মানুষ কবিতার অনেক গুলো জ্ঞানমূলক প্রশ্ন আছে। যা পাঠ্য বইয়ে দেওয়া নেই। এই প্রশ্ন গুলো আপনারা সৃজনশীল প্রশ্নের ক নাম্বারের জন্য অনুশ্লিন করতে পারেন। কারণ এই রকম প্রশ্ন সৃজনশীলের ১ম অংশে দেওয়া থাকে। এই পোস্টে মানুষ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর এর পাশা-পাশি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর গুলো শেয়ার করেছি। তো যারা যারা এগুলো অনুশীলন করতে চান, তারা সম্পূর্ণ পোস্ট টি পড়ুন।
মানুষ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
এখানে মানুষ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন গুলো শেয়ার করা হয়েছে। বেশির ভাগ বোর্ড পরীক্ষায় এই ধরনের প্রশ্ন দেখা যায়। তাই পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই এই প্রশ্ন গুলো মনোযোগ সহকারে পড়বেন। নিচের অংশে এই প্রশ্ন উত্তর সহ পিডিএফ দেওয়া থাকবে। যাদের পিডিএফ প্রয়োজন তারা পিডিএফ সংগ্রহ করতে পারেন।
১। কে মন্দিরের দরজা বন্ধ করেছিল?
উত্তর : পূজারি মন্দিরের দরজা বন্ধ করেছিল।
২। ‘মানুষ’ কবিতায় যে দেবতার বরে রাজা হয়ে যাবে এটা কে ভেবেছিল?
উত্তর : ‘মানুষ’ কবিতায় মন্দিরের পূজারি ভেবেছিল যে, দেবতার বরে সে রাজা হয়ে যাবে।
৩। কত সালে কাজী নজরুলকে বাংলাদেশে আনা হয়?
উত্তর : ১৯৭২ সালে কাজী নজরুলকে বাংলাদেশে আনা হয়।
৪। কবি কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : কবি কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন।
৫। ফুকারি শব্দের অর্থ কী?
উত্তর : ফুকারি শব্দের অর্থ চিৎকার করে।
৬। কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : কাজী নজরুল ইসলাম ১৮৯৯ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।
৭। দরিরামপুর হাই স্কুল কোথায় অবস্থিত?
উত্তর : দরিরামপুর হাই স্কুল ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় অবস্থিত।
৮। কবির মতে কিসের চেয়ে বড় কিছু নাই?
উত্তর : কবির মতে মানুষের চেয়ে বড় কিছু নাই ।
৯। ‘মানুষ’ কবিতায় কাকে দুয়ার খােলার জন্য বলা হয়েছে?
উত্তর : ‘মানুষ’ কবিতায় পূজারিকে দুয়ার খােলার জন্য বলা হয়েছে।
১০। ‘মানুষ’ কবিতানুযায়ী মসজিদে কাল কী ছিল?
উত্তর : ‘মানুষ’ কবিতানুযায়ী মসজিদে কাল শিরনি ছিল ।
১১। কাজী নজরুল কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর : কাজী নজরুল বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন।
১২। কত সালে প্রথম মহাযুদ্ধ শুরু হয়?
উত্তর : ১৯১৪ সালে প্রথম মহাযুদ্ধ শুরু হয়।
১৩। মােল্লা মুসাফিরকে কোথায় গিয়ে মরতে বলেছে?
উত্তর : মােল্লা মুসাফিরকে গাে-ভাগাড়ে গিয়ে মরতে বলেছে।
১৪। কত বছর বয়সে কাজী নজরুল দুরারােগ্য ব্যাধিতে আক্রান্ত হন?
উত্তরঃ চল্লিশ বছর বয়সে কাজী নজরুল ইসলাম দুরারােগ্য ব্যাধিতে আক্রান্ত হন।
১৫। বাংলা কোন মাসের কত তারিখে নজরুল মারা যান?
উত্তর : বাংলা ভাদ্র মাসের ১২ তারিখে কাজী নজরুল ইসলাম মারা যান।
মানুষ কবিতার জ্ঞানমূলক প্রশ্নের উত্তর
১৬। গােশত-রুটি নিয়ে কে মসজিদে তালা দিল?
উত্তর : গােশত-রুটি নিয়ে মােল্লা মসজিদে তালা দিল ।
১৭। মসজিদে কে তালা দিল?
উত্তর : মসজিদে মােল্লা তালা দিল
১৮। আজারি’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘আজারি’ শব্দের অর্থ বুগণ বা ব্যথিত ।
১৯। ‘মানুষ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর : ‘মানুষ’ কবিতাটি ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
২০। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন?
উত্তর : সুলতান মাহমুদ সতেরাে বার ভারতবর্ষ আক্রমণ করেন।
২১। মানুষ’ কবিতানুযায়ী মসজিদে কাল কী বেঁচে গেছে?
উত্তর : অঢেল গােশত-রুটি বেঁচে গেছে।
২২। কার গায়ে আজারির চিন ছিল?
উত্তর : মুসাফিরের গায়ে আজারির চিন ছিল।
২৩। মুসাফিরের কথা শুনে মােল্লা কী করে?
উত্তর : মুসাফিরের কথা শুনে মােল্লা তেরিয়া ওঠে।
২৪। গােশত-রুটি নিয়ে মােল্লা কী করল?
উত্তর : গােশত-রুটি নিয়ে মােল্লা মসজিদে তালা দিল ।
২৫। কালাপাহাড় অনেক কী ধ্বংস করেছেন?
উত্তর :কালাপাহাড় অনেক দেবালয় ধ্বংস করেছেন।
২৬। গাে-ভাগাড় মানে কী?
উত্তর : গাে-ভাগাড় মানে হচ্ছে মৃত গরু ফেলার নির্দিষ্ট স্থান।
২৭। মুসাফির কত বছর প্রভুকে ডাকেনি?
উত্তর : মুসাফির আশি বছর প্রভুকে ডাকেনি।
২৮। মানুষ’ কবিতায় পথিকের বস্ত্র কীরূপ ছিল?
উত্তর : ‘মানুষ’ কবিতায় পথিকের বস্তু ছিল জীর্ণ।
২৯। পথিক কী বলে পূজারিকে ডাক দিল?
উত্তর : পথিক ‘বাবা’ বলে পূজারিকে ডাক দিল।
৩০। ‘মানুষ’ কবিতাটি কে লিখেছেন?
উত্তর : মানুষ’ কবিতাটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম।
৩১। কালাপাহাড়ের প্রকৃত নাম কী?
উত্তর : কালাপাহাড়ের প্রকৃত নাম- রাজচন্দ্র বা রাজকৃষ্ণ বা রাজনারায়ণ ।
মানুষ কবিতার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
৩২। ‘মানুষ’ কবিতাটির রচয়িতা কে?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
৩৩। কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১৮৯৯ সালে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন
৩৪। ‘ সাম্য’ শব্দের অর্থ কী?
উত্তরঃ সাম্য’ শব্দের অর্থ সমতা।
৩৫। কাজী নজরূল ইসলামের উপাধি কোনটি?
উত্তরঃ কাজী নজরূল ইসলামের উপাধি বিদ্রোহী কবি।
৩৬। কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গ জন্মগ্রহণ করেন।
৩৭। মানুষ’ কবিতায় কবি হাতুড়ি শাবল চালাতে বলেছেন কেন?
উত্তরঃ ভজনালয়ের বন্ধ দরজা খোলার জন্য।
৩৮। ছেলেবেলায় কাজী নজরুল ইসলাম কিসে যোগ দেন?
উত্তরঃ ছেলেবেলায় কাজী নজরুল ইসলাম লেটো গানের দলে যোগ দেন।
৩৯। দরিরামপুর হাই স্কুল কোথায় অবস্থিত?
উত্তরঃ দরিরামপুর হাই স্কুল ময়মনসিংহে
৪০। কাজী নজরুল ইসলাম কত বছর ?
উত্তরঃ চল্লিশ বছর বয়সে দুরারোগ্য ব্যধিতে বাক্শক্তি হারান।
৪১। মোল্লা সাহেব হেসে কুটি কুটি হয় কেন?
উত্তরঃ পূজারির আশা পূরণ না হওয়ায় মোল্লা সাহেব হেসে কুটি কুটি হয়।
৪২। ডাকিল পান্থ’ ‘মানুষ’ কবিতায় শব্দটি দ্বারা কার কথা বলা হয়েছে?
উত্তরঃ ডাকিল পান্থ’ ‘মানুষ’ কবিতায় শব্দটি দ্বারা ভুখারির কথা বলা হয়েছে।
৪৩। কাজী নজরুল ইসলাম বাংলা কত সনে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম বাংলা ১৩০৬ সনে জন্মগ্রহণ করেন।
৪৪। মানুষ’ কবিতায় মসজিদে কী শিরনি ছিল?
উত্তরঃ মানুষ’ কবিতায় মসজিদে গোশত-রুটি শিরনি ছিল।
৪৫। কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে যোগদান করেন?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম ১৯১৭ সালে বাঙালি পল্টনে যোগদান করেন।
৪৬। কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের সূচনা ঘটে কোথায়?
উত্তরঃ কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের সূচনা ঘটে করাচিতে।
৪৭। গজনি মামুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন?
উত্তরঃ গজনি মামুদ সতেরো বার ভারতবর্ষ আক্রমণ করেন।
৪৮। মোল্লা সাহেব অতিরিক্ত গোশত-রুটি কী করল?
উত্তরঃ মোল্লা সাহেব অতিরিক্ত গোশত-রুটি নিজে নিয়ে নিল।
৪৯।মোল্লা সাহেব ভুখারিকে গোশত-রুটি দিল না কেন?
উত্তরঃ মোল্লা সাহেব ভুখারিকে গোশত-রুটি দিল না নিজে ভোগ করার লোভে।
শেষ কথা
আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভালো লেগেছে । আশা করছি এই পোস্ট থেকে মানুষ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে সকল শ্রেণির শিক্ষাসংক্রান্ত তথ্য শেয়ার করা হয়। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।
আরও দেখুনঃ
SSC মানুষ কবিতার বহুনির্বাচনী প্রশ্ন উত্তর পিডিএফ-
মানুষ কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর পিডিএফ- SSC
মানুষ কবিতা- কাজী নজরুল ইসলাম।বাংলা ১ম পত্র পিডিএফ
PDF- আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতা ও কবিতার ব্যাখ্যা, মূলভাব
জীবন বিনিময় কবিতা- গোলাম মোস্তফা। বাংলা ১ম পত্র
ছায়াবাজি কবিতা- সুকুমার রায়। বাংলা ১ম পত্র এস এস সি
ঝর্ণার গান কবিতার MCQ ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর PDF