হাতের লেখা সুন্দর করার পদ্ধতি

হাতের লেখা সুন্দর করার পদ্ধতি

হাতের লেখা সুন্দর করার পদ্ধতি : কম্পিউটার এবং ইলেকট্রনিক ডিভাইসে লেখার মাধ্যমে কাগজের প্রচলন বেড়ে যাওয়ায় অনেকের  হাতের লেখার প্রতি আগ্রহ কমে গেছে।  যার ফলে বর্তমানে ছাত্র ছাত্রী ছাড়াও বিভিন্ন দেশের মানুষের হাতের লেখা তুলনামূলকভাবে খারাপ হয়।  তবে যারা চেষ্টা করেন হাতের লেখার মন ভালো করতে কিন্তু পারতেছেন না তাদের জন্য আজকের এই আলোচনা।

 

হাতের লেখা সুন্দর করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু নামী দামী প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীদেরকে  কয়েকটি পরামর্শ দিয়েছেন।  সেই পরামর্শগুলো আপনাদের মাঝে  তুলে ধরা হলো। 

 

সঠিক উপাদান নির্ধারণ করা :

অনেকেই মনে করেন  হাতের লেখা সুন্দর হওয়ার জন্য ভালো মানের ফাউন্টেন পেন কলম থাকা জরুরি।  আসলে হাতের লেখা সুন্দরের জন্য তেমন কোনো বিশেষ কলাম এর দরকার হয়না আপনি সাধারণ বল পয়েন্ট কলম অথবা পেন্সিল ব্যবহার করেই সুন্দর হাতের লেখা লিখতে পারেন। 

 লেখার সময় কাগজের উপরে বেশি চাপ প্রয়োগ না করে স্বাভাবিক ভাবে লেখার চেষ্টা করবেন এবং লেখার কাগজ হিসেবে যেকোনো নোটবুক ব্যবহার করা যেতে পারে। 

 

হাত এবং কবজি নমনীয় করা :

অনেক ছাত্র-ছাত্রী বা লেখকের আছে যারা একটানা অনেকদিন লেখা থেকে বিরত  থাকে যদি এই অবস্থা হয় তাহলে হাতের ভিতর জনতা এসে যায়। 

 

এই সরকার কারণে হঠাৎ করে কোন কিছু লিখতে গেলে সেটা সুন্দর হয় না তাই সবসময়ই চেষ্টা করতে হবে কোনো না কোনো ভাবে লেখা চালিয়ে যাওয়া। 

 

 লেখা শুরু করার আগে আপনার হাত হালকা করে নিবেন এবং হাতের কব্জিতে প্রয়োজনে মুচরানুর  মাধ্যমে জড়তা দূর করার চেষ্টা করবেন। 

 

কলম ধরা : 

সুন্দর হাতের লেখা লেখার জন্য কলম আর পেন্সিল ধরা নির্দিষ্ট কোন নিয়ম নাই।  আপনি যেভাবে হাত দিয়ে কলম ধরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন সেভাবেই ধরতে পারেন। 

 

তবে অনেকেই আছে কলমের গোড়ার দিকে ধরে হাতের লেখা সুন্দর করার চেষ্টা করে এবং খাতার ভিতরে অনেক চাপ প্রয়োগ করেন এটা যেমন ঠিক নয় কারণ এতটা চাপ প্রয়োগ করার  ফলে লেখার মান নষ্ট হয়

 

এক্ষেত্রে ছোট বাচ্চারা অনেক সময়  কলমের একদম নিচের দিকে দৌড়ে লেখার চেষ্টা করে থাকেন  তাদের প্রাথমিক অবস্থায় এভাবে লেখা উচিত। 

 

অঙ্গবিন্যাস ঠিক করা

হাতের লেখা সুন্দর হওয়ার ক্ষেত্রে আপনার বসার ধরন চাও ভালো হওয়া উচিত।  লেখার সময় আপনি যে হাত দিয়ে লিখবেন তার বিপরীত হাত দিয়ে ভালোভাবে খাতাটা ধরে নিবেন তাতে করে লেখার হাত  খুব সহজেই কোন ধরনের জনতা ছাড়া লিখতে পারবে। 

 

আপনার অভ্যস্থ যেকোনো হাত দিয়েই হাতের লেখা সুন্দর করতে পারবেন। 

লেখার মান সুন্দর করার জন্য চেয়ারে বসে টেবিলের উপর বসে   টেবিলে খাবার রেখে  লিখলে সবচেয়ে ভালো হয়। 

 

তুলনামূলক ধীরগতি অবলম্বন করা :

 

বেশিরভাগ মানুষই হাতের লেখা লেখার সময় খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করেন।  তবে মনে রাখতে হবে হাতের লেখা কোন দৌড় প্রতিযোগিতা নয়।

 

তাই প্রথম অবস্থায় হাতের লেখা সুন্দর করার জন্য আপনি প্রত্যেকটা অক্ষরের ওপর গুরুত্ব দেবেন এবং অক্ষরগুলোকে পূর্ণাঙ্গ ভাবে সুন্দর স্পষ্ট ভাবে লিখেন। 

 

প্রত্যেকটা অক্ষরকে তার নিজের চেহারার  পূর্ণাঙ্গ রূপ প্রকাশ করুন। 

 

অক্ষর সুন্দর করার জন্য প্রথম অবস্থায় আপনি বড় বড় করে লিখতে পারেন।  প্রথম অবস্থায় ধীর গতির মাধ্যমে সুন্দর ভাবে লেখে পরবর্তীতে আস্তে আস্তে স্বাভাবিক স্টাইলে লিখতে পারবেন। 

 

 হাতের লেখা সুন্দর করার কৌশল

 

  1. সব সময় স্পষ্ট ভাবে লিখতে হবে যাতে প্রত্যেকটা অক্ষর বোঝা যায়। 
  2.  প্রত্যেকটা লাইন সোজা করে লিখতে হবে। 
  3.   বেশি বানান ভুলের কারণে অনেক কাটাকাটি হয় যা লেখার মান নষ্ট করে। 
  4.  যার হাতের লেখা ভালো প্রয়োজনে তার কাছ থেকে হেল্প নিতে পারেন। 
  5.    লেখার সময় প্রয়োজনীয়  বর্ণের উপরে সঠিকভাবে মাত্রা দিতে হবে। 

 

নিয়মিত অনুশীলন/হাতের লেখা সুন্দর করার পদ্ধতি

হাতের লেখা সুন্দর রাখতে অবশ্যই নিয়মিত অনুশীলন করতে হবে আর একজন ছাত্রের জন্য নিয়মিত লেখা চালিয়ে যাওয়া বাড়তি কোনো কাজ নয়।  তাই উপরোক্ত নিয়ম মানার মাধ্যমে আপনি যত বেশি অনুশীলন করবেন তত বেশি লেখার মান ভালো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *