটির বিষয়বস্তু অভিনড়ব
ঘ. দুটিই প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথের মৃত্যুর পরে

উত্তরঃ ক. দুটিই রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক

৮. রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ৭ই মে ও ৭ই আগস্ট কীভাবে সম্পর্কিত?
ক. জন্ম ও মৃত্যুতে
খ. জন্ম ও বিবাহে
গ. মৃত্যু ও নোবেল প্রাপ্তিতে
ঘ. নোবেল ও জমিদারি পত্তনে

উত্তরঃ ক. জন্ম ও মৃত্যুতে

৯. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৪১ খ্রিষ্টাব্দে
খ. ১৯৩৮ খ্রিষ্টাব্দে
গ. ১৯৪০ খ্রিষ্টাব্দে
ঘ. ১৯৪২ খ্রিষ্টাব্দে

উত্তরঃ ক. ১৯৪১ খ্রিষ্টাব্দে

১০. রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিশ্বাস ত্যাগ করেন
ক. কলকাতায়
খ. শান্তিনিকেতনে
গ. উড়িষ্যায়
ঘ. ব্রিটেনে

উত্তরঃ ক. কলকাতায়

সুভা গল্পের mcq প্রশ্ন

১১. সুভাষিণীর নাম কে রাখেন?
ক. তার মা
খ. সুভাষিণীর বাবা
গ. তার বড় বোন
ঘ. তার মামা

উত্তরঃ খ. সুভাষিণীর বাবা

১২. সুভাষিণীর বাবা কিসের ভিত্তিতে ছোট মেয়েটির নাম রাখেন সুভাষিণী?
ক. নিজের নামের ভিত্তিতে
খ. অন্যের কথায়
গ. প্রতিবেশীর কথায়
ঘ. বড় দুই মেয়ের নামের ভিত্তিতে

উত্তরঃ ঘ. বড় দুই মেয়ের নামের ভিত্তিতে

১৩. ‘সুভাষিণী’ অর্থ কী?
ক. মধুরভাষী
খ. সুন্দর মুখ
গ. উজ্জ্বল
ঘ. সুন্দর কথা

উত্তরঃ ক. মধুরভাষী

১৪. সুভাষিণীকে সবাই সংক্ষেপে কী নামে ডাকে?
ক. সুভাষী
খ. ভাষিণ
গ. সুভা
ঘ. সুণী

উত্তরঃ গ. সুভা

১৫. কার সাক্ষাতেই সবাই তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করে?
ক. প্রতাপের
খ. সুভার
গ. সুহাসিনীর
ঘ. সুকেশিনীর

উত্তরঃ খ. সুভার

১৬. ‘এইজন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত’- দুশ্চিন্তা প্রকাশের কারণ কী?
ক সুভা জেদি
খ. সুভা বোবা
গ. সুভা অন্ধ
ঘ. সুভা কালো

উত্তরঃ খ. সুভা বোবা

১৭. কে বুঝেছে যে সে বিধাতার অভিশাপরূপে জন্মগ্রহণ করেছে?
ক. প্রতাপ
খ. সুভার মা
গ. সুভা
ঘ. সুভার বোন

উত্তরঃ খ. সুভার মা

১৮. “এখন ছোটোটি পিতামাতার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করিতেছে।” এখানে ‘ছোটোটি’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. সুকেশিনীকে
খ. সুহাসিনীকে
গ. সুনয়নাকে
ঘ. সুভাষিণীকে

উত্তরঃ ঘ. সুভাষিণীকে

১৯. ‘সে কথা বলতে পারে না’ এখানে যাকে নির্দেশ করা যায়
ক. সুকেশিনীকে
খ. সুহাসিনীকে
গ. সুভাষিণীকে
ঘ. প্রতাপকে

উত্তরঃ গ. সুভাষিণীকে

২০. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক ১৮৫১ খ্রিষ্টাব্দে
খ. ১৮৬১ খ্রিষ্টাব্দে
গ ১৮৭১ খ্রিষ্টাব্দে
ঘ ১৮৮১ খ্রিষ্টাব্দে

উত্তরঃ খ. ১৮৬১ খ্রিষ্টাব্দে

সুভা গল্পের mcq প্রশ্নের উত্তর

আপনি যদি সুভা গল্পের mcq প্রশ্নের উত্তর গুলো খুঁজে থাকেন তাহলে নিচের দিকে ফলো করুন। কারণ আমরা নিচে আপনাদের জন্য mcq প্রশ্নের উত্তর গুলো শেয়ার করেছি।

২১. রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ গ্রহণ করেন?
ক ১২৬১
খ. ১২৬২
গ. ১২৬৮
ঘ ১২৭২

উত্তরঃ গ. ১২৬৮

২২. কোনগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
ক মানসী, সোনার তরী, চিত্রা, বিসর্জন
খ ক্ষণিকা, বলাকা, পুনশ্চ, শেষের কবিতা
গ রক্তকরবী, চোখের বালি, কল্পনা, চিত্রা
ঘ. চিত্রা, কল্পনা, সোনার তরী, মানসী

উত্তরঃ ঘ. চিত্রা, কল্পনা, সোনার তরী, মানসী

২৩. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?
ক. প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
খ. মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
গ. অবনীন্দ্রনাথ ঠাকুর
ঘ. সুরেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ খ. মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর

২৪. রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান?
ক ক্ষণিকা
খ মানসী
গ সোনার তরী
ঘ. গীতাঞ্জলি

উত্তরঃ ঘ. গীতাঞ্জলি

২৫. এশীয়দের মধ্যে সাহিত্যে সর্বপ্রম নোবেল পুরস্কার পান কে?
ক কেনজাবুরো ওয়ে
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. নাগিব মাহফুজ
ঘ. অরহান পামুক\

উত্তরঃ খ. রবীন্দ্রনাথ ঠাকুর 

২৬. সুভার বাবা সুভার নাম ‘সুভাষিণী’ রেখেছিলেন কেন?
ক. সুভা সুন্দর করে কথা বলত বলে
খ. সে শ্রুতিমধুর ভাষণ দিতে পারত বলে
গ. বড়ো বোনদের নামের সাথে মিল রাখতে
ঘ. সুভা সুন্দর ছবি আঁকত বলে

উত্তরঃ গ. বড়ো বোনদের নামের সাথে মিল রাখতে

২৭। ‘ সুভা ‘ রবীন্দ্রনাথের কোন শ্রেণীর রচনা ? 
ক. গল্প
খ. ছোটগল্প
গ. নাটক
ঘ. উপন্যাস 

উত্তরঃ খ. ছোটগল্প

২৮। প্রতাপের জন্য সুভা কী নিয়ে আসত ? 
ক. খাবার
খ. পান
গ. তামাক
ঘ.পানি

উত্তরঃ  খ. পান 

২৯। ‘ সুভা ‘ গল্প অনুসারে পাতালের অট্রালিকা কিসের পালঙ্ক ? 
ক. সোনার
খ. রূপার }
গ. তামার
ঘ. পিতলের

উত্তরঃ ক. সোনার 

২০। চন্ডীপুর গ্রামের নদীটির সাথে কিসের সাদৃশ্য রয়েছে ? 
ক. কচি কিশলয়ের
খ. স্বচ্ছ পদ্মার
গ. গৃহস্থঘরের মেয়ের
ঘ. মায়াবী চোখের

উত্তরঃ গ. গৃহস্থঘরের মেয়ের 

৩০। সুভা বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত—
i. প্রতাপের মনোযোগ আকর্ষণের জন্য
ii. মায়ের বিরক্তি দূর করার জন্য
iii. বাক্শক্তি ফিরে পাওয়ার জন্য

 নিচের কোনটি সঠি

ক. i ও ii             খ. ii ও iii

 গ. i ও iii          ঘ. i, ii ও iii

উত্তরঃ গ. i ও iii     

সুভা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন

এখানে সুভা গল্পের বহুনির্বাচনি দেওয়া আছে। আপনারা যারা যারা সুভা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন পড়তে চান তারা নিচে থেকে পড়ুন। এই প্রশ্ন গুলোই সাধারণত বিভিন্ন পরীক্ষায় দেখা যায়।

৩১। ছায়ালোকের রঙ্গভূমি কেমন ? 
ক. সুন্দর
খ. নিস্তব্ধ
গ. কোলাহলপূর্ণ
ঘ. নির্জীব

উত্তরঃ খ. নিস্তব্ধ 

৩২। সুভা ঘর থেকে বের হয়ে নদীতটে গিয়ে লুটিয়ে পড়ে কেন ? 
ক. নদীর প্রতি রাগে
খ. কলকাতায় যেতে চায় না তাই
গ. কথা বলতে না পারা
ঘ. প্রতাপের ওপর রাগ করে

উত্তরঃ খ. কলকাতায় যেতে চায় না তাই 

৩৩। ‘ নেত্রপল্লব ‘ বলতে কী বোঝ ? 
ক. চোখের পাতা
খ. নয়ন
গ. গাছের পাতা
ঘ. হাতের আঙ্গুল

উত্তরঃ ক. চোখের পাতা 

৩৪। ‘ সুভা ‘ গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন প্রন্থ থেকে সংকলিত ?
ক. গল্পগুচ্ছ
খ. বলাকা
গ. মানসী
ঘ. বিচিত্র প্রবন্ধ

উত্তরঃ ক. গল্পগুচ্ছ 

৩৫। বাণীকণ্ঠের বাড়িটি কেমন ?
ক. দোচলা
খ. চারচালা
গ. আটচালা
ঘ. ছয়চালা

উত্তরঃ গ. আটচালা 

৩৬। সুভা নিয়মিত কতবার করে গোয়ালঘরে যায়

 ক. একবার
খ. দুইবার
গ. তিনবার
ঘ. চারবার

উত্তরঃ গ. তিনবার      

৩৭। বাণীকণ্ঠর বাড়ির বেড়া কিসের ?
ক. বাঁখারির
খ. কাঠের
গ. টিনের
ঘ. লোহার

উত্তরঃ ক. বাঁখারির 

৩৮। ছায়ালোকের রঙ্গভূমি কেমন ?
ক. সুন্দর
খ. নিস্তব্ধ
গ. কোলাহলপূর্ণ
ঘ. নির্জীব

উত্তরঃ খ. নিস্তব্ধ  

৩৯। ‘ শুক্লা দ্বাদশী ‘ বলতে বোঝায় ? 
ক. চাঁদের ২য় দিন
খ. চাঁদের ৪র্থ দিন
গ. চাঁদের ৬ষ্ঠ দিন
ঘ.চাঁদের ১২দশ দিন

উত্তরঃ ক. চাঁদের ২য় দিন

৪০। ‘ শেষের কবিতা ‘ কোন প্রকৃতির রচনা ? 
ক. কাব্যগ্রন্থ
খ. উপন্যাস
গ. প্রবন্ধ
ঘ. ছোটগল্প

উত্তরঃ খ. উপন্যাস 

৪১। সুভা কোথায় বসে থাকত?
ক. বটতলায়
খ. তেঁতুলতলায়
গ. আমতলায়
ঘ. জামতলায়

উত্তরঃ খ. তেঁতুলতলায় 

সুভা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন Pdf collect

অনেকে সুভা গল্পের mcq বা বহুনির্বাচনি প্রশ্ন গুলো পিডিএফ ফাইল সংগ্রহ করতে চায়। তাই মারা নিচে পিডিএফ ফাইল দাউনলোড করার জন্য একটি লিঙ্ক দিয়েছি। এই লিঙ্কে ক্লিক করে আপনারা pdf file collectকরে পারবেন। লিঙ্ক টি নিচে দেওয়া আছে দেখেনিন।

৪২. কাদের মধ্যে সমভাষা ছিল না?

