অভাগীর স্বর্গ গল্পের mcq, বহুনির্বাচনি প্রশ্ন উত্তর – Pdf

অভাগীর স্বর্গ গল্পের mcq

অভাগীর স্বর্গ গল্পের mcq, সকল ধরনের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর এই পোস্টে পেয়ে যাবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনারা সভাই ভালো আছেন। আপনাদের জন্য আজকের পোস্টে অভাগীর স্বর্গ গল্প থেকে কিছু বহুনির্বাচনি প্রশ্ন শেয়ার করতে যাচ্ছি। এর আগের পোস্টে অভাগীর স্বর্গ গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর দিয়েছি। এগুলো সংগ্রহ করতে চাইলে নিচে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সংগ্রহ করবেন। আপনাদের পরীক্ষার জন্য mcq গুরুত্বপূর্ণ একটি অংশ। তাই সকল অধ্যায়ের mcq বা বহুনির্বাচনি প্রশ্ন গুলো অনুশীলন করবেন।

আর আপনার যারা যারা অভাগীর স্বর্গ গল্পের mcq ও উত্তর গুলো পেতে চান তারা আজকের এই পোস্ট টি সম্পূর্ণ দেখুন। নিচের দিকে কমন সব mcq গুলো দেওয়া আছে এগুলো অনুশীলন করুন। পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের দেওয়া এই বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর গুলো আপনারা অনুশীলন এর সাথে যোগ করতে পারেন। তো তাহলে আজকের এই পোস্ট টি শুরু করা যাক।

অভাগীর স্বর্গ গল্পের সৃজনশীল দেখতে এখানে ক্লিক করুন 

অভাগীর স্বর্গ গল্পের mcq

অনেকে অভাগীর স্বর্গ গল্পের mcq গুলো অনুসন্ধান করতেছেন। এই mcq গুলো আপনারা এখানে পেয়ে যাবেন। mcq গুলো অনুশীলন করার আগে আপনারা গল্পটি সম্পূর্ণ পড়বেন। এতে করে অভাগীর স্বর্গ গল্পের mcq গুলো খুব সহজেই সমাধান করতে পারবেন। তো নিচে mcq গুলো দেওয়া আছে দেখেনিন।

১. ‘অভাগীর স্বর্গ’ গল্পের তাৎপর্য হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
ক) জীবনচিত্র উপস্থাপন
খ) চরিত্র বর্ণনা
গ) ঘটনা বর্ণনা
ঘ) সমাজচিত্র উপস্থাপন
উত্তর: (ঘ)

২. অন্তরীক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) চাঁদ
খ) বিটপ
গ) গগন
ঘ) বীচি
উত্তর: (গ)

৩. ‘শরৎ সাহিত্যসমগ্র’ গ্রন্থের কোন খন্ড থেকে ‘অভাগীর স্বর্গ’ নামক গল্পটি সংকলন করা হয়েছে?
ক) প্রথম খন্ড
খ) দ্বিতীয় খন্ড
গ) তৃতীয় খন্ড
ঘ) চতুর্থ খন্ড
উত্তর: (ক)

৪. কাঙালীর মায়ের শ্মশানের কাছে যাওয়ার সাহস না পাওয়ার কারণ হলো সে –
i. চন্ডাল
ii. ছোট জাত
iii. দুলের মেয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: (খ)

৫. ‘অভাগীর স্বর্গ’ গল্পের উঁচু জাতের মানুষদের বৈশিষ্ট্য হলো –
i. অহংকারী
ii. নিষ্ঠুর
iii. উদার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: (ঘ)

৬. ঈশ্বর নাপিত কাঙালীর মায়ের হাত দেখে কী করল?
ক) মুখ গম্ভীর করল
খ) হেসে ফেলল
গ) খুশির খবর দিল
ঘ) টাকা চাইল
উত্তর: (ক)

৭. বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় কিসের কারবারে অতিশয় সঙ্গতিপন্ন হয়েছিলেন?
ক) গমের
খ) ধানের
গ) পাটের
ঘ) কাঠের
উত্তর: (খ)

৮. রোমাঞ্চ শব্দের অর্থ প্রকাশিত হয়েছে নিচের কোনটিতে?
ক) শিহরণ
খ) ব্যথা
গ) কল্পনা
ঘ) অলীক ভাবনা
উত্তর: (ক)

৯. শরৎচন্দ্র কত সালে ডি.লিট উপাধি লাভ করেন?
ক) ১৯৩৩
খ) ১৯৩৬
গ) ১৯৩৯
ঘ) ১৯৪২
উত্তর: (খ)

১০. ‘মুমূর্ষু মাতা সখিনা কিশোর ছেলের ভবিষ্যৎ ভেবে চোখের জল ফেলেন আর ছেলেকে নানা রকম উপদেশ দেন’ – এ দৃশ্যপটে ‘অভাগীর স্বর্গ’ গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা হলো –
i. অভাগীর সন্তান বাৎসল্য
ii. অপটু হাতে রান্না দেখে অভাগীর চোখ ছলছল করা
iii. ছেলের ভবিষ্যৎ নিয়ে কাঙালীর মায়ের চিন্তিত হওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: (ঘ)

অভাগীর স্বর্গ গল্পের mcq প্রশ্ন

১১. ১৫ সেপ্টেম্বর ও ১৬ জানুয়ারির সাথে শরৎচন্দ্রের সাদৃশ্য রয়েছে –
ক) জন্ম ও মৃত্যুতে
খ) জন্ম ও বিবাহে
গ) বিবাহ ও মৃত্যুতে
ঘ) মৃত্যু ও বার্মায় গমনে
উত্তর: (ক)

১২. ‘বৈকুন্ঠের উইল’ কার রচনা?
ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) কাজী নজরুল ইসলাম
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: (ঘ)

১৩. ‘অভাগীর স্বর্গ’ গল্পে ঠাকুরদাস মুখুয্যের স্ত্রীর শবযাত্রা ধুমধামের সাথে করা হয়েছিল কেন?
ক) উঁচু জাতের কারণে
খ) নীচু জাতের কারণে
গ) মুখুয্যের প্রিয় স্ত্রী হওয়ার কারণে
ঘ) বয়স বেশি হওয়ার কারণে
উত্তর: (ক)

১৪. অভাগী কাঙালীকে কাকে ধরে আনতে বলে?
ক) ঠাকুরদাস মুখজ্যেকে
খ) নিজের স্বামীকে
গ) বামুন মাকে
ঘ) নাপতে বৌদিকে
উত্তর: (খ)

 ১৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
ক) কাঁঠালপাড়া
খ) আনন্দপুর
গ) দেবানন্দপুর
ঘ) বাঁশদহ
উত্তর: (গ)

১৬. “ভাগ্যিমানী মা, তুমি সগ্যে যাচ্ছো – আমাকেও আশীর্বাদ করে যাও” – উক্তিটি কার? ক) কাঙালীর
খ) কাঙালীর মার
গ) ঠাকুরদাসের স্ত্রীর
ঘ) ঈশ্বর নাপিতের
উত্তর: (খ)

১৭. ‘অভাগীর স্বর্গ’ গল্পে অভাগীর নাম কে দিয়েছিল?
ক) অভাগীর মা
খ) অভাগীর বাবা
গ) অভাগীর দাদা
ঘ) অভাগীর নানা
উত্তর: (খ)

১৮. ঠাকুরদাস মুখুয্যের স্ত্রীর ক্ষেত্রে যে কথাটি প্রযোজ্য –
i. সাত দিনের জ্বরে মারা গেলেন
ii. ঝগড়াটে স্বভাবের ছিলেন
iii. পতিভক্ত নারী ছিলেন
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
উত্তর: (ক)

