বিভীষণের প্রতি মেঘনাদ mcq প্রশ্নের উত্তর পিডিএফ সংগ্রহ

বিভীষণের প্রতি মেঘনাদ mcq

বিভীষণের প্রতি মেঘনাদ mcq প্রশ্নের উত্তর আজকের পোস্টে দেওয়া আছে। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ-কাব্যে’-র ‘বধো’ (বধ) নামক ষষ্ঠ সর্গ থেকে সংকলিত হয়েছে। এটি খুব জনপ্রিয় কবিতা। এইচ এস সি পরীক্ষার্থীদের জন্য এই কবিতাটি অনেক গুরুত্বপূর্ণ। এই কবিতা থেকে সৃজনশীল প্রশ্নের পাশা-পাশি mcq প্রশ্ন দেখা যায়। তাই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বহুনির্বাচনি প্রশ্ন শেয়ার করেছি, যেগুলো আপনারা অনুশীলন করলে খুব উপক্রিত হবেন।

অনেক শিক্ষার্থীরা মেঘনাদ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও mcq গুলো খুঁজে থাকে। আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে আজকের পোস্ট টি সম্পূর্ণ  দেখুন। পোস্টের নিচের দিকে আপনাদের জন্য mcq গুলো দেওয়া আছে। আপনারা চাইলে এগুলো পিডিএফ সংগ্রহ করতে পারবেন। এজন্য নিচে একটি লিঙ্ক দেওয়া আছে। সেখানে ক্লিক করে পিডিএফ সংগ্রহ করেনিবেন। তো চলুন আজকের পোস্ট টি শুরু করা যাক।

বিভীষণের প্রতি মেঘনাদ mcq

এখানে আপনাদের জন্য mcq তৈরি করা আছে। যারা যারা বিভীষণের প্রতি মেঘনাদ mcq পড়তে চাচ্ছিলেন তারা নিচে থেকে পড়ে নিন। এই mcq গুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের সাথে শেয়ার করেছি।

১. নিকষা সতী কার জননী?
ক রামের খ লক্ষ্মণের
গ মেঘনাদের
ঝ বিভীষণের

২. বিভীষণের সহোদর কে?
ক রাম
ছ রাবণ
গ লক্ষ্মণ
ঘ মেঘনাদ

৩. ‘মহারথি প্রথা’ নয় কোনটি?
ক সশস্ত্র যুদ্ধের মহড়া
ছ অস্ত্রহীনকে যুদ্ধে আহ্বান
গ যুদ্ধের পোশাক পরা
ঘ যুদ্ধক্ষেত্রে দম্ভ প্রকাশ

৪. ‘রাবণ-অনুজ’ বলে কাকে বোঝানো হয়েছে?
ক রামকে
খ কুম্ভকর্ণকে
গ লক্ষ্মণকে
ঝ বিভীষণকে

৫. লক্ষ্মণ কোথায় প্রবেশ করলেন?
ক স্বপ্নপুরে
ছ রক্ষঃপুরে
গ যমপুরে
ঘ অন্তঃপুরে

৬. ‘ডরিবে এ দাস হেন দুর্বল মানবে?’- এখানে ‘দুর্বল মানব’ কে?
ক বিভীষণ
খ অরিন্দম
গ বাসব
ঝ লক্ষ্মণ

৭. ‘নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগলভে পশিল দম্ভী’-এখানে ‘দম্ভী’ বলে কাকে বোঝানো হয়েছে?
ক ইন্দ্রজিৎকে
খ রাবণকে
গ রাক্ষসকে
ঝ মেঘনাদকে

৮. ‘দুরাচার দৈত্য’ বলে কাকে নির্দেশ করা হয়েছে?
ক ময়দানবকে
খ বিভীষণকে
জ লক্ষ্মণকে
ঘ কুম্ভকর্ণকে

৯. রক্ষঃপুরে কে প্রবেশ করলেন?
ক নিকষা
খ রাবণ
জ লক্ষ্মণ
ঘ রাঘব

১০. নিকুম্ভিলা যজ্ঞাগারে পশিল কে?
ক মেঘনাদ
ছ লক্ষ্মণ
গ বিভীষণ
ঘ রাম

১১. স্থাণুর ললাটে বিধি কাকে স্থাপন করেছেন?
চ বিধুকে
খ সিধুকে
গ সিন্ধুকে
ঘ নদীকে

১২. বিভীষণ রাজা বলতে কাকে বুঝিয়েছেন?
ক নিজেকে
খ রামকে
গ লক্ষ্মণকে
ঝ রাবণকে

১৩. বিভীষণ মেঘনাদের কী হন?
ক বাবা
খ ভাই
গ মামা
ঝ কাকা

১৪. লঙ্কার দুরবস্থার জন্য বিভীষণ কোন বিষয়টিকে দায়ী করেছেন?
ক মেঘনাদের ইন্দ্রজয়কে
খ রাজার কর্মদোষকে
জ রাবণের যুদ্ধনীতিকে
ঘ রামের অভিশাপকে

