জন্ম নিবন্ধন ইংরেজি করার নিয়ম জানতে আজকের পোস্ট টি সম্পূর্ণ পড়ুন। আমাদের অনেক সময় ইংরেজি জন্ম নিবন্ধনের প্রয়োজন হয়। অনেকের কাছে বাংলা অনলাইন জন্ম নিবন্ধন আছে। কিন্তু ইংরেজি জন্ম নিবন্ধন নেই। তো আজকের পোস্টে দেখানো হয়েছে কিভাবে জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করতে হয়। ইংরেজি করার জন্য আপনার বাংলা অনলাইন জন্ম নিবন্ধন টি প্রয়োজন পড়বে। যদি আপনার জন্ম নিবন্ধন টি অনলাইনে না থেকে থাকে তাহলে নতুন করে অনলাইন করবেন।
জন্মসনদ ইংরেজি করার জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করবেন। তারপর জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের জন্য আবেদন এই পেজ টিতে প্রবেশ করবেন। এক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন নাম্বার, জন্মসাল এই দুইটি ডকুমেন্ট প্রয়জন হবে। তো নিচে বিস্তারিত বলা হয়েছে এবং নিয়ম গুলো ধাপে ধাপে দেখানো হয়েছে। তো চলুন পোস্ট টি শুরু করা এক।
নতুন জন্ম নিবন্ধন আবেদন
যদি আপনাদের বাংলা জন্ম নিবন্ধন টি অনলাইনে না থাকে সেক্ষেত্রে ইংরেজিতে পরিণত করতে পারবেন না। এজন্য নতুন করে আবেদনের মাধ্যমে জন্ম নিবন্ধন বানাতে হবে। আগের সময়ে জন্ম নিবন্ধন অফলাইনে করা হতো। কিন্তু বর্তমান সময়ে অনলানের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে আপনার জন্য নির্ভুল জন্ম নিবন্ধন তৈরি কারতে পারবেন। তবে আপনি যদি আবেদন পত্রে আপনার কোনো ভুল তথ্য প্রদান করেন, তাহলে আপনার নতুন জন্ম নিবন্ধন টি সেই তথ্য অনুযায়ী তৈরি হবে। তাই বাংলা এবং ইংরেজিতে সঠিক ভাবে নাম, ঠিকানা ও বিভিন্ন তথ্য দিবেন।
আবেদন করুন
জন্ম নিবন্ধন চেক করার নিয়ম
অনেকের জন্ম নিবন্ধন অনলাইনে থাকলেও সে জানে না। তারকারন জন্ম নিবন্ধন টি অনলাইন থেকে চেক করেনি। তাই আপনি যদি না জেনে থাকেন, তাহলে প্রথমে চেক করে নিবেন। যেভাবে চেক করতে হয় তা নিচে দেখানো হয়েছে দেখেনিন।
- গুগল থেকে https://bdris.gov.bd/br/correction – জন্ম নিবন্ধন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন।
- আপনার জন্ম নিবন্ধনের নাম্বার লিখুন
- এখন আপনার জন্মসাল লিখুন। প্রথমে দিন, তারপর মাস ও তারপর বছর লিখবেন।
- এরপর অনুসন্ধান বাটনে ক্লিক করবেন।
- যদি আপনার জন্ম নিবন্ধন টি অনলাইনে থাকে তাহলে আপনাকে নিচে আপনার নাম, পিতামাতার নাম ও জন্মসাল দেখাবে। অনলাইনে না থাকলে কোনো প্রকার তথ্য দেখাবে না।
জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার নিয়ম
জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার জন্য bdris এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে আপনার জন্ম নিবন্ধন সার্চ করতে হবে। এরপর জন্ম তথ্য সংশোধন এখানে একটি ফর্ম পুরন করতে হবে। আবেদন পত্রে আপনার নাম, পিতা-মাতার নাম, থিয়াকান ইত্যাদি যেভাবে আছে ঠিক সেভাবে ইংরেজিতে লিখে দিতে হবে। নিচে আপনাদের কে ধাপে ধাপে নিয়ম দেখানো হয়েছে দেখেনিন।
অনলাইন জন্ম নিবন্ধন ইংরেজি করার নিয়ম
এখানে আপনাদের কে জন্ম নিবন্ধন ইংরেজি করার নিয়ম দেখানো হয়েছে। আমাদের দেখানো নিয়ম গুলো আপনারা সঠিক ভাবে ফলো করুন। আবেদন করার সময় পিতা-মাতার ভোটার আইডি, আপনার স্কুল সার্টিফিকেট, বাসার টাস্ক রশিদ ইত্যাদি কাছে রাখবেন। নিচে নিয়ম টি দেখানো হয়েছে দেখুন।
- জন্ম তথ্য সংশোধনের আবেদন এখানে প্রবেশ করুন।
- জন্ম নিবন্ধন নাম্বার ও জন্মসাল দিয়ে সার্চ করুন।
- নির্বাচন বাটনে ক্লিক করুন এবং কনফার্ম এ চাপ দিন।
- আপনার ঠিকানা বেছেনিন।
- নামের প্রথম অংশ ও শেষ অংশ বাংলা এবং ইংরেজিতে লিখুন। ইংরেজির ক্ষেত্রে সকল অক্ষর বড় হাতের লিখবেন। নাম গুলো সার্টিফিকেট অনুযায়ী লিখবেন। জেনো কোনো ভুল না হয় সেদিকে খেয়াল রাখবেন।
- আপনার সার্টিফিকেট অনুযায়ী জন্মসাল লিখুন।
- লিঙ্গ নির্ধারন করুন।
- পিতা-মাতার কততম সন্তান তা লিখুন।
- এখন আপনার জন্মস্থান এর সকল তথ্য লিখুন।
- আপনার দেশ নির্বাচন করুন। এখানে আপনি বাংলাদেশি হলে বাংলাদেশ সিলেক্ট করুন।
- ডাকঘর বাংলা এবং ইংরেজিতে লিখুন। ইংরেজিতে লিখার জন্য বড় হাতের লিখতে হবে।
- গ্রাম/ পাড়া/ মহল্লাহ বাংলা এবং ইংরেজিতে লিখুন।
- বাসা এবং সড়ক নাম্বার বাংলা এবং ইংরেজিতে লিখুন।
- এরপর পরবর্তিতে ক্লিক করুন।
- এখন আপনারা নতুন একটি পেজে চলে যাবেন। এখানে যে আবেদন করছে তা সিলেক্ট করুন (নিজ)
- আবেদন কারির নাম লিখুন।
- একটি মোবাইল নাম্বার দিন।
- একটি ইমেইল নাম্বার দিন ( না দিলেও চলবে)
- আবার পরবর্তিতে ক্লিক করুন।
- এখন আপনি আবেদন পত্র টি প্রিন্ট করে বের করেনিন।
আবেদন পত্র প্রিন্ট করার নিয়ম
আশা করছি আপনারা যেভাবে আবেদন করবেন তা বুঝতে পেরেছেন। এই আবেদন টি এখন আপনাকে ইউনিয়ন পরিষদে/ পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসে জমা দিতে হবে। তাই আপনার আবেদন পত্র টি প্রিন্ট করতে হবে। আবেদন পত্র নিচের দেখানো নিয়ম অনুযায়ী প্রিন্ট করে নিবেন।
- আবেদন পত্রে একটি আইডি নাম্বার থাকবে। তাই কাগজ টি প্রিন্ট করার সময় উপরের এবং নিচের অংশ টি রাখতে হবে।
- Paper সাইজ সিলেক্ট করুন।
- Paper Sheet নির্বাচন করুন।
- Margin/ Scale দিন। এটি Default রাখতেও পারেন।
- Header ও Footer অপশনে টিক মার্ক দিন।
- কীবোর্ড থেকে Ctrl+ Shift+P চাপ দিন অথবা নিচের print বাটনে ক্লিক করে প্রিন্ট করুন।
ইংরেজি জন্ম নিবন্ধন কবে পাবেন
জমা দেওয়ার কিছু দিন পর আপনারা নতুন করে জন্ম নিবন্ধন টি পেয়ে যাবেন। আপনার এই আবেদন পত্র টি আপ্রুভ হতে কিছু দিন সময় লাগবে। এই কাজ গুলো আপনার ইউনিয়ন পরিষদে/ পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসের উপর নির্ভর করবে। আর আপনি চাইলে আপনার আবেদন টিআপ্রুভ হয়েছে কিনা তা চেক করতে পারবেন। নিচে চেক করার নিয়ম টি আপনাদের দেখানো হয়েছে দেখেনিবেন। ইউনিয়ন পরিষদে/ পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিস থেকে আপনারা ইংরেজি জন্ম নিবন্ধন সংগ্রহ করতে পারবেন।
জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করার নিয়ম
এখন আপনাদের কে অনলাইন থেকে জন্ম নিবন্ধন সংগ্রহ করার নিয়ম দেখাবো। আশা করছি আপনাদের জন্ম নিবন্ধন টি অনলাইনে আছে কিনা তা চেক করেছেন। যদি না করে থাকেন তাহলে উপরের নিয়ম দেখে প্রথমে জন্ম সনদ অনলাইন থেকে চেক করে নিন। যাই হোক নিচে থেকে জন্ম নিবন্ধন সংগ্রহ করার নিয়ম দেখেনিন।
- প্রথমে মোবাইল কে desktop site করে নিন।
- আপনারা গুগল থেকে Birth and Death Verification – জন্ম নিবন্ধন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন.
- আপনার জন্ম নিবন্ধনের নাম্বার লিখুন
- এখন আপনার জন্মসাল লিখুন। প্রথমে বছর তারপর মাস ও তারপর দিন লিখবেন।
- একটি ক্যাপচা কোড দেওয়া থাকবে সেটি লিখবেন।
- সার্চ বাটনে ক্লিক করবেন।
- এরপর উপরের দিকে 3 menu এ ক্লিক করুন।
- এরপর আপনারা শেয়ার অপশনে ক্লিক করুন।
- এখন প্রিন্ট নামে একটি অপশন পাবেন সেখানে শেয়ার করুন।
- এখন save as pdf সিলেক্ট করে পিডিএফ সংগ্রহ করে নিবেন।
- প্রিন্ট করার জন্য ফাইল টি পিসিতে নিয়ে প্রিন্ট করবেন।
বাংলা ও ইংরেজি জন্ম নিবন্ধন সংশোধন
অনেকের জন্ম নিবন্ধন অনলাইনে থাকলেও অনেক ধরনের তথ্য ভুল থাকে। যদি আপনার জন্ম নিবন্ধনে আপনার নাম বা বাবা-মায়ের নাম ভুল থাকে তাহলে তা অনলাইন থেকে সংশোধন করে নিবেন। এজন্য আপনাকে আবেদন করে নিতে হবে। যদি আপনার জন্ম নিবন্ধন ভুল তথ্য সংশোধন না করেন তাহলে আপনার জন্ম সনদ টি কোনো কাজেই আসবে না। তাই এই তথ্য গুলো সংশোধন করার জন্য bdris এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে জন্ম নিবন্ধন অনলাইন থেকে সংশোধনের জন্য আবেদন করবেন।
bdris.gov.bd
শেষ কথা
আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এই পোস্ট থেকে আপনারা জন্ম নিবন্ধন ইংরেজি করার নিয়ম অনলাইনে করার নিয়ম জানতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। যেকোনো ধরনের সমস্যার সমাধান জানতে আমাদের ওয়েবসাইট টি ভিজিট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।
See More:
জন্ম তথ্য সংশোধন এর জন্য আবেদন অনলাইনে
স্মার্ট কার্ড চেক করার নিয়ম অনলাইনে মোবাইল দিয়ে।। Smart card Check 2022