বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর পিডিএফ

বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন সংগ্রহ করতে এই পোস্ট টি সম্পূর্ণ দেখুন। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি ইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ-কাব্যে’-র ‘বধাে’ (বধ) নামক ষষ্ঠ সর্গ থেকে সংকলিত হয়েছে। এই কবিতাটি যেমন জটিল ঠিক তেমনি এর জ্ঞানমূলক প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন গুলোও তেমনি অনেক গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা থেকে বিভিন্ন ধরনের জ্ঞানমূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন অস্রিজনশিল প্রশ্ন পড়তে পারবেন। এই কবিতার অনেক গুলো বহুনির্বাচনি প্রশ্ন রয়েছে।

আপনাদের জন্য এই পোস্টে আমরা শুধু জ্ঞানমূলক প্রশ্ন গুলো শেয়ার করেছি। এর আগের পোস্টে সৃজনশীল প্রশ্ন ও mcq গুলো পাবলিশ করেছি। নিচে লিঙ্ক দেওয়া আছে প্রয়োজন মনে করলে দেখেনিতে পারেন। তো আপনারা অনেকে এই কবিতার জ্ঞানমূলক প্রশ্ন গুলোচর্চা করতে চান। এখানে জ্ঞানমূলক প্রশ্ন গুলো উত্তর সহকারে দেওয়া আছে। তো আজকের পোস্ট টি সম্পূর্ণ পড়ে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার জ্ঞানমূলক ও সংক্ষিপ্ত প্ররস্ন গুলো দেখেনিন।

বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা

আপনারা অনেকে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা টি দেখেন নি। তো তাদের জন্য এখানে সেই কবিতাটি দেওয়া আছে। আপনারা যদি এই কবিতার জ্ঞানমূলক প্রশ্ন গুলো পড়তে চান তাহলে প্রথমে আপনাকে এই কবিতাটি সম্পর্কে জানতে হবে, তাহলে প্রশ্নের উত্তর করার সময় অনেক সুবিধা হবে। তো আপনি যদি এই কবিতাটি ভালোভাবে পড়ে নাথাকেন তাহলে প্রথমে কবিতাটি সম্পূর্ণ পড়ে নিচে দেওয়া জ্ঞানমূলক প্রশ্ন গুলো অনুশীলন করবেন।

কবিতা দেখুন 

বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার ব্যাখ্যা

উপরে আপনাদের জন্য কবিতা টি দেঅ্যা আছে। আশা করছি সবাই এই কবিতা টি পরেছেন। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার জ্ঞানমূলক প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে কবিতার ব্যাখ্যা জানতে হবে। এই কবিতা দ্বারা কী বোঝানো হয়েছে তা আপনাকে বুঝতে হবে। আপনি যদি কবিতার ব্যাখ্যা বা বিশ্লেষণ না জানেন তাহলে প্রশ্নের উত্তর গুলো সহজে বুঝতে পারবেন না। এজন্য প্রথমে কবিতার ব্যাখ্যা গুলো পড়ে নিবেন। নিচে আপনাদের জন্য কবিতার ব্যাখ্যা দেওয়া আছে দেখেনিন।

কবিতার ব্যাখ্যা 

বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

এখানে আপনাদের জন্য জ্ঞানমূলক প্রশ্ন গুলো দেওয়া আছে। এই প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে দেখবেন। এখানে জ্ঞানমূলক প্রশ্ন গুলো উত্তর সহকারে পেয়ে যাবেন। তো যারা যারা জ্ঞানমূলক প্রশ্ন গুলো অনুশীলন করতে চাচ্ছিলেন তারা নিচে থেকে দেখেনিন।

১. প্রশ্ন: এবে শব্দের অর্থ কী?
উত্তর : এবে শব্দের অর্থ এখন বা এই সময়।

২. প্রশ্ন: নিগুণ স্বজন শ্রেয় পরঃ পরঃ সদা!-উক্তিটি কার?
উত্তর : নিগুণ স্বজন শ্রেয় পরঃ পরঃ সদা!-উক্তিটি মেঘনাদের।