১৯. লেখক অভাগীর বেঁচে থাকাকে এক বিস্ময়ের বস্তু বলেছেন যে কারণে তা হলো –
i. জন্মের পরপরই মা মারা যাওয়ায়
ii. দারিদ্রের নিষ্পেষণে পতিত হওয়ায়
iii. কঠিন রোগ থেকে মুক্তি পাওয়ায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: (ক)

 ২০. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে ভাগ্যের সন্ধানে বার্মায় যান?
ক) ১৯০৩
খ) ১৯১৭
গ) ১৯২৯
ঘ) ১৯২৬
উত্তর: (ক)

অভাগীর স্বর্গ গল্পের mcq সমাধান

২১. ‘আর একটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল’ – কে সে?
ক) কাঙালী
খ) কাঙালীর মা
গ) রসিক দুলে
ঘ) ঈশ্বর নাপিত
উত্তর: (খ)
২২. ‘অভাগীর স্বর্গ’ গল্পের কার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়ল না?
ক) অধর রায়ের
খ) হরিদাস মুখুয্যের
গ) রসিক দুলের
ঘ) কবিরাজের
উত্তর: (ক)

২৩. অভাগী ছেলের আনা বড়ি কোথায় ফেলে দিয়েছিল?
ক) উঠানে
খ) দাওয়ায়
গ) পুকুরে
ঘ) উনুনে
উত্তর: (ঘ)

২৪. গাছ কাটতে গিয়েছে বলে অধর রায় রসিককে বলেছিল –
i. পাজী
ii. হতভাগা
iii. নচ্ছার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: (ঘ)

২৫. নিচের কোন শব্দটি দ্বারা খাদ্যদ্রব্যকে বোঝায়?
ক) প্রণামী
খ) বসন
গ) বায়েত
ঘ) অশন
উত্তর: (ঘ)

২৬. ‘ব্রাহ্মণ শিবঠাকুরকে শুদ্র ভোলা প্রণাম করতে চাইলে তিনি লাফ দিয়ে সরে পড়েন’ – ‘শিবঠাকুর’ – এর আচরণে ‘অভাগীর স্বর্গ’ গল্পের কোন দিকটি ফুটে উঠেছে?
ক) ধনীর নিষ্ঠুর আচরণ
খ) ধনী-দরিদ্র বৈষম্য
গ) জাতিভেদে বিশ্বাস
ঘ) ধনিক শ্রেণির অহংকার
উত্তর: (গ)

 ২৭. অধর রায়ের চারিত্রিক বৈশিষ্ট্য কোনটি?
ক) ন্যায়পরায়ণতা
খ) কর্তব্যপরায়ণতা
গ) নিষ্ঠুরতা
ঘ) ধৈর্যশীলতা
উত্তর: (গ)

২৮. প্রসন্ন শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) বিষণ্ন
খ) খুশি
গ) মালিন্য
ঘ) উচ্ছ্বাস
উত্তর: (ক)

২৯. ‘এই বার ওর একটু গতি করি দাও বাবা’ – ‘গতি’ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) থাকা-খাওয়ার
খ) জ্ঞান লাভের
গ) স্বর্গ ভোগের
ঘ) ধর্ম অনুশীলনের
সঠিক উত্তর: (গ)

৩০. কার কথাটি কাঙালীর বুকে গিয়ে তীরের মতো বিঁধল?
ক) অধর রায়ের
খ) দারোয়ানের
গ) রাখালের মায়ের
ঘ) বিন্দির পিসির
উত্তর: (গ)

অভাগীর স্বর্গ গল্পের mcq প্রশ্নের উত্তর

৩১. অভাগী কাঙালীর বাবাকে নিয়ে আসার জন্য কী উপায় অবলম্বন করতে বলল?
ক) কাঁদাকাটি
খ) হাসাহাসি
গ) খোশগল্প
ঘ) মারামারি
উত্তর: (ক)

৩২. ‘কি জাতের ছেলে তুই? বাক্যটিতে ‘জাত’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
i. বংশপরিচয়
ii. শিক্ষাগত যোগ্যতা
iii. ধর্মীয় পরিচয়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
উত্তর: (ক)

৩৩. ‘অভাগীর স্বর্গ’ গল্পে রসিক মূলত অভাগীর –
ক) মামা
খ) চাচা
গ) স্বামী
ঘ) ভাই
উত্তর: (গ)

৩৪. ‘সংস্কার’ অর্থ নিচের কোনটি?
ক) বিশ্বাস
খ) অবিশ্বাস
গ) জাদুবিদ্যা
ঘ) নবলব্ধ ধারণা
উত্তর: (ক)

৩৫. যখন সন্ধ্যার ছায়া নেমে এল তখন জ্বরের ঘোরে অভাগী কাঙালীকে কিসের কাহিনী বলতে লাগল?
ক) ছেলেবেলার কাহিনী
খ) শ্মশানযাত্রারী কাহিনী
গ) কোটালপুত্রের কাহিনী
ঘ) ডালিমকুমারের কাহিনী
উত্তর: (খ)

৩৬. জমিদার কোন দেশের লোক ছিল?
ক) বাংলাদেশের
খ) ভারতের
গ) পাকিস্তানের
ঘ) আফগানিস্তানের
উত্তর: (ক)

৩৭. ‘কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবার সমান রাঙা’ – চরণ দুটির বক্তব্য অভাগীর স্বর্গ গল্পের কোন দিকটির বিপরীত?
ক) জাতি বৈষম্য
খ) ধনী-দরিদ্র বৈষম্য
গ) শাসক-শাসিত বৈষম্য
ঘ) সামাজিক বৈষম্য
উত্তর: (ক)

৩৮. ‘অভাগীর স্বর্গ’ গল্পে মায়ের প্রতি একনিষ্ঠতা প্রকাশ পেয়েছে কোন চরিত্রের মাধ্যমে?
ক) কাঙালী
খ) বিন্দির পিসী
গ) ঠাকুরদাস মুখুয্যে
ঘ) জমিদার
উত্তর: (ক)

৩৯. মৃতের জন্যে করা শেষ বা অন্তিম অনুষ্ঠানকে কী বলা হয়?
ক) শ্রাদ্ধ
খ) মিলাদ
গ) কুলখানি
ঘ) অন্ত্যেষ্টিক্রিয়া
উত্তর: (ঘ)

৪০. কাঙালীর মাকে বেগুন নিয়ে হাটে যেতে হয় যে কারণে –
i. গরীব বলে
ii. বেড়াতে যাবে বলে
iii. হাটে কাউকে দিতে যাবে বলে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
উত্তর: (ক)

অভাগীর স্বর্গ গল্পের  বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

৪১. অভাগী যে কারণে কাঙালীর বাবাকে ডেকে আনতে বলেছিল তা হলো –
i. ছেলের মঙ্গল সাধন
ii. পতিভক্তি
iii. স্বর্গে যাবার ইচ্ছা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: (খ)

৪২. অভাগীর স্বর্গ গল্পে ‘সে ত সোজা কথা নয়’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) ছেলের হাতের আগুন
খ) পরীক্ষায় পাস করা
গ) সংসারে সুখী হওয়া
ঘ) শেষ বয়সে নিশ্চিন্তে থাকা
উত্তর: (ক)

৪৩. নিচের যে বক্তব্যে কাঙালীর ‘মাতৃভক্তি’ প্রকাশ পায় তা হলো –
i. মা বলে গেছে তেনাকে আগুন দিতে
ii. বাবা এসেছে! পায়ের ধুলো নেবে যে –
iii. তুই বড়ি ত খেলি নে মা, উনুনে ফেলে দিলি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: (গ)

৪৪. কাঙালরি মা চোখের জল মুছতে মুছতে কোথায় গিয়ে উপস্থিত হলো?
ক) শ্মশানে
খ) বাজারে
গ) বাড়িতে
ঘ) মন্দিরে
উত্তর: (ক)

