আমার পথ প্রবন্ধের mcq pdf প্রশ্ন উত্তর – suggestionbd.top

আমার পথ প্রবন্ধের mcq pdf আজকের পোস্টে দেওয়া আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই অনেক ভাল আছেন। অনেক শিক্ষার্থী আছেন যারা আমার প্রবন্ধ থেকে বহুনির্বাচনি প্রশ্ন গুলো পড়তে চান। কিন্তু আপনাদের কাছে ভালো ভালো বহুনির্বাচনি গুলো সংগ্রহ করা নেই। এজন্য অনুসন্ধান করতেছেন। তাই আমরা আজকের এই পোস্টে আমার পথ প্রবন্ধ থেকে কমন কিছু mcq প্রশ্ন গুলো সংগ্রহ করে দিয়েছি। আশা করছি এই গুলো অনুশীলন করার মাধ্যমে আপনারা অনেক উপক্রিত হবেন।

আপনাদের জন্য নিচের দিকে বহুনির্বাচনি প্রশ্ন গুলো দেওয়া আছে। সাথে আমরা প্রশ্নের সঠিক উত্তর গুলো দিয়ে দিয়েছি। অনেক পিডিএফ ফাইল সংগ্রহ করতে চায়। তাদের জন্য বহুনির্বাচনির একটি pdf collect করার ফাইল দেওয়া আছে। যাদের যাদের প্রয়োজন পিডিএফ টি সংগ্রহ করেনিতে পারেন। তাহলে আজকের পোস্ট টি শুরু করা যাক।

আমার পথ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন ও উত্তর Pdf collect করতে এখানে ক্লিক করুন 

আমার পথ প্রবন্ধের mcq

সুপ্রিয় শিক্ষার্থীরা নিচে আপনাদের অনুশীলনের জন্য mcq প্রশ্ন গুলো দেওয়া আছে। এই mcq গুলো সমাধান করার আগে আপনার পাঠ্য বই থেকে আমার পথ প্রবন্ধ টি সম্পূর্ণ পড়ে নিবেন। আপনারা যারা যারা পরীক্ষার প্রস্তুতির জন্য mcq পড়তে চাচ্ছিলেন তাদের জন্য কমন ও সাজেশন মূলক mcq প্রশ্ন এখানে দেওয়া আছে।

১. ‘রাজবন্দির জবানবন্দি’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
ক. উপন্যাস
খ. নাটক
গ. ছোটগল্প
ঘ. প্রবন্ধ

উত্তরঃ ঘ. প্রবন্ধ

২. কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেছেন?
ক. ১৯৭৪
খ. ১৯৭৫
গ. ১৯৭৬
ঘ. ১৯৭৭

উত্তরঃ গ. ১৯৭৬

৩. কাজী নজরুল ইসলাম কোথায় মৃত্যুবরণ করেছেন?
ক. ঢাকায়
খ. কলকাতায়
গ. চট্টগ্রামে
ঘ. বর্ধমানে

উত্তরঃ ক. ঢাকায়

৪. কে প্রাবন্ধিকের পথ দেখাবে?
ক. সত্য
খ. গুরু
গ. পথিক
ঘ. নেতা

উত্তরঃ ক. সত্য

৫. কে মিথ্যাকে ভয় পায়?
ক. যার মন অস্থির
খ. যার মনে মিথ্যা
গ. যে দ্বিধাগ্রস্ত
ঘ. যে কাপুরুষ

উত্তরঃ খ. যার মনে মিথ্যা

৬. কোন বাণীর ভরসা নিয়ে ‘আমার পথ’ প্রবন্ধে প্রাবন্ধিক নতুন পথে যাত্রা করলেন?
ক. জয় শঙ্কর
খ. জয় ভোলানাথ
গ. মাভৈঃ
ঘ. বন্দে মাতরম

উত্তরঃ গ. মাভৈঃ

৭. প্রাবন্ধিক নতুন পথে যাত্রা করলেন কেন?
ক. যে সমাজে পচন ধরেছে তাকে ভেঙে দিতে
খ. মিথ্যাকে ধ্বংস করতে
গ. তরুণদের উৎসাহিত করতে
ঘ. সত্যের বাণীকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে

উত্তরঃ ক. যে সমাজে পচন ধরেছে তাকে ভেঙে দিতে

৮. বাংলাদেশের জাতীয় কবি কে?
ক. মানিক বন্দ্যোপাধ্যায়
খ. কাজী নজরুল ইসলাম
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. প্রেমেন্দ্র মিত্র

