জন্ম তথ্য সংশোধন এর জন্য আবেদন অনলাইনে-suggestionbd.top

জন্ম তথ্য সংশোধন এর জন্য আবেদন করার নিয়ম

জন্ম তথ্য সংশোধন এর জন্য আবেদন করার নিয়ম জানতে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন। অনলাইন থেকে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, জন্মসাল, ঠিকানা ইত্যাদি তথ্য ভুল থাকলে যেভাবে সংশোধন করবেন তা এই পোস্ট থেকে জেনে নিতে পারবেন। জন্ম তথ্য সংশোধন করতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।

এই আবেদন পত্রে আপনার যে সকল তথ্য সংশোধন করতে চান সেগুলো লিখে আবেদন সাবমিট করতে হবে। এরপর এই আবেদন পত্র টি প্রিন্ট করে জমা সাইট হবে। তো এগুলো কিভাবে করবেন, কোথায় জমা দিবেন সব তথ্য জানতে পোস্ট টি শেষ পর্যন্ত পড়ুন। তাহলে আজকের পোস্ট টি শুরু করা যাক।

জন্ম নিবন্ধন সংশোধন

অনেকের জন্ম নিবন্ধনের তথ্য ভুল থাকে। যেমন নিজের নাম, পিতা-মাতার নাম আরও অনেক কিছু। তো আপনার যদি এই সমস্যাটি হয়ে থাকে তাহলে আর কোনো চিন্তা নেই। এই পোস্ট টি পড়ার মাধ্যমে নিজেই এর সমাধান করতে পারবেন। জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য প্রথমে গুগল থেকে bdris.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখানে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন এই ঠিকানায় ক্লিক করবেন। এর পর এখানে একটি ফর্ম পুরন করতে হবে।

মনে রাখবেন আপনার জন্ম নিবন্ধনটি যদি অনলাইনে থাকে তাহলে এটি সংশোধন করতে পারবেন। আর যদি অনলাইনে না থাকে তাহলে এই জন্ম নিবন্ধন কোনো ভাবেই সংশোধন করার যাবে না। এজন্য আপনাকে নতুন করে অনলাইনে জন্ম নিবন্ধন বানাতে হবে। জন্ম নিবন্ধন যেভাবে বানাতে হয় তা নিচের দিকে দেওয়া আছে সেখান থেকে দেখে নিবেন।

নতুন জন্ম নিবন্ধন আবেদন

তো আপনার জন্ম নিবন্ধন টি যদি অনলাইনে না থাকে তাহলে নিচের দেখানো নিয়ম গুলো অনুসরন করে অনলাইনে জন্ম নিবন্ধন বানাতে হবে। এজন্য প্রথমে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন। আবেদন পত্রে আপনার নাম, পিতা-মাতার নাম, ঠিকানা ইত্যাদি তথ্য দিবেন। তো জন্ম নিবন্ধনের আবেদন এর জন্য প্রথমে গুগল বা যেকোনো সার্চ ইঞ্জিনে প্রবেশ করবেন। সেখানে তাদের অফিশিয়াল ওয়েবসাইট টি লিখে সার্চ দিবেন। www. bdris.gov.bd  অথবা জন্ম নিবন্ধনের আবেদন লিখে সার্চ করবেন। তারপর তাদের অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাবেন।

আবেদন করুন 

জন্ম নিবন্ধন সংশোধন অনলাইন

আপনার পুরাতন জন্ম নিবন্ধন টি যদি অনলাইনে থেকে থাকে তাহলে সেটি আবেদন করে সংশোধন করে নিতে পারবেন। অনেক পুরাতন জন্ম নিবন্ধন অনলাইনে থাকে। কিন্তু অনেক তথ্য ভুল থাকে। তাই এই তথ্য গুলো সংশোধন করার জন্য প্রথমে আপনার জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা তা চেক করে নিন। যদি অনলাইনে থাকে তাহলে bdris এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে জন্ম নিবন্ধন অনলাইন থেকে সংশোধনের জন্য আবেদন করবেন।

bdris.gov.bd

জন্ম নিবন্ধন চেক করার নিয়ম

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধনের এর আবেদনের পুর্বে আপনার জন্ম নিবন্ধন টি চেক করে নিবেন। এজন্য আপনারা গুগল থেকে Birth and Death Verification – জন্ম নিবন্ধন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এর পর সেখানে আপনার জন্ম নিবন্ধনের নাম্বার ও জন্মসাল টি প্রয়োজন হবে। এর পর নিচের দেখানো নিয়ম গুলো ফলো করবেন।

