চাকরির দরখাস্ত লেখার নিয়ম (সকল ধরনের চাকরির জন্য প্রযোজ্য)

চাকরির দরখাস্ত লেখার নিয়ম

চাকরির দরখাস্ত লেখার নিয়ম ও সঠিক পদ্ধতি গুলো আজকের পোস্টে দেখানো হয়েছে। বিভিন্ন মাধ্যম হতে চাকরির সার্কুলার দেখতে পাওয়া যায়। এই সার্কুলার অনুযায়ী অনেকে চাকরির জন্য আবেদন করে থাকে। যেহেতু চাকরির প্রথম ধাপ হচ্ছে চাকরির জন্য সঠিক ভাবে আবেদন করা। আপনি যে চাকরির সার্কুলার পেয়েছেন তাদের কাছে সময় মতো আপনাকে আপনার যোগ্যতা সহ কারে চাকরির আবেদন  জানাতে হবে। চাকরির জন্য আবেদন করার বিশেষ কিছু নিয়ম রয়েছে। আপনাকে সেগুলো ফলো করতে হবে।

আজের এই পোস্টে আপনাদের কে চাকরির জন্য দরখাস্ত লেখার জন্য সকল ধরনের নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা যারা চাকরির দরখাত লিখতে চান তাদের জন্য এই পোস্ট টি খুব ই গুরুত্ব পূর্ণ। তাই এই পোস্ট টি মনোযোগ সহকারে পড়বেন। আমাদের দেখানো সকল নিয়ম সঠিক ভাবে অনুসরণ করবেন। তো আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক।

চাকরির জন্য  দরখাস্ত

এই বিষয় টি আপনাদের জন্য অনেক গুরুত্ব পূর্ণ। কারণ আপনি চাকরির জন্য যদি আবেদন বা দরখাস্ত করতে না পারেন  বা না করে থাকেন তাহলে তো চাকরি পাওয়া যাবে না। তাই আপনাকে চাকরির জন্য প্রস্তুতি নিতে ভালো ভাবে চাকরির দরখাস্ত লিখতে হবে।বর্তমানে চাকরির আবেদন সিভি লিখে করা হয়। আপনাদের সিভি লিখার নিয়ম সম্পর্কে এই পোস্টে দেখানো হয়েছে। আপনারা যখন চাকরির আবেদন করবেন চেষ্টা করবেন সকল কিছু সুন্দর করে উপস্থাপন করার জন্য। মনে রাখবেন চাকরির জন্য আপনার দরখাস্ত অনেক গুরুত্ব পূর্ণ। তাই এটি খবু মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন।

চাকরির দরখাস্ত লেখার  গুরুত্বপূর্ণ বিষয়

চাকরির দরখাস্ত লেখার কিছু গুরুত্ব পূর্ণ বিষয় আছে। যে গুলো আপনাকে মেনে চলতে হবে এবং এই বিষয় গুলো আপনার দরখাস্তে থাকতেই হবে। তো আপনাদের সাথে এই সব বিষয় গুলো নিচে শেয়ার করা হয়েছে। আপনারা দেখেনিতে পারেন।

  • দরখাস্ত  লেখার তারিখ উল্লেখ  রাখবেন।
  • আপনার নাম ও যোগাযোগের ঠিকানা
  • আপনার একটি ছবি যুক্ত রাখতে হবে।
  • ব্যক্তিগত প্রোফাইল
  • পেশাগত অভিজ্ঞতা
  • শিক্ষা
  • প্রশিক্ষণ ও কর্মশালা
  • আকর্ষণীয় শখ
  • ভাষা দক্ষতা
  • কম্পিউটার দক্ষতা
  • রেফারেন্স
  • অঙ্গীকারনামা