৩. প্রশ্ন: মেঘের ডাক কে এক কথায় কী বলা হয়?
উত্তর : মেঘের ডাক কে এক কাথায় জীমূতেন্দ্র বলা হয়।

২৮. প্রশ্ন: অরিন্দম কে?
উত্তর : অরিন্দম বলতে মেঘনাদকে বােঝানাে হয়েছে।

৩. প্রশ্ন: বিধু শব্দের অর্থ কী?
উত্তর : বিধু শব্দের অর্থ-চাদ।

৪. প্রশ্ন: অরিন্দম কে?
উত্তর : অরিন্দম বলতে মেঘনাদকে বােঝানাে হয়েছে।

৪. প্রশ্ন: কৃষ্ণকুমারী কী জাতীয় রচনা?
উত্তর : কৃষ্ণকুমারী নাটক জাতীয় রচনা।

৫. প্রশ্ন: লক্ষ্মণের মায়ের নাম কী?
উত্তর : লক্ষ্মণের মায়ের নাম সুমিত্রা।

৬. প্রশ্ন: ইন্দ্রে অপর নাম কী?
উত্তর : ইন্দ্রে অপর নাম বাসব।

৭. প্রশ্ন: রাক্ষসরাজানুজ কে?
উত্তর : রাক্ষসরাজানুজ হলেন বিভীষণ।

৮. প্রশ্ন: বিভীষণের মায়ের নাম কী?
উত্তর : বিভীষণের মায়ের নাম-নিকষা।

৯. প্রশ্ন: সৌমিত্রি কে?
উত্তর : সৌমিত্রি হলেন লক্ষ্মণ।

১০. প্রশ্ন: বাসবাস কে?
উত্তর : বাসবাস হলাে মেঘনাদ।

১১. প্রশ্ন: কাকে রক্ষারথি বলে সম্বােধন করা হয়েছে?
উত্তর : বিভীষণকে রক্ষোরথি বলে সম্বােধন করা হয়েছে।

১২. প্রশ্ন: প্রগলভে শব্দের অর্থ কী?
উত্তর : প্রগলভে শব্দের অর্থ নির্ভীক চিত্তে।

১৩. প্রশ্ন: রাজহংস কোথায় কেলি করে?
উত্তর : রাজহংস পঙ্কজ কাননে কেলি করে।

১৪. প্রশ্ন: স্থাণু অর্থ কী?
উত্তর : স্থাণু অর্থ- নিশ্চল।

১৫. প্রশ্ন: লক্ষ্মণের মায়ের নাম কী?
উত্তর : লক্ষ্মণের মায়ের নাম সুমিত্রা।

১৬. প্রশ্ন: মেঘনাদ কেন বিভীষণকে তিরস্কার করতে চান না?
উত্তর : বিভীষণ গুরুজন এবং পিতৃতুল্য বলে মেঘনাদ তঁাকে তিরস্কার করতে চান না।

বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন

১৭. প্রশ্ন: সংশ্লিষ্ট কবিতায় যমালয়কে কী বলা হয়েছে?
উত্তর : সংশ্লিষ্ট কবিতায় যমালয়কে শমন ভবন বলা হয়েছে।

১৮. প্রশ্ন: রাক্ষসরাজানুজ কে?
উত্তর : রাক্ষসরাজানুজ হলেন বিভীষণ।

১৯. প্রশ্ন: অরিন্দম কে?
উত্তর : অরিন্দম বলতে মেঘনাদকে বােঝানাে হয়েছে।

২০. প্রশ্ন: মহামন্ত্র বলে যথা নশিরঃ ফণী কে?
উত্তর : মহামন্ত্র বলে যথা নম্রশিরঃ ফণী হলাে বিভীষণ।

২১. প্রশ্ন: কাকে রক্ষারথি বলে সম্বােধন করা হয়েছে?
উত্তর : বিভীষণকে রক্ষোরথি বলে সম্বােধন করা হয়েছে।

