ইমেইলে চাকরির আবেদন লেখার নিয়ম ও পদ্ধতি দেখেনিন

ইমেইলে চাকরির আবেদন লেখার নিয়ম ও পদ্ধতি  জানতে এই পোস্ট দেখুন। চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে সিভি লিখতে হয়। বর্তমান সময়ে চাকরির সার্কুলার দিলে এই সিভি তে সকল ধরনের তথ্যর মাধ্যমে আবেদন পাঠতে হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ইমেইলে চাকরির জন্য আবেদন করতে হয়। এই ইমেইলে চাকরির আবেদন করতে কিছু নিয়ম কানুন রয়েছে। যার কারণে আপনারা ইমেইলে চাকরির আবেদন করতে পারেন না।

তাই আজকের এই পোস্টে আপনাদের কে দেখানো হয়েছে যেভাবে খুব সহজে ইমেইলে চাকরির আবেদন করবেন। আশা করছি আমাদের এই পোস্ট টি সম্পূর্ণ পড়লে আপনারা নিজেই ইমেইলে চাকরির আবেদন পাথাতে পারবেন। তো আর দেরি না করে আজকের পোস্ট থেকে আপনার মূল্যবান তথ্য গুলো জেনেনিন। এবং ইমেইলে চাকরির আবেদন লেখার পদ্ধতি ও নিয়ম গুলো দেখুন।

ইমেইলে চাকরির আবেদন করার নিয়ম

এখানে ইমেইলে চাকরির আবেদন করার সকল নিয়ম দেওয়া আছে। আপনারা হয়তো ইমেইলে চাকরির আবেদনের নিয়ম না জেনে আবেদন করে থাকেন। তো এখানে নিয়ম গুলো পেয়ে যাবেন। ইমেইলে চাকরির আবেদন নিয়ম জানতে নিচের অংশ টি ভালো ভাবে পড়ুন।

  • আমরা অনেকে আছি যারা ইমেইলে ফাইল বা সিভি এটাচ না  করে ইমেইলে সরাসরি   CV মেইল এর মাধ্যমে পাঠিয়ে দেই। এই পদ্ধতি টি সম্পূর্ণ ভুল।  তাই আপনাকে এই ভুল গুলো এড়িয়ে চলে হবে। এই ভুল করতে না চাইলে প্রথমে ফাইলটি  আপলোড করে নিবেন তারপর Subject Line টি লিখবেন।
  • ইমেইল লেখার জন্য একটি বডি পারত রয়েছে আশা করছি আপনারা সবাই এটা জানেন।  ইমেইলের বডি পার্টের শুরুতে আমরা সাধারণত Dear Sir/Madam লিখে থাকি। তাই এগুলো না লিখে  আপনি “Respected Concern” বা “Hiring Authority” লেখার জন্য চেষ্টা করবেন।
  • ইমেইলে সিভি পাঠতে হলে সেটাকে পিডিএফ এ ফাইল না বানিয়ে সরা সরি পাঠিয়ে দেই। তাই এ কাজ টি না করে প্রথমে আপনারা  সিভি অবশ্যই পিডিএফ ফরম্যাটে করে নিবেন।  সিভি লেখার সময় সুন্দর ভাবে লিখবেন। যাতে করে এটি ইমেইলে পাঠালে এর সঠিক লেয়াউট বজায় থাকে।
  • CV/Resume ফাইলের নাম সব সময় নিজের নামে সেভ করে রাখবেন । যাতে করে তাদের বুঝতে সুবিধা হয় সিভি টা আপনার চাকরির আবেদন এর ফাইল।
  • আপনারা যে ইমেইল আইডি দিয়ে সিভি পাঠাবেন চেষ্টা করবেন এটা আপনার নিজের বা ব্যাক্তিগত দিয়ে পাঠানোর জন্য। এমন কোনো ইমেইল আইডি ব্যবহার করবেন বা যে এটা দেখে মনে হয় একটি ফেক আইডি।
  • ইমেইল এর একটি সাবজেক্ট অংশ রয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে এই অংশ টি অনেকে পূর্ণ না করেই সিভি লিখে। চেষ্টা করবেন এই অংশ টি পূর্ণ করে দেওয়ার। এই অংশ আপনারা আপনার চাকরির বিষয় বা যে কাজের উপর আপনি চাকরির জন্য আবেদন করতেছেন এই অংশ টি লিখে দেওয়ার।
  • আপনারা এই সিভিতে সুন্দর একটি ছবি যোগ করে দিবেন। এই ছবিটি পিছনে এক কালার ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করার মত কোনো ছবি এই ইমেইল ফাইলে সংযুক্ত করবেন না।

