পরিক্ষায় a+ পাওয়ার উপায়?
ছাত্র জীবনে পরিক্ষা একটি গুরুত্বপূর্ন অধ্যায়। পরিক্ষা না দিয়ে থাকলে আপনি ছাত্র হতে পারবেন না। শুধু পরিক্ষা দিলে হবে না পরিক্ষাতে ভাল রেজাল্টও করতে হবে। আর ভাল রেজাল্ট করার জন্য আপনাকে প্রচুর পড়াশুনা করতে হবে। শুধু চোখ বুঝে পড়লেই ভাল রেজাল্ট করা যায় না । ভাল রেজাল্ট করতে হলে জানতে হবে কিছু টেকনিক হতে হবে অন্যদের থেকে একটু বেশী চালাক। আজকে আমি আপনাদের পরিক্ষায় a+ পাওয়ার উপায় বলে দেব।
এম হযেছে আপনার বন্ধুর থেকে আপনি প্রচুরবেশী পড়াশুনা করেন, কিন্তু সে আপনার থেকে অনেক এগিয়ে । এমনটা কেন হয়, কেন সে আপনার থেকে ভাল রেজাল্ট করে এটা আগে বিশ্লেষন করা দরকার। আপনাকে খুজে বের করতে হবে সে কেন আপনার থেকে ভাল রেজাল্ট করে। তার মাঝে এমন কি টেকনিক আছে যেটা আপনার মাঝে নেই।পরিক্ষার হলে সে খাতায় কেমন করে লেখে ইত্যাদি জিনিস আগে জানা দরকার।
আজকে আমি আপনাদের পরিক্ষায় a+ পাওয়ার উপায় যে উপায়গুলো বলব এই উপায়গুলি যদি পরিক্ষায় খাটাতে পারেন তাহলে আপনার পরিক্ষার রেজল্টে মাজে একটু হলেও পরিবর্তন দেখবেন।
এই ভিডিওটি দেখুন। দেখলে আপনার পরিক্ষায় এ+ পেতে সহজ হবে।
কোন ভুলগুলো করলে ভাল পরিক্ষা দিলেও আপনি ফেল করবেন।
- খাতায় রোল এবং রেজি: লেখতে ভুল করলে আপনি ফেল করবেন।
- বোর্ড পরিক্ষার খাতায় অপ্রয়োজনিয় জায়গায় দাগ দিলে আপনি ফেল করবেন।
- বাংলা ইংরেজি মিক্স করে রোল এবং রেজি লেখলে।
- শুধু বাংলাতে রোল এবং রেজি: নাম্বার লেখলে।
- বোর্ড পরিক্ষার খাতায় বৃত্ত ভরাটে ভুল করলে।
- প্রয়োজনের থেকে বেশী প্রশ্নের উত্তর দিলে আপনর সঠিক প্রশ্নের উত্তর কাটা যেতে পারে । পরিক্ষায় ফেল করার জন্য এটাও একটা শক্তিশালী কারন।
- পরিক্ষার হাজিরা খাতায় সাক্ষর না করলে ফেল করবেন।
পরীক্ষায় a+ পাওয়ার উপায়
পরিক্ষার হলে এই জিনিসগুলো না নিয়ে যাবেন না।
পরিক্ষায় a+ পাওয়ার জন্য খাতায় লেখার নিয়ম
- খাতায় কালো কলম ছাড়া অন্য কোন কালারের কলম ব্যবহার করা ঠিক না।
- পরীক্ষার হলে খাতাটি পেয়ে সতর্কতার সাথে রেজিস্ট্রেশন নম্বরসহ তথ্যাদি পূরণ করে খাতা মার্জিন করে ফেলবেন।
- প্রশ্ন পাওয়ার পর ১০ মিনিট ভাল করে পড়বেন।
- তারপর যে প্রশ্নের উত্তরগুলো ভাল দিতে পারেবেন সেগুলো আগে দিবেন।
- টাইম ক্যালকেলুশন করে নিবেন যাতে সবগুলো উত্তর সমযের ভিতরে কভার করতে পারেন।
- চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব লেখার । কারন লেখার গতি কম থাকলে সকল প্রশ্নের উত্তর সময়ের ভিতরে নাও দিতে পারেন।
- পরীক্ষায় লুজ শিট নিলে তার নম্বরটি প্রথমেই মূল খাতার যথাস্থানে সতর্কতার সাথে পূরণ করে নিন। কারন পরে মনেও না থাকতে পারে।
- পরীক্ষার খাতায় চেষ্টা করবেন প্রশ্নের ধারাবাহিকতা রক্ষা করে উত্তর দিতে। এতে পরীক্ষকের খাতা দেখা সহজ হয়।এজন্য পরীক্ষক খুশি আর তিনি খুশি হলে নম্বর ভালো আসবে।
- পরীক্ষার খাতায় হাবিজাবি লিখে পৃষ্ঠা ভরবেন না।মনে রাখবেন পৃষ্ঠা গুনে নম্বর হয় না। যা চেয়েছে ও যা জানেন, তা সময়ের সঙ্গে মিল রেখে লিখুন
- পরীক্ষার খাতায় অসম্পূর্ণ উত্তরের ক্ষেত্রে বাংলা পরিক্ষার সময় অ. পৃ. দ্র. এবং ইংরেজির সময় To be continued লেখা উত্তম।
- পরীক্ষার খাতায় এক কথায় যেসব প্রশ্নের উত্তর দিতে হবে, তা যত সংক্ষেপে লেখা যায়। এখানে প্যাঁচালেই বিপদ।
- পরীক্ষার হলে সাধারণ গণিতে উত্তর শেষ হলে রিভিশন দেবেন। অনেকেরই প্লাস, মাইনাস বা ছোটখাটো ভুল করার অভ্যাস আছে।
- পরিক্ষার হলে ভাল ব্যাবহার করবেন। কারন খারাপ ব্যাবহারের জন্য কিছক্ষনের জন্য আপনার খাতা নিয়ে যেতে পারে।