অভাগীর স্বর্গ গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর Pdf collect

অভাগীর স্বর্গ গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর অনেক শিক্ষার্থীরা অনুশীলন করতে চায়। কিন্তু তাদের কাছে এই গল্পের সৃজনশীল প্রশ্ন গুলো সংগ্রহ করা নেই। এই সব সৃজনশীল প্রশ্ন গুলো বইয়ে দেওয়া থাকে না। তাই আমরা আমাদের প্রিয় শিক্ষার্থীদের জন্য অভাগীর স্বর্গ গল্প থেকে কমন কিছু  সৃজনশীল প্রশ্ন উত্তর এই পোস্টে শেয়ার করেছি। আমাদের দেওয়া এই সৃজনশীল প্রশ্ন গুলো পরীক্ষার জন্য অনুশীলন করতে পারবেন।

অনেকে আবার অভাগীর স্বর্গ গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর জানেন না এজন্য অনুসন্ধান করতেছেন। তো তাদের জন্য আমাদের এই পোস্টে উক্ত সৃজনশীল প্রশ্ন গুলোর উত্তর দেওয়া আছে। তাহলে আজকের এই পোস্ট টি সম্পূর্ণ পড়ুন। আপনাদের প্রয়োজনীয় সৃজনশীল প্রশ্নের উত্তর গুলো সংগ্রহ করুন। তো চলুন আজকের পোস্ট টি শুরু করা যাক।

অভাগীর স্বর্গ গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর

আমরা নিচের অংশে সৃজনশীল প্রশ্ন উত্তর শেয়ার করেছি । অভাগীর স্বর্গ গল্প থেকে অনেক সময় সৃজনশীল প্রশ্ন করা হয়। এই গল্পটি অনেক গুরুত্বপূর্ণ। তাই আমরা আপনাদের কে কমন ও পরিক্ষার জন্য সর্বাধিক সাজেশনমূলক সৃজনশীল প্রশ্ন গুলো দিয়েছি। এই সৃজনশীল প্রশ্নের সমাধান করার প্রথমে পাঠ্য বই অনুসরণ করবেন। এজন্য গল্পটি মনোযোগ দিয়ে পড়বেন। তখন আপনারা সৃজনশীল প্রশ্ন টি সংগ্রহ করবেন এবং উত্তর দেখেনিবেন। সৃজনশীল প্রশ্ন গুলো নিচে দেওয়া আছে দেখেনিন।

অভাগীর স্বর্গ গল্পের সৃজনশীল প্রশ্ন

এখানে অভাগীর স্বর্গ গল্পের সৃজনশীল প্রশ্ন টি দেওয়া আছে। আপনারা এই সৃজনশীল টি মনোযোগ সহকারে অনুশীলন করবেন। আপনারা পাঠ্য বইয়ের আলোকে সৃজনশীল প্রশ্নের সমাধান বের করার চেষ্টা করবেন। সৃজনশীল টি খুব গুরুত্বপূর্ণ তাই আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করছি এই রকম সৃজনশীল পরশন প্রতিনিয় অনুশীলন করলে পরীক্ষার সময় খুব সহজেই অভাগীর স্বর্গ গল্প থেকে আসা সকল সৃজনশীল প্রশ্ন উত্তর লিখতে পারবেন।

সৃজনশীল প্রশ্ন ১ :  এই নিষ্ঠুর অভিযোগে গফুর যেন বাক্রোধ হইয়া গেল। ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল, কাহন খানেক খড় এবার ভাগে পেয়েছিলাম। কিন্তু গেল সনের বকেয়া বলে কর্তামশীয় সব ধরে রাখলেন? কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম, বাবু মশাই, হাকিম তুমি, তোমার রাজত্ব ছেড়ে আর পালাব কোথায়? আমাকে পণদশেক বিচুলি না হয় দাও। চালে খড় নেই। বাপ বেটিতে থাকি, তাও না হয় তালপাখার গৌঁজাগাজা দিয়ে এ বর্ষা কাটিয়ে দেব, কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ যে মরে যাবে।

ক. কাঙালীর বাবার নাম কী?
খ. “তোর হাতের আগুন যদি পাই, আমিও সগ্যে যাব – উক্তিটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে “অভাগীর স্বর্গ” গল্পের যে সমাজচিত্রের ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. কাঙালীর সঙ্গে উদ্দীপকের গফুরের সাদৃশ্য থাকলেও কাঙালী সম্পূর্ণরূপে গফুরের প্রতিনিধিত্ব করে না _ মন্তব্যটি, যথার্থতা নিরূপণ কর।

সৃজনশীল প্রশ্ন ২: 

দশ বছরের মা-মরা মেয়ে রাবেয়া গৃহকর্মীর কাজ করে নিজের এবং অসুস্থ বাবার অন্ন সংস্থান করে। চিকিৎসার অভাবে রাবেয়াকে ছেড়ে একদিন বাবা ইহধাম ত্যাগ করেন। দাফন কাফনের খরচ এবং কবরের জায়গা না থাকায় রাবেয়া গাঁয়ের মোড়লের সহযোগিতা চেয়ে খালি হাতে ফিরে আসে। অনন্যোপায় হয়ে বাবার মৃতদেহের পাশে বসে কাঁদতে থাকে। প্রতিবেশী মনসুর এ খবর পেয়ে রাবেয়ার পাশে দাঁড়ায় এবং যাবতীয় ব্যবস্থা করে।

