প্রাণ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর এখানে শেয়ার করেছি। নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্রের mcq প্রশ্নের উত্তর সংগ্রহ করতে সম্পূর্ণ পোস্ট টি পড়বেন। পোস্টের নিচে প্রাণ কবিতার বহুনির্বাচনি প্রশ্নের উত্তর পিডিএফ ফাইলে দেওয়া আছে। তো যারা যারা এই কবিতার গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি বা mcq প্রশ্ন সংগ্রহ করতে চান, তারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন।
প্রাণ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
এখানে প্রাণ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর গুলো দেওয়া আছে। এই প্রশ্ন গুলো অনুশীলন করলে বোর্ড প্রশ্নের mcq সম্পর্কে ধারনা লাভ করতে পারবেন। এই রকম বহুনির্বাচনি প্রশ্ন উত্তর বিভিন্ন পরীক্ষায় দেওয়া থাকে। নিচে থেকে বহুনির্বাচনি প্রশ্নের উত্তর সংগ্রহ করুন অথবা অনুশীলন করুন।
খ. সতেরো বছর
ঘ. বাইশ বছর
খ. স্যার
ঘ. রাজর্ষি
খ. সোনার তরী
ঘ. বলাকা
খ. অমর আলয়
ঘ. বিরহের গান
খ. স্বর্গে
ঘ. শ্মশানে
খ. সংগীত রচনা করতে চান
ঘ. নির্বিকার থাকতে চান
খ. ফ্রান্সে
ঘ. রাশিয়ায়
খ. দেড় বছর
ঘ. আড়াই বছর
খ. মৃত্যু
ঘ. সৎকার
খ. ব্যস্ত
ঘ. অলস
খ. কবিদের মাঝে
ঘ. সব মানুষের মাঝে
খ. শ্মশানে
ঘ. মহাবিশ্বে
খ. স্বপ্নের কুসুম
খ. প্রসন্ন মনে
ঘ. নির্বিকার চিত্তে
খ. ৭ই মে
ঘ. ৭ই আগস্ট
খ. ঠাকুর
ঘ. চৌধুরী
খ. চিরতরঙ্গিত
ঘ. চিরঅশ্রুময়
খ. সুবাস না ছড়ালে
ঘ. শুকিয়ে গেলে
খ. আমার পরিচয়
ঘ. আমার সন্তান
খ. ইট-পাথর
ঘ. মৃত্যু
প্রাণ কবিতার MCQ প্রশ্নের উত্তর
২৪. ‘অমর আলয়’- কথাটি ‘প্রাণ’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. অমর নিবাস অর্থে
খ. অমর জীবন অর্থে
গ. অমর সৃষ্টি অর্থে
ঘ. অমর বিরহ অর্থে
উত্তরঃ গ
২৫. রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মগুলোকে তিনি ‘প্রাণ’ কবিতায় কী বলে অভিহিত করেছেন?
ক. কুসুম
খ. অমৃত
গ. সূর্যকর
ঘ. কানন
উত্তরঃ ক
২৬. ‘প্রাণ’ কবিতার কবি কিসের মায়ায় আকৃষ্ট?
ক. অর্থের মায়ায়
খ. পৃথিবীর মায়ায়
গ. স্বর্গের মায়ায়
ঘ. সুখের মায়ায়
উত্তরঃ খ
২৭. ‘প্রাণ’ কবিতার কবির মাঝে লক্ষ করা যায়-
i. বিত্তবান হওয়ার আকাক্সক্ষা
ii. মর্ত্যপ্রীতি
iii. কীর্তিমান হওয়ার বাসনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ খ
২৮. ‘প্রাণ’ কবিতার কবি সকলের মনজয়ী রচনা সৃষ্টি করতে চান কেন?
ক. আর্থিক লাভের আশায়
খ. সবার মনে ঠাঁই পেতে
গ. নোবেল পুরস্কার লাভ করতে
ঘ. মানসিক প্রশান্তি লাভ করতে
উত্তরঃ খ
২৯. ‘প্রাণ’ কবিতার কবির প্রত্যাশা-
i. অমরত্ব
ii. পাঠক সমাদর
iii. সহজ মৃত্যু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তরঃ ক
৩০. ‘প্রাণ’ কবিতার কবি রচনা করতে চান-
i. অমর আলয়
ii. সুখের স্বর্গ
iii. নব নব সংগীত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তরঃ খ
৩১. প্রাণ কবিতার কবি এমন রচনা সৃষ্টি করতে চান যা হবে-
i. মানুষের বিচিত্র অনুভূতির প্রতিচ্ছবি
ii. মানুষের মনজয়ী
iii. কালজয়ী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ
৩২. ‘প্রাণ’ কবিতার বিপরীত ভাব ধারণকারী চরণ হলো-
i. জন্মিলে মরিতে হবে
ii. মরণরে তুঁহু মম শ্যাম সমান
iii. রেখো মা দাসেরে মনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তরঃ ক
৩৩. পৃথিবীর মানুষের সুখ-দুঃখ যার সৃষ্টিতে ঠিকভাবে ঠাঁই পায় তিনি হন-
i. পাঠকের মনে অমর
ii. পাঠকের মনজয়ী
iii. পাঠকের কাছে অনাদৃত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ক
৩৪. পৃথিবীতে প্রাণের খেলা-
i. হাসি-কান্নার সমষ্টি
ii. সাময়িক
iii. চির প্রবহমান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ খ
৩৫. তা যদি না পারি, তবে বাঁচি যত কাল
তোমাদেরি মাঝখানে লভি যেন ঠাঁই,
কবিতাংশে প্রকাশ পেয়েছে-
i. সংশয়
ii. অমরত্বের আকাক্সক্ষা
iii. পাঠকপ্রিয়তার বাসনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ক
৩৬. রবীন্দ্রনাথ মানুষের বিচিত্র অনুভবকে কিসের মাঝে প্রাণময় করে তুলতে চেয়েছেন?
ক. তাঁর জীবনের মাঝে
খ. তাঁর সৃষ্টির মাঝে
গ. তাঁর বেদনার মাঝে
ঘ. তাঁর মরণের মাঝে
উত্তরঃ খ
৩৭. ‘প্রাণ’ কবিতার কবির অমরত্বের প্রত্যাশার কারণ-
i. পৃথিবীর সৌন্দর্যের প্রতি মুগ্ধতা
ii. পাঠকের হৃদয়ে স্থায়ী আসন গড়ার আকাক্সক্ষা
iii. পুনর্জন্মের প্রতি অবিশ্বাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ক
শেষ কথা
আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভাললেগেছে। এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন। আশা করছি এই পোস্ট থেকেপ্রাণ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।
আরও দেখুনঃ
প্রাণ কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর এস এস সি
প্রাণ কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ১ম পত্র পিডিএফ
জীবন সঙ্গীত কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর-PDF
কপোতাক্ষ নদ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ
কপোতাক্ষ নদ কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর পিডিএফ
বঙ্গবাণী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর Pdf File সংগ্রহ