বিদ্রোহী কবিতার mcq প্রশ্নের উত্তর সংগ্রহ করতে এই পোস্ট টি সম্পূর্ণ পড়ুন। অনেক সময় পরীক্ষার প্রশ্নে বিদ্রোহী কবিতা থেকে জটিল কিছু mcq বা বহুনির্বাচনি প্রশ্ন করা হয়। যেগুলো অনেক শিক্ষার্থীরা সঠিক উত্তর গুলো পারে না। তাই গুগল থেকে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্ন গুলো অনুশীলন করতে চায়। তো আপনাদের জন্য আমরা সেরা কিছু mcq তৈরি করেছি, যেগুলো পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।
আপনি যদি পরীক্ষার জন্য বহুনির্বাচনি প্রশ্ন উত্তর জানতে চান তাহলে আমাদের দেওয়া এই প্রশ্ন গুলো দেখেনিতে পারেন। বহুনির্বাচনি গুলো নিচের দিকে সঠিক উত্তর সহকারে দেওয়া আছে। আর এগুলো পিদিএফ আপনারা এই পোস্ট থেকে সংগ্রহ করতে পারবেন। এজন্য আজকের পোস্ট টি সম্পূর্ণ পড়ুন এবং আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন। তো চলুন আজকের পোস্ট টি শুরু করা যাক।
বিদ্রোহী কবিতার mcq
যেগুলো পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ আজকের পোস্টে সেগুলো দেওয়া আছে। এই প্রশ্ন গুলো অনুশীলন করার মাধ্যমে আপনারা অনেক জটিল জটিল mcq গুলো খুব সহজে উত্তর করতে পারবেন। নিচে আপনাদের জন্য mcq ও বহুনির্বাচনি প্রশ্ন উত্তর দেওয়া আছে দেখেনিন।
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত এক অকুতোভয় নেতা ছিলেন। নানা জেল-জুলুম-অত্যাচার সহ্য করে তিনি জাতিকে স্বাধীনতা এনে দিতে সক্ষম হন।
১. জাতির জনকের মধ্যে ‘বিদ্রোহী’ কবিতার কোন দিকটি প্রতিফলিত?
i. বিদ্রোহ
ii. স্বদেশ প্রেম
iii. নেতৃত্ব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ক. i ও ii
২. প্রকাশিত দিক/দিকগুলি কোন পঙ্ক্তিতে পাওয়া যায়?
ক. আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্ণিশ
খ. আমি পথিক কবির গভীর রাগিণী, বেণু-বীণে গান গাওয়া
গ. আমি রুষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া
ঘ. আমি চির-বিদ্রোহী বীর— বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির
উত্তরঃ ক. আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্ণিশ
৩. ‘বিদ্রোহী’ কবিতায় কবি কার বুকের ক্রন্দন-শ্বাস?
ক. বঞ্চিতের
খ. পরশুরামের
গ. বিধবার
ঘ. ইস্রাফিলের
উত্তরঃ গ. বিধবার
৪. ‘একহাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য’— এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তাটি প্রকাশ পেয়েছে?
ক. প্রেম ও দ্রোহ
খ. বিদ্রোহী ও অত্যাচারিত
গ. বিদ্রোহী ও বংশীবাদক
ঘ. বিদ্রোহী ও বীরযোদ্ধা
উত্তরঃ ক. প্রেম ও দ্রোহ
৫. কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৬১
খ. ১৮৭৬
গ. ১৮৯৯
ঘ. ১৯০৯
উত্তরঃ গ. ১৮৯৯
৬. বাংলাদেশের জাতীয় কবি কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. জীবনানন্দ দাশ
ঘ. জসীমউদ্দীন
উত্তরঃ খ. কাজী নজরুল ইসলাম
৭. বাঙালি পল্টন ভেঙে গেলে নজরুল কোথায় আসেন?
ক. ঢাকায়
খ. ময়মনসিংহে
গ. কলকাতায়
ঘ. বীরভূমে
উত্তরঃ গ. কলকাতায়
৮. কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়?
ক. ১৯১৭
খ. ১৯১৬
গ. ১৯২০
ঘ. ১৯০৯
উত্তরঃ গ. ১৯২০
৯. কাজী নজরুল ইসলামকে ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত করে কে?
ক. ভারত সরকার
খ. বাংলাদেশ সরকার
গ. ব্রিটিশ সরকার
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়
উত্তরঃ ক. ভারত সরকার
১০. কবি বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করার পরে কোন পদে উন্নীত হন?
ক. নায়েক
খ. হাবিলদার
গ. ল্যান্সনায়েক
ঘ. লেফটেন্যান্ট
উত্তরঃ খ. হাবিলদার
১১. কবির পরিবার চরম দারিদ্র্যে পতিত হয় কেন?
ক. কবির পিতার মৃত্যু হওয়ায়
খ. কবির মাতার মৃত্যু হওয়ায়
গ. কবির জমিজমা না থাকায়
ঘ. কবি বেকার থাকায়
উত্তরঃ ক. কবির পিতার মৃত্যু হওয়ায়
১২. কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত হন?
