আমার পথ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন ও উত্তর Pdf collect

আমার পথ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন ও উত্তর  আমরা এই পোস্টে দিয়েছি এবং Pdf collect করার লিঙ্ক শেয়ার করেছি। আমরা পথ প্রবন্ধের জন্য অনেক সৃজনশীল প্রশ্ন রয়েছে। আপনারা চাইলে সেগুলো অনুশীলন করতে পারবেন। অনেক শিক্ষাথিরা আমার পথ প্রবন্ধের সৃজনশীল প্রশ্নের উত্তর গুলো জানে না। তারা কিভাবে প্রশ্নের উত্তর গুলো করবে তা বুঝে না। এজন্য গুগলে থেকে সৃজনশীল প্রশ্নের উত্তর গুলো সংগ্রহ করতে চায়। তাই আজকের পোস্ট টি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এই পোস্টে আমাদের প্রিয় শিক্ষার্থীদের  জন্য পরীক্ষার প্রস্তুতিমূলক কিছু বিশেষ সৃজনশীল প্রশ্ন তৈরি করেছি। যেগুলো অনুশীলন করলে অনেক উপক্রিত হবেন। আমরা আপনাদের কে বিশেষ সুবিধা প্রদানের লক্ষ্য প্রশ্ন ও উত্তর গুলো Pdf collect করার জন্য একটি লিঙ্ক তৈরি করেছি। লিঙ্ক টি এই পোস্টের নিচে দেওয়া আছে। তো চলুন আজকের এই পোস্ট টি সম্পূর্ণ পড়েনিন এবং আমার পথ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন উত্তর গুলো পিডিএফ সংগ্রহ করুন।

আমার পথ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন ও উত্তর

পরীক্ষার জন্য আমার পথ প্রবন্ধটি অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় এই প্রবন্ধ থেকে সৃজনশীল প্রশ্ন দেখা যায়। অনেকে আবার ২০২২ সায়ের আমার পথ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন অনুসন্ধান করে। আমরা নিচের এই অংশে আমার পথ প্রবন্ধ থেকে সৃজনশীল প্রশ্ন ও উত্তর গুলো দিয়েছি। যারা যারা প্রশ্নের উত্তর গুলো সংগ্রহ করতে চান নিচে থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আর পরীক্ষার জন্য অনুশীলন করতে চাইলে নিচের সৃজনশীল প্রশ্ন গুলো দেখেনিবেন।

আমার পথ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন

আবদুল মালেক সারাটি জীবন শিক্ষকতা করেছেন, গড়েছেন আলোকিত মানুষ। অবসর গ্রহণের পর তিনি গড়ে তুলেছেন ‘তারুণ্য’ নামে সেবা-সংগঠন। বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজের পাশাপাশি পথশিশুদের শিক্ষাদান, দুর্নীতি-বিরোধী অভিযান, নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ক সেমিনারের আয়োজন করেন তিনি। অনেকে তাঁর কাজের প্রশংসা করেন আবার নিন্দা ও কটূক্তি করতেও ছাড়েন না কেউ কেউ। তিনি তরুণদের উদ্দেশে বলেন-
  ‘মনেরে আজ কহ যে
  ভালো মন্দ যাহাই আসুক
  সত্যেরে লও সহজে।’
ক. কাজী নজরুল ইসলামের মতে কোনটি আমাদের নিষ্ক্রিয় করে দেয়?
খ. কবি নিজেকে ‘অভিশাপ রথের সারথি’ বলে অভিহিত করেছেন কেন?
গ. উদ্দীপকে আবদুল মালেকের মাধ্যমে ‘আমার পথ’ প্রবন্ধের যে বাণী উচ্চারিত হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের কবিতাংশের বক্তব্য চেতনায় ধারণ করে আলোকিত পৃথিবী গড়ে তোলা সম্ভব।- প্রবন্ধের আলোকে মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

আমার পথ প্রবন্ধের সৃজনশীল প্রশ্নের উত্তর

ক) পরনির্ভরতা আমাদের নিষ্ক্রিয় করে দেয়।
খ) সমাজের অনিয়মকে ভেঙে ফেলতে কবির যে অবস্থান, তার প্রেক্ষিতে তিনি নিজেকে ‘অভিশাপ রথের সারথি’ বলে অভিহিত করেছেন।
সমাজের প্রচলিত নিয়ম ভাঙ্গা খুব সহজ নয়। আবার নতুন নিয়ম গড়ে তুলাও সহজ নয়। এতে সমাজবাসিদের  আক্রমণের শিকার হতে হয়। এসব জেনেও কবি তাঁর বিশ্বাসকে প্রতিষ্ঠিত করে সমাজের সকল নিয়ম নিতি পরিবর্তন করতে  চেয়েছেন। তাই তিনি নিজেকে ‘অভিশাপ রথের সারথি’ বলে অভিহিত করেছেন।
গ) উদ্দীপকের লেখকের ভাবনার সঙ্গে ‘আমার পথ’ প্রবন্ধের ভাবনার গভীর সাদৃশ্য রয়েছে।
মানুষ যখন কোনো কাজের প্রতি আত্মবিশ্বাস অর্জন করতে পারেন তখন সেই কাজে সফলতা অর্জন করে। মানুষকে জাগিয়ে তুলার জন্য শুধু আত্মবিশ্বাস ই যথেষ্টও। মানুষের মাঝে আত্মবিশ্বাস সৃষ্টি করতে পারলে সে আপন সত্যের শক্তিতে বলীয়ান হয়ে উঠে। তাকে কেউ মিথ্যার ঘোরে ফেলে বিভ্রান্ত করে স্বার্থ হাসিল করতে পারে না। যা আমরা আমার পথ প্রবন্ধে দেখতে পাই।
উদ্দীপকে আমরা দেখতে পাই, আত্মশক্তির প্রতি ঘৃণা প্রদর্শনের ফলে  মানবিক মর্যাদায় অধিষ্ঠিত হতে পারে যেকোনো মানুষ। তখন তার মধ্যে ফুটে ওঠে আত্মমর্যাদাবোধ। তখন আত্মবিশ্বাস তার জন্য অনেক জরুরি। অন্যদিকে, ‘আমার পথ’ প্রবন্ধে মানুষের সাথে আত্মমর্যাদাবোধ জাগ্রত করে সত্যের শক্তিতে পথ চলার কথা বলা হয়েছে। মানুষ যদি তার আপন শক্তি সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে পারে, তাকে জগতের কোনো মিথ্যা শক্তি বা শয়তানের শক্তি পদানত করতে পারে না।
তাই উদ্দীপকের লেখকের ভাবনার সঙ্গে ‘আমার পথ’ প্রবন্ধের ভাবনার গভীর সাদৃশ্য রয়েছে বলাই যুক্তিসংগত।
ঘ) উদ্দীপক ও ‘আমার পথ’ প্রবন্ধের চেতনাগত ঐক্য থাকলেও উদ্দীপকটি প্রবন্ধের সম্পূর্ণ ভাবার্থ নয়।”- উক্তিটি যথার্থতার দাবিদার নিচে নিরূপণ করা হলোঃ
চলার পথে একজন ভেঙ্গে পড়া মানুষকে আত্মবিশ্বাস দিয়েতার মনোবল জাগিয়ে তুলা যায়। মানুষ একবার আত্মবিশ্বাসী হয়ে উঠলে তাকে কেউ আর থামাতে পারে না। মাউশের পরিচয় প্রকাশ পায় তার কাজ ও আত্মবিশ্বাস  এর মাধ্যমে। মানুষের আপন পরিচয় পরিষ্কার হয়ে গেলে আত্মবিশ্বাস বেড়ে যায়।  আত্মবিশ্বাস এর ফলে মানুষ  শক্তির বাহক বলে মনে করে নিজেকে।
উদ্দীপকে বলা হয়েছে, আমরা যদি আমাদের তথা সমগ্র জাতির আত্মশক্তিকে আস্থায় আনতে পারি, সত্য-মিথ্যাকে জানতে পারি তবে  মানুষ তার নিজের পরিচয়ে স্পষ্ট হয়ে যাবে। একজন আত্মবিশ্বাস  মানুষ মিথ্যাকে অভিবাদন জানায় না। সত্যের আলোতে সে সঠিক গন্তব্যে পৌঁছে যেতে পারে এটাই তার আত্মবিশ্বাস। সত্যের আলোয় আলোকিত হয়ে সত্যকে পথপ্রদর্শক করে কাক্সিক্ষত গন্তব্যে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
আর ‘আমার পথ’ প্রবন্ধে লেখক নিজকে চেনা, আত্মশক্তির আবিষ্কার চেতনাজাগানিয়া অনুষঙ্গ তুলে ধরেছেন। আরও বলা হয়েছে, দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা, ভণ্ডামি, মেকি তা সব দূর করতে ‘ধূমকেতু’ হবে আগুনের সম্মার্জনা। লেখক ঐ সব মানুষ কে ঘৃণা করে। অসাপ্রদায়িক চেতনা, সত্যধর্ম-প্রাণধর্ম প্রতিষ্ঠার স্বপ্ন ‘আমার পথ’ প্রবন্ধে ফুটে উঠেছে। আর এসব কিছু প্রদত্ত উদ্দীপকে অনুপস্থিত।
তাই বলা যায় যে প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ ও যৌক্তিকতার দাবিদার।

আমার পথ প্রবন্ধের প্রস্তুতিমূলক সৃজনশীল প্রশ্ন

সৃজনশীল প্রশ্ন 1. 

আমি জীবনে অনেক আত্মপ্রবঞ্চনা করে করে অন্তরে অশেষ যন্ত্রণা ভোগ করেছি। কত রাত্রি অনুশোচনায় ঘুম হয় নাই। এখন ভুল বুঝতে পেরেছি। এখন সোজা এই বুঝেছি যে, আমি যা ভালো বুঝি, যা সত্য বুঝি, শুধু সেটুকু প্রকাশ করব, বলে বেড়াব। তাতে লোকে যতই নিন্দা করুক, আমি আমার কাছে ছোট হয়ে থাকব না, আত্মপ্রবঞ্চনা করে আর আত্মনির্যাতন ভোগ করব না।

ক. কত সালে কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যোগ দেন?
খ. “মানুষ-ধর্মই সবচেয়ে বড় ধর্ম’_ বুঝিয়ে লেখো ।
গ. উদ্দীপকের ভাবার্থের সাথে ‘আমার পথ’ প্রবন্ধে লেখকের মনের যে ভাবের মিল পাওয়া যায় তা বর্ণনা করো।
ঘ. উদ্দীপকে ‘আমার পথ’ প্রবন্ধের আংশিক দিক প্রতিফলিত হয়েছে-_ উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

সৃজনশীল প্রশ্ন 2

সুমন সুযোগ পেলেই নিজের কাজ অন্যকে দিয়ে করিয়ে নেয়। ছাত্র জীবনের এ অভ্যাসটি আজ তার কর্ম জীবনেও বহমান। এর সঙ্গো যুক্ত হয়েছে অতিরিন্ত বিনয় ও তোষামোদী। পরনির্ভরশীল এ মানুষটি অফিসের কোনো কাজই এখন আর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন না। এ জন্য লোকজন তাকে পছন্দ করে না। অফিসে তার গ্রহণযোগ্যতা কমে আসছে। অন্যদিকে শফিক সাহেবের সততা, দৃঢ়তা এবং কর্মনিষ্ঠা তাকে সকলের নিকট প্রিয় করে তোলেছে। তিনি সকলের নিকট অনুকরণীয় ব্যক্তিত্ব।

ক. কোন বোধে জাগ্রত হতে পারলেই ধর্মের সত্য উন্মোচিত হবে?
খ. “একমাত্র মিথ্যার জলই এই শিখাকে নিভাতে পারবে।’ – কথাটি বুঝিয়ে দাও।
গ. উদ্দীপকের সুমনের মধ্যে ‘আমার পথ’ প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? বর্ণনা করো।
ঘ. উদ্দীপকের শফিক সাহেব ‘আমার পথ’ প্রবন্ধের লেখকের প্রতিভূ – মন্তব্যটি বিচার করো।

 

আমার পথ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন ও উত্তর Pdf collect

অনেকে আমার পথ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন ও উত্তর Pdf collect করার জন্য লিঙ্ক খুজতেছেন। আমরা আমার পথ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন গুলো একটি ফাইল তৈরি করেছি। এই পিডিএফ ফাইলে সৃজনশীল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো যারা যারা Pdf collect করতে চান তারা নিচে একটি লিঙ্ক দেখয়ে পারবেন, সেখানে ক্লিক করে পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন।

Pdf collect

শেষ কথা

আজকের মতো এখানেই শেষ। আশা করছি এই পোস্ট টি আপনাদের কাছে অনেক ভালোলেগেছে। এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন। আশা করছি এই পোস্ট থেকে আপনারাআমার পথ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন ও উত্তর Pdf collect করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন।  আজকের মতো এখানেই শেষ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

See More:

সুভা গল্পের mcq (সুভা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন Pdf )

সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর Pdf 

বঙ্গবাণী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর Pdf File সংগ্রহ

সোনার তরী কবিতার mcq প্রশ্ন ও উত্তর PDf File সহ 

বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণি বাংলা ১ম পত্র

লালসালু উপন্যাসের সৃজনশীল প্রশ্ন ও উত্তর এবং জ্ঞান মূলক প্রশ্ন

বিলাসী গল্পের mcq (সকল বোর্ডের হুনির্বাচনী প্রশ্ন উত্তর)