জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম আজকের পোস্টে আলোচনা করা হয়েছে। আগের হাতের লেখা বা অফলাইনে থাকা জন্ম নিবন্ধন দিয়ে কোনো ধরনের কাজ করতে পারবেন না। আপনাদের সবাইকে নতুন করে অনলাইন জন্ম নিবন্ধন বানাতে হবে। আপনার কাছে পুরাতন জন্ম নিবন্ধন থাকলে সেটা নতুন করে অনলাইন করতে পারবেন। অনেকে কিভাবে জন্ম নিবন্ধন বানাতে হয় তা জেনে না।
তাই আপনারদের জন্য এই পোস্টে জন্ম নিবন্ধন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি এই পোস্ট টি পড়ার মাধ্যমে পুরাতন জন্ম নিবন্ধন অনলাইনে করার প্রক্রিয়া গুলো জানতে পারবেন। এখানে পুরাতন জন্ম নিবন্ধন অনলাইন করার উপায়, নতুন করে জন্ম নিবন্ধনের আবেদন করার নিয়ম ইত্যাদি জানতে পারবেন। এজন্য আজকের পোস্ট টি সম্পূর্ণ পড়ুন এবং আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন।
নতুন জন্ম নিবন্ধন আবেদন
আপনাদের যাদের যাদের পুরাতন জন্ম নিবন্ধন নেই তারা নতুন করে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন। আপনার সন্তান জন্মের ৪৫ দিনের মধ্যেই জন্ম নিবন্ধন করাটা অনেক জরুরি। অনলাইনে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করার জন্য কিছু ডকুমেন্ট বা কাগজপত্র লাগবে। অনলাইনে আবেদন করার জন্য আপনাকে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আপনারা গুগল থেকে www.bdris.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করুন। সেখানে আবেদন করার জন্য একটি ফর্ম আছে। সেই ফরম টিতে ক্লিক করে এটি পুরন করে সাবমিট করুন।
আবেদন করুন
পুরাতন জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম
যেহেতু পুরাতন জন্ম নিবন্ধন টি এখন আর কাজে লাগবে না। তাই আপনারা এটি চাইলে অনলাইন করে নিতে পারবেন। পুরাতন জন্ম নিবন্ধন অনলাইন করার জন্য কিছু নিয়ম রয়েছে যা আপনাদের কে দেখানো হবে। প্রথমে আপনার জন্ম নিবন্ধন টি অনলাইনে চেক করতে হবে। অনেক পুরাতন জন্ম নিবন্ধন অনলাইনে থাকে। তাই অফিশিয়াল ওয়েবসাইট থেকে আপনার জন্ম নিবন্ধন নাম্বার ও জন্মসাল দিয়ে সার্চ করতে হবে।
যদি আপনার পুরাতন জন্ম নিবন্ধন টি অনলাইনে থাকে তাহলে এটি আর অনলাইন করতে হবে না। আপনার নাম বা পিতা-মাতার না ও জন্মসাল ইত্যাদি যদি ভুল থাকে তাহলে সংশোধনের জন্য আবেদন করতে হবে। আপনার পুরাতন জন্ম নিবন্ধন টি অনলাইনে করতে চাইলে একটি ফর্ম পুরন করতে হবে। ফর্ম পুরন করতে যা যা লাগবে নিচে দেওয়া আছে দেখেনিন।
- হাতে লেখা জন্ম নিবন্ধন থাকলে সেটি লাগবে।
- ৫/৮/ ১০ বা তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন কার্ড।
- পিতা-মাতার ভোটার আইডি ফটো কপি।
- পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন ( যদি না থাকে তাহলে প্রথমে পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধ বানাতে হবে)
- এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
- বাসার ট্যাক্সের রশিদ
পুরাতন জন্ম নিবন্ধন অনলাইন করতে এখানে ক্লিক করুন
জন্ম নিবন্ধন অনলাইন করতে যা যা লাগবে
আপনার পুরাতন বা নতুন জন্ম নিবন্ধন বানাতে কিছু কাগজ পত্র লাগবে। এগুলো দিয়ে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে হবে। আগের জন্ম নিবন্ধন টি অনলাইন করতে সেই পুরাতন নিবন্ধন টি সাথে রাখবেন। আরও কিছু ডকুমেন্ট লাগবে যা নিচে দেওয়া আছে দেখেনিন।
- পুরাতন জন্ম নিবন্ধন থাকলে সেটি প্রয়োজন পড়বে।
- শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সার্টিফিকেট লাগবে।
- বাবা-মায়ের ভোটার আইডি ফটো কপি।
- পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন ( যদি না থাকে তাহলে প্রথমে পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধ বানাতে হবে)
- পাসপোর্ট সাইজের এক কপি ছবি।
- বাসার ট্যাক্সের রশিদ বা এর ফটো কপি।
জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম
জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম এখানে ধাপে ধাপে দেখানো হয়েছে। আপনারা যারা যারা অনলাইনে নতুন করে জন্ম নিবন্ধন বানাতে চান বা আপনার হাতে লেখা জন্ম নিবন্ধন টি অনলাইন করতে চাচ্ছেন তারা এই অংশ টুকু মনোযোগ দিয়ে দেখুন। এর জন্য প্রথমে গুগল থেকে জন্ম নিবন্ধন আবেদন ফর্মে লগইন করুন। তারপর নিচের দেখানো নিয়ম গুলো অনুসরণ করুন।
- আপনার ঠিকানা বেছেনিন।
- নামের প্রথম অংশ ও শেষ অংশ বাংলা এবং ইংরেজিতে লিখুন। ইংরেজির ক্ষেত্রে সকল অক্ষর বড় হাতের লিখবেন। নাম গুলো সার্টিফিকেট অনুযায়ী লিখবেন। জেনো কোনো ভুল না হয় সেদিকে খেয়াল রাখবেন।
- আপনার সার্টিফিকেট অনুযায়ী জন্মসাল লিখুন।
- লিঙ্গ নির্ধারন করুন।
- পিতা-মাতার কততম সন্তান তা লিখুন।
- এখন আপনার জন্মস্থান এর সকল তথ্য লিখুন।
- আপনার দেশ নির্বাচন করুন। এখানে আপনি বাংলাদেশি হলে বাংলাদেশ সিলেক্ট করুন।
- ডাকঘর বাংলা এবং ইংরেজিতে লিখুন। ইংরেজিতে লিখার জন্য বড় হাতের লিখতে হবে।
- গ্রাম/ পাড়া/ মহল্লাহ বাংলা এবং ইংরেজিতে লিখুন।
- বাসা এবং সড়ক নাম্বার বাংলা এবং ইংরেজিতে লিখুন।
- এরপর পরবর্তিতে ক্লিক করুন।
- এখন আপনারা নতুন একটি পেজে চলে যাবেন। এখানে যে আবেদন করছে তা সিলেক্ট করুন (নিজ)
- আবেদন কারির নাম লিখুন।
- একটি মোবাইল নাম্বার দিন।
- একটি ইমেইল নাম্বার দিন ( না দিলেও চলবে)
- আবার পরবর্তিতে ক্লিক করুন।
- এখন আপনি আবেদন পত্র টি প্রিন্ট করে বের করেনিন।
আপনাদের এখন আরেকটি কাজ করতে হবে। এখন শুধু জন্ম নিবন্ধন অনলাইন করার জন্য আবেদন করা হয়েছে। এই আবেদন পত্র টি আপনাকে প্রিন্ট করে আপনার ইউনিয়ন পরিষদে/ পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসে জমা দিবেন।
আবেদন পত্র প্রিন্ট করার নিয়ম
এই আবেদন পত্র টি প্রিন্ট করে ইউনিয়ন পরিষদে/ পৌরসভা বা সিটি কর্পোরেশন এর কাছে জমা দিবেন। পরবর্তিতে তারা আবেদন পত্রের মাধ্যমে আপনার জন্মনিবন্ধন অনলাইন কপি প্রদান করবেন। আবেদন পত্র প্রিন্ট না করতে পারলে নিচের মতো করে প্রিন্ট করবেন।
- আবেদন পত্রে একটি আইডি নাম্বার থাকবে। তাই কাগজ টি প্রিন্ট করার সময় উপরের এবং নিচের অংশ টি রাখতে হবে।
- Paper সাইজ সিলেক্ট করুন।
- Paper Sheet নির্বাচন করুন।
- Margin/ Scale দিন। এটি Default রাখতেও পারেন।
- Header ও Footer অপশনে টিক মার্ক দিন।
- কীবোর্ড থেকে Ctrl+ Shift+P চাপ দিন অথবা নিচের print বাটনে ক্লিক করে প্রিন্ট করুন।
See Also: ভোটার আইডি কার্ড সংশোধন করার নিয়ম
আগের জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম
আপনাদের অনেকে কাছে আগের জন্ম নিবন্ধন টি আছে। কিন্তু আপনি এই পুরাতন জন্ম নিবন্ধন টি অনলাইন না করলে সেটি কোনো কাজে ব্যবহার করতে পারবেন না। তাই আগের জন্ম নিবন্ধ টি নতুন করে আবেদন করে অনলাইন করতে হবে। আবেদন গুলো আপনাকে একই নিয়মে করতে হবে। তবে এর সাথে আপনার আগের জন্ম নিবন্ধ টি আবেদন এর সাথে সংযুক্ত করতে হবে। তো আপনারা যদি আগের জন্ম নিবন্ধন টি অনলাইন করতে চান তাহলে উপরে দেখানো নিয়ম গুলোর মাধ্যমে করতে পারবেন।
অনলাইন জন্ম নিবন্ধন পেতে কত দিন সময় লাগে
আপনার অনলাইন জন্ম নিবন্ধন পেতে হলে প্রথমে আবেদন করতে হবে। তারপর এই আবেদন টি আপ্রুভ হতে হবে। সাধারণত ১ দিনের মধ্যেও জন্ম নিবন্ধন করা যায়। তবে এটি সম্পূর্ণ নির্ভর করবে আপনার ইউনিয়ন পরিষদ/ পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসে কর্মরত অপারেটর এর উপর। তবে সাধারণ ভাবে আপনার জন্ম নিবন্ধন টি অনলাইন পেতে ৭ থকে ১৪ দিন লাগবে। আপনার নতুন জন্ম নিবন্ধন টি ইউনিয়ন পরিষদ/ পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসের উপর সম্পূর্ণ ভাবে নির্ভর করবে।
শেষ কথা
আশা করছি এই পোস্ট থেকে আপনারা নতুন জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম জানতে পেরেছেন। এবং জন্ম নিবন্ধন করতে কি কি লাগে তা বুঝতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। যেকোনো ধরনের সমস্যার সমাধান জানতে আমাদের ওয়েবসাইট টি ভিজিট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
See More:
ভোটার আইডি কার্ড সংশোধন করার নিয়ম অনলাইনে- ২০২২
স্মার্ট কার্ড চেক করার নিয়ম অনলাইনে মোবাইল দিয়ে।। Smart card Check 2022
নতুন জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম ২০২২