পড়ে পাওয়া গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর ও mcq pdf Collectকরতে চান? তাহলে এই পোস্ট টি পড়ুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকের পোস্টটি আমরা আলোচনা করব অষ্টম শ্রেণির পড়ে পাওয়া গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সংগ্রহ। অনেক শিক্ষার্থী আছে যারা পড়ে পাওয়া গল্পের সৃজনশীল প্রশ্ন নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করতে চাই। তাই আমরা আজকের পোস্টে কমন কিছু mcq বহুনির্বাচনি প্রশ্ন করে দিয়েছি। এই প্রশ্নগুলো আপনারা পরীক্ষার জন্য অনুশীলন করতে পারবেন।
অনেক সময় পরীক্ষার প্রশ্ন গুলো দেখা যায়। তাই আপনারা এই গল্পের বহুনির্বাচনী প্রশ্ন গুলো আগে থেকে অনুশীলন করুন। সেরা ফলাফল পেতে আমাদের দেওয়া নির্বাচনী প্রশ্ন গুলো পড়ার পাশাপাশি আপনার পাঠ্য বইয়ের সৃজনশীল গুলো অনুশীলন করার চেষ্টা করবেন। নিচের দিকে প্রবাহ গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আপনাদের জন্য একটি পিডিএফ ফাইলটি সংগ্রহ করে সংগ্রহ করে রাখতে পারবেন। তো চলুন আজকের পোস্ট শুরু করা যাক।
পড়ে পাওয়া গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর – Pdf Collectকরতে এখানে ক্লিক করুন
পড়ে পাওয়া গল্পের বহুনির্বাচনি
আপনারা সবাই হয়তো জানেন যে আপনাদের যে সকল নির্বাচনী প্রশ্ন করা হয় সেগুলো আপনাদের পাঠ্যবই থেকে করা হয়। আপনি যদি নির্বাচন প্রশ্নে ভালো ফলাফল করতে চান তাহলে আপনার গল্পটি সম্পূর্ণ পড়ে নিবেন। এতে দেখা যাবে পড়ে পাওয়া গল্প থেকে যেকোনো ধরনের নির্বাচনী প্রশ্ন আপনি খুব সহজে আনসার করতে পারবেন। নিচের অংশে আপনাদের জন্য পড়ে পাওয়া গল্পের সকল ধরনের বহুনির্বাচনী প্রশ্ন গুলো দেওয়া আছে। আমাদের দেওয়া এবং নির্বাচনী প্রশ্ন গুলো অনুসরণ করতে পারেন সংগ্রহ করে নিন।
পড়ে পাওয়া গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
অনেক শিক্ষার্থী প্রশ্নগুলো পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন। এখানে আপনাদের জন্য প্রকল্প থেকে কোন সাজেশন মূলক প্রশ্ন এবং আমরা এ প্রশ্নের সঠিক উত্তর গুলো সংগ্রহ করে দিয়েছি। আপনারা সেরা ফলাফল লাভের জন্য নির্বাচনী প্রশ্ন গুলো নিজে নিজেই সমাধান করার চেষ্টা করবেন। তারপর আমাদের সঠিক উত্তর গুলো দেখে দেখে নিব…
৩. বাক্সটিতে নগদ কত টাকা ছিল?
ক. চল্লিশ
খ. পঞ্চাশ
গ. ষাট
ঘ. সত্তর
উত্তরঃ খ. পঞ্চাশ
৪. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৯০
খ. ১৮৯৩
গ. ১৮৯৪
ঘ. ১৮৯৫
উত্তরঃ গ. ১৮৯৪
৬. লেখকের চমৎকার অর্থে ব্যবহৃত ‘দিব্যি’ শব্দটি আমরা আর কোন অর্থে ব্যবহার করে থাকি?
ক. শপথ
খ. বিশ্বাস
গ. সংশয়
ঘ. অনবরত
উত্তরঃ ক. শপথ
৭. সন্ধ্যার অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে কে বাড়ি ফিরছিল?
ক. লেখক আর বিধু
খ. লেখক আর বাদল
গ. বিধু আর সিধু
ঘ. বিধু আর বাদল
উত্তরঃ ক. লেখক আর বিধু
৮. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মারা যান?
ক. ১৯৪০
খ. ১৯৫০
গ. ১৯৬০
ঘ. ১৯৭০
উত্তরঃ খ. ১৯৫০
৯. বিধু কান খাড়া করে ছিল কেন?
ক. আম পড়ার শব্দ শোনার জন্য
খ. বন্যার স্রোতের শব্দ শোনার জন্য
গ. আকাশে মেঘের আওয়াজ শোনার জন্য
ঘ. তেঁতুলগাছে ভূতের শব্দ শোনার জন্যে
উত্তরঃ গ. আকাশে মেঘের আওয়াজ শোনার জন্য
পড়ে পাওয়া গল্পের বহুনির্বাচনি
১০. ‘একেই বলে বাবু অদেষ্ট’। এখানে ‘অদেষ্ট’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. পটোল
খ. গহনা
গ. দুরবস্তা
ঘ. ভাগ্য
উত্তরঃ ক. পটোল
১১. ‘এরপর আর আমাদের সন্দেহ রইল না’—কিসের সন্দেহ?
ক. বিধুর বিজ্ঞতার
খ. ঝড় আসার
গ. আম কুড়ানোর ।
ঘ. বাক্স পাওয়ার
উত্তরঃ ঘ. বাক্স পাওয়ার
১২. ‘ওরা সাক্ষী থাকবে কি না?’—কিসের সাক্ষী?
ক. বাক্সটি ভাঙার
খ. আম কুড়ানোর
গ. নদীর ধারে বেড়ানোর
ঘ. বাক্সটি ফেরত দেওয়ার
উত্তরঃ ঘ. বাক্সটি ফেরত দেওয়ার
১৩. ‘পড়ে পাওয়া’ গল্পের মূল বক্তব্য—
i. সততার শিক্ষা
ii. নৈতিক চেতনার বিকাশ
iii. অপরের সম্পদ হরণ
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ গ. ii ও iii
১৪. তেঁতুলগাছের ভূতের ভয় মন থেকে চলে যাওয়ার কারণ কী?
ক. ঝড়ের ঝাপটা আবার আসায়
খ. পড়ে পাওয়া বাক্সের ভাবনায় ব্যস্ত হওয়ায়
গ. প্রচণ্ড শীতে কাঁপায়
ঘ. সন্দেশ খাওয়ার পরিকল্পনা করায়
উত্তরঃ খ. পড়ে পাওয়া বাক্সের ভাবনায় ব্যস্ত হওয়ায়
১৫. ‘এবার চাকরি না করলে স্ত্রী-পুত্র না খেয়ে মরবে।’ উক্তিটি কার?
ক. কাপালির
খ. গোয়ালদের
গ. বাদলদের
ঘ. ঠাকুর মশাইয়ের
উত্তরঃ ক. কাপালির
১৬. বাবার মুখ দিয়ে একটি কথাও বেরুল না কেন?
