পড়ে পাওয়া গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর Pdf

পড়ে পাওয়া গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর উত্তর আমাদের পোস্টে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন।  আজকের পোস্টে আমরা আপনাদের জন্য পরিবার কল্পবিজ্ঞানের প্রশ্নগুলো পিডিএফ ফাইল তৈরি করেছি। অনেক শিক্ষাশ্রী প্রকল্পের জ্ঞানমূলক প্রশ্ন গুলো অনুশীলন করার জন্য গুগল অনুসন্ধান করে থাকে। তাই আমরা আজকের পোস্টে কমন সাজেশন মূলক জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করেছি। আপনারা আপনাদের পরীক্ষা প্রস্তুতি হিসেবে অনুশীলন করতে পারবেন।

নিচের দিকে আপনাদের জন্য উপর পড়ে পাওয়া গল্প থেকে জ্ঞানমূলক প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্ন গুলোর উত্তর সহকারে  দিয়ে দিয়েছি। আপনারা পরীক্ষার জন্য পড়তে পারবেন। যাদের যাদের প্রয়োজন তারা নিচের দিকে দেখেন। আর আপনার পিডিএফ  সংগ্রহ করতে চাইলে নিচের লিংকে ক্লিক করে ফাইলটি Pdf Collect করে নিবেন।

পড়ে পাওয়া গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

আমাদের অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো অনুশীলন করতে হয়। কারণ পরীক্ষার সৃজনশীল অংশে একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে এর জন্য জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া থাকে। এগুলো অনেকে পড়ার জন্য গুগল অনুসন্ধান করে থাকেন আমরা এখানে অনেকগুলো সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন উত্তর দিয়েছি এগুলো আপনাকে দেখে নিন।

০১। ‘পত্রপাঠ বিদায়’ কথাটির অর্থ কী ?
উত্তরঃ ‘পত্রপাঠ বিদায়’ কথাটির অর্থ তৎক্ষণাৎ বিদায়।

০২। ‘পড়ে পাওয়া’ গল্পের লেখক কে ?
উত্তরঃ ‘পড়ে পাওয়া’ গল্পের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

০৩। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন ?
উওরঃ ১৮৯৪ সালে।

০৪। ‘পড়ে পাওয়া’ গল্পটি কোথা হতে সংকলিত হয়েছে ?
উওরঃ ‘পড়ে পাওয়া’ গল্পটি লগঞ্জের ফালমান সাহেব’ খাড় থেকে সংকলিত।

০৫। বালকদের মধ্যে কার হাতের লেখা ভালাে ছিল ?
উওরঃ বালকদের মধ্যে বাদলের হাতের লেখা ভালাে ছিল।

-০৬। লেখক ও তার বন্ধুরা কেথায় গুপ্ত মিটিং করেছিল ?
উত্তরঃ লেখক ও তার বন্ধুরা বাদলদের ভাঙা মন্দিরের কোণে গুপ্ত মিটিং করেছিল।

০৭। কাপালির হারানাে বাক্সের ভেতর নগদ কত টাকা ছিল?
উক্তরঃ কাপালির হারানাে বান্তের ভেতর নগদ পঞ্চাশ টাকা ছিল।

০৪। পড়ে পাওয়া’কী ধরনের রচনা ?
উওরঃ পড়ে যাওয়া একটি কিশাের গল্প ।

০৮। আকাশে কালাে মেঘের রাশি উড়ে আসতে লাগল কোন দিক থেকে?
উত্তরঃ আকাশে কালাে মেঘের রাশি পশ্চিম দিক থেকে উড়ে আসতে লাগল।

০৯। কোথায় ভূত আছে বলে সবাই জানে ?.
উত্তরঃ তেঁতুলগাছে ভূত আছে বলে সবাই জানে।

১০। বাক্সের মালিকের সন্ধান বের করতে কাগজে বিজ্ঞাপন লেখার বুদ্ধি কে দিয়েছিল ?
উত্তরঃ বাক্সের মালিকের সন্ধান বের করতে কাগজে বিজ্ঞাপন লেখার বুদ্ধি দিয়েছিল বিধু।

১১। কালবােশেখীর ঝড় উঠলে কোথায় ভিড় জমে ওঠে ?
উত্তরঃ কালবােশাখীর ঝড় উঠলে বাড়য্যেদের চাপাতলীর আমগাছের নিচে ভিড় জমে ওঠে।

-১২। বিধু, সিধু, নিধু, তিনু আর বাদল-এদের মধ্যে বয়সে বড় কে ?
উত্তরঃ বিধু, বিধু, নিধু, তিনু আর বাদল-এদের মধ্যে বড় হলাে বিধু।

১৩। টিনের বাক্সের সাথে কে হোঁচট খেল?
উত্তরঃ টিনের বাক্সের সাথে বাদল হোঁচট খেল ।

পড়ে পাওয়া গল্পের সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

এখানে পড়ে পাওয়া গল্পের সাধারণ কিছু প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্ন গুলো ও জ্ঞান মূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। নিচে থেকে প্রশ্ন গুলো সংগ্রহ করুন।

১৪। টিনের বাক্সের ভেতর কী ছিল?
উত্তর : প্রায় আড়াইশ টাকার গয়না আর পঞ্চাশ টাকা।

১৫। কে বড় হলে উকিল হবে?
উত্তর : বিধু।

১৬। টিনের বাক্সটি কী রঙের ছিল?
উত্তর : সবুজ রঙের।

১৭। ‘বিচুলিগাদা’ কী?
উত্তর : ধানের খড়ের স্তূপ।

 ১৮। ‘পত্রপাঠ বিদায়’ শব্দের অর্থ কী?
উত্তর : তৎক্ষণাৎ বিদায়।

১৯। ‘কাপালি’ কাদের বলা হয়?
উত্তর : তান্ত্রিক হিন্দু সম্প্রদায়কে।

২০। বাক্সটি কোথায় লুকিয়ে রাখা হয়েছিল?
উত্তর : বাদলদের বাড়ির বিচুলিগাদায়।

২১। নোটিশ লিখে কতখানা কাগজ টাঙানো হয়েছিল?
উত্তর : তিনখানা।

২২। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি কোথায়?
উত্তর : পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাকপুর গ্রামে।

২৩। ‘আড়ি’ কী?
উত্তর : ধান, গম ইত্যাদির পরিমাপবিশেষ।

২৪। দেবমন্দিরে সামনের ঘর যেখানে নাচ-গান হয় তাকে কী বলে?
উত্তর : নাটমন্দির।

২৫। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার মুরাতিপুর গ্রামে।

২৬। ‘দণ্ডবৎ’ কী?
উত্তর : মাটিতে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম।

 ২৭। হরিনাম সংকীর্তন করে জীবিকা অর্জন করে, এমন বৈষ্ণবকে কী বলে?
উত্তর : বোষ্টম। ১৭। যে মণ্ডপে বা ছাদযুক্ত চত্বরে দুর্গা, কালী প্রভৃতি দেবীর পূজা হয় তাকে কী বলে?
উত্তর : চণ্ডীমণ্ডপ।

২৮। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৮৯৪ সালের ১২ সেপ্টেম্বর।

২৯। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কবে মৃত্যুবরণ করেন?
উত্তর : ১৯৫০ সালের ১ নভেম্বর।

৩০। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম কী?
উত্তর : মৃণালিনী দেবী।

৩১। ‘পড়ে পাওয়া’ গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
উত্তর : ‘নীলগঞ্জের ফালমন সাহেব’ গ্রন্থ থেকে।

 ৩২। কাগজ টাঙানোর কতদিন পরে একজন লোক এসেছিল?
উত্তর : তিন দিন পরে।

পড়ে পাওয়া গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

৩৩। কাপালির হারানো বাক্সের ভেতর নগদ কত টাকা ছিল?
উত্তর : নগদ পঞ্চাশ টাকা ছিল।
৩৪। আকাশে কালো মেঘের রাশি উড়ে আসতে লাগল কোন দিক থেকে?
উত্তর : পশ্চিম দিক থেকে।
৩৫। বাদলদের গুপ্ত মিটিং কোথায় হলো?
উত্তর : ভাঙা নাটমন্দিরের কোণে।
৩৬। পত্রপাঠ বিদায় কী?
উত্তর : তত্ক্ষণাৎ বিদায়।
৯। কালবৈশাখী আভাস প্রথম কে পেয়েছিল?
উত্তর : বিধু।
৩৭। কালবৈশাখী হয় কোন মাসে?
উত্তর : বৈশাখ মাসে।
৩। ‘চৌকিদার’ শব্দের অর্থ কী?
উত্তর : প্রহরী।
৩৮। বালকদের মধ্যে কার হাতের লেখা ভালো ছিল?
উত্তর : বাদলের হাতের লেখা ভালো ছিল।
৩৯। বিধু সবার সংশয় দূর করে দিয়ে কী জানিয়ে দিল?
উত্তর : জানিয়ে দিল যে সে এখনই চাঁপাতলীর আমতলায় যাচ্ছে।
৪০। কালবৈশাখীর লক্ষণ কী?
উত্তর : বৈশাখ মাসে পশ্চিম দিকে মেঘের গুড়গুড় করে ডাকার অর্থ কালবৈশাখীর ঝড় হবে।

পড়ে পাওয়া গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

অনেক শিক্ষার্থীরা পড়ে পাওয়া গল্পের সংক্ষিপ্ত  প্রশ্নের উত্তর গুলো পড়তে চায়। কিন্তু তাদের কাছে এই গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন গুলো সংগ্রহ করা নেই। তাই আমরা আপনাদের জন্য আজকের এই পোস্টে পড়ে পাওয়া গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর গুলো দিয়ে দিয়েছি। নিচে থেকে দেখেনিন অথবা সংগ্রহ করে রাখুন।

৪১. ‘পড়ে পাওয়া’ গল্পের বাক্সটির টিন কোন রঙের ছিল?
উত্তরঃ সবুজ।

৪২. বন্যায় কোন চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল?
উত্তরঃ অম্বরপুর।

