বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র বা দরখাস্ত লেখার সঠিক নিয়ম

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র বা দরখাস্ত লেখার সঠিক নিয়ম

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র বা দরখাস্ত লেখার সঠিক নিয়ম দেখেনিন। প্রিয় বন্ধুরা আমরা অনেক সময় বিভিন্ন কারণে আবেদন পত্র বা দরখাস্ত লিখে থাকি। কিন্তু সবাই সঠিক নিয়মে লিখতে জানি না। আবেদন পত্র বা দরখাস্ত লেখার জন্য কিছু নিয়ম রয়েছে। এই পোস্টে আপনাদের সাথে  তা শেয়ার করা হয়েছে। আপনি যদি বিনা বেতনে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়ন করতে চান তাহলে প্রধান শিক্ষক বরাবরা আপনাকে আবেদন জানাতে হবে।

আপনাদের জন্য এখানে একটি আবেদন পত্র লিখে দেওয়া আছে। এই আবেদন টি আপনারা বিনা বেতনে অধ্যয়নের জন্য লিখতে পরবেন। যাদের যাদের আবেদন পত্র টি প্রয়োজন তারা এই পোস্ট থেকে দেখেনিন। তা ছাড়া আপনারা চাইলে এই আবেদন পত্র টি সংগ্রহ করে নিতে পারবেন। তাহলে আজকের পোস্ট টি শুরু করা যাক।

আবেদন পত্র বা দরখাস্ত লেখার সঠিক নিয়ম

আবেদন পত্র বা দরখাস্ত লেখার সময় আপনারা কিছু নিয়ম অনুসরণ করবেন। তা না হলে আপনার আবেদন পত্রটি সঠিক হবে না। বিনা বেতনে অধ্যয়নের জন্য আপনার আবেদন পত্রে নিচের অংশ গুলো উল্লেখ করবেন।

  • দরখাস্ত বা আবেদন পত্র লেখার প্রধান অংশ হচ্ছে আপনি যার কাছে আবেদন পত্র বা দরখাস্ত লিখতেছেন সেই বরাবর বা তাকে উল্লেখ করতে হবে।
  • আপনার নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখতে হবে।
  • তারপর আপনার আবেদনের বিষয় লিখতে হবে।
  • আবেদনের মূল বিষয় টুকু সঠিক ভাবে সাজিয়ে লিখতে হবে।
  • শেষ অংশে আপনাকে আপনার পরিচয়পত্র দাখিল করিতে হবে

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন

শিক্ষা প্রতিষ্ঠানের সকল ধরনের খরচ ও বিনা বেতনে পড়ার জন্য আপনাকে আবেদন পত্র দাখিল করিতে হবে। এই পত্রে আপনার বিনা বেতনে অধ্যয়নের সকল কারণ গুলো বলতে হবে। আপনারা অনেকে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র লিখতে চান। কিন্তু ভালো ভাবে লিখতে জানেন না। তাই আপনাদের জন্য এখানে সকল নিয়ম সহ বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন করার নিয়ম গুলো সুন্দর করে দেওয়া আছে। আপনারা নিচে থেকে আবেদন পত্র বা দরখাস্ত টি দেখেনিন।

তারিখ :  ( এখানে আবেদন পত্র লেখার তারিখ দিন )
বরাবর
প্রধান শিক্ষক,
আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম
বিষয়: আপনার আবেদনের বিষয় 

জনাব,
বিনীত নিবেদন এই যে,_______
এই অংশে আপনার আবেদনের মূল বিষয় গুলো উল্লেখ করুন। ______
অতএব, মহাশয় সমীপে আকুল আবেদন এই যে,  _____ আপনার বিদ্যালয়ে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দানে বাধিত করবেন।
নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্রী
 নামঃ 
শ্রেণি :
রোল নং :

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র বা দরখাস্ত

তারিখ : ১৩ জুন, ২০২২
বরাবর
প্রধান শিক্ষক,
ঢাকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,  ঢাকা
বিষয়: বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার এই বিদ্যালয়ের দশম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। আমি আপনার এই বিদ্যালয়ে ৬ শ্রেণি হতে অদ্য্যন করতেছি। আমার বাবা  এক জন কৃষক।  আমাদের পরিবারের সদস্য সংখ্যা ৬ জন। আমাদের পড়া লেখার খরচ ও অন্যান্য খরচ চালাতে তিনি অনেক হিমশিম খান। আমাদের বাড়তি কোনো উপার্জন নেই। যার কারণে আমাদের পড়াশুনার করছ আমার বাবা চালাতে পারেন না। এতে করে আমার পড়ালেখার অসুবিধা হচ্ছে।  আর্থিক  সমস্যার জন্য হয়তো  আমার পড়ালেখাও বন্ধ হয়ে যেতে পারে। আমি আপনার বিদ্যলয়ে সব সময় ১ম স্থান অধিকার করেছি।
অতএব, মহাশয় সমীপে আপনার নিকট আমার আকুল আবেদন এই যে, আমাদের আর্থিক সমস্যার কথা অবস্থা বিবেচনা করে আমাকে আপনার বিদ্যালয়ে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দানে বাধিত করবেন।
বিনীত নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্রী
নামঃ ____  
শ্রেণি : ____
রোল নং : ____

ইংরেজিতে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র বা দরখাস্ত

আবেদন পত্র ইংরেজি বাংলা দুই ভাবেই লেখা যায়। তাই আপনাদের জন্য এখানে ইংরেজিতে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র লিখে দিয়েছি। আপনারা যারা যারা ইংরেজিতে আবেদন পত্র লিখতে চান তারা এখান থেকে দেখেনিন।

Date: June 13, 2022
Along
Head teacher,
Dhaka Government Girls High School, Dhaka
Subject: Application for unpaid study.

Sir,
Yours sincerely, I am a regular student of class X of this school. I am studying in the 8th class at your school. My father is a farmer. We have 6 family members. He struggled a lot to cover our reading and writing expenses and other expenses. We have no extra income. Which is why my dad can’t drive us. This is making it difficult for me to study. My studies may also be stopped due to financial problems. I have always been ranked 1st in your school.

Therefore, my earnest request to you, sir, is to consider the situation of our financial problems and compel me to give you the opportunity to study in your school without pay.

Therefore, my earnest request to you, sir, is to consider the situation of our financial problems and compel me to give you the opportunity to study in your school without pay.

The humble petitioner
Your very loyal student
Name:
Category:
Roll No:

শেষ কথা

আজকের মতো এখানেই শেষ। আশা করছি এই পোস্ট টি আপনাদের ভালোলেগেছে।  এই পোস্ট থেকে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র টি সংগ্রহ করতে পেরেছেন এবং লেখার সঠিক নিয়ম ও পদ্ধতি গুলো জানতে পেরেছেন। এই রকম আরও  শিক্ষামূলক যেকোনো ধরনের পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। শিক্ষা বোর্ডের যেকোনো ধরনের আপডেট নিউজ জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।

See More: 

আবেদন পত্র বা দরখাস্ত লেখার নিয়ম ২০২২

এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ All board PDF File here Now

বেতন মওকুফের জন্য আবেদন পত্র লেখার সঠিক নিয়ম ও পদ্ধতি

হাতের লেখা সুন্দর করার পদ্ধতি

এসএসসি পরিক্ষা ২০২২ শর্ট সিলেবাস সংগ্রহ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *