অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর একাদশ- দ্বাদশ শ্রেণি

অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর

অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর ও সংক্ষিপ্ত প্রশ্ন আজকের পোস্টে দেওয়া আছে। একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা ১ম পত্রের একটি গল্প হচ্ছে অপরিচিতা। এই গল্প টি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। অনেক পরীক্ষায় এই গল্প থেকে সৃজনশীল প্রশ্ন ও বহুনির্বাচনি প্রশ্ন দেখা যায়। এই পোস্টে অপরিচিতা গল্পের জন্য কমন কিছু সৃজনশীল প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। আপনারা অনেকে অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর জানতে চান। তাই এই পোস্টে আমরা আপনাদের কে এই গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি।

এই প্রশ্নের উত্তর গুলো নিচের দিকে দেওয়া আছে। যেহেতু এই অধ্যায় টি খুব গুরুত্ব পূর্ণ তাই এটি ভালো ভালো পড়বেন। তো যাদের যাদের অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর গুলো প্রয়োজন তারা আজকের এই পোস্ট টি সম্পূর্ণ পড়ুন এবং আপনাদের সমস্যার সমাধান দেখেনিন। তাহলে পোস্ট টি শুরু করা যাক।

অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্ন

এখানে অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্ন টি দেওয়া আছে। এখানে থেকে অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্ন টি দেখেনিন। এই প্রশ্ন টি আপনারা আপনাদের বোর্ড বইয়ে দেওয়া আছে। এই সৃজনশীল টি আপনাদের জন্য খুবই গুরুত্ব পূর্ণ। নিচে থেকে সৃজনশীল টি দেখেনিন।

মা মারা ছোট মেয়ে লাবনী আজ শশুর বাড়ি যাবে। সুখে থাকবে এই আশায় দরিদ্র কৃষক লতিফ মিয়া আবাদের সামান্য জমিটুকু বন্ধক রেখে টাকা জোগাড় করলেন। কিন্তু তাতেও কিছু টাকার ঘাটতি রয়ে গেল। এদিকে বর পারভেজের বাবা হারুন মিয়ার এক কথা সম্পূর্ণ টাকা না পেলে তিনি ছেলেকে নিয়ে চলে যাবেন। বিষয়টি পারভেজের কানে গেলে সে বাপকে সাফ জানিয়ে দেয়, “সে দরদাম বা বেচাকেনার পণ্য নয়। সে একজন মানুষ জীবনসঙ্গী করতে এসেছে অপমান, করতে নয়।” ফিরতে হলে লাবনীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরবেন।

ক. শম্ভূনাথ সেকরার হাতে কী পরখ করতে দিয়েছিলেন ?

খ. “বাংলাদেশের মধ্যে আমিই একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হতে নিজে ফিরাইয়া দিআছে” বলতে কী বোঝানো হয়েছে?

গ. অনুপম ও পারভেজের চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপরীত্য ব্যাখ্যা কর।

ঘ. অনুপমের মামা ও হারুন মিয়ার মত মানুষের কারণে আজও কল্যাণী ও লাবনীরা অপমানের শিকার হয়, মন্তব্যটির যাথার্থ্য নিরূপণ কর।

অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর

আপনারা যারা যারা অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর পেতে চান তারা নিচের দিকে চলে যান। এখানে আপনাদের জন্য এই গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর সুন্দর ভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। নিচে থেকে উত্তর গুলো দেখেনিন।

  ক. শম্ভূনাথ সেকরার হাতে কী পরখ করতে দিয়েছিলেন ? 
উত্তরঃ শম্ভূনাথ   স্যাকরার হাতে এয়ারিং পরখ করতে দিয়েছিলেন।

খ. “বাংলাদেশের মধ্যে আমিই একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হতে নিজে ফিরাইয়া দিআছে” বলতে কী বোঝানো হয়েছে?
উত্তরঃ
বাংলাদেশের মধ্যে আমিই একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হতে নিজে ফিরাইয়া দিআছে” বলতে যৌতুক নিয়ে আবমাননাকর পরিস্থিতিতে  অনুপমের আক্ষেপ ও অসহায়ত্বকে বোঝানো হয়েছে।

কল্যাণীকে বিয়ে দেওয়ার জন্য মোতা অংকের যৌতুক দাবি করে বর পক্ষের পিতা। তাই পনের টাকা পরিশোদ এর জন্য কল্যাণীর বাবা তাদের আবাদের সামান্য জমিটুকু বিক্রি করে দেয়। কিন্তু তাতেও কিছু টাকার ঘাটতি দেখা যায়। এই দিকে বিয়ের দিন সেকরা দিয়ে বর পক্ষের লোক তাদের ঘহনা পরখ করায়। এতে করে কল্যনির বাবা রেঘে যায়। আর যৌতুকের কিছু টাকা কম থাকায় হারুন মিয়া এই বিয়েতে অসম্মতি জানায়। তাই কল্যাণীর বাবা এই বিয়ে ভেঙ্গে দিতে চাইলে  বাংলাদেশের মধ্যে আমিই একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হতে নিজে ফিরাইয়া দিআছে এই কথা টি বলা হয়।

গ. অনুপম ও পারভেজের চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপরীত্য ব্যাখ্যা কর।

উত্তরঃ পারভেজ এবং ‘অপরিচিতা’ গল্পের অনুপম চারিত্রিক বৈশিষ্ট্য দিক থেকে সম্পূর্ণ বিপরীত।

‘অপরিচিতা’ গল্পের নায়ক হচ্ছে অনুপম। সে একজন কল্পনা বিলাসী। সে একটি মেয়ের কণ্ঠস্বর শুনে কল্পনাবিলাসী হয়ে পড়ে। সে এই মেয়েটির মাঝে তার ভালোবাসা কে খুঁজে পায়। এজন্য সে এই মেয়েটিকে  আড়চোখে বার বার দেখে। অনুপম মেয়েটির চঞ্চলতা, সাহসিকতা, শিক্ষাগত যোগ্যতা তাকে মুগ্ধ করে। উদার ও স্বাধীনচেতা মনোভাবের এমন মেয়ে হয়তো আর দ্বিতীয়টি নেই,।
উদ্দীপকের পারভেজ সম্পূর্ণ বাস্তবধর্মী। পারভেজের বাবা তার ছেলের বিয়েতে কন্যা পক্ষের কাছে অনেক যৌতুক দাবি করে। কিন্তু বিয়ের দিন দরিদ্র লতিফ মিয়া তার মেয়ের বিয়ের সম্পূর্ণ যৌতুকের টাকা পরিশোধ করতে পারে না। তার জন্য পারভেজের বাবা রেগে গিয়ে বিয়ের আসর হতে পাআরভেজ কে নিয়ে চলে যেতে চায়। কিন্তু পারভেজ তার বাবার এই কথায় রাজি নয়। সে তার বাবাকে সাফ জানিয়ে দেয়, “সে দরদাম বা বেচাকেনার পণ্য নয়। সে একজন মানুষ জীবনসঙ্গী করতে এসেছে অপমান, করতে নয়।” ফিরতে হলে লাবনীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরবেন।
গল্পের  অনুপম শিক্ষিত-মার্জিত। কিন্তু স্পষ্ট কথা বলার মত সাহস তার নেই। কিন্তু উদ্দীপকের পারভেজ সে তার নিজের সিদ্ধান্ত নিজে নিতে সক্ষম। তাই বলা যায়  পারভেজ এবং ‘অপরিচিতা’ গল্পের অনুপম চারিত্রিক বৈশিষ্ট্য দিক থেকে সম্পূর্ণ বিপরীত।
ঘ. অনুপমের মামা ও হারুন মিয়ার মত মানুষের কারণে আজও কল্যাণী ও লাবনীরা অপমানের শিকার হয়, মন্তব্যটির যাথার্থ্য নিরূপণ কর।

উত্তরঃ  অনুপমের মামা ও হারুন মিয়ার মতো মানুষের কারণে আজও কল্যাণী ও লাবনিরা অপমানের শিকার হয় । মন্তব্যটি যথার্থতা নিচে ব্যাখ্যা করা হলো।

বর্তমান সময়ে যৌতুক হচ্ছে একটি কুসংস্কার। যা দিনে দিনে সমাজে প্রভাবিত হচ্ছে। আমাদের সমাজে অনেক এমন অনেক মানুষ আছে যারা যৌতুকের টাকা না পেলে বিয়ে ভেঙ্গে দিতে একটু ভাবে না। এদের মত মানুষের কারণে আজ সমাজের মেয়েদের অনেক আপমানিত হতে হয়। যা আমার৪য়া উদ্দিপকেউ দেখতে পাই।
‘অপরিচিতা’ গল্পে অনুপমের বিয়েতে যৌতুক  দাবি করেন এবং কন্যার পিতা এতে সম্মত হন। কিন্তু কন্যার  বিয়ের দিন যৌতুকের সম্পূর্ণ টাকা দিতে পারে না। তাই  বিয়ের অনুষ্ঠানের ঠিক কিছুক্ষণ আগে তিনি কন্যার বাবাকে কন্যার গা থেকে গহনাগুলো খুলে আনতে বলেন।  তিনি তা স্যাকরা দিয়ে যাচাই করাবেন।  তাদের এই  আচরণ  লোভ ও অমানবিকতারই পরিচয় দেন। উদ্দীপকের হারুন মিয়াও অনুপমের মামার মতোই লোভী। এই লোভের কারণে তার ছেলের বিয়ে ভেঙ্গে দিতে একটু ভাবেনি।
অপরিচিতা গল্পের অনুপমের মামা এবং উদ্দীপকের হারুন মিয়া দুজনেই একই সূত্রে গাথা তারা লোভী, হীন ও অমানবিক। তাই বলা যায় অনুপমের মামা ও হারুন মিয়ার মত মানুষের কারণে আজও কল্যাণী ও লাবনীরা অপমানের শিকার হয়।

শেষ কথা

আজকের মত এখানেই শেষ। আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভালোলেগেছে এবং এই পোস্ট থেকে অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। শিক্ষা সংক্রান্ত যেকোনো ধরনের পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট টি ভিজিট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

See More:

আমার পরিচয় কবিতা এবং কবিতার ব্যাখ্যা ও মূলভাব [ সৈয়দ শামসুল হক]

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান এবং কিছু কথা

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র বা দরখাস্ত লেখার সঠিক নিয়ম

বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণি বাংলা ১ম পত্র

বিলাসী গল্পের mcq (সকল বোর্ডের হুনির্বাচনী প্রশ্ন উত্তর)