সুভা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর Pdf File collect

সুভা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর আমরা pdf file আকারে প্রকাশ করেছি। রবীন্দ্রনাথের অন্যতম একটি ছোট গল্প শুভা। এই কবি গুরু এই গল্পের মাধ্যমে একজন বাক প্রতিবন্ধী মেয়ের জীবন কাহিনী বর্ণনা করেছেন। মেয়েটি জন্মের পর থেকে বাক প্রতিবন্ধী। আপনারা এই গল্পের অনেক সৃজনশীল প্রশ্ন পাবেন। পরীক্ষার প্রস্তুতির জন্য এই গল্পের সৃজনশীল গুলো অনুশীলন করতে পারেন।

আমরা এই পোস্টে সুভা গল্পের ২০২২ সালের সৃজনশীল প্রশ্ন ও সুভা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়েছি। সেই সাথে একটি পিডিএফ ফাইলের লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে সংগ্রহ করেনিতে পারবেন। তো অনেক সুভা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর অনুসনাধান করে। তাদের জন্য নিচে ঈ সৃজনশীল প্রশ্ন উত্তর সহকারে উপস্থাপন করে দিয়েছে। আপনার যদি সুবা গল্পের সৃজনশীল গুলো প্রয়োজন হয় সংগ্রহ করে নিতে পারেন।

সুভা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর ২০২২

অনেক শিক্ষার্থীরা ২০২২ সালের সৃজনশীল পড়তে চায়। তাই আমরা ২০২২ সালের সুভা গল্পের সৃজনশীল গুলো সংগ্রহ করে দিয়েছি। এই সৃজনশীল প্রশ্ন গুলো পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যারা পরীক্ষার প্রস্তুতি নিতেছেন তারা একবার হলেই এই সুভা গল্পের সৃজনশীল প্রশ্ন গুলো দেখার চেষ্টা করবেন। আর ২০২২ সালের সুভা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর করার জন্য প্রথমে এই গপ্প টি ভালোভাবে পড়বেন। তাহলে এই গল্প থেকে আপনি সৃজনশীল প্রশ্নের উত্তর খুব সহজেই করতে পারবেন।

সুভা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর

এখানে আমি আপনাদের জন্য সুভা গল্পের জন্য কমন কিছু সৃজনশীল প্রশ্ন গুলো শেয়ার করেছি। আপনারা এই প্রশ্ন গুলো দেখতে পারেন। অনেকে সুভা গল্পের গুরুত্বপূর্ণ সৃজনশীল অনুশীলন করতে চায়। তাই তাদের জন্য এখানে গুরুত্ব পূর্ণ সৃজনশীল প্রশ্ন গুলো রাখা হয়েছে। আপনারা সেই সৃজনশীল প্রশ্ন গুলো নিচে দেখতে পারবেন। আর চাইলে  পিডিএফ ফাইল গুলো সংগ্রহ করেনিতে পারবেন।

সুভা গল্পের সৃজনশীল প্রশ্ন

সৃজনশীল প্রশ্ন ১: দুই পুত্র সন্তানের পর কন্যাসন্তান পলাশ বাবুর পরিবারে আনন্দের বন্যা নিয়ে এল। নাম রাখা হলো ‘কল্যাণী’। সকলের চোখের মণি কল্যাণী বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে পলাশ বাবু বুঝতে পারলেন, বয়সের তুলনায় কল্যাণীর মানসিক বিকাশ ঘটেনি। কিছু বললে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। কল্যাণীর বিয়ের কথাবার্তা চলছে। পলাশ বাবু কল্যাণীর সবই বরপক্ষকে খুলে ভললেন। সব শুনে বরের বাবা সুবোধ বাবু বললেন, ‘পলাশ বাবু কল্যাণীর মতো আমার ছেলেও তো হতে পারত, কাজেই কল্যাণীমাকে ঘরে নিতে আমাদের কোনো আপত্তি নেই।’

ক. সুভার গ্রামের নাম কী?
খ. ‘পিতা-মাতার নীরব হৃদয়ভার’- কথাটি দ্বারা লেখক কী বোঝাতে চেয়েছেন?
গ. উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও সুভার যে বিশেষ দিকটির সঙ্গতি দেখানো হয়েছে- তা ব্যাখ্যা কর।
ঘ. ‘কল্যাণী ও সুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন।’- বিশ্লেষণ কর।

সুভা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর

এখানে উক্তি সৃজনশীল টি উত্তর দেওয়া আছে। সৃজনশীল প্রশ্নের উত্তর টি দেখতে চাইলে নিচের দেওয়া প্রশ্নের উত্তর টি দেখুন। এবং পিডিএফ ফাইলের ঠিকানা টি নিচে থেকে সংগ্রহ করুন।

ক. সুভার গ্রামের নাম চন্তীপুর।

খ. “পিতা-মাতার নীরব হৃদয়ভার- কথাটির মধ্য দিয়ে লেখক বাকপ্রতিবন্ধী সুভার বিয়ের বয়স হওয়া সত্তেও বিয়ে দিতে না সুভা বণীকন্টের ছোট মেয়ে। সে কথা বলতে পারে না৷ এজন্য তার বাবা মা তাকে বিয়ে দিতে পারতেছে না।  বাণীকন্ঠ তার বড় দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। কিন্তু বাকপ্রতিবন্ধী হওয়ায় ছোট মেয়ে সুভাকে বিয়ে দিতে পারেননি। তাই সুভার ভবিষ্যৎ নিয়ে বাণীকন্ঠ এবং তার স্ত্রী উভয়েই চিন্তিত। সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে তাদের হৃদয়ে নীরব কষ্ট সৃষ্টি হয়। লেখক সেই কষ্টকেই বলেছেন- পিতা-মাতার নীরব হৃদয়ভার।

গ. উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও সুভার শারীরিক প্রতিবন্ধকতার দিকটির সংগতি দেখানো হয়েছে। শারীরিক প্রতিবন্ধকতার কারণে অনেকে সমাজে অবহেলার শিকার হয়। এতে সমাজের মানুষ হীনম্মন্যতার পরিচয় দেয়। প্রতিবন্ধীদের সহানুভূতিশীল হলে তবেই তারা বিকশিত হওয়ার সুযোগ পাবে এবং সমাজে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে।

“সুভা” গল্পে সুভা কথা বলতে পারে না। সে জন্ম থেকেই বাক প্রতিবন্ধী।  আনন্দের বার্তা নিয়ে পৃথিবীতে এলেও কথা বলতে না পারার বিষয়টি কিছুটা সুভার কল্যাণীর জন্মও পরিবারে আনন্দ নিয়ে আসে। কিন্তু তার এই কথা না বলতে পারার দিকটি সবাইকে চিন্তিত করে তোলে। তার মানসিক বিকাশ কিছুটা কম হয়েছে। “সুভা” গল্পের সুভাও বাকপ্রতিবন্ধী হওয়ায় তার পরিবারের সবার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এভাবে উদ্দীপকের বক্তব্যে কল্যাণী ও সুভার প্রতিবন্ধকতার দিকটি সংগতিপূর্ণ হয়ে উঠেছে।

ঘ. কল্যাণী ও সভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন- মন্তব্যটি যথার্থ। বিশ্লেষণ করা হলো।

 আমাদের সমাজে অনেক ধরনের মানুষ রয়েছে। কেউ কেউ শারীরিক প্রতিবন্ধ কেউ বা মানসিক প্রতিবন্ধী। তারাও আমাদের মতোই মানুষ। তাই তাদের কল্যাণে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব। তাদের কে সব সময় সাহা করতে হবে। আমাদের সাহা পেলে তারা জীবনের পূর্ণতা লাভ করবে।উদ্দীপকে কল্যাণীর মানসিক বিকাশ ঠিকমতো ঘটেনি। বিয়ের কথাবার্তায় তার বাবা পলাশ বাবু বরপক্ষের কাছে সে সব কথা খুলে বলেন। তারা সব শুনে উদারতার পরিচয় দেন। বরের বাবা সুবোধ বাবু মহত্তের পরিচয় দিয়ে কল্যাণীকে ঘরে নিয়ে যেতে চান।

অন্যদিকে “সুভা* গল্পের সুভা বাকপ্রতিবন্ধী। সে কথা বলতে পারে না। সবাই তাকে অবহেলা করে। সবার কাছ থেকে সে অবহেলা পেলেও তার বাবার ভালোবাসা পেয়েছে। সুভা বাক প্রতিবন্ধী তাই  সুভার সাথে কেউ মেশে না বলে সে পোষা প্রাণীদের মাঝে নিজের একটি বিশাল জগৎ তৈরি করেছে। উদ্দীপকের কল্যাণী ও ‘সুভা” গল্পের সুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন। কল্যাণী সুবোধ বাবুর উদারতায় পেয়েছে সুন্দর ভবিষ্যতের সন্ধান। অথচ “সুভা* গল্পের সুভার পরিণতি এতটা মানবিকতায় সিক্ত হয়নি।

তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

সুভা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর Pdf File collect

অনেক সুভা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর Pdf File collect করতে চায়। আমরা এখানে পিডিএফ ফাইল দিয়েছি। তাই আপনিও আমাদের এই পোস্ট থেকে পিডিএফ ফাইল টি সংগ্রহ করতে পারবেন। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্ক টিতে ক্লিক করে আপনারা সৃজনশীল প্রশ্নের উত্তর সংগ্রহ করতে পারবেন।

Pdf File collect

শেষ কথা

আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন। আশা করছি এই পোস্ট থেকে আপনারা সুভা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর  এবং Pdf File collectকরতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন।  আজকের মতো এখানেই শেষ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।

See More:

সুভা গল্পের mcq (সুভা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন Pdf  )

সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর Pdf 

বঙ্গবাণী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর Pdf File সংগ্রহ

সোনার তরী কবিতার mcq প্রশ্ন ও উত্তর PDf File সহ সংগ্রহ

বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণি বাংলা ১ম পত্র

লালসালু উপন্যাসের সৃজনশীল প্রশ্ন ও উত্তর এবং জ্ঞান মূলক প্রশ্ন

বিলাসী গল্পের mcq (সকল বোর্ডের হুনির্বাচনী প্রশ্ন উত্তর)

অপরিচিতা গল্পের mcq একাদশ-দ্বাদশ শ্রেণি বাংলা ১ম পত্র