সার্টিফিকেট সংশোধন করার নিয়ম (অনলাইনে সার্টিফিকেট এর ভুল সংশোধন)

সার্টিফিকেট সংশোধন করার নিয়ম

সার্টিফিকেট সংশোধন করার নিয়ম গুলো আজকের পোস্টে শেয়ার করা হয়েছে। সার্টিফিকেট হচ্ছে একজন শিক্ষার্থীর জন্য সাফ্যলের উপার্জন। এই সার্টিফিকেট গুলোর মাধ্যমে একদিন আপনারা আপনাদের লক্ষ্য পৌছাতে পারবেন। এই সার্টিফিকেট গুলো বিভিন্ন বোর্ড পরীক্ষার হয়ে থাকে। তাই এর মূল্য অনেক। কিন্তু অনেক সময়ে কারও কারও সার্টিফিকেটে কিছু না কিছু ভুল থেকে থাকে। যেমন নিজের নামের ভুল বা বাবা- মা এর নামের ভুল এই সব কিছু লক্ষ্য করা যায়। তাই আপনাকে অবশ্যই আপনার সার্টিফিকেট সংশোধন করতে হবে।

কিন্তু অনেকে জানে না যে কিভাবে সার্টিফিকেট সংশোধন করতে হয়। তাই আপনাদের জন্য আজকের এই পোস্ট। আজকে আপনাদের কে কিছু তথ্য শেয়ার করেছি, যার মাধ্যমে আপনারা ভুল সার্টিফিকেট টি খুব সহজে সংশোধন করতে পারবেন। সার্টিফিকেট  টি সংশোধন করার জন্য আপনাদের কে অনলাইনে আবেদন করতে হবে। এজন্য আপনাকে বাংলাদেশের শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ব্যবহার করতে হবে। নিচের দিকে এই ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে সার্টিফিকেট সংশোধন করার  নিয়ম দেখানো হয়েছে। তো সার্টিফিকেট সংশোধন করার নিয়ম গুলো দেখেনিন।

সার্টিফিকেট সংশোধন করার নিয়ম

চাকরির জন্য সার্টিফিকেট খুব ই গুরুত্ব পূর্ণ। কিন্তু আপনার সার্টিফিকেটে যদি কোনো প্রকার তথ্য ভুল থাকে তাহলে আপন কঠিন সমস্যার সম্মুখীন হবেন। তাই সার্টিফিকেট এ কোনো ধরনের ভুল তথ্য থাকলে এখনি তার সমাধান করেনিন। আগের সময়ে সার্টিফিকেত সংশোধন অফলাইনে করা হত। তাই তখন অনেক সময় লাগতো। এজন্য সরাসরি শিক্ষা বোর্ডের অফিসের সাথে যোগাযোগ করতে হতো।এখন তথ্য প্রযুক্তির পরিবর্তনের ফলে শিক্ষা ক্ষেত্রে অনেক উন্নয়ন হয়েছে। এখন কোনো ধরনের ঝামেলা ছারাই খুব সহজে অনলাইনে সার্তিফিকেত এর জন্য আবেদন করা যায়। তাহলে বুঝতে পারছেন আপনাদের সার্টিফিকেট টি সংশোধন এর জন্য অনলাইএর সহযোগিতা নিতে হবে।

অনলাইনে সার্টিফিকেট সংশোধন করার নিয়ম

প্রুযুক্তির অগ্রগতির ফলে যেকোনো কাজ আজ অনলাইনে করা হয়। ঠিক তেমনি শিক্ষা সংক্রান্ত যেকোনো কাজ আপনারা অনলাইনে সমাধান করে নিতে পারেন। তো অনলাইনে আপনাদের সার্টিফিকেত সমাধান এর জন্য প্রথমে তাদের কাছে আবেদন করতে হবে। তার পর আপনার সার্টিফিকেট সমাধান করা হবে। অনেলাইনে সার্টিফিকেত সমাধান করার জন্য শিক্ষা বোর্ডের একটি ওয়েবসাইট আছে। আপনাদের সেই ওয়েবসাইটে সার্টিফিকেট সমাধান এর জন্য আবেদন জানাতে হবে। এর জন্য আপনারা প্রথমে আপনাদের বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করবেন। নিচে আপনাদের জন্য একটি ঠিকানা দেওয়া থাকবে। সেই ঠিকানায় গুগলে সার্চ করবেন। তার পর নিচের নিয়ম গুলো ফলো করবেন।

board of intermediate and secondary education

অনলাইনে সার্টিফিকেট সংশোধন এর আবেদন করার নিয়ম

এখানে আপনাদের কে অনলাইনে সার্টিফিকেট সংশোধনের জন্য আবেদ করার নিয়ম দেখানো হয়েছে। আপনারা আমাদের দেখানো নিয়ম্য গুলো সঠিক ভাবে অনুসর করুন। এবং এই নিয়ম্য অনুযায়ী সার্টিফিকেট সংশোধনের জন্য আবেদন করুন।

প্রথমে আপনারা গুগলে আপনার শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করুন। যেমনঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা

তারপর আপনারা Online Application নামে অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।

সার্টিফিকেট সংশোধন করার নিয়ম

এখন আপনারা নিচের মত একটি ইন্টারফেজ দেখতে পারবেন।

সার্টিফিকেট সংশোধন করার নিয়ম

এখন আপনারা নাম ও বয়স সসংধন অপশনে ক্লিক করুন।

তারপর আবেদন ফরমে ক্লিক করুন তাহলে নতুন একটি পেজ এ ওপেন হবে।

তারপর আপনার শিক্ষা প্রতিষ্ঠানের EIIN নাম্বার ও Password দিতে হবে  এবং তারপর Sign In বাটনে ক্লিক করুন।

পরের ধাপে শিক্ষা  সংক্রনাত কিছু তথ্য দিতে হবে। PEC/JSS/SSC নাম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি প্রয়োজনীয় তথ্য লাগবে।  ভালোভাবে পূরণ করে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে সাবমিট করবেন।

যে পরীক্ষার নাম সংশোধন করবেন তার পাশের বক্সে ক্লিক করুন।

নিজের নাম পরিবর্তন করতেNAME এ ক্লিক করুন।পিতার নাম অথবা মাতার নাম নাম পরিবর্তন করতে FATHER, MOTHERএ ক্লিক করুন।

আবেদন ফরমে  সচল মোবাইল নাম্বার দেওয়া লাগবে।এই মোবাইল নাম্বারে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া হবে।

এই ধাপে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন। সব ডকুমেন্ট পিডিএফ ফরমেটে আপলোড করতে হবে। এর সাথে আপনাকে জন্ম নিবন্ধন এর অনলাইন কপি( ইংলিশ ভার্শন) দিতে হবে। জন্ম নিবন্ধন এ আপনার সঠিক নামটি  থাকতে হবে। আপনারা পিতা বা মাতার নাম সংশোধন করার ক্ষেত্রে পিতা-মাতার NID এর পিডিএফ  সাবমিট  করুন।

সকল তথ্যগুলো ভালো করে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করার পর একটি ম্যাসেজ পাবেন। এই মেসেজে আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। আপনার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন সকল তথ্য জানতে পারবেন।

আপনার আবেদন এর একটি ডকুমেন্ট প্রিন্ট করে নিবেন।

এই ধাপ গুলো অনুসর করলে আপনাদের সার্টিফিকেট সংশোধন এর আবেদন করা শেষ হবে।

অনলাইনে সার্টিফিকেট সংশোধন আবেদন ফি জমা দেওয়ার নিয়ম

এখন আপনাদের জন্য সার্টিফিকেত সংশোধনের জন্য ফি জমা দিতে হবে। আপনারা হয়তো ফি জমা দেওয়ার নিয়ম গুলো জানেন না। তো নিয়ম গুলো জেনে নিন।

আবেদন ফি অনলাইন জমা দিতে পারবেন। এজন্য আবেদন কপি তে সোনালী স্লিপ নামে একটি অপশন ক্লিক করুন।

অনলাইনে সার্টিফিকেট সংশোধন আবেদন ফি জমা ব্যাংকের মাধ্যমে, মোবাইল ব্যাংকিং এবং কার্ড এর মাধ্যমেজমা দিতে পারবেন। যেকোনো একটি সিলেক্ট করুন। 

আবেদন ফি দেওয়ার পর আপনাকে একটি স্লিপ দেওয়া হবে এটি সংগ্রহ করে রেখে দেন।

একটি পরীক্ষার জন্য আপনাকে ৫০৭.৮৮ টাকা জমা দিতে হবে।

যদি অফলাইনে অর্থাৎ ব্যাংকের মাধ্যমে আবেদন ফি জমা দিতে চান তাহলে প্রথম অপশন টি সিলেক্ট করুন ।তারপর সোনালী স্লিপ সংগ্রহ করে ব্যাংকে টাকা জমা দিবেন। ব্যাংকে জমা দেয়ার ক্ষেত্রে  একটি পরীক্ষার জন্য আপনাকে ব্যাংকে ৫৫৮ টাকা জমা দিতে হবে।

ব্যাংক একটি অংশ আপনার স্কুল অথবা কলেজ এ দিয়ে দিবে। এর যে কোন একটি থেকে ফরওয়ার্ড করিয়ে নিতে হবে।

এখন সংশোধিত সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্টের জন্য আবেদন করতে হবে। 

অনলাইনে সংশোধিত সার্টিফিকেট কপির জন্য আবেদন করার নিয়ম

এখন সংশোধিত সার্টিফিকেট কপির জন্য আবেদনকরুন।  

 সংশোধিত সার্টিফিকেট উঠানোর জন্য প্রথমে আপনারা   শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে যাবেন এবং On line Application এ ক্লিক করুন।

এবার পরীক্ষা সিলেক্ট করুন; আইডি, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে Find অপশন এ ক্লিক করুন।

পরীক্ষা সিলেক্ট করুনএবং আইডি, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে Find অপশন এ ক্লিক করুন।

আপনারা এখন  ডকুমেন্ট এর আবেদন ফর্ম দেখতে পারবেন সেখানে প্রয়োজনীয় তথ্য এবং ডকুমেন্ট আপলোড করে সাবমিট করুন।

শেষ কথা

এই ছিলো সার্টিফিকেট সংশোধন করার নিয়ম। আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভালোলেগেছে এবং এই পোস্ট থেকে আপনার প্রয়োজনীয় তথ্য জানতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে অনেক পোস্ট আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। অনলাইনে সার্টিফিকেট সংসং করতে আমাদের দেখানো নিয়ম গুলো ভালো ভাবে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। \

See More:

মোবাইলে এইচ এস সি মার্কশিট বের করার নিয়ম দেখেনিন

গুগল একাউন্ট খোলার নিয়ম (মোবাইলে গুগল একাউন্ট খুলুন খুব সহজে)