ক. ১৯৭০
খ. ১৯৬০
গ. ১৯২০
ঘ. ১৯৮০
উত্তরঃ খ. ১৯৬০
১৩. কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোনটি?
ক. ভারতের হুগলি
খ. ভারতের আসাম
গ. ভারতের মুর্শিদাবাদ
ঘ. ভারতের পশ্চিমবঙ্গ
উত্তরঃ ঘ. ভারতের পশ্চিমবঙ্গ
১৪. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে পিতাকে হারান?
ক. ছয় বছর
খ. আট বছর
গ. সাত বছর
ঘ. দশ বছর
উত্তরঃ খ. আট বছর
১৫. নজরুল কোন যুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগ দেন?
ক. প্রথম বিশ্বযুদ্ধ
খ. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
গ. ভারত-পাকিস্তান যুদ্ধ
ঘ. মুক্তিযুদ্ধ
উত্তরঃ ক. প্রথম বিশ্বযুদ্ধ
১৬. কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন?
ক. ১৯১৭
খ. ১৯১৬
গ. ১৯৯৯
ঘ. ১৯০৯
উত্তরঃ ক. ১৯১৭
১৭. কবি কখন নিম্ন প্রাইমারি পাশ করেন?
ক. ১৮৬১
খ. ১৩১৬
গ. ১৮৯৯
ঘ. ১২০৯
উত্তরঃ খ. ১৩১৬
১৮. লেটোর দলে যোগ দিয়ে নজরুল দলের জন্য কী রচনা করেন?
ক. নাটক
খ. কবিতা
গ. পালাগান
ঘ. উপন্যাস
উত্তরঃ গ. পালাগান
১৯. কাজী নজরুল ইসলাম কোথায় যোগদানের মাধ্যমে সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন?
ক. গ্রামের মক্তবে
খ. লেটোর দলে
গ. সেনাবাহিনীতে
ঘ. সাহিত্য পত্রিকায়
উত্তরঃ খ. লেটোর দলে
২০. কাজী নজরুল ইসলাম কোথায় শিক্ষকতা করেন?
ক. গ্রামের পাঠশালায়
খ. গ্রামের মক্তবে
গ. গ্রামের কলেজে
ঘ. গ্রামের স্কুলে
উত্তরঃ খ. গ্রামের মক্তবে
বিদ্রোহী কবিতার mcq প্রশ্নের উত্তর
২১. কখন কাজী নজরুল ইসলামের কবিখ্যাতি ছড়িয়ে পড়ে?
ক. ‘বিদ্রোহী’ কবিতা লেখার পর
খ. ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশিত হওয়ার পর
গ. পত্রিকার সম্পাদক হওয়ার পর
ঘ. ‘অগ্নি-বীণা’ কাব্যগ্রন্থ লেখার পর
উত্তরঃ খ. ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশিত হওয়ার পর
২২. ‘সাম্যবাদী’ কোন ধরনের সাহিত্যকর্ম?
ক উপন্যাস
খ. নাটক
গ. ভ্রমণকাহিনি
ঘ. কাব্যগ্রন্থ
উত্তরঃ ঘ. কাব্যগ্রন্থ
২৩. বারো বছর বয়সে কবি কোথায় যোগ দেন?
ক. চাকরিতে
খ. লেটোর দলে
গ. রুটির দোকানে
ঘ. সেনাবাহিনীতে
উত্তরঃ খ. গ্রামের মক্তবে
২৪. ‘বিদ্রোহী’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক. বিজলী
খ. লাঙ্গল
গ. নবযুগ
ঘ. ধূমকেতু
উত্তরঃ ক. বিজলী
২৫. ‘বিদ্রোহী’ কবিতায় ‘ইস্রাফিলের শিঙ্গার মহা হুংকার’ দ্বারা নিচের কোনটিকে বোঝানো হয়েছে?
ক. তীব্র আর্তনাদ
খ. ধ্বংসের
গ. নতুনের আগমন
ঘ. সৃষ্টির
উত্তরঃ খ. ধ্বংসের
২৬. কবিতায় বীরকে চির উন্নত মম শির বলার কারণ কী?
ক. সমাজে ঊর্ধ্ব অবস্থান বোঝাতে
খ. বীর যোদ্ধা বলে
গ. প্রতিবাদে অবিচল বোঝাতে
ঘ. প্রতিবাদে উন্নত বোঝাতে
উত্তরঃ গ. প্রতিবাদে অবিচল বোঝাতে
২৭. কবিতায় ইন্দ্রের স্ত্রীর নাম কী ছিল?
ক. সীতা
খ. উর্মিলা
গ. প্রমিলা
ঘ. ইন্দ্রাণী
উত্তরঃ ঘ. ইন্দ্রাণী
২৮. বিদ্রোহী’ কবিতার শেষে ধ্বনিত কবির শেষ ইচ্ছা কী?
ক. সাম্যবাদ
খ. মানবমুক্তি
গ. অত্যাচারীর অত্যাচারের অবসান
ঘ. মজলুমের সাহায্য
উত্তরঃ গ. অত্যাচারীর অত্যাচারের অবসান
২৯. কবিতায় কবি নিজেকে কোন বায়ু বলেছেন?
ক. উত্তরের
খ. দক্ষিণের
গ. পূর্বের
ঘ. পশ্চিমের
উত্তরঃ ক. উত্তরের
বিদ্রোহী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন
অনেকে বিদ্রোহী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন অনুশীলন করতে চায়। তাই তাদের জন্য এখানে বহুনির্বাচনি প্রশ্ন গুলো দেওয়া আছে। আপনারা যারা যারা বিদ্রোহী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন গুলো সংগ্রহ করতে চান তারা নিচে থেকে সংগ্রহ করেনিন।
১৫. গ্রামের মক্তবে নজরুল ইসলাম কত বছর শিক্ষকতা করেন?
ক. ১ বছর
খ. ২ বছর
গ. ৩ বছর
ঘ. ৫ বছর
উত্তরঃ ক. ১ বছর
১৬. এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য’—এখানে নজরুল ইসলামের কোন দিক প্রকাশ পেয়েছে?
ক. প্রেম ও দ্রোহ
খ. বিদ্রোহী ও বংশীবাদক
গ. বিদ্রোহী ও অত্যাচারিত
ঘ. বিদ্রোহী ও বীর যোদ্ধা
উত্তরঃ ক. প্রেম ও দ্রোহ
১৭. কবিতায় বিদ্রোহী কে?
ক. কবি নিজেই
খ. মহাদেব
গ. মজলুম
ঘ. চেঙ্গিস খান
উত্তরঃ ক. কবি নিজেই
১৮. ‘বিদ্রোহী’ কবিতার শেষে ধ্বনিত কবির শেষ কাম্য কী?
ক. সাম্যবাদ
খ. মানবমুক্তি
গ. অত্যাচারীর অত্যাচারের অবসান
ঘ. মজলুমের সাহায্য
উত্তরঃ গ. অত্যাচারীর অত্যাচারের অবসান
১৯. শিব কে ধূর্জটি বলার কারণ কী?
ক. কপালে আগুন বলে
খ. শ্মশানে থাকে বলে
গ. সিদ্ধি খায় বলে
ঘ. ধূম্ররূপী জট বলে
উত্তরঃ ঘ. ধূম্ররূপী জট বলে
২০. ‘আমি ইস্রাফিলের শিঙ্গার মহা হুংকার।’ এখানে ‘ইস্রাফিলের শিঙ্গার’ সঙ্গে কোন ধর্মের সম্পর্ক বিদ্যমান?
ক. ইসলাম
খ. হিন্দু
গ. বৌদ্ধ
ঘ. খ্রিষ্ট
উত্তরঃ ক. ইসলাম
২১. কবিতায় কবি নিজেকে কার বাঁশরী বলেছেন?
ক. রাখালের
খ. অর্ফিয়ুসের
গ. গায়কের
ঘ. নাট্যকারের
উত্তরঃ খ. অর্ফিয়ুসের
২২. ইন্দ্রের স্ত্রীর নাম কী?
ক. সীতা
খ. উর্মিলা
গ. প্রমিলা
ঘ. ইন্দ্রাণী
উত্তরঃ ঘ. ইন্দ্রাণী
২৩. কবি বিশ্বকে কী করবেন?
ক. নতুন করে সাজাবেন
খ. ধ্বংস করবেন
গ. দাহন করবেন
ঘ. সৃজন করবেন
উত্তরঃ গ. দাহন করবেন
২৪. কবি কী উপাড়ি ফেলবেন?
ক. মিথ্যা
খ. জড়তা
গ. অধীন বিশ্ব
ঘ. জঙ্গল
উত্তরঃ গ. অধীন বিশ্ব
আরও দেখতে এখানে ক্লিক করুন
বিদ্রোহী কবিতার mcq, প্রশ্নের উত্তর PDF
আপনারা চাইলে বিদ্রোহী কবিতার mcq, বহুনির্বাচনি প্রশ্ন উত্তর PDF সংগ্রহ করতে পারবেন। আপনাদের জন্য আমরা একটি পিডিএফ ফাইল তৈরি করেছি। এই ফাইল টি নিচের দিকে দেওয়া আছে। নিচে একটি লিঙ্ক দেখতে পারবেন। সেই লিঙ্ক কে ক্লিক করে বহুনির্বাচনি গুলো পিডিএফ সংগ্রহ করতে পারবেন।
পিডিএফ সংগ্রহ করুন
শেষ কথা
আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এই পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে এবং এই পোস্ট থেকে আপনারা বিদ্রোহী কবিতার mcq, বহুনির্বাচন প্রশ্ন উত্তর গুলো সংগ্রহ করতে পেরেছেন।এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। নিচে আপনাদের জন্য শিক্ষামূলক কিছু পোস্ট দেওয়া আছে দেখেনিতে পারেন। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।