১৫. বিভীষণের বিমাতাসুলভ আচরণের জন্য মেঘনাদ কোন বিষয়টিকে দায়ী করেছেন?
ক স্নেহের অভাব
ছ সঙ্গদোষ
গ জ্ঞানের অভাব
ঘ আত্মাভিমান

১৬. ‘বাসবত্রাস’ বলে কাকে বোঝানো হয়েছে?
ক লক্ষ্মণকে
খ রামকে
জ মেঘনাদকে
ঘ রাবণকে

বিভীষণের প্রতি মেঘনাদ mcq

১৭. মেঘনাদ কোথায় যেতে চেয়েছেন?
ক লঙ্কাপুরে
ছ অস্ত্রাগারে
গ যজ্ঞাগারে
ঘ যমপুরে

১৮. রামানুজকে মেঘনাদ কোথায় পাঠাতে চেয়েছেন?
ক স্বর্গলোকে
খ রক্ষঃপুরে
জ শমন-ভবনে
ঘ নিকুম্ভিলায়

১৯. বিভীষণ নিজেকে কী বলে উল্লেখ করেছেন?
ক ঈশ্বরদাস
ছ রাঘবদাস
গ রক্ষঃদাস
ঘ লক্ষ্মণদাস

২০. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় অরিন্দম কে?
ক বিভীষণ
ছ মেঘনাদ
গ কুম্ভকর্ণ
ঘ রক্ষোরথী

২১. রাবণের মাকে কী নামে অভিহিত করা হয়?
ক সুমিত্রা
ছ নিকষা
গ বিধু
ঘ রাবণি

২২. বিভীষণের বাক্য শুনে মেঘনাদের কী ইচ্ছে হয়েছে?
ক বাঁচিবার
ছ মরিবার
গ মারিবার
ঘ ত্যাজিবার

২৩. মৃগেন্দ্রকেশরী কাকে মিত্রভাবে সম্ভাষে না?
ক হরিণকে
খ বাঘকে জ শৃগালকে
ঘ কুকুরকে

২৪. মেঘনাদ কাকে ‘বিজ্ঞতম’ বলেছেন?
ক রামকে
খ রাবণকে
গ লক্ষ্মণকে
ঝ বিভীষণকে

২৫. মেঘনাদ কাকে ‘অজ্ঞ’ বলেছেন?
ক পিতৃব্যকে
খ রাবণকে
গ লক্ষ্মণকে
ঝ নিজেকে

২৬. মেঘনাদের মতে, লক্ষ্মণের আচরণ দেখে লঙ্কার কে হাসবে?
ক নর
ছ শিশু
গ নারী
ঘ বৃদ্ধ

২৭. রাবণের মধ্যম সহোদর কে?
ক অরিন্দম
ছ কুম্ভকর্ণ
গ বিভীষণ
ঘ রাবণি

২৮. ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্রের কাছে তুলনামূলকভাবে দুর্বল ছাত্র মেঘনাদের পিতার নাম জানতে চাইল। মেধাবী কোন নামটি বলবে?
ক বিভীষণ
ছ রাবণ
গ রাঘব
ঘ লক্ষ্মণ

২৯. ক্লাসের একজন ছাত্র বাংলার শিক্ষকের কাছে জানতে চাইল, অরিন্দম বলা হয় কাকে? শিক্ষক কোন নামটি বলবেন?
ক রাবণ
খ লক্ষ্মণ
গ বিভীষণ
ঝ মেঘনাদ

৩০. ‘ঘরের শত্র“ বিভীষণ’- এ প্রবাদবাক্যটি বিভীষণের কোন আচরণকে কেন্দ্র করে প্রচলিত?
ক স্বজনের প্রতি উদাসীনতা
খ পরধর্মের অনুসরণ
জ শত্র“পক্ষের সঙ্গে আঁতাত
ঘ দুর্জনের সাহচর্য

৩১. পাপপূর্ণ বলা হয়েছে কোনটিকে?
ক রামরাজ্য
ছ লঙ্কাপুরী
গ স্বর্গরাজ্য
ঘ যজ্ঞস্থলী

