আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আজকের পোস্টে শেয়ার করেছি। আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সবাই অনেক উপকৃত হব। অনেক অনেক শিক্ষার্থী জ্ঞানমূলক প্রশ্ন গুলো অনুশীলন করতে চায়। কিন্তু তাদের কাছে সংগ্রহ করা নেই। তাই আজকের পোস্টে আমি আপনাদের জন্য আমার পথ প্রবন্ধ থেকে কিছু জ্ঞান মূলক প্রশ্ন তৈরি করেছি যেগুলো পোষ্টের নিচে দেওয়া আছে এগুলো আপনারা উত্তর সহ পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন।
অনেকে আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন পড়তে চাচ্ছিলেন। আপনারা পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্ন গুলো অনুশীলন করতে পারবেন। এর মাধ্যমে আপনারা বহুনির্বাচনী প্রশ্নের সমাধান খুব সহজেই করতে পারবেন। এই প্রশ্ন গুলো জ্ঞান মূলক প্রশ্ন সৃজনশীল প্রশ্নের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রশ্ন গুলো যাদের যাদের প্রয়োজন তারা নিচের থেকে সংগ্রহ করে নিন তাহলে চলুন আজকের পোস্ট শুরু করা যাক।
আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা অনেকে আমার পথ প্রবন্ধের প্রশ্ন উত্তর গুলো জানার জন্য খুজতেছিলেন। আমরা এখানে আমার পথ প্রবন্ধ থেকে কিছু জ্ঞান মূলক প্রশ্ন তৈরি করেছি সেগুলো এখানে প্রশ্ন করতে পারবেন। নিচে থেকে প্রশ্ন ও উত্তর গুলো দেখেনিন।
১. প্রশ্ন: কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারােগ্য ব্যাধিতে আক্রান্ত হন?
উত্তর: কাজী নজরুল ইসলাম তেতাল্লিশ বছর বয়সে দুরারােগ্য ব্যাধিতে আক্রান্ত হন।
২. প্রশ্ন: কত সালে কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যােগ দেন?
উত্তর: ১৯১৭ সালে কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যােগ দেন।
৩. প্রশ্ন: আমার পথ প্রবন্ধে দেশের ভন্ডামি, মেকি দূর করতে কী প্রয়ােজন?
উত্তর: “আমার পথ” প্রবন্ধে দেশের ভন্ডামি, মেকি দূর করতে আগুনের সম্মার্জনা প্রয়ােজন।
৪. প্রশ্ন: কত সালে কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৭৬সালে কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন।
৫. প্রশ্ন: কখন নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়?
উত্তর: খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়।
৬. প্রশ্ন: কুর্নিশ শব্দের অর্থ কী?
উত্তর: অভিবাদন।
৭. প্রশ্ন: মেকি কুর্নিশ শব্দের অর্থ কী?
উত্তর: মিথ্যা।
৮. প্রশ্ন: “আমার পথ” প্রবন্ধে কাকে লেখক সালাম জানিয়েছেন?
উত্তর: আমার পথ প্রবন্ধে লেখক আপন সত্যকে সালাম জানিয়েছে।
৯. প্রশ্ন: “আমার পথ”প্রবন্ধে আমার পথ আমাকে কী দেখাবে?
উত্তর: আমার পথ প্রবন্ধে আমার পথ আমাকে আমার সত্য দেখাবে।
১০. প্রশ্ন: কোন বােধে জাগ্রত হতে পারলেই ধর্মের সত্য উন্মােচিত হবে?
উত্তর: মনুষ্যত্ববােধে জাগ্রত হতে পারলেই ধর্মের সত্য উন্মােচিত হবে।
১১. প্রশ্ন: কে অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?
উত্তর: যার নিজের ধর্মে বিশ্বাস আছে,যে নিজের সত্যকে চিনেছে,সে কখনাে অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না।
১২. প্রশ্ন: “আমার পথ” প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
উত্তর: আমার পথ” প্রবন্ধটি রুদ্র-মঙ্গল গ্রন্থ থেকে সংকলিত হয়েছে।
১৩. প্রশ্ন: কে বাইরে বয় পায়?