৪৫. অধর রায় বিস্মিত ও ক্রুদ্ধ হলেন কেন?
ক) কাঙালী খাজনা না দেওয়ায়
খ) কাঙালী গাছ চাওযায়
গ) কাঙালী বেশি কথা বলায়
ঘ) কাঙালী উপরে উঠে আসায়
উত্তর: (ঘ)

 ৪৬. কাঙালীর মা কাঙালীকে কাজে না পাঠিয়ে কী শোনালেন?
ক) ছড়া
খ) নীতিবাক্য
গ) রূপকথা
ঘ) জীবন কাহিনী
উত্তর: (গ)

৪৭. কাঙালী ঠাকুরদাসকে কী বলেছিলেন?
ক) আমাকে একটা গাছ দেবেন
খ) আমার মা মরে গেছে
গ) আমরা বামুন-কায়েত হতে চাই
ঘ) আমাকে পাঁচটি টাকা দেবেন
উত্তর: (খ)

৪৮. নিচের কোন উক্তিতে ‘জাতি বৈষম্য’ স্পষ্ট হয়ে উঠেছে?
ক) দুলের মড়ার কাঠ কি হবে শুনি?
খ) ব্যাটাকে গলাধাক্কা দিয়ে বার করে দেত।
গ) হারামজাদা, খাজনা দেয়নি বুঝি?
ঘ) মাকে পোড়াবি ত গাছের দাম পাঁচটা টাকা আন গে।
উত্তর: (ক)

৪৯. ‘অভাগীর স্বর্গ’ গল্পে মা কাঙালীকে কী দিতে বলে গেছে?
ক) আগুন
খ) পানি
গ) টাকা
ঘ) শাড়ি
উত্তর: (ক)

৫০. অভাগীর স্বর্গ গল্পে ‘সে ত সোজা কথা নয়’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) ছেলের হাতের আগুন
খ) পরীক্ষায় পাস করা
গ) সংসারে সুখী হওয়া
ঘ) শেষ বয়সে নিশ্চিন্তে থাকা
উত্তর: (ক)

অভাগীর স্বর্গ  বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫১. সে যেন একটা উৎসব’ বাধিয়া গেল— এখানে কোন উৎসবের কথা বলা হয়েছে?

ক) শ্রাদ্ধের
খ) ব্রাহ্মণ ভােজের
গ) শবযাত্রার
ঘ) কাঙালি ভােজের

উত্তরঃ গ) শবযাত্রার

৫২. সব বেটারাই এখন বামুন-কায়েত হতে চায়। – বাক্যটিতে ফুটে উঠেছে

ক) ঘৃণা
খ) অবঞ্জী,
গ) উপহাস
ঘ) তাচ্ছিল্য

উত্তরঃ গ) উপহাস

৫৩. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ডি. লিট উপাধি দেয়?

ক) ১৯৩৬
খ) ১৯৩৭
গ) ১৯৩৮
ঘ) ১৯৩৯

উত্তরঃ ক) ১৯৩৬ 

৫৪. রসিক বেল গাছটি কী কাজে ব্যবহার করতে চেয়েছিল?

ক) অভাগীর শবদাহ
খ) ঘরবাড়ি তৈরি
গ) রান্নার কাঠ সংগ্রহ
ঘ) কাঙালীর জন্য

উত্তরঃ ক) অভাগীর শবদাহ

৫৫. কোন নদীর তীরে শশানঘাট অবস্থিত?
ক) শঙ্খ
খ) গরুড়
গ) গড়াই
ঘ) পদ্মা

উত্তরঃ খ) গরুড়

৫৬. দাও বাবা, দাও একটু পায়ের ধুলাে। এ কথা কে বলেছিলেন?

ক) কাঙালী
খ)  ঈশ্বর নাপিত
গ) বিন্দির পিসি
ঘ) রাখালের মা

উত্তরঃ গ) বিন্দির পিসি

৫৭. ‘বলিসনে মা বলিসনে আমার বড় ভয় করে’- এ ভয়ের কারণ কী?