ক. ছেলেদের সততার দৃষ্টান্ত দেখে
খ. বাক্সটি অযত্নে রেখেছে বলে
গ. বাক্সটি ফেরত দেওয়ার সিদ্ধান্তে
ঘ. কাগজে লিখে নেওয়ার প্রস্তাব করায়
উত্তরঃ ক. ছেলেদের সততার দৃষ্টান্ত দেখে
১৭.‘পড়ে পাওয়া’ গল্পটিতে লেখক তাদের জয়গান গেয়েছেন, যারা—
i. অন্যের জিনিস ফিরিয়ে দেয়
ii. সততার দৃষ্টান্ত স্থাপন করে
iii. পড়ে পাওয়া দ্রব্য ভোগ করে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ খ. i ও ii
১৮. পাড়াগাঁয়ের লোকেরা ডাবল টিনের ক্যাশবাক্সে কী রাখে? (জ্ঞান)
ক টাকাকড়ি ও গহনা
খ জমির দলিল ও টাকাকড়ি
গ দামি কাপড় ও শীতের কাপড়
ঘ দামি জিনিস ও পুরনো ছবি
উত্তরঃ ক টাকাকড়ি ও গহনা
পড়ে পাওয়া গল্পের mcq প্রশ্ন উত্তর
১৯. কুড়িয়ে পাওয়া বাক্সটি কোথায় লুকিয়ে রাখা হলো? (জ্ঞান)
ক বাদলদের বাড়ির বিচুলিগাদায়
খ বিধুদের বাড়িতে মাটির নিচে
গ তিনুদের বাড়ির গোয়াল ঘরে
ঘ সিধুদের বাড়ির বিচুলিগাদায়
উত্তরঃ ক বাদলদের বাড়ির বিচুলিগাদায়
২০. ‘পড়ে পাওয়া’ গল্পে বর্ষার হাওয়ার সঙ্গে কোন ফুলের মিষ্টি গন্ধ ভেসে আসছে? (জ্ঞান)
ক গন্ধরাজ
খ গোলাপ
গ চাঁপাফুল
ঘ রজনীগন্ধা
উত্তরঃ গ চাঁপাফুল
২১. বিধু সবাইকে কী কেটে নিয়ে আসার হুকুম দিল? (জ্ঞান)
ক ঘুড়ির মাপে কাগজ
খ ঘুড়ির মাপে কলাপাতা
গ টেবিলের মাপে কাপড়
ঘ বইয়ের মাপে কাগজ
উত্তরঃ ক ঘুড়ির মাপে কাগজ
২২. কাগজ তিনটি কীসের আঠা দিয়ে গাছে গাছে মেরে দেয়া হলো? (জ্ঞান)
ক. বেলের আঠা
খ. কাঁঠালের আঠা
গ .রাবারের আঠা
ঘ .বটগাছের আঠা
উত্তরঃ ক. বেলের আঠা
২৩. টিনের বাক্সে কত টাকার গহনা ছিল? (জ্ঞান)
ক সাড়ে তিনশ টাকার
খ আড়াইশ টাকার
গ পাঁচশ টাকার
ঘ তিনশ টাকার
উত্তরঃ খ আড়াইশ টাকার
২৪. টিনের বাক্সটি কী রঙের ছিল? (জ্ঞান)
ক সবুজ
খ লাল
গ রুপালি
ঘ সোনালি
উত্তরঃ ক সবুজ
পড়ে পাওয়া গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর (MCQ) – Pdf Collect
আপনারা অনেকে পড়ে পাওয়া গল্পের বহুনির্বাচনী প্রশ্ন গুলো পিডিএফ সংগ্রহকরতে চান। এজন্য গুগল অনুসন্ধান করে থাকেন আমরা আপনাদের জন্য একটি পিডিএফ ফাইল তৈরি করেছি। সংগ্রহ করে নিতে পারবেন। এখানে আমরা পিডিএফ ফাইল সংগ্রহকরার জন্য একটি লিংক শেয়ার করেছেন। যারা যারা পড়ে পাওয়া গল্পের বহুনির্বাচনী প্রশ্ন উত্তর mcq পিডিএফ ফাইল সংগ্রহ করতে চান তারা নিচের সংগ্রহ বাটনে ক্লিক করে সংগ্রহ করে নিতে পারবেন।
Pdf Collect
শেষ কথা
আশা করছি এই পোস্ট টি আপনাদের কাছে অনেক ভালোলেগেছে। আজকের মত এখানেই শেষ। এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন। আশা করছি এই পোস্ট থেকে আপনারা পড়ে পাওয়া গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর ও MCQ Pdf Collectকরতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
See More:
পড়ে পাওয়া গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর – Pdf