ইমেইলে চাকরির আবেদন লেখার পদ্ধতি

এমেইলে চাকরির আবেদন করতে হলে আপনাকে কিছু পদ্ধতি গুলো মেনে চলতে হবে। আপনারা এই পদ্ধতি গুলো হয়তো অনেকে জানেন না। তাই এখানে আপনাদের সাথে ইমেইলে চাকরির আবেদন লেখার নিয়ম ও পদ্ধতি গুলো সরাসরি দেখানো হয়েছে। নিচে থেকে দেখেনিতে পারেন।

তারিখঃ  ___- যে তারিখে সিভি লিখতেছেন
বরাবর
মহাপরিচালক ( যার কাছে সিভি পাঠাতে চান)
প্রাথমিক ও গনশিক্ষা অধিদপ্তর
ঢাকা
বিষয়ঃ  এখানে আপনার চাকরির বিষয় উল্লেখ করুন

জনাব,

সবিনয় নিবেদন এই যে, গত  _____  দৈনিক যুগান্তর ‘ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, আপনার অধীনে সহকারি শিক্ষক পদে কিছু লোক নিয়োগ করা হবে।

আমি উক্ত পদের একজন প্রার্থী হয়ে আপনার কাছে বিবেচনার জন্য নিচে আমার জীবন বৃত্তান্ত তুলে ধরলাম।

  1. নামঃ ……………………………………………
  2. পিতার নামঃ………………………………..
  3. মাতার নামঃ ……………………………….
  4. স্থায়ী ঠিকানাঃ ……………………………
  5. বর্তমান ঠিকানাঃ……………………….
  6. জন্ম তারিখঃ……………………………….
  7. ধর্মঃ………………………………………………..

8.শিক্ষাগত যোগ্যতা

পরীক্ষার নাম পাশের সাল সিজিপিএ শিক্ষাবোর্ড/ বিশ্ববিদ্যালয়
এস এস সি ———- ———- ———-
এইস, এস সি ———- —– —– ———-
বি এ ———- ———- ———-
এম এ ———- —– —– ———-

9.অভিজ্ঞতা

এখানে আপনার চাকরির কোনো অভিজ্ঞতা থাকলে প্রকাশ করুন।

বিনীত নিবেদক

নামঃ
ঠিকানাঃ
যোগাযোগ নাম্বারঃ

আরও জানতে এখানে ক্লিক করুন চাকরির জন্য সিভি লেখার নিয়ম

শেষ কথা

 যেহেতু চাকরির জন্য আবেদন এর প্রধান ধাপ হচ্ছে সিভি তাই এটি ইমেইলে লিখেন আর যেভাবে লিখেন সুন্দর করে লেখার চেষ্টা করবেন। আশা করছি আপনারা  ইমেইলে চাকরির আবেদন লেখার নিয়ম ও পদ্ধতি দেখেনিন দেখেনিতে পেরেছেন। এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করে দিতে পারেন। এই রকম শিক্ষা রিলেটেড আরও পোস্ট পেতে আমাদের সাথে থাকবেন। শিক্ষা সংক্রান্ত যেকোনো ধরনের খবর ও তথ্য জানতে আমাদের ওয়েবসাইট টি ভিজিট করতে পারেন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

See More: 

আবেদন পত্র বা দরখাস্ত লেখার নিয়ম ২০২২

এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ All board PDF File here Now

হাতের লেখা সুন্দর করার পদ্ধতি

এসএসসি পরিক্ষা ২০২২ শর্ট সিলেবাস সংগ্রহ 

চাকরির জন্য সিভি লেখার নিয়ম ইংরেজিতে (Job CV)

আবেদন পত্র বা দরখাস্ত লেখার নিয়ম ২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *