বিদ্রোহী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন গুলো আজকের পোস্টে দেওয়া আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু mcq শেয়ার করতে যাচ্ছি, যেগুলো অনুশীলন করলে আপনারা অনেক উপক্রিত হবেন। আমরা কিছুদিন আগে আমাদের ওয়েবসাইটে বিদ্রোহী কবিতার সৃজনশীল প্রশ্ন, কবিতার ব্যাখ্যা ইত্যাদি পাবলিশ করেছি। নিচে লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখতে পারেন।
অনেক শিক্ষার্থী বিদ্রোহী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন গুগলে অনুসন্ধান করে থাকে। তাই তাদের জন্য আমরা গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন তৈরি করা হয়েছে। যেগুলো অনুশীলন করতে আপনারা পরীক্ষায় অনেক ভালো করতে পারবেন। আর আপনি এগুলো পিডিএফ ফাইলে সংগ্রহ করতে পারবেন। এজন্য আজকের পোস্ট টি সম্পূর্ণ পড়ুন এবং আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন। তো চলুন পোস্ট টি শুরু করা যাক।
বিদ্রোহী কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর
বিদ্রোহী কবিতার ব্যাখ্যা
আপনারা অনেকে বিদ্রোহী কবিতার ব্যাখ্যা জানে না। তাই ব্যাখ্যা গুলো প্রথমে পড়ে নিবেন। বিদ্রোহী কবিতার বহুনির্বাচনি বহুনির্বাচনি প্রশ্ন গুলো জানতে চাইলে প্রথমে কবিতার ব্যাখ্যা পড়েনিতে হবে। আপনারা যদি কবিতার ব্যাখ্যা না বুঝতে পারেন তাহলে mcq প্রশ্নের উত্তর সহজে পারবেন না। তাই নিচে থেকে কবিতার ব্যাখ্যা টি পরেনিন।
কবিতার ব্যাখ্যা
বিদ্রোহী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন
এখানে আপনাদের জন্য বহুনির্বাচনি প্রশ্ন গুলো দেওয়া আছে। আপনারা যার বিদ্রোহী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন গুলো পড়তে চান তারা নিচের দিকে চলে যান। এবং বহুনির্বাচনি প্রশ্ন গুলো সংগ্রহ করেনিন। এগুলো একটি পিডিএফ লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে পিদেফ সংগ্রহ করতে পারবেন।
১. ‘সাম্যবাদী’ কোন জাতীয় সাহিত্য?
ক. উপন্যাস খ. নাটক
গ. কাব্য ঘ. গল্প
উত্তরঃ-গ. কাব্য
২. ‘বিজলী’ কোন ধরনের পত্রিকা?
ক. সাপ্তাহিক খ. দৈনিক
গ. পাক্ষিক ঘ. মাসিক
উত্তরঃ- খ. দৈনিক
৩. বাঙালি পল্টন ছেড়ে কলকাতায় এসে কাজী নজরুল ইসলাম কী করেন?
ক. মক্তবে শিক্ষকতা করেন
খ. লেটোর দলে যোগ দেন
গ. বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন
ঘ. সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন
উত্তরঃ-ঘ. সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন
৪. ‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজেকে কিসের নটরাজ বলেছেন?
ক. বজ্রপাতের খ. মহাপ্রলয়ের
গ. ঝড়ের ঘ. বন্যার
উত্তরঃ- খ. মহাপ্রলয়ের
৫. ‘বিদ্রোহী’ কবিতায় কবি কার হাতের ডমরু ত্রিশূল?
ক. লক্ষ্মণের খ. রাবণের
গ. সীতার ঘ. পিণাক-পাণির
উত্তরঃ- ঘ. পিণাক-পাণির
৬. ‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলে পরিচয় দিয়েছেন?
ক. দুর্বাশা খ. প্রভঞ্জন
গ. বিশ্বামিত্র ঘ. প্লেটো
উত্তরঃ-গ. বিশ্বামিত্র
৭. কবি নিজেকে কোন বায়ু বলেছেন?
ক. উত্তরের খ. দক্ষিণের
গ. পূর্বের ঘ. পশ্চিমের
উত্তরঃ-ক. উত্তরের
৮. ‘বিদ্রোহী’ কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক. বিজলী খ. লাঙ্গল
গ. নবযুগ ঘ. ধূমকেতু
উত্তরঃ-ক. বিজলী
৯. ‘অগ্নি-বীণা’ কী জাতীয় রচনা?
ক. কাব্য খ. নাটক
গ. প্রবন্ধ ঘ. গল্প
উত্তরঃ- ক. কাব্য
১০. ‘বিদ্রোহী’ কবিতায় বিদ্রোহী কে?
ক. কবি নিজেই খ. মহাদেব
গ. মজলুম ঘ. চেঙ্গিস খান
উত্তরঃ-ক. কবি নিজেই
১১. ‘বিদ্রোহী’ কবিতার শেষে ধ্বনিত কবির শেষ কাম্য কী?
ক. সাম্যবাদ
খ. মানবমুক্তি
গ. অত্যাচারীর অত্যাচারের অবসান
ঘ. মজলুমের সাহায্য
উত্তরঃ-গ. অত্যাচারীর অত্যাচারের অবসান
১২. কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৭০ খ. ১৯৭২
গ. ১৯৭৩ ঘ. ১৯৭৬
উত্তরঃ- ঘ. ১৯৭৬
১৩. গ্রিক পুরাণে গানের দেবতা হিসেবে কাকে উল্লেখ করা হয়েছে?
ক. স্টাভরেজি
খ. ক্রিস মারাগোডাকিস
গ. অ্যাপোলো
ঘ. জো মাইলোগ
উত্তরঃ-গ. অ্যাপোলো
বিদ্রোহী কবিতার বহুনির্বাচনি
১৪. কাজী নজরুল ইসলামের পরিবার চরম দারিদ্র্যে পতিত হওয়ার কারণ কী?
ক. পিতার মৃত্যু খ. মাতার মৃত্যু
গ. প্রথম বিশ্বযুদ্ধ ঘ. দেশভাগ
উত্তরঃ-ক. পিতার মৃত্যু
১৫. কবি বীরকে চির উন্নত মম শির বলার কারণ কী?
ক. সমাজে ঊর্ধ্ব অবস্থান বোঝাতে
খ. বীর যোদ্ধা বলে
গ. প্রতিবাদে অবিচল বোঝাতে
ঘ. প্রতিবাদে উন্নত বোঝাতে
উত্তরঃ-গ. প্রতিবাদে অবিচল বোঝাতে
১৬. কাজী নজরুল ইসলাম কীভাবে সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন?
ক. ‘বিদ্রোহী’ কবিতা রচনার মাধ্যমে
খ. সৈনিক হিসেবে যোগদানের মাধ্যমে
গ. প্রাইমারি শিক্ষকতার মাধ্যমে
ঘ. লেটোর দলে পালাগান রচনার মাধ্যমে
উত্তরঃ-ঘ. লেটোর দলে পালাগান রচনার মাধ্যমে
১৭. কাজী নজরুল ইসলাম যত বন্ধন নিয়মকানুন দলে যান কেন?
ক. ভয় পান না বলে
খ. শোষণের আইন মানেন না বলে
গ. মানবতার মুক্তি চান বলে
ঘ. সমাজের সংস্কার চান বলে
উত্তরঃ-খ. শোষণের আইন মানেন না বলে
১৮. শিব বা মহাদেবকে ধূর্জটি বলার কারণ কী?
ক. কপালে আগুন বলে
খ. শ্মশানে থাকে বলে
গ. সিদ্ধি খায় বলে
ঘ. ধূম্ররূপী জট বলে
উত্তরঃ-ঘ. ধূম্ররূপী জট বলে
১৯. ‘বিদ্রোহী’ কবিতায় কবি কার বুকের ক্রন্দনশ্বাস?
ক. বঞ্চিতের খ. বিধাতার
গ. পরশুরামের ঘ. ইস্রাফিলের
উত্তরঃ- খ. বিধাতার
২০. ‘এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য’—এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তা প্রকাশ পেয়েছে?
ক. প্রেম ও দ্রোহ
খ. বিদ্রোহী ও বংশীবাদক
গ. বিদ্রোহী ও অত্যাচারিত
ঘ. বিদ্রোহী ও বীর যোদ্ধা
উত্তরঃ- ক. প্রেম ও দ্রোহ
২১. ‘আমি ইস্রাফিলের শিঙ্গার মহা হুংকার।’ এখানে ‘ইস্রাফিলের শিঙ্গার’ সঙ্গে কোন ধর্মের সম্পর্ক বিদ্যমান?
ক. ইসলাম খ. হিন্দু
গ. বৌদ্ধ ঘ. খ্রিষ্ট
উত্তরঃ-ক. ইসলাম
২২. ‘লেনিন ভেঙেছে রুশে জনস্রোতে অন্যায়ের বাঁধ, অন্যায়ের মুখোমুখি লেনিন প্রথম প্রতিবাদ।’ উদ্দীপকের চরণদ্বয় ‘বিদ্রোহী’ কবিতার সঙ্গে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ?
ক. সত্য প্রকাশের চেতনা
খ. প্রতিবাদী চেতনা
গ. মানবমুক্তির প্রয়াস
ঘ. সংগ্রামী চেতনা
উত্তরঃ-খ. প্রতিবাদী চেতনা
বিদ্রোহী কবিতার MCQ
২৩. প্রকাশিত দিক/দিকগুলো কোন পঙ্ক্তিতে পাওয়া যায়?
ক. আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ
খ. আমি পথিক কবির গভীর রাগিণী, বেণু-বীণে গান গাওয়া
গ. আমি রুষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া
ঘ. আমি চির বিদ্রোহী বীর-বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির
উত্তরঃ-ঘ. আমি চির বিদ্রোহী বীর-বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির
২৪. বাংলাদেশের জাতীয় কবি কে?
ক. জসীমউদ্দীন
খ. কাজী নজরুল ইসলাম
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. শামসুর রাহমান
উত্তরঃ-খ. কাজী নজরুল ইসলাম
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলন থেকে শুরু আজীবন এক অকুতোভয় নেতা ছিলেন। জেল-জুলুম সহ্য করে তিনি জাতিকে স্বাধীনতা এনে দিতে সক্ষম হন।
২৫. জাতির জনকের মধ্যে ‘বিদ্রোহী’ কবিতার কোন দিকটি প্রতিলিত?
i. বিদ্রোহ
ii. দেশপ্রেম
iii. নেতৃত্ব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তরঃ- ঘ. i, ii ও iii
২৬. লেটোর দলের জন্য কাজী নজরুল ইসলাম কোনটি রচনা করেন?
ক. কবিতা খ. নাটক
গ. সংলাপ ঘ. পালাগান
উত্তরঃ-ঘ. পালাগান
২৭. কাজী নজরুল ইসলাম কত নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগ দেন?
ক. ৪০ খ. ৪৫
গ. ৪৮ ঘ. ৪৯
উত্তরঃ-ঘ. ৪৯
২৮. কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম লেটোর দলে যোগদান করেন?
ক. ৮ বছর খ. ১০ বছর
গ. ১২ বছর ঘ. ১৫ বছর
উত্তরঃ-গ. ১২ বছর
২৯. গ্রামের মক্তবে কাজী নজরুল ইসলাম কত বছর শিক্ষকতা করেন?
ক. ১ বছর খ. ২ বছর
গ. ৩ বছর ঘ. ৫ বছর
উত্তরঃ-ক. ১ বছর
৩০. কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়?
ক. ১৯১৮ খ. ১৯১৯
গ. ১৯২০ ঘ. ১৯২১
উত্তরঃ-গ. ১৯২০
শেষ কথা
আজকের মত এখানেই শেষ। আশা করছি এই পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। আশা করছি এই পোস্ট থেকে আপনারা বিদ্রোহী কবিতার বহুনির্বাচন প্রশ্ন ও mcq গুলো সংগ্রহ করতে পেরেছেন।এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। নিচে আপনাদের জন্য শিক্ষামূলক কিছু পোস্ট দেওয়া আছে দেখেনিতে পারেন। ভালোথাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।