জুতা আবিষ্কার কবিতার mcq প্রশ্ন ও উত্তর সংগ্রহ করতে এই পোস্ট টি সম্পূর্ণ পড়ুন। রাজার চর এখানে সেখানে যায় চামড়া ও চামারের খোঁজে। কিন্তু যােগ্য চামার কোথাও পায় না। এ কাজের জন্য প্রয়ােজনীয় চামড়াও কোথাও মেলে না।যখন চামার আর চামড়ার জন্য চর চারদিকে ছােটাছুটি করছে তখন চামার কুলপতি আসেন। বৃদ্ধ সামান্য হেসে রাজার কাছে কিছু বলার অনুমতি প্রার্থনা করেন। বলেন, সহজে সমাধান হবে যদি রাজা নিজের দুটি চরণ ঢেকে রাখেন। তাহলে আর ঢাকতে হবে না পৃথিবী । রাজা বলেন, এত কি সহজ, অথচ ভেবে মরল দেশের সব মানুষ।
জুতা আবিষ্কার কবিতার mcq
এখানে জুতা আবিষ্কার কবিতার mcq গুলো শেয়ার করেছি। এই ধরনের mcq প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় দেওয়া থাকে। আপনাদের মূল্য পাঠ্য বইয়ে এই প্রশ্ন গুলো দেওয়া নেই। এজন্য mcq প্রশ্নের উত্তর গুলো এখান থেকে পড়ুন অথবা সংগ্রহ করে রাখুন।
১. রাজার কথা শুনে কে ভেবে ভেবে খুন হলাে?
ক। হবু
খ। গোবু
গ। বৈজ্ঞানিক
ঘ। পণ্ডিত
উত্তরঃ খ
২. রাজা কীভাবে ভাবলেন?
ক। হেসে হেসে
খ। কেঁদে কেঁদে
গ। দুলি দুলি
ঘ। চলতে চলতে
উত্তরঃ গ
৩. রান্নাঘরে কী চড়ে না?
ক। রান্না
খ। হাঁড়ি
গ। বাজার
ঘ। রাধুনি
উত্তরঃ খ ৪৮. কার চোখের জলে পাকা দাড়ি ভাসে?
ক। রাজার।
খ। মন্ত্রীর
গ। পাত্রদের
ঘ। চামারের
উত্তরঃ খ
৫. কার মুখ চুন হলাে?
ক। গােবুর
খ। হবুর
গ। লােকের।
ঘ। পণ্ডিতের
উত্তরঃ ঘ
৬. রাজার কথা শুনে আঁধার দেখে কে?
ক। হবু
খ। গােবু
গ। রবু
ঘ। চামার
উত্তরঃ খ
৭. সবাই মিলে যুক্তি করে কী কিনল?
ক। পানির কল
খ। চামড়া
গ। জুতা
ঘ। ঝাঁটা
উত্তরঃ ঘ
৮. পথের ধুলা কার মুখ-বুক ভরিয়ে দিল?
ক। মন্ত্রীর
খ। রাজার
গ। পণ্ডিতের
ঘ। যন্ত্রীদের
উত্তরঃ খ
৯. পুকুরে-বিলে শুধু কী পড়ে থাকল?
ক। মাছ
খ। পাঁক
গ। শাপলা
ঘ। ব্যাঙ
উত্তরঃ খ
১০. নদীর জলে কী চলে না?
ক। নৌকা
খ। মানুষ
গ। মাছ
ঘ। পানকৌড়ি
উত্তরঃ ক
১১. কত পিপে নস্যি ফুরিয়ে গেল?
ক। উনিশ
খ। একুশ
গ। বাইশ
ঘ। তেইশ
উত্তরঃ ক
১২. ধুলার মেঘে কী ঢাকা পড়ে?
ক। রাজদরবার
খ। সূর্য
গ। চন্দ্র
ঘ। বাগান
উত্তরঃ খ
১৩. ধুলার মাঝে কী ঊহ্য হয়?
ক। রাজা
খ। দরবার
গ। নগর
ঘ। রাজবাড়ী
উত্তরঃ গ
জুতা আবিষ্কার কবিতার mcq প্রশ্নের উত্তর
১৪। ‘জুতা আবিষ্কার’ কবিতায় কী পরিমাণ ঝাঁটা কেনা হয়েছিল?
ক) পনেরো লক্ষ
খ) সাড়ে তেরো লক্ষ
গ) সাড়ে সতেরো লক্ষ
ঘ) বারো লক্ষ
উত্তরঃ গ
১৫। ‘জুতা আবিষ্কার’ কবিতার মন্ত্রী গবু কেমন প্রকৃতির?
ক) নির্বোধ
খ) তীক্ষè বুদ্ধিসম্পন্ন
গ) মোটা বুদ্ধিসম্পন্ন
ঘ) মেধাবী
উত্তরঃ ক
১৬। রাজার পা ধুলো থেকে মুক্তি পায় কার বুদ্ধিতে?
ক) মন্ত্রীর
খ) রানীর
গ) পন্ডিতদের
ঘ) চর্মকারের
উত্তরঃ ঘ
১৭। ‘জুতা আবিষ্কার’ কবিতার ‘অনাসৃষ্টি’ হলো-
i. রাজার পায়ে ধুলো লাগা
ii. মন্ত্রীদের দায়িত্বে অবহেলা
iii. রাজার প্রতি মন্ত্রীদের দৃষ্টি না দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ
১৮। চামার শব্দের অর্থ কী?
ক) বেশি কথা বলে
খ) মুচি
গ) ঝাঁটা
ঘ) মাদুর
উত্তরঃ খ
১৯। গবুর সারা শরীর ঘামতে শুরু করল কেন?
ক) গ্রীষ্মের প্রচ- দাবদাহে
খ) একটানা পরিশ্রমে
গ) রাজার আদেশে
ঘ) ক্লান্তিতে
উত্তরঃ গ
২০। ‘জুতা আবিষ্কার’ কবিতায় মন্ত্রীর গৃহীত পদক্ষেপগুলো আমাদের মনে কী জোগায়?
ক) সাহস
খ) বুদ্ধি
গ) হাসির খোরাক
ঘ) শক্তি
উত্তরঃ গ
২১। চামার কী দিয়ে রাজার পা ঢেকে দেয়?
ক) পাতা
খ) কাঠ
গ) চামড়া
ঘ) মাদুর
উত্তরঃ গ
২২। ‘রাজা’ শব্দের সমার্থক শব্দ-
i. নন্দন
ii. নৃপতি
iii. ভূপতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ গ
২৩। রাজা সারা রাত ধরে ভেবেছেন-
i. মলিন ধুলো কেন তার পায়ে লাগে
ii.পায়ে ধুলা না লাগার উপায়
iii. মন্ত্রীরা কাজ না করে বেতন নেয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ক
২৪। জুতা আবিষ্কার কবিতার রাজা ‘হবু’ কেমন প্রকৃতির?
ক) খেয়ালি
খ) প্রজাবৎসল
গ) বিচক্ষণ
ঘ) অযোগ্য
উত্তরঃ ক
জুতা আবিষ্কার কবিতার বহুনির্বাচনি প্রশ্ন
২৫। রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পান?
ক) ১৮৬১
খ) ১৯১৩
গ) ১৯১৮
ঘ) ১৯৪১
উত্তরঃ খ
২৬। কহিল রাজা, এত কি হবে সিধে-এ বাক্যে রাজার কী প্রকাশ পেয়েছে?
ক) সংশয়
খ) রাগ
গ) ক্ষোভ
ঘ) বিরক্তি
উত্তরঃ ক
২৭. রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?
ক। ১২৬১
খ। ১২৬২
গ। ১২৬৮
ঘ। ১২৭২
উত্তরঃ গ
২৮. মাটির ভয়ে কী মাটি হবে?
ক। রাজা
খ। রাজ্য
গ। পরিষদ
ঘ। পণ্ডিতরা
উত্তরঃ খ
২৯. চামার খুঁজতে কে এদিক সেদিক ছুটে বেড়ায়?
ক। মন্ত্রী
খ। হবু।
গ। চর
ঘ। পাত্ররা
উত্তরঃ গ
৩০. রাজার চরণ ঢাকলে আর কী ঢাকতে হবে না?
ক। রাজদরবার
খ। ধরণি
গ। রাজবাড়ি
ঘ। গাছপালা
উত্তরঃ খ
৩১। ‘জুতা আবিষ্কার’ কবিতায় রান্নাঘরে হাঁড়িতে রান্না হয় না কেন?
ক) প্রাণ যাওয়ার ভয়ে
খ) অভাবের কারণে
গ) ভোজ আছে বলে
ঘ) নিষেধ আছে বলে
উত্তরঃ ক
৩২। ‘জুতা আবিষ্কার’ কবিতায় রাজা কে?
ক) গবুরায়
খ) রবু
গ) হবু
ঘ) মহী
উত্তরঃ গ
৩৩. চামার কুলপতি কেমন?
ক। তরুণ
খ। যুবক
গ। অসহায়
ঘ। বৃদ্ধ
উত্তরঃ ঘ
৩৪. ‘মহী’ অর্থ কোনটি?
ক। ধরণি
খ। মহান
গ। বড়
ঘ। নাম
উত্তরঃ ক
৩৫। ‘জুতা আবিষ্কার’ কবিতার শেষের চরণ কোনটি?
ক) ধরণী আর ঢাকিতে নাহি হবে
খ) বাঁচিল গবু, রক্ষা পেল ধরা
গ) সহজে যাহে মানস হবে সিদ্ধ
ঘ) কেমনে বেটা পেরেছে সেটা জানতে
উত্তরঃ খ
৩৬. হবু কে?
ক। রাজা
খ। মন্ত্রী
গ। পণ্ডিত
ঘ। চর্মকার
উত্তরঃ ক
৩৭. মলিন ধুলা লাগবে কোথায় চরণ ফেলা মাত্র?
ক। ঘরের মাঝে
খ। ধরণি মাঝে
গ। রাস্তার মাঝে
ঘ। রাজ্যের মাঝে
উত্তরঃ খ
৩৮। ‘পায়ের ধুলা পাইব কী উপায়ে’-এখানে ‘পায়ের ধুলা’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) পদধুলি
খ) আশীর্বাদ
গ) প্রার্থনা
ঘ) জুতা
উত্তরঃ খ
৩৯. মন্ত্রী কাকে শূল বিদ্ধ করে রাখতে আদেশ দেয়?
ক। পণ্ডিতকে
খ। যন্ত্রীকে
গ। চামার-কুলপতিকে
ঘ। রানিকে
উত্তরঃ গ
শেষ কথা
এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন। আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভাললেগেছে। আশা করছি এই পোস্ট থেকে জুতা আবিষ্কার কবিতার mcq প্রশ্নের উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। ভালোথাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আরও দেখুনঃ
জুতা আবিষ্কার কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর
বাংলা কবিতা জুতা আবিষ্কার-রবীন্দ্রনাথ ঠাকুর
প্রাণ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর বাংলা ১ম পত্র এস এস সি