  1. ওয়েবসাইট টি নিচের মতো দেখতে হবে।
  2. জন্ম তথ্য সংশোধন এর জন্য আবেদন
  3. আপনার জন্ম নিবন্ধনের নাম্বার লিখুন
  4. এখন আপনার জন্মসাল লিখুন। প্রথমে বছর তারপর মাস ও তারপর দিন লিখবেন।
  5. একটি ক্যাপচা কোড দেওয়া থাকবে সেটি লিখবেন।
  6. এরপর সার্চ বাটনে ক্লিক করবেন।
  7. যদি আপনার জন্ম নিবন্ধন টি অনলাইনে থাকে তাহলে আপনাকে পরের পেজে নিয়ে যাবে। আর যদি না থাকে তাহলে আপনাকে একই পেজে রেখে দিবে।

জন্ম নিবন্ধন সংশোধন বিধিমালা

জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য কিছু নিয়ম রয়েছে। এই নিয়ম গুলো মেনে আপনাকে অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করে নিতে হবে। অনেকে হয়তো বিধিমালা গুলো জানেন না। তাই নিচে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য বিধিমালা গুলো দেওয়া আছে দেখনিবেন।

  1. আপনার পিতা/মাতার নাম সংশোধন করতে হলে, নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন।
  2. যদি আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর থাকে, তাহলে তাদের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করে তাদের নাম সংশোধন করে আসতে হবে। এরপর যদি আপনার জন্ম নিবন্ধন করার সময় আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর দিয়ে থাকেন, তবে তাদের নাম সংশোধন করার পর আপনার জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ করলে সেখানে পিতা/মাতার সংশোধিত নাম দেখা যাবে।
  3. আর যদি আপনার জন্ম নিবন্ধন করার সময় আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর না দিয়ে থাকেন, তবে আপনার জন্ম নিবন্ধন নম্বরের সাথে পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর ম্যাপ করতে হবে। পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর ম্যাপ করার পর আপনার জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ করলে, সেখানে পিতা/মাতার সংশোধিত নাম দেখা যাবে।
  4. যদি আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকে এবং আপনার জন্ম তারিখ 01/01/2001 এর পূর্বে হয়, তবে আপনার জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার সময় আপনার পিতা/মাতার নাম সংশোধন করতে পারবেন। এক্ষেত্রে আপনার পিতা/মাতা মৃত হলেও তাদের মৃত্যুর কোন প্রমাণপত্র দাখিল করতে হবে না।
  5. যদি আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকে এবং আপনার পিতা/মাতা মৃত হয় এবং আপনার জন্ম তারিখ 01/01/2001 এর পরে হয়, তবে আপনার জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার সময় আপনার পিতা/মাতার নাম সংশোধন করতে পারবেন। এক্ষেত্রে আপনার পিতা/মাতার মৃত্যুর প্রমাণপত্র দাখিল করতে হবে।

জন্ম তথ্য সংশোধন এর জন্য আবেদন

এখানে জন্ম তথ্য সংশোধন এর জন্য আবেদন করার নিয়ম গুলো দেখানো হয়েছে। এই নিয়মে আপনি সংশোধিত জন্ম নিবন্ধন পেয়ে যাবেন। আমাদের দেখানো নিয়ম গুলো সঠিক ভাবে অনুসরণ করে আপনাদের জন্ম নিবন্ধন গুলো সংশোধন করে নিবেন। নিচে থেকে উপায় গুলো দেখেনিন।

  1. আপনারা নিচের দেখানো এই রকম একটি ফর্ম দেখতে পারবেন।
  2. অনলাইন জন্ম নিবন্ধন আবেদন
  3. এর পর আপনারা বিষয় নির্বাচন করবেন। আপনার নাম সংশোধন করতে নাম বাংলায়/ নাম ইংরেজিতে এই লেখা টি বেছে নিন।
  4. এর পর আপনার সংশোধিত নাম লিখুন।
  5. আপনার নাম সংশোধনের কারণ উল্লেখ করুন। (ভুল লিপিবদ্ধ করা হয়েছিলো)
  6. আরও কোনো নাম সংশোধন করতে আরও তথ্য সংযজন করুন এখানে ক্লিক করুন।
  7. এরপর আবারো যে নাম সংশোধন করতে চান তা বেছেনিন।
  8. এখন যা সংশোধন করতে চাচ্ছেন তা সঠিক ভাবে লিখুন।
  9. সংশোধনের কারণ ডান পাশে উল্লেখ করুন। এভাবে চলতে থাকবেন। আবারো নতুন কিছু সংশোধন করার জন্য আরও তথ্য সংযজন করুন এখানে ক্লিক করে নতুন ছক ওপেন করবেন।
  10. জন্মস্থান সংশোধন করতে চাইলে জন্ম স্থানের ঠিকানা সংশোধন এখানে ক্লিক করুন।
  11. দেশ নির্বাচন করুন।
  12. বিভাগ নির্বাচন করুন।
  13. ডাকঘর বাংলা এবং ইংরেজিতে লিখুন। ইংরেজিতে লেখার সময় সকল অক্ষর বড় হাতের লিখবেন।
  14. গ্রাম/ পাড়া/ মহল্লা বাংলা ও ইংরেজিতে লিখুন।
  15. বাসা ও সড়ক বাংলা ও ইংরেজিতে লিখুন।
  16. ঠিক একই ভাবে স্থায়ী এবং বর্তমান ঠিকানা সংশোধন করবেন।
  17. আবেদনাধীন ব্যক্তির সিলেক্ট করুন।
  18. সহিত সম্পর্ক অভিভাবক বা অন্যান্য সিলেক্ট করুন। আপনার পিতা-মাতা হলে অভিভাবক সিলেক্ট করুন।
  19. আবেদন কারীর নাম লিখুন।
  20. আবেদন কারীর ঠিকানা প্রদান করুন।
    একটি ফোন নাম্বার লিখুন।
  21. আপনার ইমেইল আইডি প্রদান করুন।
  22. পিতা,মাতা ব্যতিরেকে অন্য কেহ আবেদনকারী হইলে তার জন্ম নিবন্ধন নাম্বার  অনলাইন দিতে হবে।
  23. ভোটার আইডি বা জাতীয় পরিচয়পত্র নম্বর দিবেন।
  24. এর পর সংযজন বাটনে ক্লিক করে আপনাকে কিছু ফাইল প্রদান করতে হবে। যেমন আপনার সার্তিফিকেট, পিতা-মাতার ভোটার আইডি, বাসার ট্যাক্সের রশিদ ইত্যাদি। এগুলো ১০০ kb এর মধ্যে আপলোড করবেন।
  25. পেমেন্ট এর মাধ্যম  
  26. এরপর সাবমিট বাটনে ক্লিক করুন।

 আবেদন পত্র কোথায় জমা দিবেন

এখনি আপনার কাজ শেষ হয় নি। আপনার এই আবেদন পত্র টি জন্ম নিবন্ধন কার্যালয় অফিসে পোঁছাতে হবে। এটি আপনি নিজে করতে পারবেন না। তাহলে আপনি এই কাজ টি কথা থেকে করবেন। এজন্য আপনি আপনার ইউনিয়ন পরিষদে/ পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসে আবেদন পত্র টি জমা দিবেন। সেখানে কর্মরত গ্রাহক আপনার বাকি কাজ গুলো করে দিবেন। আপনার আবেদন পত্র টি এক কপি আপনার কাছে জমা রাখবেন। পরিবর্তিতে আপনার কাজে লাগবে।

সংশোধিত জন্ম নিবন্ধন কবে পাবেন

জমা দেওয়ার কিছু দিন পর আপনারা নতুন করে জন্ম নিবন্ধন টি পেয়ে যাবেন। আপনার এই আবেদন পত্র টি আপ্রুভ হতে কিছু দিন সময় লাগবে। এই কাজ গুলো আপনার ইউনিয়ন পরিষদে/ পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসের উপর নির্ভর করবে। আর আপনি চাইলে আপনার আবেদন টিআপ্রুভ হয়েছে কিনা তা চেক করতে পারবেন। নিচে চেক করার নিয়ম টি আপনাদের দেখানো হয়েছে দেখেনিবেন।

আবেদন পত্রের অবস্থা দেখুন

আবেদন পত্রের অবস্থা দেখার জন্য গুগল থেকে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন। bdris.gov.bd এটি তাদের ওয়েবসাইট। এখানে আবেদন পত্রের অবস্থা নামে একটি ঠিকানা রয়েছে এই ঠিকানায় ক্লিক করবেন। তারপর নিচের মত একটি ইন্টারফেজ দেখতে পারবেন।

  1. নিচের কাজ গুলো  করার মাধ্যমে আবেদন পত্রের অবস্থা  দেখতে পারবেন।
  2. আবেদনপত্রের ধরণ জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন এটি সিলেক্ট করুন।
  3. এখন আপনার আবেদন পত্রের আপ্লিকেশন আইডি লিখুন। (আপনি যে আবেদন করেছেন সেই আবেদন পত্রের  উপরের অংশে এটি পেয়ে যাবেন)
  4. আপনার জন্ম তারিখ লিখুন।
  5. এখুন দেখুন এই বাটনে ক্লিক করুন।

শেষ কথা

আশা করছি এই পোস্ট থেকে আপনারা জন্ম তথ্য সংশোধন এর জন্য আবেদন করার নিয়ম জানতে পেরেছেন।  এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। যেকোনো ধরনের সমস্যার সমাধান জানতে আমাদের ওয়েবসাইট টি ভিজিট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

See More:

স্মার্ট কার্ড চেক করার নিয়ম অনলাইনে মোবাইল দিয়ে।। Smart card Check 2022

নতুন জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম ২০২২

ভোটার আইডি কার্ড সংশোধন করার নিয়ম অনলাইনে- ২০২২