২২. প্রশ্ন: এবে শব্দের অর্থ কী?
উত্তর : এবে শব্দের অর্থ এখন বা এই সময়।

২৩. প্রশ্ন: ইন্দ্রে অপর নাম কী?
উত্তর : ইন্দ্রে অপর নাম বাসব।

২৪. প্রশ্ন: বাংলা কাব্যে মাইকেল মধুসূদন দত্ত কোন ছন্দের প্রর্তন করেন?
উত্তর : বাংলা কাব্যে মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রতন করেন।

২৫. প্রশ্ন: বিখ্যাত জগতে তুমি কে?
উত্তর : বিখ্যাত জগতে তুমি হচ্ছে রাক্ষসরাজানুজ বিভীষণ।

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর

বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার অনেক গুলো বহুনির্বাচনি প্রশ্ন রয়েছে। আপনারা চাইলে এগুলো দেখেনিতে পারেন। আমরা অনেক আগেই আমাদের ওয়েবসাইটে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার mcq গুলো পাবলিশ করেছি। নিচে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বহুনির্বাচনি প্রশ্ন শেয়ার করেছি। এগুলো দেখতে নিচের দিকে চলে যান।

১. বিভীষণ রাজা বলতে কাকে বুঝিয়েছেন?
ক নিজেকে
খ রামকে
গ লক্ষ্মণকে
ঝ রাবণকে

২. বিভীষণ মেঘনাদের কী হন?
ক বাবা
খ ভাই
গ মামা
ঝ কাকা

৩. বিভীষণের বিমাতাসুলভ আচরণের জন্য মেঘনাদ কোন বিষয়টিকে দায়ী করেছেন?
ক স্নেহের অভাব
ছ সঙ্গদোষ
গ জ্ঞানের অভাব
ঘ আত্মাভিমান

৪. ‘বাসবত্রাস’ বলে কাকে বোঝানো হয়েছে?
ক লক্ষ্মণকে
খ রামকে
জ মেঘনাদকে
ঘ রাবণকে

৫. মৃগেন্দ্রকেশরী কাকে মিত্রভাবে সম্ভাষে না?
ক হরিণকে
খ বাঘকে জ শৃগালকে
ঘ কুকুরকে

৬. মেঘনাদ কাকে ‘বিজ্ঞতম’ বলেছেন?
ক রামকে
খ রাবণকে
গ লক্ষ্মণকে
ঝ বিভীষণকে

৭. মেঘনাদ কাকে ‘অজ্ঞ’ বলেছেন?
ক পিতৃব্যকে
খ রাবণকে
গ লক্ষ্মণকে
ঝ নিজেকে

৮. নিশীথে অন্বরে মন্দ্রে কোনটি?
চ জীমূতেন্দ্র
গ সৌদামিনী
ঘ বীরেন্দ্র

৯. নির্গুণ হলেও কে শ্রেয়?
ক পরজন
ছ স্বজন
গ নিধন
ঘ দুর্জন

১০. লক্ষ্মণকে ক্ষুদ্রমতি নর বলার কারণ কী?
ক তুচ্ছ মানব বংশোদ্ভূত হওয়ায়
খ শারীরিকভাবে খর্বকায় হওয়ায়
গ শত্র“র সঙ্গে হীন আঁতাত করায়
ঝ অস্ত্রহীনকে যুদ্ধে আহ্বান করায়

আরও দেখুন 

শেষ কথা

আজকেরমতো এখানেই শেষ।  আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভাললেগেছে। এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন। আশা করছি এই পোস্ট থেকে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন।  ভালোথাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

See More:

সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর Pdf collect

অভাগীর স্বর্গ গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর Pdf collect

অভাগীর স্বর্গ গল্পের mcq, বহুনির্বাচনি প্রশ্ন উত্তর – Pdf

বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা এইচ এস সি -suggestionbd.top