উত্তর: যার ভেতরে ভয়,সেই বাইরে ভয় পায়।
আমার পথ প্রবন্ধের প্রশ্ন
১৪. প্রশ্ন: কাজী নজরুল ইসলামের মতে কাদের পক্ষে কেবল অসাধ্য সাধন করা সম্ভব?
উত্তর: কাজী নজরুল ইসলামের মতে সত্যের দম্ভ যাদের মধ্যে রয়েছে তাদের পক্ষেই কেবল অসাধ্য সাধন করা সম্ভব।
১৫. প্রশ্ন: কোনটি মানুষকে ছােট করে ফেলে?
উত্তর: অতিরিক্ত বিনয় মানুষকে ছােট করে ফেলে।
১৬. প্রশ্ন: প্রাবন্ধিক কারাের বাণীকে কী বলে মেনে নেবেন না?
উত্তর: প্রাবন্ধিক কারাের বাণীকে কী বলে মেনে নেবেন না?
১৭. প্রশ্ন: কুহেলিকা কোন ধরনের রচনা?
উত্তর: কুহেলিকা একটি উপন্যাস।
১৮. ‘আমার পথ’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
উত্তর : ‘আমার পথ’ প্রবন্ধটি ‘রুদ্র-মঙ্গল’ গ্রন্থ থেকে সংকলিত হয়েছে।
১৯. কাজী নজরুল ইসলামের ‘আমি’ ভাবনা বিন্দুতে কীসের উচ্ছ¡াস জাগায়।
উত্তর : কাজী নজরুল ইসলামের ‘আমি’ ভাবনা বিন্দুতে সিন্ধুর উচ্ছ¡াস জাগায়?
২০. প্রশ্ন: আমার পথ প্রবন্ধে আমরা কবে স্বাধীন হতে পারব বলে প্রাবন্ধিক মনে করেন?
উত্তর: আমার পথ’ প্রবন্ধে আমরা সত্যি সত্যি যেদিন আত্মনির্ভরশীল হতে পারব সেদিন থেকে স্বাধীন হতে পারব বলে প্রাবন্ধিক মনে করেন।
২১. প্রশ্ন: “আমার পথ” রচনাটি কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত?
উত্তর: “আমার পথ” রচনাটি রুদ্র-মঙ্গল প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত।
২২. কী থাকলে মানুষের ধর্মের বৈষম্যের ভাব থাকে না?
উত্তর : আদম সত্যের মিল থাকলে মানুষের ধর্মের বৈষম্যের ভাব থাকে না।
২৩. কোনটি কাজী নজরুল ইসলামের প্রাণ প্রাচুর্যের উৎস বিন্দু?
উত্তর : সত্যের উপলব্ধি কাজী নজরুল ইসলামের প্রাণ প্রাচুর্যের উৎস বিন্দু।
২৪. ‘কুর্নিশ’ শব্দটির অর্থ কী?
উত্তর : ‘কুর্নিশ’ শব্দটির অর্থ অভিবাদন বা সম্মান প্রদর্শন।\
২৫. ‘আমার পথ’ প্রবন্ধে কাকে নিজের ভগবান মনে করা ভণ্ডামি নয়?
উত্তর : নিজ আত্মাকে নিজের ভগবান মনে করা ভণ্ডামি নয়।
২৬. প্রশ্ন: সম্মার্জনা শব্দের অর্থ কী?
উত্তর: সম্মার্জনা শব্দের অর্থ মেজে ঘষে পরিষ্কার করা।
২৭. নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে এমন ব্যক্তিকে কী বলা হয়?
উত্তর : নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে এমন ব্যক্তিকে কর্ণধার বলা হয়।
২৮. কাজী নজরুল ইসলাম মানুষকে আরেক মানুষের সঙ্গে মিলিয়ে কী হয়ে উঠতে চেয়েছেন?
উত্তর : কাজী নজরুল ইসলাম মানুষকে আরেক মানুষের সঙ্গে মিলিয়ে ‘আমরা’ হয়ে উঠতে চেয়েছেন।
আমার পথ প্রবন্ধের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
এখানে আমার পথ প্রবন্ধের সংক্ষিপ্ত প্রশ্ন গুলো দেওয়া আছে। অনেকে আমার পথ প্রবন্ধের সংক্ষিপ্ত প্রশ্ন গুলো অনুশীলন করার জন্য খুঁজে থাকে। নিচে থেকে আমার পথ প্রবন্ধের প্রশ্ন উত্তর গুলো দেখেনিন।
২৯. বাংলাদেশের জাতীয় কবি বলা হয় কাকে?
উত্তর : কাজী নজরুল ইসলামকে।
৩০. কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে সেনাবাহিনীতে যোগদান করেন?
উত্তর : কাজী নজরুল ইসলাম ১৯১৭ খ্রিষ্টাব্দে সেনাবাহিনীতে যোগদান করেন।
৩১. কাজী নজরুল ইসলামের মাতার নাম কী?
উত্তর : মাতার নাম জাহেদা খাতুন।
৩২. কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন।
৩৩. কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত।
৩৪. ‘আমার পথ’ প্রবন্ধের কোন ভয় প্রাবন্ধিককে বিপথে নিয়ে যাবে না?
উত্তর : রাজভয়-লোকভয় প্রাবন্ধিককে বিপথে নিয়ে যাবে না।
৩৫. কে বাইরের ভয় পায়?
উত্তর : যার ভেতরে ভয় সে বাইরের ভয় পায়।
৩৬. বাংলাদেশের বিদ্রোহী কবি বলা হয় কাকে?
উত্তর : বাংলাদেশের বিদ্রোহী কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে।
৩৭. অন্তরে কোনো ‘আমার পথ’ প্রবন্ধের ভয় না থাকলে বাইরের কোনো ভয়ই কিছু করতে পারে না?
উত্তর : অন্তরে ‘আমার পথ’ প্রবন্ধের মিথ্যার ভয় না থাকলে বাইরের কোনো ভয়ই কিছু করতে পারে না।
৩৮. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন?
উত্তর : কাজী নজরুল ইসলাম ৪৩ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন।
৩৯. কাজী নজরুল ইসলাম এর মতে, কী চিনলে মানুষের মনে আপনা-আপনি একটা জোর আসে?
উত্তর : নিজেকে চিনলে মানুষের মনে আপনা-আপনি একটা জোর আসে।
৪০. কোনটি কাজী নজরুল ইসলামের প্রাণ প্রাচুর্যের উৎস বিন্দু?
উত্তর : সত্যের উপলব্ধি কাজী নজরুল ইসলামের প্রাণ প্রাচুর্যের উৎস বিন্দু।
আমার পথ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন ও উত্তর
পরীক্ষার জন্য আমার পথ প্রবন্ধটি অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় এই প্রবন্ধ থেকে সৃজনশীল প্রশ্ন দেখা যায়। অনেকে আবার ২০২২ সায়ের আমার পথ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন অনুসন্ধান করে। আমরা নিচের এই অংশে আমার পথ প্রবন্ধ থেকে সৃজনশীল প্রশ্ন ও উত্তর গুলো দিয়েছি। যারা যারা প্রশ্নের উত্তর গুলো সংগ্রহ করতে চান নিচে থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আর পরীক্ষার জন্য অনুশীলন করতে চাইলে নিচের সৃজনশীল প্রশ্ন গুলো দেখেনিবেন।
আমার পথ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন ও উত্তর Pdf collect করতে এখানে ক্লিক করুন
আমার পথ প্রবন্ধের mcq
সুপ্রিয়য় শিক্ষার্থীরা নিচে আপনাদের অনুশীলনের জন্য mcq প্রশ্ন গুলো দেওয়া আছে। এই mcq গুলো সমাধান করার আগে আপনার পাঠ্য বই থেকে আমার পথ প্রবন্ধ টি সম্পূর্ণ পড়ে নিবেন। আপনারা যারা যারা পরীক্ষার প্রস্তুতির জন্য mcq পড়তে চাচ্ছিলেন তাদের জন্য কমন ও সাজেশন মূলক mcq প্রশ্ন এখানে দেওয়া আছে।
Mcq collect
শেষ কথা
আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এই পোস্ট টি আপনাদের কাছে অনেক ভালোলেগেছে এবং এই পোস্ট থেকে আপনারা আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন সংগ্রহ করতে পেরেছেন। এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।
See More:
পড়ে পাওয়া গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর (MCQ) – Pdf
অভাগীর স্বর্গ গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর Pdf