ঝর্ণার গান কবিতার MCQ ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর PDF

ঝর্ণার গান কবিতার MCQ

এই পোস্টে ঝর্ণার গান কবিতার mcq প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। পাখির ডাকহীন নির্জন দুপুর, ভয়ংকর পাহাড়- সবকিছু উপেক্ষা করে ঝরনা পাথরের বুকে আনন্দের পদচিহ্ন রেখে বয়ে চলে। চমত্তার তার ধ্বনিমাধুর্য, বর্ণবৈচিত্র্য। ঝরনার সেই রূপসৌন্দর্য অতুলনীয়। গিরি থেকে পতিত এ জলরাশি পাথরের বুকে আঘাত করে চারদিকে ছড়িয়ে পড়ে। মনােহর এ সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। কবি ঝরনার জলধারার সৌন্দর্য অবলােকনে আমাদের মানসিক শান্তি ও কর্মস্পৃহা শানিত করার প্রয়াস। নিচে থেকে প্রশ্ন ও উত্তর গুলো দেখুন।

ঝর্ণার গান কবিতার  MCQ

এখানে ঝর্ণার গান কবিতার mcq প্রশ্ন গুলো দেওয়া আছে। এই প্রশ্ন গুলো অনুশীলনের মাধ্যমে বিভিন্ন বোর্ড প্রশ্নের mcq প্রশ্ন নমুনা জানতে পারবেন। নিচে পিডিএফ ফাইলে mcq প্রশ্ন ও সঠিক উত্তর শেয়ার করেছি। যাদের প্রয়োজন তারা নিচে থেকে mcq প্রশ্ন পড়েন।

১. ঝর্ণা কী দিয়ে তাল বাজায়?
(ক) হাত
(খ) পা
(গ) কণ্ঠ
(ঘ) আঙুল

উত্তরঃ খ

২. কে একা একা গান গেয়ে কেবলই ছুটে চলে?
(ক) চকোর
(খ) পরী
(গ) ঝর্ণা
(ঘ) পথ

উত্তরঃ গ

৩. দুপুর-ভোরে কিসের ডাক শোনা যায়?
(ক) কালসারের
(খ) ঝিঁঝিঁর
(গ) বুলবুলির
(ঘ) চকোরের

উত্তরঃ খ

৪. ‘ঝর্ণার গান’ কবিতায় কার ঘুমানোর কথা বলা হয়েছে?
(ক) বনের
(খ) পরীর
(গ) ঝর্ণার
(ঘ) পথের

উত্তরঃ ক

৫. ‘ঝর্ণার গান’ কবিতায় ঝিমায় কে?
(ক) বন
(খ) পরী
(গ) পথ
(ঘ) রাত

উত্তরঃ গ

৬. বিজন দেশে কী নাই?
(ক) পুলক
(খ) কূজন
(গ) শঙ্কা
(ঘ) তৃষ্ণা

উত্তরঃ খ

৭. কে ভয় দেখায়?
(ক) ঝুম পাহাড়
(খ) শিথিল শিলা
(গ) রাঙা পরী
(ঘ) বনের পাখি

উত্তরঃ ক

৮. ‘সমান যাই’- বলতে কী বোঝানো হয়েছে? (উত্তরঃ খ)
(ক) সমতলে যাই
(খ) নির্ভীকচিত্তে যাই
(গ) ধীরে ধীরে যাই
(ঘ) দ্রুত যাই

উত্তরঃ খ

৯. ঝুম পাহাড় কী ঝুঁকিয়ে ভয় দেখায়?
(ক) মাথা
(খ) ঘাড়
(গ) হাত
(ঘ) পা

উত্তরঃ খ

১০. গিরির হিম ললাট ঘেমে কার উদ্ভব হয়েছে?
(ক) কপোতাক্ষ নদের
(খ) ঝর্ণার
(গ) রক্তগঙ্গার
(ঘ) বহু প্রতীক্ষিত বৃষ্টির

উত্তরঃ খ

১১. গিরির হিম ললাট ঘামল কেন?
(ক) ঝর্ণার উদ্ভবে
(খ) ভয় পাওয়ায়
(গ) গ্রীষ্মের আগমনে
(ঘ) পুলক লেগে

উত্তরঃ ক

১২. ঝুম পাহাড় চোখ পাকায় কেন?
(ক) বিস্ময় প্রকাশ করতে
(খ) ভয় দেখাতে
(গ) ঘুম তাড়াতে
(ঘ) অস্থিরতা প্রকাশ করতে

উত্তরঃ খ

১৩. ‘শঙ্কা নাই’- কী হতে? (উত্তরঃ গ)
(ক) পরী
(খ) বিজন দেশে
(গ) ঝুম পাহাড়
(ঘ) কালসারের দল

১৪. ঝর্ণা কিসের ওপর চরণ রাখে?
(ক) নিশ্চল শিলার ওপর
(খ) কাদামাটির উপর
(গ) বরফের ওপর
(ঘ) পিশ্চিল পাথরের উপর

উত্তরঃ  ক

১৫. ঝর্ণা তার মনকে কোন বিশেষণের মাধ্যমে তুলে ধরেছে?
(ক) বিষণ্ণ
(খ) দোদুল
(গ) বিস্মিত
(ঘ) নিরুদ্বিগ্ন

উত্তরঃ খ

১৬. ‘ঝর্ণার গান’ কবিতায় গিরির পায়ে কিসের নূপুর?
(ক) জবা ফুলের
খ বেলী ফুলের
(গ) টগর ফুলের
(ঘ) বকুল ফুলের

উত্তরঃ গ

ঝর্ণার গান কবিতার বহুনির্বাচনি প্রশ্নের উত্তর

১৭. ‘বিভোল’ শব্দের অর্থ কোনটি?
(ক) বিবশ
(খ) অবশ
(গ) নিভৃত
(ঘ) চাঁদের আলো

উত্তরঃ ক

১৮. ‘কূজন’ শব্দের অর্থ কী?
(ক) খারাপ মানুষ
(খ) সৌন্দর্যের তৃষ্ণাহীন
(গ) হালকা চালের কবিতা
(ঘ) কলরব

উত্তরঃ ঘ

১৯. ‘ঝর্ণার গান’ কবিতায় ‘ঝুম পাহাড়’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) রাগী পাহাড়
(খ) উঁচু পাহাড়
(গ) নীরব পাহাড়
(ঘ) ছোট পাহাড়

উত্তরঃ গ

২০. ‘বিজন’ শব্দের অর্থ কী?
(ক) নিভৃত
(খ) অচেতন
(গ) বরফ
(ঘ) হালকা চালের কবিতা

উত্তরঃ ক

২১. ‘শুক’ বলতে কোন পাখিকে বোঝায়?
(ক) টিয়া
(খ) বুলবুলি
(গ) শালিক
(ঘ) কোকিল

উত্তরঃ ক

২২. ‘থল ঝাঁঝির মখমল’ কিসে তৈরি হয়েছে?
(ক) বহুদিন ধরে জমা শেওলায়
(খ) বরফের আচ্ছাদন জমা হয়ে
(গ) লতানো গাছ জন্ম নিয়ে
(ঘ) ঘাসের বিস্তারের মাধ্যমে

উত্তরঃ ক

২৩. ‘মখমল’ কী?
(ক) লম্বা ও ঢিলা পোশাক
(খ) কোমল ও মিহি কাপড়
(গ) বহুদিন ধরে জমা শেওলা
(ঘ) পাখিদের বিচরণক্ষেত্র

উত্তরঃ খ

২৪. ‘আংরাখা’ কী?
(ক) কোমল ও মিহি কাপড়
(খ) লঘু চালের কবিতা
(গ) লম্বা ও ঢিলা পোশাক বিশেষ
(ঘ) এক প্রকার জলজ গুল্ম

উত্তরঃ গ

২৫. ‘চন্দ্রমা’ কী?
(ক) চাতক পাখি
(খ) চাঁদের আলো
(গ) নির্জন পাহাড়
(ঘ) সবুজ উদ্যান

উত্তরঃ খ

২৬. ‘উপল-ঘায়’ বলতে কী বোঝায়?
(ক) বরফের আঘাতে
(খ) পাথরের আঘাতে
(গ) মনের আঘাতে
(ঘ) প্রচণ্ড আঘাতে

উত্তরঃ খ

২৭. সত্যেন্দ্রনাথ দত্তের প্রতিভার স্বাক্ষর মেলে-
i. মৌলিক কাব্য রচনায়
ii. ছন্দ নির্মাণে
iii. অনুবাদ সাহিত্যে

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

উত্তরঃ ঘ

২৮. ঝর্ণা কার বুকে আনন্দের পদচিহ্ন এঁকে যায়?
(ক) থল ঝাঁঝির বুকে
(খ) স্তব্ধ পাথরের বুকে
(গ) বন-ঝাউয়ের বুকে
(ঘ) ফটিক জলের বুকে

উত্তরঃ খ

২৯. ঝর্ণার ভয় ও বাধাহীন মনোভাব প্রকাশক বাক্য কোনটি?
(ক) আমরা ধাই তার আশেই
(খ) আমরা চাই মুগ্ধ চোখ
(গ) দুলিয়ে যাই অচল ঠাঁই
(ঘ) শঙ্কা নাই-সমান যাই

উত্তরঃ ঘ

৩০. ‘আমরা চাই মুগ্ধ চোখ’- বলতে ঝর্ণা কী বুঝিয়েছে?
(ক) আমরা আনন্দিত দৃষ্টিতে তাকাই
(খ) আমরা সৌন্দর্যপিপাসুর সন্ধান করি
(গ) আমরা সুন্দর চোখের খোঁজ করি
(ঘ) আমরা দুচোখ ভরে দেখতে চাই

উত্তরঃ খ

বহুপদী সমাপ্তিসূচক
৩১. সত্যেন্দ্রনাথ প্রাত্যহিক জীবনে কঠোর সাধনায় নিমগ্ন থাকতেন-
i. অধ্যয়নে
ii. যোগব্যায়ামে
iii. কাব্য অনুশীলনে

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

উত্তরঃ খ

৩২. ঝর্ণার আনন্দানুভূতি প্রকাশক চরণ হলো-
i. বিভোল মোর সকল প্রাণ
ii. চপল পায়, কেবল ধাই
iii. পুলক মোর সকল গায়

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

উত্তরঃ ঘ

৩৩. ঝর্ণার চলার পথটি-
i. কোলাহলপূর্ণ
ii. নির্জন
iii. শিলায় গঠিত

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

উত্তরঃ গ

৩৪. ‘ঝর্ণার গান’ কবিতায় যে পাখির উল্লেখ রয়েছে-
i. টিয়া
ii. বুলবুলি
iii. চকোর

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

উত্তরঃ ঘ

৩৫. ঝুম-পাহাড় ঝর্ণাকে ভয় দেখায়-
i. চোখ পাকিয়ে
ii. ঘাড় ঝুঁকিয়ে
iii. হাত উঠিয়ে

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

উত্তরঃ ক

৩৬. ‘ঝর্ণার গান’ কবিতায় ‘ফটিক জল’ বলতে কোন পাখিকে বোঝানো হয়েছে?
(ক) চকোর
(খ) চাতক
(গ) টিয়া
(ঘ) বুলবুলি

উত্তরঃ খ

৩৭. ‘তরল শ্লোক’ বলতে কোনটি বোঝায়? ()
(ক) হালকা চালের কবিতা
(খ) পাথরের আঘাত
(গ) নীরব পাহাড়
(ঘ) পাখির গান

উত্তরঃ ক

৩৮. ঝর্ণা তার প্রত্যাশায় ছুটে চলে-
i. যার কণ্ঠে তৃষ্ণা আছে
ii. যার জল স্যাঁচার গরজ নেই
iii. যার সুন্দরের তৃষ্ণা আছে

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

উত্তরঃ গ

MCQ প্রশ্নের উত্তর

৩৯. দুপুর-ভোর ঝর্ণা কার গান শুনতে পায়?
ক. ঝিঁঝিঁর
খ. পরীর
গ. বুলবুলির
ঘ. শালিকের

উত্তরঃ ক

৪০. নিচের কোনটি সত্যেন্দ্রনাথ দত্তের অনুবাদ কাব্য?
(ক) সন্ধিক্ষণ
(খ) বেণু ও বীণা
(গ) ফুলের ফসল
(ঘ) অভ্র-আবীর

উত্তরঃ গ

৪১. কোন ক্ষেত্রে সত্যেন্দ্রনাথ দত্তের অসাধারণ নৈপুণ্যের স্বাক্ষর মেলে?
(ক) অনুপ্রাস নির্মাণে
(খ) ছন্দ নির্মাণে
(গ) দৃশ্যকল্প নির্মাণে
(ঘ) চরিত্র নির্মাণে

উত্তরঃ খ

৪২. সত্যেন্দ্রনাথ দত্ত কী হিসেবে খ্যাত?
(ক) ছন্দের রাজকুমার
(খ) ছন্দের জাদুকর
(গ) ছন্দের রাজা
(ঘ) ছন্দের ফেরিওয়ালা

