জন্ম নিবন্ধন সংশোধন অনলাইন আবেদন করার নিয়ম

জন্ম নিবন্ধন সংশোধন অনলাইন আবেদন করার নিয়ম

জন্ম নিবন্ধন সংশোধন অনলাইন যেভাবে করতে হয় তা আজকের পোস্টের মাধ্যমে দেখানো হয়েছে। অনলাইনে নতুন করে জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম এর আগের পোস্টে পাবলিশ করা হয়েছে। আমাদের অনেকের জন্ম নিবন্ধনের তথ্য গুলো ভুল থাকে। এগুলো অনলাইনে আবেদন করে সংশোধন করা জায়। যেমন আপনার নিজের নাম, জন্ম তারিখ, পিতা-মাতার নাম, জন্ম স্থান ইত্যাদি অনলাইন থেকে সংশোধন করতে পারবেন।

কিন্তু অনেকে জানেন না কিভাবে আবেদন করবেন বা জন্ম নিবন্ধন সংশোধন করবেন। তো সকল পদ্ধতি ও উপায় গুলো জানতে হলে আজকের পোস্ট টি সম্পূর্ণ পড়বেন। পোস্টের নিচে জন্ম নিবন্ধন কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে জন্ম নিবন্ধন সংশোধন করে দেখানো হয়েছে। তো চলুন আজকের পোস্ট টি শুরু করা যাক।

জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম

আপনার জন্ম নিবন্ধন সংশোধন করতে জন্ম নিবন্ধনা নাম্বার ও জন্মসাল টি প্রয়োজন পড়বে। এর পর আপনারা তাদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন। সেখানে জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য একটি লিঙ্ক রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে আবেদন করবেন। আপনাদের যে তথ্য গুলো ভুল আছে সেগুলো সংশোধন করে দিবেন। এর পর সকল কাজ শেষ হলে সাবমিট বাটনে ক্লিক করবেন। এখন আবেদন পত্র টি প্রিন্ট করে ইউনিয়ন পরিষদে জমা দিবেন।

নতুন জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম ২০২২

জন্ম নিবন্ধন সংশোধন অনলাইন

আপনার পুরাতন জন্ম নিবন্ধনে কোনো ধরনের তথ্য ভুল থেকে থাকলে তা অনলাইন থেকে সসধন করে নিতে পারবেন। এজন্য গুগল থেকে bdris.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করবেন। সেখানে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন এই ঠিকানায় প্রবেশ করবেন। আপনারা নিচের মত একটি ইন্টারফেজ দেখতে পারবেন। সেখানে আপনার জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম সাল দিয়ে আপনার জন্ম নিবন্ধন অনুসন্ধান করবেন। সেখানে আপনার নাম, পিতার নাম, মাতার নাম দেখতে পারবেন। তাপর নির্বাচন করুন এখানে ক্লিক করবেন। তাহলে নতুন একটি পেজ ওপেন হবে সেখানে একটি ফর্ম পূর্ণ করবেন। বিস্তারিত জানতে নিচের দিকে চলে যান।

অনলাইন জন্ম নিবন্ধন আবেদন

জন্ম নিবন্ধন সংশোধন অনলাইন আবেদন করার নিয়ম

এখন আপনারা একটি ফর্ম পূর্ণ করবেন। এর আগে আপনার জন্ম নিবন্ধন টি অনলাইন থেকে চেক করে নিবেন। চেক করার জন্য প্রথমে আপনার জন্ম নিবন্ধন নাম্বার ও পড়ে জন্মসাল দিয়ে অনুসন্ধান করবেন। এর পর নিরররবাচন বাটনে ক্লিক করবেন। এর পর আপনাদের সামনে একটি ফর্ম চলে আসবে। এই ফর্মে আপনার সংশোধনের বিষয় গুলো উল্লেখ করবেন। মনে রাখবেন সর্বচ্চ ৪ বার আপনার জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবেন।

আপনারা নিচের দেখানো এই রকম একটি ফর্ম দেখতে পারবেন।

অনলাইন জন্ম নিবন্ধন আবেদন

এর পর আপনারা বিষয় নির্বাচন করবেন। আপনার নাম সংশোধন করতে নাম বাংলায়/ নাম ইংরেজিতে এই লেখা টি বেছে নিন।

এর পর আপনার সংশোধিত নাম লিখুন।

আপনার নাম সংশোধনের কারণ উল্লেখ করুন। (ভুল লিপিবদ্ধ করা হয়েছিলো)

আরও কোনো নাম সংশোধন করতে আরও তথ্য সংযজন করুন এখানে ক্লিক করুন।

এরপর আবারো যে নাম সংশোধন করতে চান তা বেছেনিন।

এখন যা সংশোধন করতে চাচ্ছেন তা সঠিক ভাবে লিখুন।

সংশোধনের কারণ ডান পাশে উল্লেখ করুন। এভাবে চলতে থাকবেন। আবারো নতুন কিছু সংশোধন করার জন্য আরও তথ্য সংযজন করুন এখানে ক্লিক করে নতুন ছক ওপেন করবেন।

জন্মস্থান সংশোধন করতে চাইলে জন্ম স্থানের ঠিকানা সংশোধন এখানে ক্লিক করুন।

দেশ নির্বাচন করুন।

বিভাগ নির্বাচন করুন।

ডাকঘর বাংলা এবং ইংরেজিতে লিখুন। ইংরেজিতে লেখার সময় সকল অক্ষর বড় হাতের লিখবেন।

গ্রাম/ পাড়া/ মহল্লা বাংলা ও ইংরেজিতে লিখুন।

বাসা ও সড়ক বাংলা ও ইংরেজিতে লিখুন।

ঠিক একই ভাবে স্থায়ী এবং বর্তমান ঠিকানা সংশোধন করবেন।

আবেদনাধীন ব্যক্তির সিলেক্ট করুন।

সহিত সম্পর্ক অভিভাবক বা অন্যান্য সিলেক্ট করুন। আপনার পিতা-মাতা হলে অভিভাবক সিলেক্ট করুন।

আবেদন কারীর নাম লিখুন।

আবেদন কারীর ঠিকানা প্রদান করুন।
একটি ফোন নাম্বার লিখুন।

আপনার ইমেইল আইডি প্রদান করুন।

পিতা,মাতা ব্যতিরেকে অন্য কেহ আবেদনকারী হইলে তার জন্ম নিবন্ধন নাম্বার  অনলাইন দিতে হবে।

ভোটার আইডি বা জাতীয় পরিচয়পত্র নম্বর দিবেন।

এর পর সংযজন বাটনে ক্লিক করে আপনাকে কিছু ফাইল প্রদান করতে হবে। যেমন আপনার সার্তিফিকেট, পিতা-মাতার ভোটার আইডি, বাসার ট্যাক্সের রশিদ ইত্যাদি। এগুলো ১০০ kb এর মধ্যে আপলোড করবেন।

পেমেন্ট এর মাধ্যম  

এরপর সাবমিট বাটনে ক্লিক করুন।

আপনি যদি উপরোক্ত কাজ গুলো করে থাকেন তাহলে আপনার কাজ এখন শেষ। এখন এই আবেদন পত্র টি প্রিন্ট করে নিবেন। প্রিন্ট করা হলে এটি একটি ফটো কপি করে রাখবেন।

জন্ম নিবন্ধন সংশোধন অনলাইন আবেদন পত্র জমা

এখনি আপনার কাজ শেষ হয় নি। আপনার এই আবেদন পত্র টি জন্ম নিবন্ধন কার্যালয় অফিসে পোঁছাতে হবে। এটি আপনি নিজে করতে পারবেন না। তাহলে আপনি এই কাজ টি কথা থেকে করবেন। এজন্য আপনি আপনার ইউনিয়ন পরিষদে/ পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসে আবেদন পত্র টি জমা দিবেন। সেখানে কর্মরত গ্রাহক আপনার বাকি কাজ গুলো করে দিবেন। আপনার আবেদন পত্র টি এক কপি আপনার কাছে জমা রাখবেন। পরিবর্তিতে আপনার কাজে লাগবে।

সংশোধিত জন্ম নিবন্ধন কবে পাবেন

জমা দেওয়ার কিছু দিন পর আপনারা নতুন করে জন্ম নিবন্ধন টি পেয়ে যাবেন। আপনার এই আবেদন পত্র টি আপ্রুভ হতে কিছু দিন সময় লাগবে। এই কাজ গুলো আপনার ইউনিয়ন পরিষদে/ পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসের উপর নির্ভর করবে। আর আপনি চাইলে আপনার আবেদন টিআপ্রুভ হয়েছে কিনা তা চেক করতে পারবেন। নিচে চেক করার নিয়ম টি আপনাদের দেখানো হয়েছে দেখেনিবেন।

জন্ম তথ্য সংশোধন আবেদন পত্রের অবস্থা দেখুন

আবেদন পত্রের অবস্থা দেখার জন্য গুগল থেকে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন। bdris.gov.bd এটি তাদের ওয়েবসাইট। এখানে আবেদন পত্রের অবস্থা নামে একটি ঠিকানা রয়েছে এই ঠিকানায় ক্লিক করবেন। তারপর নিচের মত একটি ইন্টারফেজ দেখতে পারবেন।

  • আবেদন পত্রের অবস্থা জানার জন্য নিচের কাজ গুলো করবেন।
  • আবেদনপত্রের ধরণ জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন এটি সিলেক্ট করুন।
  • এখন আপনার আবেদন পত্রের আপ্লিকেশন আইডি লিখুন। (আপনি যে আবেদন করেছেন সেই আবেদন পত্রের  উপরের অংশে এটি পেয়ে যাবেন)
  • আপনার জন্ম তারিখ লিখুন।
  • এখুন দেখুন এই বাটনে ক্লিক করুন।

আপনারা এই ভাবে জন্ম তথ্য সংশোধনের আবেদন পত্রের অবস্থা দেখতে পারবেন। আপনার আবেদন আপ্রুভ করা হলে একটি টিক মার্ক দেওয়া থাকবে। আবেদন পত্র রিজেক্ট করা হলে কাটা মার্ক দেওয়া থাকবে। আর আপনার আবেদন তারা যদি এখনো না দেখে থাকে তাহলে পেন্ডিং লেখা থাকবে।

জন্ম নিবন্ধন সনদ সংশোধনের খরচ

জন্ম নিবন্ধন সংশোধন করতে কিছু খরচ রয়েছে। এই খরচের তালিকা নিচে দেওয়া হলো।

  1. জন্ম বা মৃত্যুর ৪৫ দিনের মধ্যে যেকোনো ব্যাক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন বিনা খরচে বিনা খরচে
  2. জন্ম বা মৃত্যুর ৪৫ দিন পর থেকে ৫ বছর সময় পর্যন্ত ২৫ টাকা
  3.  জন্ম বা মৃত্যুর ৫ বছর পর কোনো ব্যাক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন ৫০ টাকা
  4. জন্ম তারিখ সংশোধন ১০০ টাকা
  5. জন্ম তারিখ ব্যতীত নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা ইত্যাদি অন্যান্য তথ্য সংশোধন ৫০ টাকা
  6. বাংলা ও ইংরেজি উভয় ভাষায় মূলস সনদ ও তথ্য সংশোধনের পর দুই ভাষায় সনদের কপি সরবরাহ বিনা খরচে বিনা খরচে
  7. বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সনদের নকল সরবরাহ ৫০ টাকা

শেষ কথা

আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এই পোস্ট থেকে আপনারা জন্ম নিবন্ধন সংশোধন অনলাইন আবেদন করার নিয়ম জানতে পেরেছেন।  এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। যেকোনো ধরনের সমস্যার সমাধান জানতে আমাদের ওয়েবসাইট টি ভিজিট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।

See More:

স্মার্ট কার্ড চেক করার নিয়ম অনলাইনে মোবাইল দিয়ে।। Smart card Check 2022

নতুন জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম ২০২২

ভোটার আইডি কার্ড সংশোধন করার নিয়ম অনলাইনে- ২০২২