৪৩. ‘যাবার সময় সে শাসিয়ে গেল।’ কে শাসিয়ে গেল?
উত্তরঃ দ্বিতীয় লোকটি।

৪৪. কয়খানা কাগজ লিখে নদীর ধারে রাস্তায় গাছে আঠা দিয়ে মেরে দেওয়া হলো?
উত্তরঃ তিন।

৪৫. কার বাড়ির বিচুলিগাদায় লুকিয়ে রাখা হলো বাক্সটা?
উত্তরঃ বাদল।

৪৬. বাক্স পাওয়ার কথা কাগজে লিখে কোন বাড়িতে খোঁজ করার কথা বলা হয়েছিল?
উত্তরঃ রায়বাড়িতে।

৪৭. বাক্স খোঁজার জন্য কাগজে কোন বাড়ির কথা উল্লেখ করা হয়েছে?
উত্তরঃ রায়বাড়ি।

৪৮. বাড়ুয্যেদের মাঠের বাগানে চাঁপাতলীর আম এ অঞ্চলে বিখ্যাত কেন?
উত্তরঃ অধিক মিষ্টি বলে।

৪৯. বিধু কেন বাদলকে কাগজে লিখতে বলল?
উত্তরঃ অন্যরা লিখতে পারত না বলে।

৫০. ‘পড়ে পাওয়া’ গল্পের মূল বক্তব্য—
উত্তরঃ নৈতিক চেতনার বিকাশ, অপরের সম্পদ হরণ।

৫১. বিধু অত সহজে ভুলবার পাত্র নয় কেন?
উত্তরঃ বাক্সের মালিকের চোখের জলে সে ভোলেনি।

৫২. ‘দিব্যি’ শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়?
উত্তরঃ শপথ।

৫৩. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ১৮৯৪।

৫৪. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মারা যান?
উত্তরঃ ১৯৫০।

৫৫. ‘আমরা তেঁতুলগাছের গুঁড়িটার আড়ালে গিয়ে আশ্রয় নিলাম।’ কেন কিশোরেরা গুঁড়ির আড়ালে আশ্রয় নিল?
উত্তরঃ বৃষ্টির ঝাপটা থেকে বাঁচার জন্য।

৫৬. ধানের খড়ের স্তূপের সঙ্গে নিচের কোন শব্দটির সম্পর্ক রয়েছে?
উত্তরঃ বিচালিগাদা।

৫৭. কাদের বাগানে আম কুড়াতে কালবৈশাখী উপেক্ষা করে সবাই ছুটছিল?
উত্তরঃ বাড়ুয্যেদের।

৫৮. লেখকের চমৎকার অর্থে ব্যবহৃত ‘দিব্যি’ শব্দটি আমরা আর কোন অর্থে ব্যবহার করে থাকি?
উত্তরঃ শপথ।

৫৯. গুপ্ত মিটিং কোথায় বসল?
উত্তরঃ ভাঙা নাটমন্দিরের কোণে।

৬০. কিশোরদের দলের সরদার কে ছিল?
উত্তরঃ বিধু।

পড়ে পাওয়া গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর Pdf Collect

আমরা অনেক আগেই পড়ে পাওয়া গল্পের সৃজনশীল প্রশ্ন শেয়ার করেছি। আপনারা যদি সৃজনশীল প্রশ্ন গুলো না দেখে থাকেন তাহলে এখান থেকে দেখেনিন। এগুলো আপনারা পিডিএফ ফাইল শেয়ার করেছি। নিচে একটি লিঙ্ক দেখতে পারেবন সেই লিঙ্কে ক্লিক করে পড়ে পাওয়া গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর গুলো Pdf Collect করতে পারবেন।

পড়ে পাওয়া গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর – Pdf Collect করতে এখানে ক্লিক করুন 

পড়ে পাওয়া গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

পড়ে পাওয়া গল্পের অনেক গুলো বহুনির্বাচনি প্রশ্ন করা হয়েছে। এখানে সেই বহুনির্বাচনি প্রশ্নই গুলোর লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে সেই বহুনির্বাচনি প্রশ্ন গুলো এখান থেকে দেখেনিতে পারবেন। নিচের লিঙ্কে ক্লিক করে বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর পিডিএফ ফাইল সহকারে দেখুন।

পড়ে পাওয়া গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর (MCQ) – Pdf Collect করতে এখানে ক্লিক করুন 

শেষ কথা

আশা করছি এই পোস্ট টি আপনাদের কাছে অনেক ভালোলেগেছে। এবং এই পোস্ট থেকে আপনারা পড়ে পাওয়া গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর Pdf Collect করতে পেরেছেন। এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন।  এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন।  আজকের মতো এখানেই শেষ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

See More:

পড়ে পাওয়া গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর (MCQ) – Pdf 

অভাগীর স্বর্গ গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর Pdf 

অভাগীর স্বর্গ গল্পের mcq, বহুনির্বাচনি প্রশ্ন উত্তর – Pdf 

সুভা গল্পের mcq (সুভা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন Pdf  )

আমার পথ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন ও উত্তর Pdf