ক) শ্মশানের দৃশ্য দেখে।
খ) রূপকথার গল্প শুনে
গ) ভূতের গল্প শুনে
ঘ) মৃত্যুর কথা শুনে

উত্তরঃ ঘ) মৃত্যুর কথা শুনে

৫৮. শরশ্চন্দ্র চট্টোপাধ্যায়কে ডি.লিট উপাধি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়?

ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
খ) কোলকাতা বিশ্ববিদ্যালয়
গ) ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
ঘ) রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

উত্তরঃ ক) ঢাকা বিশ্ববিদ্যালয়

অভাগীর স্বর্গ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা এখানে কিছু জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি। এই প্রশ্ন গুলো পড়লে আপনারা mcq প্রশ্নের উত্তর আরও জানতে পারবেন। এই প্রশ্ন গুলো বহুনির্বাচনি প্রশ্ন হিসেবে অনুশীলন করতে পারবেন। প্রশ্ন গুলো নিচে দেওয়া আছে দেখেনিন।

 কাঙালীর মা কোথায় উঠে অন্ত্যেষ্টিক্রিয়া দেখতে লাগল?
উত্তরঃ কাঙালীর মা উঁচু ঢিপিতে উঠে অন্ত্যেষ্টিক্রিয়া দেখতে লাগল।

 মুখোপাধ্যায় মহাশয়ের কীসের কারবার ছিল?
উত্তরঃ মুখোপাধ্যায় মহাশয়ের ধানের কারবার ছিল।

কাঙালীকে জলপানির জন্য প্রতিদিন কয় পয়সা দেওয়া হতো?
উত্তরঃ কাঙালীকে জলপানির জন্য প্রতিদিন দুই পয়সা দেওয়া হতো।

 প্রজ্বলিত চিতার নীল রঙের ধোঁয়ার মধ্যে কাঙালীর মা কীসের চেহারা দেখতে পেয়েছিল?
উত্তরঃ প্রজ্বলিত চিতার নীল রঙের ধোঁয়ার মধ্যে কাঙালীর মা রথের চেহারা দেখতে পেয়েছিল।

 কাঙালীর মা কোন বংশের মেয়ে ছিল?
উত্তরঃ কাঙালীর মা দুলে বংশের মেয়ে ছিল।

 কাঙালী কবিরাজকে কয় টাকা প্রণামী দিয়েছিল?
উত্তরঃ কাঙালী কবিরাজকে এক টাকা প্রণামী দিয়েছিল।

গ্রামে কে নাড়ি দেখতে জানত?
উত্তরঃ গ্রামে ঈশ্বর নাপিত নাড়ি দেখতে জানত।

 জমিদারের দারোয়ান কাকে চড় মেরেছিল?
উত্তরঃ জমিদারের দারোয়ান রসিককে চড় মেরেছিল।

 কাঙালী ঘটি বাঁধা দিয়ে কী করেছিল?
উত্তরঃ কাঙালী ঘটি বাঁধা দিয়ে কবিরাজকে এক টাকা প্রণামী দিলো।

 কবিরাজ কাঙালীকে কয়টি বড়ি দিয়েছিল?
উত্তরঃ কবিরাজ কাঙালীকে গোটা চারেক বড়ি দিয়েছিল।

কাঙালীদের ঘরের আঙিনায় কী গাছ ছিল?
উত্তরঃ কাঙালীদের ঘরের আঙিনায় বেলগাছ ছিল।

ঠাকুরদাস মুখুয্যের স্ত্রী কয়দিনের অসুখে মারা গেলেন?
উত্তরঃ ঠাকুরদাস মুখুয্যের স্ত্রী সাতদিনের অসুখে মারা গেলেন।

শেষ কথা

আজকের মত এখানেই শেষ। আশা করছি এই পোস্ট টি আপনাদের কাছে অনেক ভালোলেগেছে।  এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন। আশা করছি এই পোস্ট থেকে আপনারা অভাগীর স্বর্গ গল্পের mcq, বহুনির্বাচনি প্রশ্ন উত্তর – Pdf collect করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন।  আজকের মতো এখানেই শেষ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।