স্মার্ট কার্ড চেক করার নিয়ম অনলাইনে মোবাইল দিয়ে।। Smart card Check 2022

অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম ভোটার নাম্বার দিয়ে

স্মার্ট কার্ড চেক করার নিয়ম মোবাইলে যেভাবে করবেন তা দেখানো হয়েছে। আপনার পুরাতন ভোটার আইডি কার্ড দিয়ে অফিশিয়াল ওয়েবসাইট থেকে স্মার্ট কার্ড টি খুঁজে দেখতে পারবেন। তো আপনি যদি স্মার্ট কার্ড চেক করতে চান তাহলে কিছু নিয়ম জানতে হবে। অনেকে হয়তো নিয়ম গুলো জানেন না। তাই আজকের পোস্টে আপনাদের জন্য সকল ধরনের সমাধান নিয়ে এসেছি। এজন্য আজকের পোস্ট টি শেষ পর্যন্ত পড়ুন।

প্রথমে আপনার ভোটার আইডি বা স্লিপ নাম্বার টি কাছে নিয়ে নিবেন। তারপর গুগল থেকে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন। সেখানে একটি একাউন্ট খুলতে হবে। পুরাতন একাউন্ট থাকলে সেটি ব্যবহার করতে পারবেন। আপনার ভোটার আইডি নাম্বার, জন্ম সাল ও একটি পিন কোড বসিয়ে সাবমিট করতে হবে। তাহলে আপনার স্মার্ট কার্ড টি অনলাইন থেকে চেক করতে পারবেন। আরও জানতে নিচের পোস্ট টি শেষ পর্যন্ত পড়ুন।

আরও দেখুন: অনলাইনে নিজের জমির খতিয়ান ও দাগ নাম্বার বের করার নিয়ম-২০২২

স্মার্ট কার্ড চেক

বর্তমান সময়ে অনলাইনে খুব কম সময়ের মধ্যে স্মার্ট কার্ড টি চেক করা সম্ভব। ফর্ম নাম্বার অথবা ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে স্মার্ট কার্ডের সকল ধরনের তথ্য চেক করতে পারবেন। আপনার ভোটার কার্ড টি যদি অনলাইনে থাকে সেক্ষেত্রে স্মার্ট কার্ড টি অনলাইনে চেক করতে পারবেন। সর্বপ্রথম আপনি বাংলাদেশের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করবেন স্মার্ট কার্ড চেক করার জন্য। তারপর ভোটার নাম্বার দিয়ে স্মার্ট কার্ড টি চেক করবেন। নিচে স্মার্ট কার্ড চেক করার জন্য অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। সেখানে ক্লিক করে সরাসরি স্মার্ট কার্ড টি চেক করেনিন।

https://services.nidw.gov.bd/nid-pub/claim-account

একাউন্ট খুলার নিয়ম ভোটার আইডি দিয়ে

স্মার্ট কার্ড চেক করার জন্য একটি ওয়েবসাইট ব্যবহার করতে হবে। এই ওয়েবসাইটে আপনার একটি একাউন্ট থাকতে হবে। আর একাউন্ট আগের থেকে ঠকালে শুধু লগইন করে নিবেন। নিচে যেভাবে একাউন্ট খুলবেন তা দেখানো হয়েছে দেখেনিন।

  1. https://services.nidw.gov.bd/nid-pub/claim-account লিখে সার্চ করুন এবং প্রথম ওয়েবসাইটে ক্লিক করুন।
  2. প্রথমে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার লিখুন
  3. আপনার জন্মতারিখ প্রদান করুন
  4. এরপর একটি কোড আসবে সেটি প্রদান করুন।
  5. সাবমিটে ক্লিক করুন
  6.  একটি ইউজারনেম  লিখুন
  7. পাসওয়ার্ড  দিন।
  8. এরপর প্রদর্শিত যে কোডটি রয়েছে সেটা প্রবেশ করান।
  9. এরপর লগইন বাটনে ক্লিক করুন।

ভোটার আইডি সংশোধন এর জন্য একাউন্ট খুলে শেষ।  এখন একাউন্ট এ লগইন করুন।

স্মার্ট কার্ড চেক করার নিয়ম

স্মার্ট কার্ড সাধারণত অনলাইন থেকে চেক করতে হয়। আমরা আপনাদের কে আজকে দুই টি নিয়মে স্মার্ট কার্ড বা ডিজিটাল জাতীয় পরিচয়পত্র টি চেক করার নিয়ম দেখাবো। একটি অনলাইনে মোবাইল বা যেকোনো ডিভাইস থেকে। আর অন্যটি  হচ্ছে মোবাইলে এস এম এস এর মাধ্যমে। তো আপনি সাধারণত অনলাইনে চেক করার চেষ্টা করবেন। তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। নিচের দিকে ধাপে ধাপে অনলাইন থেকে ও মোবাইলে এস এম এস এর মাধ্যমে স্মার্ট কার্ড বের করার নিয়ম দেখানো হয়েছে দেখেনিন।

অনলাইনে স্মার্ট কার্ড চেক করার নিয়ম

এই অংশে অনলাইনে যেভাবে সমার কার্ড চেক করা হয় সেটি দেখানো হয়েছে। তো যারা যারা অনলাইন থেকে স্মার্ট কার্ড চেক করতে চান তারা এই অংশ টুকু ফলো করুন। নিচের দেখানো নিয়ম মনোযোগ দিয়ে দেখুন। আমাদের দেখানো পদ্ধতি টি অনুসরণ করে আপনার স্মার্ট কার্ড টি চেক করেনিন। আর আপনার পুরাতন ভোটার আইডি কার্ড টি সাথে নিয়েনিন।

  1. গুগলে স্মার্ট কার্ড চেক বা smart card check লিখে সার্চ করুন।  https://services.nidw.gov.bd/nid-pub/card-status
  2. আপনার ভোটার আইডি নাম্বার বা স্লিপ নাম্বার লিখুন
  3. এখন জন্মসাল প্রদান করুন।
  4. তারপর একরই captcha কোড দেওয়া থাকবে সেটা নিচে লিখবেন।
  5. এখন সাবমিট বাটনে ক্লিক করুন।

 আপনি যদি এই কাজ টুকু ফলো করেন তাহলে নিচে একটি নতুন পিকচার দেখতে পারবেন। যেখানে আপনার স্মার্ট কার্ড সম্পর্কিত সকল তথ্য দেওয়া থাকবে। এখন আপনার স্মার্ট কার্ড টি দেখেনিতে পারবেন।

এস এম  এস এর মাধ্যমে মোবাইলে স্মার্ট কার্ড চেক করার নিয়ম

আপনারা চাইলে এস এম এস দিয়ে স্মার্ট কার্ড চেক করতে পারবেন। নিচে এস এম এস দিয়ে যেভাবে স্মার্ট কার্ড চেক করবেন তা দেখানো হয়েছে। তো নিয়ম টি দেখেনিন।

  1.  মোবাইলের মেসেজ অপশন চলে যান।
  2. তারপর টাইপ করুন PC < স্পেস>  তারপর ভোটার আইডি কার্ড এর নাম্বার অথবা স্লিপ নাম্বার।
  3.  ১০৫ নম্বরে এস এম এস টি  পাঠিয়ে দিন।
  4. আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার ১৩ সংখ্যার হয় তাহলে ভোটার আইডি কার্ডের নাম্বারের প্রথমে আপনার জন্ম সন দিতে হবে।

স্মার্ট কার্ড কিভাবে সংগ্রহ  করবেন? 

অনেক ভোটার আছে নতুন। যারা জানে না কিভাবে স্মার্ট কার্ড সংগ্রহ করবে। বা কোথায় স্মার্ট কার্ড বিতরণ করা হয়। তাই তারা এই অংশ টুকু পড়ুন।  স্মার্টকার্ড সংগ্রহ করার জন্য  নির্দিষ্ট বিতরণ কেন্দ্রে আসতে হবে। সাথে আপনার  জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড নিয়ে আসতে হবে। যাদের কাছে মূল ভোটার আইডি কার্ড নেই  তারা নিবন্ধন স্লিপ নিয়ে  যাবেন।  আপনার স্মার্টকার্ড কোথায় বিতরণ করা হবে সে সম্পর্কে তথ্য জানথা ওয়েবসাইটে যেতে হবে। তারপর সেখানে বাম পাশে থাকা সাইডবারে ‘স্মার্ট জাতীয় বিতরণ তথ্য’ তে ক্লিক  করবেন। সেখানে জাতীয় পরিচয়পত্রের আইডি কার্ডের নম্বর অথবা স্লিপে দেয়া নম্বর, জন্মতারিখ ও নিরাপত্তামূলক নম্বর দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে । তারপর আপনার স্মার্টকার্ড কোথা থেকে সংরক্ষণ করবেন তা জানা যাবে।

মোবাইল দিয়ে ভোটার আইডি কার্ড চেক করার উপায় অনলাইনে

আপনারা অনলাইনে  খুব সহজে ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন। তো আপনি চাইলে আর কয়েকটি নিয়মে ভোটার কার্ড টি চেক করতে পারবেন। তার একটি হচ্ছে মোবাইলে এস এম এস এর মাধ্যমে এবং অনলানে তাদের অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করে। আপনাদের সুবিধার্থে সকল পদ্ধতি ব্যবহার করে ২০২২ সালের ভোটার আইডি কার্ড চেক করে দেখানো হয়েছে। তো নিচে দেখানো যেকোনো একটি নিয়ম অনুসরণ করে আপনাদের ভোটার আইডি কার্ড টি চেক করেনিন।

ভোটার আইডি চেক 

মোবাইল অ্যাপ দিয়ে ভোটার আইডি কার্ড চেক করার উপায়

প্রথমে আপনাদের কে সহজ একটি পদ্ধতি দেখানো হয়েছে। এই পদ্ধতিতে আপনারা অ্যাপ ব্যবহার করে মোবাইলে আইডি কার্ড চেক করতে পারবেন। এজন্য আপনাকে গুগল প্লে ষ্টোর থেকে এক টি অ্যাপ সংগ্রহ করতে হবে। আপনারা সার্চ বারে এনআইডি বিস্তারিত লিখে সার্চ করে একটি অ্যাপ সংগ্রহ করে নিবেন।  আপনারা নিচে দেখানো অ্যাপ টি সগ্রহ করে নিবেন। এখন অ্যাপ টি ওপেন করুন।  কিছু নির্দেশনা দেওয়া আছে সেগুলো অনুসর করবেন।

০১। আপনার Nid নাম্বার টি লিখুন।

০২। জন্ম তারিখ টাইপ করুন।

০৩। একটি ক্যাপটা কোড পুরন করুন। যেমনঃ ৪+৭=১১

০৪। এরপর খুঁজুন বাটনে ক্লিক করুন।

০৫। এরপর আপনার ভোটার আইডি কার্ড এর বিস্তারিত তথ্য আপনাকে দেওয়া হবে।

০৬। আপনার ভোটার কার্ড টি পিডিএফ সংগ্রহ করতে প্রিন্ট করুন এই বাটনে ক্লিক করুন। এখানে ক্লিক করে Nid card পিডিএফ সংগ্রহ করতে পারবেন।

এই ছিল মোবাইলে অ্যাপ এর মাধ্যমে যেভাবে ভোটার কার্ড চেক করতে হবে তার নিয়ম। নিচে আরও কিছু নিয়ম দেখানো হয়েছে সেগুলো দেখেনিন।

শেষ কথা

আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এই পোস্ট থেকে স্মার্ট কার্ড চেক করার নিয়ম জানতে পেরেছেন। এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন।  এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। নিচে আপনাদের জন্য শিক্ষামূলক কিছু পোস্ট দেওয়া আছে দেখেনিতে পারেন। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।

See More:

সার্টিফিকেট সংশোধন করার নিয়ম (অনলাইনে সার্টিফিকেট এর ভুল সংশোধন)

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২২ ।মোবাইল দিয়ে কাটুন টিকেট