উত্তরঃ খ

৪৩. সত্যেন্দ্রনাথ দত্তের পিতামহ কোন শতকের বিশিষ্ট প্রাবন্ধিক ছিলেন?
(ক) সপ্তদশ শতকের
(খ) অষ্টাদশ শতকের
(গ) উনবিংশ শতকের
(ঘ) বিংশ শতকের

উত্তরঃ গ
৪৪. সত্যেন্দ্রনাথ দত্তের পিতামহ কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
(ক) যুগবাণী
(খ) সবুজপত্র
(গ) তত্ত্ববোধিনী
(ঘ) আঙুর

উত্তরঃ গ

৪৫. ‘ঝর্ণার গান’ কবিতার কবি কে?
(ক) জসীমউদ্দীন
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) সত্যেন্দ্রনাথ দত্ত
(ঘ) যতীন্দ্রমোহন বাগচী

উত্তরঃ গ

৪৬. সত্যেন্দ্রনাথ দত্ত কত সালে জন্মগ্রহণ করেন?
(ক) ১৮৮০ সালে
(খ) ১৮৮২ সালে
(গ) ১৮৯০ সালে
(ঘ) ১৮৯২ সালে

উত্তরঃ খ

৪৭. সত্যেন্দ্রনাথ দত্তের জন্মস্থান কোন শহরের কাছাকাছি?
(ক) ঢাকা
(খ) চট্টগ্রাম
(গ) রাঁচি
(ঘ) কলকাতা

উত্তরঃ ঘ

৪৮. সত্যেন্দ্রনাথ দত্তের পিতামহের নাম কী?
(ক) বীরেন্দ্রনাথ দত্ত
(খ) অক্ষয়কুমার দত্ত
(গ) অনুপ নারায়ণ দত্ত
(ঘ) শমরেশ দত্ত

উত্তরঃ খ

৪৯. সত্যেন্দ্রনাথ দত্তের পিতামহের বিশিষ্টতা ছিল কিসে?
(ক) অভিনয়ে
(খ) সংগীতে
(গ) প্রবন্ধ রচনায়
(ঘ) কাব্যচর্চায়

উত্তরঃ গ

৫০. সত্যেন্দ্রনাথ দত্ত কোন শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন?
(ক) ম্যাট্রিক
(খ) ইন্টারমিডিয়েট
(গ) বি.এ
(ঘ) এম.এ

উত্তরঃ গ

৫১. সত্যেন্দ্রনাথ দত্ত কখন থেকে কাব্যচর্চা শুরু করেন?
(ক) শিশুকাল থেকে
(খ) ছাত্রজীবন থেকে
(গ) যুবক বয়স থেকে
(ঘ) বৃদ্ধ বয়স থেকে

উত্তরঃ খ

৫২. সত্যেন্দ্রনাথ দত্ত কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
(ক) মাঝআইল
(খ) সাগরদাঁড়ি
(গ) বিজয়করা
(ঘ) নিমতা

উত্তরঃ ঘ

৫৩. ‘একলা গাই একলা ধাই
দিবস রাত, সাঁঝ সকাল।’ এ- বক্তব্যে ঝর্ণার কোন রূপটি ফুটে ওঠে?
ক. প্রকৃতি চেতনা
খ. সৌন্দর্যপ্রীতি
গ. ছুটে চলা
ঘ. শঙ্কাহীন চিত্ত

উত্তরঃ গ

৫৪. নিচের কোনটি সত্যেন্দ্রনাথ দত্তের মৌলিক কাব্য?
(ক) তীর্থ-সলিল
(খ) তীর্থরেণু
(গ) ফুলের ফসল
(ঘ) কুহু ও কেকা

উত্তরঃ ঘ

শেষ কথা

আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভাললেগেছে। আশা করছি এই পোস্ট থেকে ঝর্ণার গান কবিতার MCQ ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর  পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে সকল শ্রেণির শিক্ষাসংক্রান্ত তথ্য শেয়ার করা হয়।   ভালোথাকবেন, সুস্থ থাকবেন।

আরও দেখুনঃ

PDF ঝর্ণার গান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর এস এস সি

ঝর্ণার গান কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর-PDF

ঝর্নার গান কবিতা – সত্যেন্দ্রনাথ দত্ত। এস এস সি বাংলা ১ম পত্র

জুতা আবিষ্কার কবিতার mcq প্রশ্নের উত্তর পিডিএফ

জুতা আবিষ্কার কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর

বাংলা কবিতা জুতা আবিষ্কার-রবীন্দ্রনাথ ঠাকুর

প্রাণ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর বাংলা ১ম পত্র এস এস সি