আপনারা উপরোক্ত এই বিষয় গুলো মেনে চাকরির জন্য দরখাস্ত লিখবেন।

চাকরির দরখাস্ত লেখার নিয়ম

এখন আমরা মূল পর্যায়ে চলে এসেছি। এই অংশ টি আপনাদের জন্য খুব ই  গুরুত্বপূর্ণ। তাই ভালোভাবে পড়বেন। যেকোনো কিছুরই একটি সঠিক নিয়ম থাকে যেগুলো মেনে চলতে হয়। তেমনি চাকরির দরখাস্ত লেখার কিছু নিয়ম রয়েছে। যে নিয়ম গুলো আপনাকে অবশ্যই অনুস্বর করতে হবে সুন্দর ভাবে চাকরির দরখাস্ত লিখার জন্য। আপনারা সবাই এই নিয়ম গুলো জানে না। তাই আপনাদের জন্য এখানে সকল নিয়ম বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। আপনারা চাকরির দরখাস্ত লেখার সময় এই নিয়ম গুলো মেনে চলবেন।

  • সব সময় মনে রাখবেন দরখাস্ত লেখার জন্য আজকের এই তারিখ টি খুব ই গুরুত্ব পূর্ণ। এই তারিখ দেওয়ার মাধ্যমে তারা আপনার  আবেদন এর সঠিক সময় জানতে পারবেন। তাই সঠিক তারিখ উল্লেখ করুন।
  • আপনি যার কাছে চাকরির আবেদন করতেছেন  সেই কর্মকর্তার নাম উল্লেখ করুন। অর্থাৎ জনাব,___  এই অংশ টি লিখুন।
  •  এখানে আপনার ঠিকানা দিন। এবং সেই ঠিকানার জেলা ও উপজেলা উল্লেখ করবেন।
  • আপনি অবশ্যই আপনার চাকরির পদ সম্পর্কে জানেন। তাই আপনার চাকরির পদের নাম বিষয়ে ব্যবহার করুন। অর্থাৎ সঠিক ভাবে চাকরির বিশউ লিখুন।
  • এই অংশে আন্তরিকতার সাথে তাদের কে কিছু কথা বলতে হবে। এখানে তাদের কে সম্মানজনক কথা বলবেন। এই অংশে আপনার ভদ্রতা বজায় রাখুন। এবং দরখাস্তে আপনি সহজ ভাষা ব্যবহার করবেন। যাতে তাদের পড়তে বা বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয়।
               চাকরির জন্য সিভি লেখার নিয়ম জানতে এখানে ক্লিক করুন 
  • আপনার চাকরির বিষয় তুক্তু এখানে বর্ণনা করুন। আপনি যেভাবে এই চাকরির বিজ্ঞপ্তি দেখেছেন এবং সেই তারিখ উল্লেখ করুন। আপনার চাকরির যোগ্যতা ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে সঠিক ভাবে উল্লখে করবেন।
  • চাকরির দরখাস্ত টি সংক্ষিপ্ত করার চেষ্টা করবেন। এবং শুধু গুরুত্ব বিষয় গ্যলো এই দরখাস্তে উল্লেখ রাখবেন। অপ্রয়োজনীয় বিষয়গুলো উপস্থাপন করা থেকে বিরতথাকবেন।
  • আপনার শিক্ষাগত সকল ধরনের তথ্য এই দরখাস্তে দাখিল করবেন। যেমন পরীক্ষায় উত্তীর্ণর সাল, আপনার গ্রেড পয়েন্ট। আপনার ষাকা বা কোনো বিভাগের ছাত্র বা ছাত্রী ইত্যাদি তথ্য এই অংশে উপস্থাপন করবেন।
  • আপনি যদি  আবদেনপত্রের সাথে কোনো কাগজপত্র যেমন, সনদপত্র, নম্বরপত্র, প্রত্যয়নপত্র, নাগরিকত্বের সদনপত্র ইত্যাদি যুক্ত করলে তা উল্লেখ করুন। এতে করে তারা আপনার সম্পর্কে ভালো ধারনা পাবে।
  •  সকল ধরনের কাগজ সংযুক্ত করে রাখবেন। চাকরীর আবেদনে প্রয়োজনীয় অন্যান্য কাগজগুলো দিতে ভুলবেন না।

চাকরির জন্য দরখাস্ত লেখার নিয়ম 

এখানে সকল নিয়ম সহকারে চাকরির জন্য দরখাস্ত লেখার সঠিক পদ্ধতি গুলো দেখানো হয়েছে। চাকরির জন্য দরখাস্ত লিখতে উপরোক্ত বিষয় গুলো খেয়াল করবেন। আরও ভালোভাবে জানতে নিচে দেওয়া চাকরির জন্য আবেদন বা দরখাস্ত টি দেখুন।

তারিখঃ যে তারিখে লিখবেন
বরাবর
___ ( যারা আপনার সিভি মূল্যায়ন করবেন তাদের নাম)
কোম্পানির নাম
ঠিকনা
বিষয়ঃ ‘(যে পদে আবেদন করবেন তার নামা)’ পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব,

সবিনয় নিবেদন এই যে, গত (এখানে তারিখ দিবেন) তারিখে (যেখানে আপনি বিজ্ঞপ্তি দেখেছেন) প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম, আপনার অধীনে ‘(যে পদে আবেদন করবেন তার নাম)’ পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদে নিয়োগ লাভে একজন আগ্রহী প্রার্থী হিসেবে মহোদয়ের সদয় বিবেচনার জন্য নিচে আমার যাবতীয় তথ্য সন্নিবেশ করলামঃ

নাম                      : আপনার নাম

পিতার নাম          : আপনার পিতার নাম

মাতার নাম          : আপনার মাতার নাম

স্থায়ী ঠিকানা       : আপনার স্থায়ী ঠিকানা

বর্তমান ঠিকানা  : আপনার বর্তমান ঠিকানা

জন্ম তারিখ         : আপনার জন্ম তারিখ

জাতীয়তা            : বাংলাদেশী

ধর্ম                       :  আপনার ধর্ম

শিক্ষাগত যোগ্যতা : আপনার সর্বচ্চ শিক্ষাগত যোগ্যতা

পরীক্ষার নাম      শাখা/বিষয়  পাশের সন    ফলাফল        বোর্ড/বিশ্ববিদ্যালয়

এস.এস.সি        মানবিক      ২০০৩         জিপিএ ৩.৯      ঢাকা ( এখানে আপনার নিজস্ব বোর্ড)

এইচ.এস.সি      মানবিক       ২০০৫        জিপিএ ৪.২৫ ঢাকা ( এখানে আপনার নিজস্ব বোর্ড)

বি.এ (সম্মান)     রাষ্ট্রবিজ্ঞান   ২০০৮         দ্বিতীয় শ্রেণী     জাতীয় বিশ্ববিদ্যালয়

এম.এ              রাষ্ট্রবিজ্ঞান   ২০০৯         দ্বিতীয় শ্রেণী     জাতীয় বিশ্ববিদ্যালয়

অভিজ্ঞতা:  পুর্বে যদি আপনার কোনো কাজের অভিজ্ঞতা থাকে এখানে দিন।

অতএব, মহোদয় সমীপে বিনীত আরজ, উল্লিখিত তথ্য সুবিবেচনাক্রমে আমাকে ‘(যে পদে আবেদন করবেন তার নাম)’ পদে নিয়োগ দান করে আমার শ্রম ও মেধা প্রয়োগের মাধ্যমে চাকরি করার সুযোগ দানে মর্জি হয়।

নিবেদক
নামঃ (আপনার নাম)
সংযুক্তিঃ
১। ছবি ২ কপি। (পাসপোর্ট সাইজ )
২।একডেমিক সকল সনদপত্রের সত্যায়ি কপি।
৩। চারিত্রিক সনদপত্র।
৪। নাগরিকত্ব সনদপত্র।

 শিক্ষক পদের জন্য আবেদন 

১৬  জুন, ২০২২।
বরাবর,
প্রধান
ঢাকা মাধ্যমিক বিদ্যালয়,
ঢাকা, মিরপুর
বিষয়: শিক্ষক পদের জন্য আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, গত ১০  জুন ২০২২ তারিখে ‘প্রথম আলো’ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি  মাধ্যমে আমি জানতে পারলাম যে, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষক নিয়োগ করা হবে। আমি আপনার এই পদপার্থি হিসেবে খুব আগ্রহী। উক্ত পদের  আমি একজন  প্রার্থী হিসেবে আমার জীবন বৃত্তান্ত ও অন্যান্য তথ্যাবলি নিম্নে লিপিবদ্ধ করা হলো।

১. নাম: _____
২. পিতার নাম: _______
৩. মাতার নাম: _____
৪. স্থায়ী ঠিকানা: গ্রাম: ______________
৫. বর্তমান ঠিকানা: ____
৬. জন্ম তারিখ: _____
৭. জাতীয়তা: বাংলাদেশী।
৮. ধর্ম: _____
৯. বৈবাহিক অবস্থা: _____
১০. শিক্ষাগত যোগ্যতা:

পরীক্ষার নাম পাসের বছর ফলাফল শাখা বোর্ড/বিশ্ববিদ্যালয়
এসএসসি ২০০৯ A+ বিজ্ঞান ঢাকা বোর্ড
এইচএসসি ২০১১ A+ বিজ্ঞান ঢাকা বোর্ড
বিএসসি (পাস) ২০১৩ ২য় বিভাগ বিজ্ঞান জাতীয় বিশ্ববিদ্যালয়
এমএসসি ২০১৫ ২য় বিভাগ রসায়ন জাতীয় বিশ্ববিদ্যালয়

১১. অভিজ্ঞতা:  আপনার কাজের পূর্বের অভিজ্ঞতা থাকলে এখানে প্রকাশ করুন।

অতএব,  মহোদয় সমীপে আপনার নিকট আমার আকুল আবেদন আমার শিক্ষাগত যোগ্যতা ও অবিজ্ঞতা বিবেচনাপূর্বক আমাকে শিক্ষক পদে নিয়োগ প্রদান করে বাধিত কররেন।

বিনীত
নামঃ _____

সংযুক্তি:
১. সার্টিফিকেট ও প্রশংসাপত্রসমূহের সত্যায়িত ফটোকপি।
২. চারিত্রিক সার্টিফিকেট ২ কপি (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত)।
৩. পার্সপোট সাইজের ২ কপি সত্যায়িত ছবি।
৪. ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার।

শেষ কথা

আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যেহেতু চাকরির জন্য আবেদন এর প্রধান ধাপ  দরখাস্ত তাই এটি খুব ভালোভাবে লেখার জন্য চেষ্টা করবেন। আশা করছি আপনারা চাকরির দরখাস্ত লেখার নিয়ম এবং নতুন পধতি দেখেনিতে পেরেছেন। এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করে দিতে পারেন। এই রকম শিক্ষা রিলেটেড আরও পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। শিক্ষা সংক্রান্ত যেকোনো ধরনের খবর ও তথ্য জানতে আমাদের ওয়েবসাইট টি ভিজিট করতে পারেন।

See More: 

ইমেইলে চাকরির আবেদন লেখার নিয়ম ও পদ্ধতি দেখেনিন

আবেদন পত্র বা দরখাস্ত লেখার নিয়ম ২০২২

এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ All board PDF File here Now

হাতের লেখা সুন্দর করার পদ্ধতি

এসএসসি পরিক্ষা ২০২২ শর্ট সিলেবাস সংগ্রহ 

আবেদন পত্র বা দরখাস্ত লেখার নিয়ম ২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *