পড়ে পাওয়া গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর – Pdf

পড়ে পাওয়া গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর এবং Pdf collect করতে চাইলে আজকের পোস্ট টি দেখুন। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের পড়ে পাওয়া গল্পের সৃজনশীল প্রশ্নোত্তর সংগ্রহ নিয়ে আলোচনা করা হবে। অনেক শিক্ষার্থী পড়ে পাওয়া গল্পের সৃজনশীল প্রশ্ন গুলো অনুশীলন করতে চায়। কিন্তু তাদের কাছে এই গল্পের সৃজনশীল গুলো সংগ্রহ করা। নেই এজন্য তারা গুগলে অনুসন্ধান করে থাকে।

গল্পটি সিজনশীল প্রশ্নের জন্য অনেক গুরুত্বপূর্ণ অংশ। এই গল্প  থেকে অনেক সময় পরীক্ষার প্রশ্ন দেখা যায়। এজন্য আগে থেকে আপনাদেরকে এই অধ্যায়ে থেকে সৃজনশীল প্রশ্ন গুলো অনুশীলন করতে হবে। আপনাদের সুবিধার্থে নিচের দিকে আমরা কিছু প্রশ্ন শেয়ার করেছি। সেগুলো আপনারা পরীক্ষার প্রস্তুতি হিসেবে অনুশীলন করতে পারবেন। অনেকে বোর্ড বইয়ের প্রশ্নের উত্তর জানার জন্য তাদের জন্য এই প্রশ্নের উত্তর গুলো এখানে দেওয়া আছে। তাহলে আজকের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন এবং আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করে নিন।

পড়ে পাওয়া গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর (MCQ) – Pdf collect করতে এখানে ক্লিক করুন 

পড়ে পাওয়া গল্পের ব্যাখ্যা

পড়ে পাওয়া এটি একটি বিখ্যাত কিশাের গল্প। এ গল্পেএকটি টাকার বাক্স কুড়িয়ে পায়। এ গল্পের কিশােররা কুড়িয়ে পাওয়া অর্থ সম্পদ নিয়ে লােভের পরিচয় দেয়নি বরং প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।  এবং তারা ও অন্য কিশােররা মিলে সেটি তার  এবং অবশেষে তা প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে সক্ষম হয়।  এই গল্পে কিশােরদের ঐক্যচেতনার যেমন পরিচয় পাওয়া যায় তাদের চারিত্রিক দৃঢ়তার দৃষ্টি আকর্ষণ করে। কিশােরদের এমন সততা ,নিষ্ঠা ও কর্তব্যবােধে সবাই ও বিস্মিত, অভিভূত।

পড়ে পাওয়া গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর

অনেকে পড়ে পাওয়া গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তরগুলো পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন। আমরা এখানে পড়ে পাওয়া গল্পের কমন ও সাজেশন গুলো সংগ্রহ করে দিয়েছি। আপনাদের জন্য এখানে এ সকল সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো নিচে দিয়ে দিয়েছি এগুলো  পিডিএফ সংগ্রহ করে সংগ্রহ করে নিতে পারবেন।  যারা যারা উত্তর গুলো পিডিএফ সংগ্রহ করতে চান তাদের জন্য নিচে লিংকে সংগ্রহ করে নিতে পারবেন।

পড়ে পাওয়া গল্পের সৃজনশীল প্রশ্ন

এখানে পড়ে পাওয়া গল্প থেকে সিজনশীল প্রশ্ন দেওয়া আছে। প্রথমে আপনারা এ প্রশ্নটির নিজে নিজে সমাধান করার চেষ্টা করবেন ।এজন্য আপনার পাঠ্যবইয়ের গল্পটি ভালোভাবে পড়ে নিব… যদি আপনি এই প্রশ্নের সমাধান নিজে নিজে করতে না পারেন, তাহলে নিচে উত্তর দেওয়া আছে। সেগুলো দেখে নিতে পারেন।

আরিফ টেক্সি ক্যাব চালিয়ে জীবিকা নির্বাহ করে। একবার একজন আরোহীকে গন্তব্যে পৌঁছে দিয়ে সে বিশ্রাম নিচ্ছিল। সহসা গাড়ির ভিতরে দৃষ্টি পড়তে সে দেখতে পেল একটি মানিব্যাগ সিটের ওপর পড়ে আছে। ব্যাগে অনেকগুলো ডলার। কিন্তু ব্যাগে কোনো ঠিকানা পাওয়া গেল না। সে সন্ধ্যা অবধি অপেক্ষা করল। নিরুপায় হয়ে সে পত্রিকা অফিসে গিয়ে সম্পাদককে একটি বিজ্ঞপ্তি ছাপিয়ে দেবার অনুরোধ জানায়।

ক. ‘পড়ে পাওয়া’ কী ধরনের রচনা?
খ. “ওর মতো কত লোক আসবে” – বিধুর এ কথাটির অর্থ বুঝিয়ে লেখো।
গ) উদ্দীপকের আরিফকে কোন যুক্তিতে বিধুদের সঙ্গে তুলনা করা যায়? – বুঝিয়ে লেখো।
ঘ) ‘কলেবরে ক্ষুদ্র হলেও আরিফ চরিত্রটি ‘পড়ে পাওয়া’ গল্পের মূল সুরকেই ধারণ করে আছে’ –  মূল্যায়ন করো।

পড়ে পাওয়া গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনি যদি নিজে নিজেই সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনি যদি প্রশ্নের উত্তরটি নিজে নিজে করতে না পেরে থাকেন তাহলে কোন সমস্যা নেই। নিচের অংশে সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া আছ। যাদের যাদের সৃজনশীল প্রশ্নের উত্তরটি প্রয়োজন তারা নিচ থেকে দেখে নিন এবং অনুশীলন করুন।

ক) পড়ে পাওয়া একটি কিশোর গল্প।

খ) বাক্সের দাবি করতে আসা একজন নকল মালিককে কেন্দ্র করে বিধু উক্ত মন্তব্যটি করেছিল।পড়ে পাওয়া গল্পে কিশোররা একটি টিনের বাক্স কুড়িয়ে পাই। বাক্সটি সঠিক মালিকের হাতে ফিরিয়ে দিতে পড়ে পাওয়া গল্পের কিশোররা একটি বিজ্ঞপ্তি লিখে  দেয়। তখন এক লোক বাক্মাসের আসল মালিক সেজে  বাক্সটির মালিকানা দাবি করেন লোভে পড়ে। সে বাক্সটির সঠিক বর্ননা দিতে না পারায় বাক্স টি নিতে পারেনি। তাই লোকটি চলে যাওয়ার পর বিধু উক্ত ঘটনাটি জানতে পেরে বলে  “ওর মতো কত লোক আসবে”

গ) উদ্দীপকের আরিফকে নৈতিকতার দৃষ্টিকোণ থেকে পড়ে পাওয়া গল্পের বিধুদের সঙ্গে তুলনা করা যায়।

পড়ে পাওয়া গল্পে একটি কিশোর পথ থেকে বাক্স কুড়িয়ে পায়। এই গল্পের কিশোররা সেই কুড়িয়ে পাওয়া অর্থ সম্পদ দিয়ে  লোভের পরিচয়  না দিয়ে তা পরকিত মালিক কে ফিরিয়ে দেওয়ার সিধান্ত নেয়।।তাদের বয়স বেশি না হলেও  তারা অনেক  দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। এই বাক্স টি কিভাবে আসল মালিকের কাছে ফিরিয়ে দিবে তাদের মধ্যে তা আলোচনা করে। তারপর তারা পড়ে পাওয়া বাক্সটি সঠিক মালিককে ফেরত  দেওয়ার জন্য কাগজে লিখে বিজ্ঞপ্তি প্রকোঁকরে। সর্বশেশ তারা বুদ্ধিমত্তার সাহায্যে আসল মালিক কে বাক্স টি  ফেরত দিয়েছে।

উদ্দীপকের আরিফও  পড়ে পাওয়া গল্পের বিয়র মতো  পড়ে পাওয়া জিনিসের প্রতি লোভ দেখায় নি। তারা উভয়ই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে এবং তাদের উভয়ের চরিত্রে নৈতিকতার বিষয়টি প্রকাশিত হয়েছে। উদ্দীপকের আরিফ ট্যাক্সি ক্যাব চালানোর সময় একটি মানিব্যাগ কুড়িয়ে পায়। তারপর সে মানিব্যাগের মালিককে খুঁজে বের করার চেষ্টা চালায়। অন্যদিকে, কিশোর বয়সে বিধুরা  পড়ে পাওয়া টিনের ক্যাশবাক্সটি প্রকৃত মালিককে ফেরত দেয়।

তাই বলা যায় পড়ে পাওয়া গল্পের উদারতার এ দিকটি উদ্দীপকের আরিফের বিধুদের নৈতিকতা ও মানসিকতার সঙ্গে তুলনা করা যায়।

ঘ) উদ্দীপকের আরিফের কর্মকাণ্ডের মাধ্যমে তার নির্লোভ মানসিকতার পরিচয় পাওয়া যায়। যা পড়ে পাওয়া গল্পের মূল সুরকেই ধারণ করে আছে। নিচে তা মূল্যায়ন করা হলোঃ

পড়ে পাওয়া গল্পে একদল কিশোর একটি টিনের বাক্স কুড়িয়ে পায়। কিন্তু তারা এই বাক্সটি পেয়ে তা সঠিক ঠিকানা ফেরত দেওয়ার জন্য চেষ্টা করে। এজন্য তারা কিভাবে বাক্সের আসল মালিক কে খুঁজে বের করবে তা নিয়ে অনেক আলোচনা করে। সর্বশেশে তারা এই বাক্সের আসল মালিকের কাছে তার মূল্যবান বাক্স টি তুলে দিতে সক্ষম হয়। এক্ষেত্রে তাদের নির্লোভ মানসিকতার পরিচয় পাওয়া যায়।

উদ্দীপকের আরিফ একজন টেক্সি ক্যাব চালক। সে ট্যাক্সি চালানো শেষে  হঠাৎ অন্যের একটি মানিব্যাগ কুড়িয়ে পায়। এই মানিব্যাগ টি তার গাড়িতে একজন আরোহীর ভুল করে রেখে যায়।  তারপর সে মানিব্যাগটি প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার ইচ্ছায় সে পত্রিকা অফিসে ছুটে যায়। এভাবে সে মানিব্যাগ টি তার কাছে ফিরিয়ে দেয়।

অনেক মানুষ আছে যারা কোনো কিছু কুড়িয়ে পেলে তা র আসল মালিক কে দেওয়ার কথা মনেই করে না। সেই জিসিন গুলো তারা নিজেরদের জন্য ব্যবহার করে। আবার অনেকে অন্যের ধনসম্পদের ব্যাপারে নির্লোভ মানসিকতার পরিচয় দেয় যা আমরা পড়ে পাওয়া গল্পে দেখতে পাই। কিশোর ছেলেদের য়েই মহৎ কাজের মাধ্যমে গল্পে এ বক্তব্যটি স্পষ্ট করা হয়েছে।

অন্যদিকে, উদ্দীপকটি কলেবর স্বাভাবিকভাবেই গল্পের তুলনায় ক্ষুদ্র। তাই বলা যায় কলেবরে ক্ষুদ্র হলেও আরিফ চরিত্রটি ‘পড়ে পাওয়া’ গল্পের মূল সুরকেই ধারণ করে আছে।  

পড়ে পাওয়া গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

এখানে আপনাদের জন্য পড়ে পাওয়া গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর দেওয়া আছে। এগুলো আপনারা সৃজনশীল প্রস্ন্রের ক এর জন্য অনুশীলন করতে পারবেন। তো সেরা প্রস্তুতির লক্ষ্য আমাদের দেওয়া এই জ্ঞান মূলক প্রশ্ন ও উত্তর গুলো দেখতে পারেন।

০১। আকাশে কালাে মেঘের রাশি উড়ে আসতে লাগল কোন দিক থেকে?
উত্তরঃ আকাশে কালাে মেঘের রাশি পশ্চিম দিক থেকে উড়ে আসতে লাগল।

০২। টিনের বাক্সের সাথে কে হোঁচট খেল?
উত্তরঃ টিনের বাক্সের সাথে বাদল হোঁচট খেল ।

০৩। পড়ে পাওয়া’কী ধরনের রচনা ?
উওরঃ পড়ে যাওয়া একটি কিশাের গল্প ।

০৪। বালকদের মধ্যে কার হাতের লেখা ভালাে ছিল ?
উওরঃ বালকদের মধ্যে বাদলের হাতের লেখা ভালাে ছিল।

০৫। লেখক ও তার বন্ধুরা কেথায় গুপ্ত মিটিং করেছিল ?
উত্তরঃ লেখক ও তার বন্ধুরা বাদলদের ভাঙা মন্দিরের কোণে গুপ্ত মিটিং করেছিল।

০৬। বিধু, সিধু, নিধু, তিনু আর বাদল-এদের মধ্যে বয়সে বড় কে ?
উত্তরঃ বিধু, বিধু, নিধু, তিনু আর বাদল-এদের মধ্যে বড় হলাে বিধু।

০৭। কোথায় ভূত আছে বলে সবাই জানে ?
উত্তরঃ তেঁতুলগাছে ভূত আছে বলে সবাই জানে।

০৮। কাপালির হারানাে বাক্সের ভেতর নগদ কত টাকা ছিল?
উক্তরঃ কাপালির হারানাে বান্তের ভেতর নগদ পঞ্চাশ টাকা ছিল।

০৯। কালবােশেখীর ঝড় উঠলে কোথায় ভিড় জমে ওঠে ?
উত্তরঃ কালবােশাখীর ঝড় উঠলে বাড়য্যেদের চাপাতলীর আমগাছের নিচে ভিড় জমে ওঠে।

১০। কালবােশাখীর ঝড়ের পূর্বাভাস দিয়েছিল কে ?
উত্তরঃ ‘বিধু’ কালবােশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছিল ।

পড়ে পাওয়া গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর – Pdf collect

অনেক শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের উত্তর গুলো পিডিএফ সংগ্রহ করাতে চায়। এজন্য পড়ে পাওয়া গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর Pdf collect করার জন্য খুঁজে। তাই আমরা এই গল্পের সৃজনশীল প্রশ্ন পিডিএফ  সংগ্রহ  করার জন্য একটি লিঙ্ক তৈরি করাচী। আপনাদের জন্য লিঙ্ক টি নিচে দেওয়া আছে। তো যারা যারা পিডিএফ ফাইল টি সংগ্রহ করতে চান তারা নিচের লিঙ্কে ক্লিক করে সংগ্রহ করেনিন।

Pdf collect

শেষ কথা

আশা করছি এই পোস্ট টি আপনাদের কাছে অনেক ভালোলেগেছে এবং এই পোস্ট থেকে আপনারা পড়ে পাওয়া গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর Pdf collect করতে পেরেছেন। এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন।  এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন।  আজকের মতো এখানেই শেষ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

See More:

পড়ে পাওয়া গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর (MCQ) – Pdf 

অভাগীর স্বর্গ গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর Pdf 

অভাগীর স্বর্গ গল্পের mcq, বহুনির্বাচনি প্রশ্ন উত্তর – Pdf 

সুভা গল্পের mcq (সুভা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন Pdf  )

আমার পথ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন ও উত্তর Pdf