উত্তরঃ খ. কাজী নজরুল ইসলাম

৯. কার আর কাউকে চিনতে বাকি থাকে না?
ক. যে তার সমাজকে চেনে
খ. যে গোটা পৃথিবীটাকেই চেনে
গ. যে শত্রুকে চেনে
ঘ. যে নিজেকে চেনে

উত্তরঃ ঘ. যে নিজেকে চেনে

১০. মানুষ কীভাবে নিজ মনের মধ্যে জোর অনুভব করে?
ক. নিজেকে চেনার মাধ্যমে
খ. পুণ্যের পথকে চেনার মাধ্যমে
গ. মনুষ্যত্ববোধ অর্জনের মাধ্যমে
ঘ. অপরের কল্যাণসাধনের মাধ্যমে

উত্তরঃ ক. নিজেকে চেনার মাধ্যমে

১১. যে ব্যক্তি নিজেকে চিনতে পারে সে কাকে কুর্নিশ করে?
ক. রাজাকে
খ. আপন অস্তিত্বকে
গ. আপন ব্যক্তিত্বকে
ঘ. আপন সত্যকে

উত্তরঃ 

১২. কোনটিকে কেউ কেউ ভুল করে অহংকার বলে মনে করে?
ক. নিজেকে সত্যবাদী বলে প্রতিষ্ঠা করা
খ. নিজেকে শ্রেষ্ঠ বলে জাহির করা
গ. সবসময় সত্য কথা বলা
ঘ. নিজের সত্যকে গুরু মনে করা

উত্তরঃ ঘ. নিজের সত্যকে গুরু মনে করা

১৩. কাজী নজরুল ইসলাম কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন?
ক. চুরুলিয়া
খ. তাম্বুলখানা
গ. পায়রাবন্দ
ঘ. কাঁঠালতলা

উত্তরঃ ক. চুরুলিয়া

১৪. বাংলা সাহিত্য ও সংগীতকে সমৃদ্ধতর করে তুলতে নিচের কার অবদান সবচেয়ে বেশি?
ক. জীবনানন্দ দাশ
খ. ডি. এল. রায়
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. বুদ্ধদেব বসু

উত্তরঃ গ. কাজী নজরুল ইসলাম

১৫. ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে কোন কবির সমাধিস্থল রয়েছে?
ক. শামসুর রাহমানকে
খ. সুফিয়া কামালকে
গ. কাজী নজরুল ইসলামকে
ঘ. সৈয়দ শামসুল হককে

উত্তরঃ গ. কাজী নজরুল ইসলামকে

১৬. নিচের কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস হিসেবে সমর্থনযোগ্য?
ক. কুহেলিকা
খ. ব্যথার দান
গ. শিউলীমালা
ঘ. রাজবন্দির জবানবন্দি

উত্তরঃ ক. কুহেলিকা

১৭. “আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি নমস্কার করছি আমার সত্যকে।“ আলোচ্য বাক্যে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে?
ক. সত্যনিষ্ঠতা
খ. ন্যায়পরায়ণতা
গ. অসাম্প্রদায়িক চেতনা
ঘ. নীতিবোধ

উত্তরঃ গ. অসাম্প্রদায়িক চেতনা

১৮. কোন ভয়ে প্রাবন্ধিক ভীত নন বলে ‘আমার পথ’ প্রবন্ধে উল্লেখ করেছেন?
ক. রাজভয়
খ. শত্রুভয়
গ. ভূতের ভয়
ঘ. সমাজের ভয়

উত্তরঃ ক. রাজভয়

১৯. বাইরের ভয় কখন মানুষকে কিছু করতে পারে না?
ক. মিথ্যাকে ধ্বংস করতে পারলে
খ. মিথ্যার সাথে আপোষ করলে
গ. সত্যের পথে অবিচল থাকলে
ঘ. অন্তরের সত্যকে চিনতে পারলে

উত্তরঃ গ. সত্যের পথে অবিচল থাকলে

২০. কে বাইরে ভয় পায়?
ক. যে মিথ্যাকে প্রশ্রয় দেয়
খ. যার ভেতরে ভয়
গ. যার আত্মবিশ্বাস নেই
ঘ. যার সাহস কম

উত্তরঃ খ. যার ভেতরে ভয়

আমার পথ প্রবন্ধের mcq সমাধান

২১. কোনটি মানুষের মাথা নিচু করে ফেলে বলে প্রাবন্ধিক ‘আমার পথ’ প্রবন্ধে উল্লেখ করেছেন?
ক. খুব বেশি বিনয় প্রকাশ
খ. খুব বেশি অহংকার প্রকাশ
গ. খুব বেশি সহনশীলতা প্রকাশ
ঘ. খুব বেশি নম্রতা প্রকাশ

উত্তরঃ ক. খুব বেশি বিনয় প্রকাশ

২২. কীভাবে নিজের শক্তির ওপর বিশ্বাস আনা যায়?
ক. নিজেকে শ্রেষ্ঠ বলে মানলে
খ. নিজেকে বিশ্বাস করলে
গ. নিজেকে জানলে
ঘ. নিজের মেধাকে কাজে লাগালে

উত্তরঃ গ. নিজেকে জানলে

২৩. কখন নিজের সত্যের ওপর অটুট বিশ্বাস আসে?
ক. সবাইকে ভালোবাসলে
খ. নিজের সত্যকে কর্ণধার মনে জানলে
গ. কাউকে ভয় না পেলে
ঘ. চিত্তের দৃঢ়তা অর্জন করলে

উত্তরঃ খ. নিজের সত্যকে কর্ণধার মনে জানলে

২৪. কে সবাইকে নিজের ওপর বিশ্বাস করতে শিখাচ্ছিলেন বলে ‘আমার পথ’ প্রবন্ধে প্রাবন্ধিক উল্লেখ করেছেন-
ক. নেতাজি সুভাষ চন্দ্র বসু
খ. জওহরলাল নেহেরু
গ. ইন্দিরা গান্ধী
ঘ. মহাত্মা গান্ধী

উত্তরঃ ঘ. মহাত্মা গান্ধী

২৫. কারা বাইরের গোলামি থেকে রেহাই পায় না?
ক. যারা কপট আচরণ করে
খ. যাদের অন্তরে সত্যের স্থান নেই
গ. যাদের অন্তরে গোলামির ভাব
ঘ. যারা আলসেমি করে

উত্তরঃ গ. যাদের অন্তরে গোলামির ভাব

২৬. আত্মাকে চিনলে কীভাবে আত্মনির্ভরতা আসে?
ক. নিজ শক্তিকে জানার মাধ্যমে
খ. নিজ অস্তিত্বকে জানার মাধ্যমে
গ. নিজ ব্যক্তিত্ত্বকে জানার মাধ্যমে
ঘ. নিজ মনকে জানার মাধ্যমে

উত্তরঃ ক. নিজ শক্তিকে জানার মাধ্যমে

২৭. কোনটি না আসা পর্যন্ত আমরা স্বাধীন হতে পারব না?
ক. পর্যাপ্ত অস্ত্র
খ. যোগ্য নেতৃত্ব
গ. বিদেশী সাহায্য
ঘ. আত্মনির্ভরতা

উত্তরঃ ঘ. আত্মনির্ভরতা

২৮. কী লেখকের আগুনকে নেভাতে পারে?
ক. মন্ত্রসিদ্ধ জল
খ. অহংকারের জল
গ. মিথ্যার জল
ঘ. অসত্যের জল

উত্তরঃ গ. মিথ্যার জল

২৯. আমাদের স্বাধীনতা কীভাবে আসবে?
ক. আত্মমর্যাদাসম্পনড়ব হয়ে ওঠার মাধ্যমে
খ. আত্মসচেতন হয়ে ওঠার মাধ্যমে
গ. সংগ্রামী হয়ে ওঠার মাধ্যমে
ঘ. আত্মনির্ভরশীল হয়ে ওঠার মাধ্যমে

উত্তরঃ ঘ. আত্মনির্ভরশীল হয়ে ওঠার মাধ্যমে

৩০. নিজে নিষ্ক্রিয় থেকে কাকে প্রাণপণে ভক্তি করলেই দেশ উদ্ধার হয়ে যায় না?
ক. এক অতিমানবকে
খ. একজন মহাপুরুষকে
গ. একজন জননেতাকে
ঘ. একজন বীর যোদ্ধাকে

উত্তরঃ খ. একজন মহাপুরুষকে

আমার পথ প্রবন্ধের বহুনির্বাচনি

৩১. ভারতবর্ষের পরাধীনতার প্রধান কারণরূপে কোনটিকে চিহ্নিত করা যায়?
ক. অজ্ঞানতা
খ. অলসতা
গ. স্বার্থপরতা
ঘ. নিস্ক্রিয়তা

উত্তরঃ ঘ. নিস্ক্রিয়তা

৩২. “তা’ হলে এই তেত্রিশ কোটি দেবতার দেশ এতদিন পরাধীন থাকত না।” কোন প্রসঙ্গে প্রাবন্ধিক একথা বলেছেন?
ক. ভারতবাসীর পরনির্ভরশীলতা প্রসঙ্গে
খ. ভারতবাসীর আত্মপ্রবঞ্চনা প্রসঙ্গে
গ. ভারতবাসীর অজ্ঞতা প্রসঙ্গে
ঘ. ভারতবাসীর অলসতা প্রসঙ্গে

উত্তরঃ  ক. ভারতবাসীর পরনির্ভরশীলতা প্রসঙ্গে

৩৩. “তেত্রিশ কোটি দেবতার দেশ” বলতে ‘আমার পথ’ প্রবন্ধে কোন দেশকে বোঝানো হয়েছে?
ক. ভারতবর্ষকে
খ. নেপালকে
গ. শ্রীলঙ্কাকে
ঘ. গ্রিসকে

উত্তরঃ ক. ভারতবর্ষকে

৩৪. মেয়েলি বিনয়ের চেয়ে কী অনেক ভালো বলে ‘আমার পথ’ প্রবন্ধে প্রাবন্ধিক উল্লেখ করেছেন?
ক. আত্মঅহংকার
খ. অহংকারের পৌরুষ
গ. বিদ্যার গর্ব
ঘ. সত্যের গৌরব

উত্তরঃ  খ. অহংকারের পৌরুষ

৩৫. “হেলাল সব সময় তার অফিসের বড় কর্তার সামনে মাথা হেঁট করে থাকে। এমনকি বড়কর্তা তাকে শত অপমান করলেও সে তা গায়ে মাখে না।” ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে উদ্দীপকের হেলাল কোনটিকে অস্বীকার করেছে?
ক. ব্যক্তিত্ববোধকে
খ. বিবেকবোধকে
গ. আত্মসম্মানকে
ঘ. আপন সত্যকে

উত্তরঃ ঘ. আপন সত্যকে

৩৬. ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে কীভাবে মানুষ ক্রমেই নিজেকে ছোট করে ফেলে?
ক. খুব বেশি বিনয় দেখাতে গিয়ে
খ. খুব বেশি আনুগত্য প্রকাশ করতে গিয়ে
গ. খুব বেশি মহত্ত্ব প্রকাশ করতে গিয়ে
ঘ. খুব বেশি সহানুভূতি প্রকাশ করতে গিয়ে

উত্তরঃ ঘ. খুব বেশি সহানুভূতি প্রকাশ করতে গিয়ে

৩৭. ‘মেয়েলি বিনয়’ বলতে ‘আমার পথ’ প্রবন্ধে কী বোঝানো হয়েছে?
ক. নারীরা যে বিনয় প্রকাশ করে
খ. পুরুষের নারীসুলভ আচরণের প্রকাশ
গ. নিজ সত্যকে অস্বীকার করে যে বিনয় দেখানো হয়
ঘ. নিজ মর্যাদাকে অস্বীকার করে যে বিনয় দেখানো হয়

উত্তরঃ গ. নিজ সত্যকে অস্বীকার করে যে বিনয় দেখানো হয়

৩৮. কোন ধরনের কথা বলায় একটা অবিনয় নিশ্চয় থাকে?
ক. মিথ্যা
খ. স্পষ্ট
গ. অসত্য
ঘ. অস্পষ্ট

উত্তরঃ খ. স্পষ্ট

৩৯. কার স্পষ্ট কথাটাকে কেউ যেন অহংকার বলে ভুল না করে বসেন বলে ‘আমার পথ’ প্রবন্ধে প্রাবন্ধিক উল্লেখ করেছেন?
ক. মহারথীর
খ. কর্ণধারের
গ. দিকনির্দেশকের
ঘ. অভিশাপরথের সারথির

উত্তরঃ ঘ. অভিশাপরথের সারথির

৪০. কিসে কষ্ট পাওয়াটা দুর্বলতা?
ক. মিথ্যা বলায় যে অবিনয় থাকে তাতে
খ. সত্যের সাথে মিথ্যার বিরোধ
গ. অস্পষ্ট কথা বলায় যে অবিনয় থাকে তাতে
ঘ. স্পষ্ট কথা বলায় যে অবিনয় থাকে তাতে

উত্তরঃ  ঘ. স্পষ্ট কথা বলায় যে অবিনয় থাকে তাতে

আমার পথ প্রবন্ধের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

৪১. কারা অসাধ্যকে সাধন করতে পারে?
ক. যাদের মনে তথাকথিত দম্ভ আছে
খ. যাদের মনে বারুনার ভাব আছে
গ. যাদের হৃদয়ে শিক্ষার আলো আছে
ঘ. যাদের হৃদয়ে শিক্ষার আলো নেই

উত্তরঃ ক. যাদের মনে তথাকথিত দম্ভ আছে

৪২. ‘তথাকথিত দম্ভ’ বলতে কোনটিকে বুঝানো হয়েছে?
ক. ক্ষমতার দম্ভ
খ. অর্থের দম্ভ
গ. আত্মাকে চেনা
ঘ. সম্পদকে চেনা

উত্তরঃ গ. আত্মাকে চেনা

৪৩. ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে নিচের কোনটিকে ভণ্ডামি বলা যায় না?
ক. পরিস্থিতির কারণে মিথ্যা বলা
খ. ইচ্ছা থাকা সত্ত্বেও সত্য বলতে না পারা
গ. ক্ষমতাবানের প্রতি আনুগত্য প্রকাশ করা
ঘ. নিজের সত্যকেই ভগবান বলে মানা

উত্তরঃ ঘ. নিজের সত্যকেই ভগবান বলে মানা

৪৪. সে সমাজের ভিত্তি পচে গেছে তাকে একেবারে উপড়ে ফেলতে হবে কেন?
ক. মানুষের শান্তির জন্য
খ. নতুন সমাজ গড়ে তোলার জন্য
গ. নতুন প্রজন্মের ভালোর জন্য
ঘ. সকলের মঙ্গলের জন্য

উত্তরঃ খ. নতুন সমাজ গড়ে তোলার জন্য

৪৫. আত্মার দম্ভতে শির উঁচু করে পুরুষ মনে কিসের ভাব আনে?
ক. ডোন্ট কেয়ার
খ. অভিমান
গ. অহংকার
ঘ. গাম্ভীর্য

উত্তরঃ ক. ডোন্ট কেয়ার

৪৬. যাদের তথাকথিত দম্ভ আছে তারাই কী করতে পারে?
ক. রাজ্য জয়
খ. দেশ রক্ষা
গ. দেশ শাসন
ঘ. অসাধ্য সাধন

উত্তরঃ ঘ. অসাধ্য সাধন

৪৭. প্রাবন্ধিক কীভাবে প্রলয় আনবে?
ক. পচে যাওয়া সমাজকে ধ্বংস করে
খ. পুরাতনকে ধ্বংস করে
গ. মিথ্যাকে ধ্বংস করে
ঘ. সকল অসুন্দরকে ধ্বংস করে

উত্তরঃ ক. পচে যাওয়া সমাজকে ধ্বংস করে

৪৮. নিচের কোনটির জন্য ‘ধুমকেতু’র সারথী দায়ী নয় বলে ‘আমার পথ’ প্রবন্ধে প্রাবন্ধিক উল্লেখ করেছেন?
ক. প্রলয়
খ. যুদ্ধ
গ. সৃষ্টি
ঘ. অশান্তি

উত্তরঃ ক. প্রলয়

৪৯. “এ দেশের নাড়িতে নাড়িতে অস্থিমজ্জায় যে পচন ধরেছে” আলোচ্য অংশে যে পচনের কথা বলা হয়েছে নিচের কোনটি তার সাক্ষ্য বহন করে?
ক. মিথ্যাচার
খ. ছলচাতুরী
গ. কপটতা
ঘ. গোলামি

উত্তরঃ ঘ. গোলামি

৫০. নতুন জাতি গড়ে তোলা যাবে কীভাবে?
ক. জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে
খ. পচে যাওয়া সমাজকে ধ্বংস করে
গ. বিকৃত জাতিকে ধ্বংস করে
ঘ. সুস্থ মানসিকতার জাতি গড়ে তোলে

উত্তরঃ খ. পচে যাওয়া সমাজকে ধ্বংস করে 

শেষ কথা

 আজকের মত এখানেই শেষ। আশা করছি এই পোস্ট টি আপনাদের কাছে অনেক ভালোলেগেছে এবংএই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন। আশা করছি এই পোস্ট থেকে আপনারা  আমার পথ প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর Pdf Downlaod করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন।  আজকের মতো এখানেই শেষ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

See More:

অভাগীর স্বর্গ গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর Pdf

অভাগীর স্বর্গ গল্পের mcq, বহুনির্বাচনি প্রশ্ন উত্তর – Pdf 

সুভা গল্পের mcq (সুভা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন Pdf  )

আমার পথ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন ও উত্তর Pdf