মানুষ কবিতার বহুনির্বাচনী প্রশ্ন উত্তর পিডিএফ- SSC

মানুষ কবিতার বহুনির্বাচনী প্রশ্ন

এই পোস্টে মানুষ কবিতার বহুনির্বাচনী প্রশ্ন উত্তর দেওয়া আছে। মানুষ’ কবিতায় সাম্যবাদের দৃষ্টিতে পৃথিবীর সব মানুষ এক ও অভিন্ন জাতি এই সত্যটি প্রতিফলিত হয়েছে। মানুষই শ্রেষ্ঠ পৃথিবীতে, মানুষ অপেক্ষা শ্রেষ্ঠ আর কিছু নেই। দেশ-কাল, ধর্ম-বর্ণ, জাতি-গােত্র এ সবকিছুই মানুষের তুলনায় অতি ক্ষুদ্র। পৃথিবীজুড়ে যত মানুষ আছে তারা এক জাতি, তা হলাে মানুষ জাতি।

ছেড়া-ময়লা জামা পরা একজন ক্ষুধার্ত ভিক্ষুক সেই ভজনালয়ের। সামনে গিয়ে কাতর স্বরে বলল- বাবা দয়া করে দরজা খুলুন, ‘আমি সাত দিন ধরে উপােস, আমাকে কিছু খেতে দিন। তখন হঠাৎ সেই দরজা বন্ধ হয়ে গেল। ক্ষুধার্ত ভিখারি ফিরে চলল। অন্ধকার রাতে সে পথ চলে। ক্ষুধায় তার পেট জ্বলতে থাকে । ভিখারি চিৎকার করে বলে- ঐ মন্দির পূজারির, দেবতার নয়। দেবতা সেখানে অসহায়। নইলে তাকে কেন ফিরিয়ে দেবে।

মানুষ কবিতার বহুনির্বাচনী প্রশ্ন

এখানে মানুষ কবিতার বহুনির্বাচনী প্রশ্ন উত্তর গুলো শেয়ার করেছি। এই প্রশ্ন গুলো বিভিন্ন বোর্ড পরীক্ষা এসে থাকে। পাঠ্য বইয়ে বহুনির্বাচনি প্রশ্ন গুলো দেওয়া নেই। তাই আপনারা এখান থেকে প্রশ্নের সঠিক উত্তর সহ কারে বহুনির্বাচনি গুলো পড়ে নিন।

১. কাজী নজরুল ইসলাম বাংলা কত সনে জন্মগ্রহণ করেন?
(ক) ১৩০৪ সনে
(খ) ১৩০৫ সনে
(গ) ১৩০৬ সনে
(ঘ) ১৩০৭ সনে

উত্তরঃ গ

২. ‘মানুষ’ কবিতায় মসজিদে কী শিরনি ছিল?
(ক) বাতাসা
(খ) গোশত-রুটি
(গ) খিচুড়ি
(ঘ) জিলাপি

উত্তরঃ খ

৩. কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে যোগদান করেন?
(ক) ১৯১৭ সালে
(খ) ১৯১৮ সালে
(গ) ১৯১৯ সালে
(ঘ) ১৯২০ সালে

উত্তরঃ ক

৪. কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের সূচনা ঘটে কোথায়?
(ক) কুমিল্লায়
(খ) ময়মনসিংহে
(গ) ঢাকায়
(ঘ) করাচিতে

উত্তরঃ ঘ

৫. গজনি মামুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন?
(ক) তেরো বার
(খ) পনেরো বার
(গ) সতেরো বার
(ঘ) উনিশবার

উত্তরঃ গ

৬. মোল্লা সাহেব অতিরিক্ত গোশত-রুটি কী করল?
(ক) ভূখারিকে দিয়ে দিল
(খ) মসজিদের সবাইকে ভাগ করে দিল
(গ) শিরনি দাতাকে ফেরত দিল
(ঘ) নিজে নিয়ে নিল

উত্তরঃ ঘ

৭. মোল্লা সাহেব ভুখারিকে গোশত-রুটি দিল না কেন?
(ক) ভুখারি নামাজ পড়ে না বলে
(খ) গোশত-রুটি ফুরিয়ে গিয়েছিল বলে
(গ) ভূখারির গায়ে নোংরা লেগেছিল বলে
(ঘ) নিজে ভোগ করার লোভে

উত্তরঃ ঘ

৮. ভুখারি কত বছর বয়সী?
(ক) ষাট বছর (খ) সত্তর বছর
(গ) আশি বছর (ঘ) নব্বই বছর

উত্তরঃ গ

৯. ‘মানুষ’ কবিতায় কবি কী ভেঙে ফেলতে বলেছেন?
(ক) মসজিদ-মন্দির
(খ) ভজনালয়ের তালা দেওয়া দ্বার
(গ) মোল্লা-পুরুতের বাড়িঘর
(ঘ) মোল্লা সাহেবের হাত

উত্তরঃ খ

১০. ‘মানুষ’ কবিতাটির রচয়িতা কে?
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) যতীন্দ্রমোহন বাগচী
(ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তরঃ ক

১২. কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?
(ক) ১৮৯৮ সালে
(খ) ১৮৯৯ সালে
(গ) ১৯০০ সালে
(ঘ) ১৯০১ সালে

উত্তরঃ খ

১৩. ‘সাম্য’ শব্দের অর্থ কী?
(ক) সমতা
(খ) সৌন্দর্য
(গ) সামান্য
(ঘ) সমস্ত

উত্তরঃ ক

১৪. কাজী নজরূল ইসলামের উপাধি কোনটি?
(ক) বীরবল
(খ) বিদ্রোহী কবি
(গ) যুগসন্ধিক্ষণের কবি
(ঘ) ভানুসিংহ

উত্তরঃ খ

১৫. কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন?
(ক) মেদিনীপুর
(খ) হুগলি
(গ) আসাম
(ঘ) পশ্চিমবঙ্গ

উত্তরঃ ঘ

১৬. ‘মানুষ’ কবিতায় কবি হাতুড়ি শাবল চালাতে বলেছেন কেন?
(ক) ভজনালয় ভাঙার জন্য
(খ) ভজনালয়ের বন্ধ দরজা খোলার জন্য
(গ) পূজারির ঘর ভাঙার জন্য
(ঘ) রাস্তা তৈরির জন্য

উত্তরঃ খ

১৭. ছেলেবেলায় কাজী নজরুল ইসলাম কিসে যোগ দেন?
(ক) সেনাবাহিনীতে
(খ) পুলিশে
(গ) লেটো গানের দলে
(ঘ) বাঙালি পল্টনে

উত্তরঃ গ

১৮. দরিরামপুর হাই স্কুল কোথায় অবস্থিত?
(ক) বর্ধমানে
(খ) পশ্চিমবঙ্গে
(গ) ময়মনসিংহে
(ঘ) কুমিল্লায়

উত্তরঃ গ

১৯. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য ব্যধিতে বাক্শক্তি হারান?
(ক) ত্রিশ বছর
(খ) পঁয়ত্রিশ বছর
(গ) চল্লিশ বছর
(ঘ) পঁয়তাল্লিশ বছর

উত্তরঃ গ

২০. মোল্লা সাহেব হেসে কুটি কুটি হয় কেন?
(ক) সাত দিন না খেয়ে থাকার কথা শুনে
(খ) ভূখারি চলে যাওয়ায়
(গ) শিরনি বেঁচে যাওয়ায়
(ঘ) পূজারির আশা পূরণ না হওয়ায়

উত্তরঃ গ

২১. ‘ডাকিল পান্থ’ ‘মানুষ’ কবিতায় শব্দটি দ্বারা কার কথা বলা হয়েছে?
(ক) ভুখারি
(খ) পূজারি
(গ) মোল্লা সাহেব
(ঘ) কবি

উত্তরঃ ক

মানুষ কবিতার MCQ

২২. ‘মহীয়ান’ শব্দের অর্থ কি?
ক. মহত্ত্ব
খ. গরীয়ান
গ. সুমহান
ঘ. মহাজ্ঞানী

উত্তর : গ

২৩. ‘মানুষ’ কবিতায় সহসা কী বন্ধ হলো?
ক. মন্দির
খ. মসজিদ
গ. দ্বার
ঘ. পথ

 উত্তর : গ

২৪. ‘মানুষ’ কবিতায় কে হেসে কুটিকুটি হয়েছে?
ক. পূজারি
খ. দেবতা
গ. ভুখারি
ঘ. মোল্লা

উত্তর : ঘ

২৫. ফরাসি সংস্কৃতিতে মেহমানকে কী বলা হতো?
ক. অতিথি
খ. মেজবান
গ. অতিথি নারায়ণ
ঘ. অতিথি কার্তিক

উত্তর : গ

২৬. কালাপাহাড় কোন বর্ণের মানুষ ছিলেন?
ক. ব্রাহ্মণ
খ. শূদ্র
গ. ক্ষত্রিয়
ঘ. কায়স্থ

উত্তর : ক

২৭. ‘মানুষ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক. ঝিঙে ফুল
খ. মৃত্যুক্ষুধা
গ. সাম্যবাদী
ঘ. প্রলয়শিখা

 উত্তর : গ

২৮. কারও কারও মতে, কালাপাহাড় কোন সম্প্রদায়ের ছিলেন?
ক. ক্ষত্রিয়
খ. শূদ্র
গ. ব্রাহ্মণ
ঘ. মুসলিম

উত্তর : গ

২৯. ‘মানুষ’ কবিতায় কালাপাহাড়কে কেন আহ্বান জানানো হয়েছে?
ক. মোল্লাকে শাস্তি দেওয়ার জন্য
খ. পুরুতকে শায়েস্তা করার জন্য
গ. ভজনালয়ের দ্বার ভাঙার জন্য
ঘ. ভুখারিকে খাবার দেওয়ার জন্য

উত্তর : গ

৩০. ‘ভণ্ড’ শব্দের অর্থ কোনটি?
ক. হিংসুটে
খ. কপট
গ. কৃপণ
ঘ. উগ্র

উত্তর : খ

৩১. ‘মানুষ’ কবিতায় হৃদয়হীন কাজের দৃষ্টান্ত দেখিয়েছে কোন চরিত্রদ্বয়?
ক. মোল্লা–পুরোহিত
খ. ভুখারি–ক্ষুধার ঠাকুর
গ. চেঙ্গিস–কালাপাহাড়
ঘ. কালাপাহাড়–গজনি মামুদ

উত্তর : ক

৩২. ‘মানুষের চেয়ে বড় কিছু নাই’ — কে বলেছেন?
ক. ক্ষুধার ফকির
খ. মোল্লা
গ. কবি
ঘ. কালাপাহাড়

উত্তর : গ

৩৩. ‘নাই দেশ–কাল–পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি’ — এ বাক্যে কী প্রকাশ পেয়েছে?
ক. স্বার্থপর মানসিকতা
খ. ধর্মের জন্য জীবন
গ. ঘৃণ্য মানুষের ক্ষমতা প্রদর্শন
ঘ. জাত–ধর্মের ভেদাভেদ

উত্তর : ঘ

৩৪. ‘সব দেশে, সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি’ — ‘তিনি’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. সৃষ্টিকর্তাকে
খ. মোল্লা সাহেবকে
গ. মানুষকে
ঘ. মুসাফিরকে

উত্তর : ক

৩৫. কী দেখে পূজারি ভজনালয় খুললেন?
ক. দেবতা
খ. মানুষ
গ. ঠাকুর
ঘ. স্বপন

উত্তর : ঘ

৩৬. পৃথিবীতে বর্ণ, ধর্ম ও গোত্রে ভেদ আছে কেবল কার?
ক. বাঘের
খ. সিংহের
গ. পাখির
ঘ. মানুষের

উত্তর : ঘ

৩৭. ‘ক্ষুধার ঠাকুর, দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হলো’—উক্তিটি কার?
ক. পূজারীর
খ. মোল্লার
গ. কবির
ঘ. মুসল্লির

উত্তর : ঘ

শেষ কথা

আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভালো লেগেছে । আশা করছি এই পোস্ট থেকে মানুষ কবিতার বহুনির্বাচনী প্রশ্ন ও MCQ উত্তর PDF সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে সকল শ্রেণির শিক্ষাসংক্রান্ত তথ্য শেয়ার করা হয়।  ভালোথাকবেন, সুস্থ থাকবেন।

আরও দেখুনঃ

মানুষ কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর পিডিএফ- SSC

মানুষ কবিতা- কাজী নজরুল ইসলাম।বাংলা ১ম পত্র পিডিএফ

PDF- আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতা ও কবিতার ব্যাখ্যা, মূলভাব

জীবন বিনিময় কবিতা- গোলাম মোস্তফা। বাংলা ১ম পত্র

ছায়াবাজি কবিতা- সুকুমার রায়। বাংলা ১ম পত্র এস এস সি

ঝর্ণার গান কবিতার MCQ ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর PDF