ক. কাঙালী ও অভাগী
খ. কাঙালী ও অধর (
গ. সুভা ও প্রতাপ
ঘ. সুভা ও সর্বশী

উত্তরঃ গ. সুভা ও প্রতাপ 

৪৩. ‘মন’ কার উপর ছায়া ফেলে?

ক. সুন্দর হাতের
খ. মায়াবী হাসির
গ. কালো চোখের
ঘ. সরল পথের

উত্তরঃ গ. কালো চোখের

৪৪. সুভার ওষ্ঠাধর কীসের মতো কেঁপে উঠত?

ক. হরিণের মতো
খ. কচি কিশলয়ের মতো
গ. নির্জিবের মতো
ঘ. অসহায়ের মতো

উত্তরঃ ক. হরিণের মতো

৪৫. সুভার বাবা সপরিবারে কোথায় যেতে চাইল?

ক. বিহারে
খ. পূর্ণিমায়
গ. কলকাতায়
ঘ. দিল্লি

উত্তরঃ  গ. কলকাতায়

৪৬. সুকেশিনী, সুহাসিনী ও সুভাষিণী হলো তিন-

ক. বান্ধবী
খ. লেখিকা
গ. বোন
ঘ. নেত্রী

উত্তরঃ গ. বোন

৪৭. ‘সুভাষিণী’ নামটি সার্থক হয়নি কেন? সুভা-

ক. প্রতিবন্ধী বলে
খ. বিকলাঙ্গ বলে
গ. নির্বাক বলে
ঘ. বুদ্ধি প্রতিবন্ধী বলে

উত্তরঃ গ. নির্বাক বলে

৪৮. উদ্দীপকের মূলভাব ‘সুভা’গল্পের কোন বাক্যের প্রতিফলিত হয়েছে?

i. দিনে তিনবার গোয়াল ঘরে যাওয়া
ii. পাঙ্গুলি সুভাকে নিরীক্ষণ করে গা চাটা
iii. মাঝে মাঝে প্রাণীগুলোকে ভর্ৎসনা করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

উত্তরঃ  গ. i ও iii

৪৯. ‘সুভা’ গল্পের শেষাংশে নদীতটে সুভার লুটিয়ে পড়া কী নির্দেশ করে?

ক. প্রতাপের প্রতি অভিমান
খ. বাণীকণ্ঠের সিদ্ধান্তের প্রতি নীরব প্রতিবাদ
গ. আপন আশ্রয়কে আঁকড়ে থাকার চেষ্টা
ঘ. আত্মাহুতি দেয়ার আকাক্সক্ষা

উত্তরঃ গ. আপন আশ্রয়কে আঁকড়ে থাকার চেষ্টা  

Pdf collect

শেষ কথা

আজকেরমতো এখানেই শেষ। আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভাললেগেছে। এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন। আশা করছি এই পোস্ট থেকে সুভা গল্পের mcq। সুভা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন Pdf collectকরতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন।  আজকের মতো এখানেই শেষ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

See More:

সুভা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর Pdf File 

সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর Pdf 

বঙ্গবাণী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর Pdf File সংগ্রহ

সোনার তরী কবিতার mcq প্রশ্ন ও উত্তর PDf File সহ সংগ্রহ

বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণি বাংলা ১ম পত্র

লালসালু উপন্যাসের সৃজনশীল প্রশ্ন ও উত্তর এবং জ্ঞান মূলক প্রশ্ন

বিলাসী গল্পের mcq (সকল বোর্ডের হুনির্বাচনী প্রশ্ন উত্তর)

অপরিচিতা গল্পের mcq একাদশ-দ্বাদশ শ্রেণি বাংলা ১ম পত্র