৩২. কাল সলিলে ডুবেছে কোনটি?
ক বিধূ
ছ লঙ্কা
গ রথী
ঘ স্থানু

২৪. নিশীথে অন্বরে মন্দ্রে কোনটি?
চ জীমূতেন্দ্র
গ সৌদামিনী
ঘ বীরেন্দ্র

৩৩. নির্গুণ হলেও কে শ্রেয়?
ক পরজন
ছ স্বজন
গ নিধন
ঘ দুর্জন

৩৪. ‘বাসববিজয়ী’ বলা হয়েছে কাকে?
চ মেঘনাদকে
খ লক্ষ্মণকে
গ রাবণকে
ঘ বিভীষণকে

বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন

৩৫. বিভীষণের কথা শুনে মেঘনাদের মরতে ইচ্ছে হয়েছিল কেন?
ক শত্র“পক্ষের বিজয় সুনিশ্চিত জেনে
ছ আপনজনের বিশ্বাসঘাতকতা দেখে
গ লক্ষ্মণের হাতে মৃত্যু আসন্ন জেনে
ঘ পিত্যৃব্যের মুখে রামের স্তুতি শুনে

৩৬. ‘হে বীরকেশরী’ বলে কাকে নির্দেশ করা হয়েছে?
ক লক্ষ্মণকে
খ রাবণকে
জ বিভীষণকে
ঘ রামকে

৩৭. লক্ষ্মণকে ক্ষুদ্রমতি নর বলার কারণ কী?
ক তুচ্ছ মানব বংশোদ্ভূত হওয়ায়
খ শারীরিকভাবে খর্বকায় হওয়ায়
গ শত্র“র সঙ্গে হীন আঁতাত করায়
ঝ অস্ত্রহীনকে যুদ্ধে আহ্বান করায়

৩৮. মেঘনাদ লক্ষ্মণকে ‘দুর্বল মানব’ কেন বলেছেন?
ক অবয়বে বীরোচিত নয় বলে
খ মানবিক দুর্বলতা আছে বলে
জ নিরস্ত্রকে আক্রমণ করতে এসেছে বলে
ঘ শারীরিকভাবে খর্বকায় বলে

৩৯. ‘রাঘবদাস আমি’-ক্তিটির সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিশেষ ভূমিকায় অবতীর্ণ কাদের সঙ্গে মিল রয়েছে?
ক হানাদারদের
ছ রাজাকারদের
গ মুক্তিযোদ্ধাদের
ঘ গেরিলাদের

৪০. ‘চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে’-পঙ্ক্তিটির মধ্য দিয়ে কোন ভাব সর্বাধিক জোরালো হয়েছে?
ক বিস্ময়
খ ঘৃণা
জ তিরস্কার
ঘ ক্রোধ

বিভীষণের প্রতি মেঘনাদ mcq প্রশ্নের উত্তর পিডিএফ সংগ্রহ

অনেক শিক্ষার্থী বিভীষণের প্রতি মেঘনাদ mcq প্রশ্নের উত্তর পিডিএফ সংগ্রহ করতে চায়। তাই আপনাদের জন্য আমরা এই mcq গুলো একটি পিডিএফ ফাইলে পাবলিশ করেছি। পিডিএফ ফাইল টি এই পোস্টে দেওয়া আছে।  আপনারা এটি সংগ্রহ করতে পারবেন। নিচের দিকে একটি লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে বিভীষণের প্রতি মেঘনাদ mcq পিডিএফ সংগ্রহ এই লিঙ্কে ক্লিক করে পিডিএফ সংগ্রহ করেনিন।

পিডিএফ সংগ্রহ

বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা

বাংলার একটি জনপ্রিয়য় কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ। যার ভাষা অনেক জটিল হলেও এর মূলভাব অনেক বাস্তব সলুভ। নিচের দিকে আপনাদের জন্য কবিতা টি দেওয়া আছে। যারা যারা কবিতা টি পড়তে চান তারা নিচের দিকে লক্ষ্য করুন।

কবিতা দেখুন 

শেষ কথা

 আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।  আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভাললেগেছে। এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন। আশা করছি এই পোস্ট থেকে বিভীষণের প্রতি মেঘনাদ mcq প্রশ্নের উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন  এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন।  ভালোথাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।

See More:

সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর Pdf collect

বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা এইচ এস সি -suggestionbd.top

বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার ব্যাখ্যা কবিতার অর্থসহ -suggestionbd.top