পল্লিজননী কবিতার mcq প্রশ্ন ও উত্তর পিডিএফ- এস এস সি

পল্লিজননী কবিতার mcq

পল্লিজননী কবিতার mcq সংগ্রহ করতে সম্পূর্ণ পোস্ট টি পড়ুন। দুরন্ত ছেলে ভালো হয়েই খেলতে যাবে এবং তখন মা তাকে কিচ্ছু বলতে পারবে না, এমন অঙ্গীকার সে মায়ের কাছ থেকে আদায় করে নেয়। আবদারমুখো পুত্রের দিকে চেয়ে গ্রামীণ মায়ের মনে অনেক কথা জাগে। তার সামর্থ্য নেই বলে রোগীর ঔষধ, পথ্য কিছুই জোটাতে পারে নি। রুগ্ণ পরিবেশে রোগী সামনে নিয়ে এক পল্লিমায়ের মনে পুত্রহারানোর শঙ্কা জেগে ওঠে। অপত্যস্নেহের অনিবার্য আকর্ষণই এ কবিতার মূলকথা।

পল্লিজননী কবিতার MCQ

সকল পরীক্ষায় mcq বা বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া থাকে। পল্লি জননী কবিতা টি থেকে অনেক ধরনের mcq প্রশ্ন করা হয়। কিন্তু এই প্রশ্ন গুলো মূল বইয়ে নেই, তবে গাইড বইয়ে দেওয়া আছে। কিন্তু অনেকের কাছে হয়তো বাংলা ১ম পত্রের গাইড নেই। তারা কিভাবে এই কবিতার mcq প্রশ্ন উত্তর পরবেন। তাদের জন্য এই অংশে পল্লিজননী কবিতার mcq আছে। এর নিচে সঠিক উত্তর গুলোও পেয়ে যাবেন। এই রকম প্রশ্ন অনেক বোর্ড পরীক্ষায় এসেছে। তাই এখানে দেওয়া প্রশ্ন গুলো অনুশীলন করবেন।

১. কবি জসীমউদ্দীনকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করে কোন প্রতিষ্ঠান?
(ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
(খ) কলকাতা বিশ্ববিদ্যালয়
(গ) আলীগড় বিশ্ববিদ্যালয়
(ঘ) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

উত্তরঃ ঘ

২. কোন কথা ভাবতে পল্লিজননীর প্রাণ শিউরে ওঠে?
(ক) হুতোমের ডাকের কথা
(খ) অন্ধকার রাতের কথা
(গ) কানাকুয়োর কথা
(ঘ) ছেলে হারানোর কথা

উত্তরঃ ঘ

৩. পল্লিজননী কোথায় বসে রয়েছেন?
(ক) বারান্দায়
(খ) দাওয়ায়
(গ) রুগ্ণ ছেলের শিয়রে
(ঘ) রুগ্ণ ছেলের পায়ের কাছে

উত্তরঃ গ

৪. ‘পল্লিজননী’ কবিতায় কোথায় নিবু নিবু দীপ ঘুরে ঘুরে জ্বলছে?
(ক) রুগ্ণ ছেলের শিয়রে
(খ) ঘরের চৌকাঠের কাছে
(গ) চেয়ারের ওপর
(ঘ) রুগ্ণ ছেলের পায়ের কাছে

উত্তরঃ ক

৫. ‘পল্লিজননী’ কবিতায় এদো ডোবা থেকে কিসের দুর্গন্ধ ছড়াচ্ছে?
(ক) পচা কাদার
(খ) পচান পাতার
(গ) পচা পাটের
(ঘ) পচা মাছের

উত্তরঃ খ

৬. পল্লিজননীর মনে কিসের শঙ্কা জাগে?
(ক) দীপ নিভে যাওয়ার
(খ) সন্তান হারানোর
(গ) সুপারির বন হেলে পড়ার
(ঘ) ছেলের লাটাই হারিয়ে ফেলার

উত্তরঃ খ

৭. পল্লিজননীর ঘর কেমন?
(ক) পাকা
(খ) টিনের তৈরি
(গ) আধাপাকা
(ঘ) কুঁড়েঘর

উত্তরঃ ঘ

৮. ‘পল্লিজননী’ কবিতায় ছেলেটির শুয়ে থাকতে ভালো লাগে না কেন?
(ক) অসুস্থতার কারণে
(খ) মায়ের বকুনির কারণে
(গ) খেলতে যাবে বলে
(ঘ) পচান পাতার দুর্গন্ধে

উত্তরঃ  ক

৯. কবি জসীমউদ্দীন কত সালে মৃত্যুবরণ করেন?
(ক) ১৯৭৩ সালে
(খ) ১৯৭৪ সালে
(গ) ১৯৭৫ সালে
(ঘ) ১৯৭৬ সালে

উত্তরঃ ঘ

mcq প্রশ্ন

১০. পল্লিজননী ছেলের পাণ্ডুর গালে চুমো খায় কেন?
(ক) খুশি হয়ে
(খ) মমতায়
(গ) ছেলে শুয়ে থাকতে না চাওয়ায়
(ঘ) ছেলে সুস্থ হয়ে যাওয়ায়

উত্তরঃ খ

১১. পল্লিজননী ছেলের সুস্থতার জন্য কোথায় মোমবাতি মানে?
(ক) মাজারে
(খ) দরগায়
(গ) মসজিদে
(ঘ) মন্দিরে

উত্তরঃ গ

১২. পল্লিজননী মনে মনে কিসের জাল বোনে?
(ক) অভাব দূর করার
(খ) ছেলের বায়না পূরণের
(গ) ছেলের সুস্থতার
(ঘ) ছেলের লাটাই যত্নে রাখার

উত্তরঃ গ

১৩. ‘পল্লিজননী’ কবিতায় রুগ্ণ ছেলেটি কার ঝাড়ফুঁকের কথা বলেছে?
(ক) করিমের
(খ) আজিজের
(গ) রহিম চাচার
(ঘ) জালাল কবিরাজের

উত্তরঃ ঘ

১৪. ‘পল্লিজননী’ কবিতায় কোথায় কানা কুয়ো ডাকে?
(ক) ঘরের চালে
(খ) সুপারিগাছে
(গ) বাঁশবনে
(ঘ) শালবনে

উত্তরঃ গ

১৫. পল্লিজননীর ঘরের বেড়ার ফাঁক দিয়ে কী আসে?
(ক) নেড়ী কুকুর
(খ) বিড়াল
(গ) শীতের বাতাস
(ঘ) রোদের কিরণ

উত্তরঃ গ

১৬. ‘পল্লিজননী’ কবিতায় মা ছেলের শিয়রে বসে কী করছেন?
(ক) পাটি তৈরি করছেন
(খ) মাথায় জলপট্টি দিচ্ছেন
(গ) ছেলের নানা ঘটনা ভাবছেন
(ঘ) হস্তশিল্পের কাজ করছেন

উত্তরঃ গ

১৭. পল্লিজননীর প্রাণ কাঁদে কেন?
(ক) অভাবের কারণে
(খ) সন্তানের অসুস্থতার জন্য
(গ) ছেলের শীত লাগায়
(ঘ) পুতুল কেনার পয়সা না দিতে পারায়

উত্তরঃ খ

১৮. ‘পল্লিজননী’ কবিতায় কিসের বাতাসে সুপারির বন হেলে পড়ে?
(ক) ঝড়ের বাতাসে
(খ) শীতের ঠাণ্ডা হাওয়ায়
(গ) হুতোমের পাখার বাতাসে
(ঘ) বাদুড়ের পাখায় বাতাসে

উত্তরঃ ঘ

১৯. পল্লিজননী অন্ধকার রাতে জেগে রয়েছেন কেন?
(ক) ছেলের অসুস্থতার কারণে
(খ) কাজ করার জন্য
(গ) প্রার্থনা করার জন্য
(ঘ) কবিরাজের অপেক্ষায়

উত্তরঃ ক

২০. ‘পল্লিজননী’ কবিতায় বুনো পথে কুয়াশার কাফন ধরে কে যায়?
(ক) বাদুড়ের দল
(খ) হুতোমের দল
(গ) কানাকুয়ো
(ঘ) জোনাকি মেয়েরা

উত্তরঃ ঘ

পল্লিজননী কবিতার এমসিকিউ প্রশ্নের উত্তর

২১. ‘পল্লিজননী’ কবিতাটির রচয়িতা কে?
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) ফররুখ আহমদ
(গ) জসীমউদ্দীন
(ঘ) সুকান্ত ভট্টাচার্য

উত্তরঃ গ

২২. কবি জসীমউদ্দীনের কবিতায় কোন বিষয়টি বেশি প্রকাশিত হয়েছে?
(ক) পল্লির মাটি ও মানুষের জীবনচিত্র
(খ) বাংলার সামাজিক বৈষম্যের দিক
(গ) পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনচিত্র
(ঘ) সরকারের অবিচারের প্রতিবাদ

উত্তরঃ ক

২৩. কবি জসীমউদ্দীনের উপাধি কী? [Answer Hints: ঘ]
(ক) সাম্যের কবি
(খ) বিদ্রোহী কবি
(গ) স্বভাবকবি
(ঘ) পল্লিকবি

উত্তরঃ ঘ

২৪. কবি জসীমউদ্দীন কর্মজীবনের শুরুতে কোথায় অধ্যাপনা করেন?
(ক) কলকাতা বিশ্ববিদ্যালয়ে
(খ) আলীগড় বিশ্ববিদ্যালয়ে
(গ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
(ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে

উত্তরঃ ঘ

২৫. বাঁশবনে বসে কোন পাখি ডাকে?
ক. কোকিল
খ. কানাকুয়ো
গ. হুতুম
ঘ. দোয়েল

উত্তরঃ খ

২৬. নিচের কোন চিত্রটি সন্তানের অমঙ্গলের প্রতীক?
ক. নিবু নিবু দীপ
খ. ঘোর-আন্ধার
গ. হুতুমের ডাক
ঘ. ঝড়ের কাঁপন

উত্তরঃ গ

২৭. কবি জসীমউদ্দীন কত সালে জন্মগ্রহণ করেন?
(ক) ১৯০১ সালে
(খ) ১৯০২ সালে
(গ) ১৯০৩ সালে
(ঘ) ১৯০৪ সালে

উত্তরঃ গ

২৮. কবি জসীমউদ্দীন কোন জেলার জন্মগ্রহণ করেন?
(ক) বরিশাল
(খ) নরসিংদী
(গ) ফরিদপুর
(ঘ) পাবনা

উত্তরঃ গ

২৯. কবি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন বিদেশি ভাষায় অনূদিত হয়েছে?
(ক) নকশী কাঁথার মাঠ
(খ) রাখালী
(গ) বালুচর
(ঘ) এক পয়সার বাঁশি

উত্তরঃ ক

৩০. কোনটি কবি জসীমউদ্দীনের রচিত ভ্রমণকাহিনী?
(ক) নকশী কাঁথার মাঠ
(খ) রাখালী
(গ) চলে মুসাফির
(ঘ) হাসু

উত্তরঃ গ

৩১. কবি জসীমউদ্দীনের কাব্য প্রতিভার বিকাশ ঘটে কখন?
(ক) শিশু অবস্থায়
(খ) ছাত্র অবস্থায়
(গ) অধ্যাপনা শুরুর পর
(ঘ) শেষ বয়সে

উত্তরঃ খ

৩২. কবি জসীমউদ্দীনের কোন কবিতাটি তিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়?
(ক) পল্লিজননী
(খ) বালুচর
(গ) আসমানী
(ঘ) কবর

উত্তরঃ ঘ

পল্লিজননী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন

এখানে পল্লিজননী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর দেওয়া আছে। অনেকে গুগলে বহুনির্বাচনি প্রশ্ন পড়ার জন্য অনুসন্ধান করতেছিলেন, তারা এই অংশ টুকু ফলো করুন। নিচে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি সঠিক উত্তর সহ দেওয়া আছে।

৩৩. ‘পল্লিজননী’ কবিতায় কোনটি অকল্যাণের প্রতীক?
(ক) বাঁশবনে কানা কুয়ো ডাকা
(খ) সুপারিবনে বাদুড় ওড়া
(গ) বুনো পথে জোনাকি ওড়া
(ঘ) ঘরের চালে হুতুম ডাকা

উত্তরঃ ঘ

৩৪. ‘পল্লিজননী’ কবিতায় কার সম্মুখে ঘোর কুজ্ঝটি মহাকাল রাত পাতা?
(ক) মায়ের
(খ) রুগ্ণ ছেলেটির
(গ) রহিম চাচার
(ঘ) করিমের

উত্তরঃ ক

৩৫. ‘পল্লিজননী’ কবিতায় কোথায় বিরহিনী ডাহুক ডাকে?
(ক) সুপারি বনে
(খ) পচা ডোবায়
(গ) দূর বনে
(ঘ) বাঁশবনে

উত্তরঃ খ

৩৬. ‘পল্লিজননী’ কবিতাটি কবি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে?
(ক) নকশী কাঁথার মাঠ
(খ) এক পয়সার বাঁশি
(গ) রাখালী
(ঘ) হাসু

উত্তরঃ গ

৩৭. ‘পল্লিজননী’ কবিতায় কৃষাণ ছেলেরা কার বাচ্চা চুরি করেছে?
(ক) কানা কুয়োর
(খ) বাদুড়ের
(গ) ডাহুকের
(ঘ) হুতুমের

উত্তরঃ গ

৩৮. কিসের সাথে বুঝিয়া মাটির প্রদীপের তেল ফুরিয়ে এসেছে? [Answer Hints: খ]
(ক) শীতের সাথে
(খ) আঁধারের সাথে
(গ) ডোবার পচা গন্ধের সাথে
(ঘ) বাতাসের সাথে

উত্তরঃ খ

৩৯. ‘পল্লিজননী’ কবিতায় নামাজের ঘর বলতে কী বোঝানো হয়েছে?
(ক) মাজার
(খ) খানকাহ শরিফ
(গ) মসজিদ
(ঘ) মায়ের ঘর

উত্তরঃ গ

৪০. ‘পল্লিজননী’ কবিতানুযায়ী কার মতো মমতাময়ী আর কেউ নেই?
(ক) বাবার
(খ) মায়ের
(গ) ভাইয়ের
(ঘ) বোনের

উত্তরঃ খ

৪১. ‘পল্লিজননী’ কবিতায় কোথায় হুতুম ডাকছে?
(ক) ঘরের চালে
(খ) সুপারিবনে
(গ) বাঁশবনে
(ঘ) নারকেলগাছে

উত্তরঃ ক

৪২. পল্লিজননী দূর-দূর করে ওঠেন কেন?
(ক) কানাকুয়ো তাড়াতে
(খ) হুতুম তাড়াতে
(গ) বাদুড় তাড়াতে
(ঘ) জোনাকি তাড়াতে

উত্তরঃ খ

৪৩. ছেলের অসুখে পল্লিজননী ওষুধ আনেননি কেন?
(ক) ছেলের ওপর রাগ করে
(খ) বিনা ওষুধেই ভালো হবে ভেবে
(গ) ওষুধ কেনার টাকা না থাকায়
(ঘ) কবিরাজের বাড়ি দূরে হওয়ায়

উত্তরঃ গ

শেষ কথা

এই পোস্টের সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো শেয়ার করা হয়েছে। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমার সাথেই থাকবেন। আশা করছি এই পোস্ট থেকে পল্লিজননী কবিতার mcq প্রশ্ন ও উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই ওয়েবসাইটের মাধ্যমে সকল শ্রেণির শিক্ষাসংক্রান্ত তথ্য শেয়ার করা হয়।  আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।

আরও দেখুনঃ

PDF-পল্লিজননী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর 

পল্লিজননী কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ

পল্লিজননী কবিতা-জসীম উদ্‌দীন। বাংলা ১ম পত্র PDF

সেই দিন এই মাঠ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ

সেই দিন এই মাঠ কবিতা ও কবিতার ব্যাখ্যা পিডিএফ- SSC

উমর ফারুক কবিতা – কাজী নজরুল ইসলাম। পিডিএফ