ক.   গ্রামের শ্মশানটি কোন নদীর তীরে অবস্থিত?
খ.   “তোর হাতের আগুন যদি পাই বাবা, বামুন মার মত আমিও সগ্যে যেতে পাবো। উক্তিটি বুঝিয়ে লেখো।
গ.   উদ্দীপকে মনসুর এবং ‘অভাগীর স্বর্গ’ গল্পের গোমস্তা অধর রায় একে অন্যের বিপরীত  ব্যাখ্যা করো।
ঘ.   উদ্দীপকে ফুটে ওঠা বিষয়টি ছাড়াও ‘অভাগীর স্বর্গ’ গল্পে অন্যান্য বিষয়ের আলোচনা রয়েছে মন্তব্যটি বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৩ 

শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে।
বাবু কহিলেন, ‘বুঝেছ উপেন, এ জমি লইব কিনে।’

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘দুই বিঘা জমি’ কবিতায় জমিদার বাবুর নিষ্ঠুরতার এক বাস্তব চিত্র ফুটে উঠেছে। সাত পুরুষের স্মৃতিবিজড়িত দুই বিঘা জমি উপেন দিতে না চাইলেও মিথ্যে মামলা দিয়ে জমিদার সে জমি দখল করে নেয়। ভিটেছাড়া হয়ে উপেন বাধ্য হয় পথে বের হয়।

ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
খ) রসিক দুলে তার পায়ের ধুলা দিতে গিয়ে কেঁদে ফেলল কেন?
গ) উদ্দীপকে ‘অভাগীর স্বর্গ’ গল্পের কোন দিকটি ফুটে উঠেছে—ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকে ‘অভাগীর স্বর্গ’ গল্পের সমগ্র ভাব ফুটে ওঠেনি—মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ

অভাগীর স্বর্গ গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর

আশা করছি আপনারা সৃজনশীল প্রশ্ন টি সংগ্রহ করতে পেরেছেন। তো অনেকে আছে যারা উপরোক্ত স্রিজনশিলশিল প্রশ্নের উত্তর টি জানে না। তো না জানলেও সমস্যা নেই। আমরা এখানে অভাগীর স্বর্গ গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়েছি। যারা যার সৃজনশীল পরশনের উত্তর লিখতে পারবেন না, তারা সবাই নিচে থেকে উত্তর টি সংগ্রহ করে নিবেন।

উত্তর দেখুন 

অভাগীর স্বর্গ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

 ১) “মাকে পােড়াবি ত গাছের দাম পাঁচটা টাকা আনগে” কে বলেছিল?
উত্তর : কথাটি বলেছিল অধর।

২) কাঙালীকে জলপানির জন্য প্রতিদিন কয় পয়সা দেওয়া হতাে?
উত্তর : কাঙালীকে জলপানির জন্য প্রতিদিন দুই পয়সা দেওয়া হতাে।

৩) অশন’ শব্দটির অর্থ কী?
উত্তর : ‘অশন’ শব্দটির অর্থ খাদ্যদ্রব্য

৪) মাকে বিশ্বাস করাই কার অভ্যাস?
উত্তর : মাকে বিশ্বাস করাই কাঙালীর অভ্যাস।

৫) অভাগীর স্বর্গ’ গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত  হয়েছে?
উত্তর : ‘অভাগীর স্বর্গ’ গল্পটি সুকুমার সেন সম্পাদিত ‘শরৎ সাহিত্যসমগ্র’ গ্রন্থের প্রথম খণ্ড থেকে সংকলিত হয়েছে।

৬) ‘কাঙালী’ কবিরাজকে কত টাকা প্রণামি দিয়েছিল?
উত্তর : কাঙালী কবিরাজকে এক টাকা প্রণামি দিয়েছিল।

 ৭) বৈকুণ্ঠের উইল’ শরৎচন্দ্রের কী জাতীয় গ্ৰশ্ব?
উত্তর : বৈকুণ্ঠের উইল’ শরৎচন্দ্রের উপন্যাস জাতীয় গ্রন্থ।

৮) কাঙালী ঘটি বাধা দিয়ে কী করল?
উত্তর : কাঙালী ঘটি বাধা দিয়ে কবিরাজকে এক টাকা প্রণামি দেয়।

 ৯) দারােয়ান কাকে মারতে গেল?
উত্তর : দারােয়ান কাঙালীকে মারতে গেল ।

১০) শরৎচন্দ্র চট্টোপাধ্যয় কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৯৩৮ সালে মৃত্যুবরণ করেন।

অভাগীর স্বর্গ গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর Pdf collect

অনেকে অভাগীর স্বর্গ গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর Pdf collect করতে চান। তাই আমরা সৃজনশীল পরশন উত্তর গুলো পিডিএফ ফাইল তৈরি করেছি। নিচে আপনাদের জন্য একটি লিঙ্ক দেওয়া আছে। যারা যারা সৃজনশীল প্রশ্ন গুলো উত্তর সংগ্রহ করতে চান তারা নিচের লিঙ্কে ক্লিক করুন। এই লিঙ্ক থেকে আপনারা অভাগীর স্বর্গ গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর Pdf collect করতে পারবেন।

collect Pdf

শেষ কথা

আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এই পোস্ট টি আপনাদের কাছে ভালোলেগেছে। এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন। আশা করছি এই পোস্ট থেকে আপনারা অভাগীর স্বর্গ গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর Pdf collect করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন।  আজকের মতো এখানেই শেষ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।