গৃহ প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ

গৃহ প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ

গৃহ প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর আজকের পোস্টে দেওয়া আছে। এইচ এস সি পরীক্ষার্থীদের জন্য গৃহ প্রবন্ধ টি অনেক গুরুত্বপূর্ণ। এই প্থ্কেরবন্ধ থেকে সৃজনশীল প্রশ্নের পাশা-পাশি mcq প্রশ্ন দেখা যায়। তাই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বহুনির্বাচনি প্রশ্ন শেয়ার করেছি, যেগুলো আপনারা অনুশীলন করলে খুব উপক্রিত হবেন।

অনেক শিক্ষার্থীরা গৃহ প্রবন্ধের  বহুনির্বাচনি প্রশ্ন ও mcq গুলো খুঁজে থাকে। আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে আজকের পোস্ট টি সম্পূর্ণ  দেখুন। পোস্টের নিচের দিকে আপনাদের জন্য mcq গুলো দেওয়া আছে। আপনারা চাইলে এগুলো পিডিএফ সংগ্রহ করতে পারবেন। এজন্য নিচে একটি লিঙ্ক দেওয়া আছে। সেখানে ক্লিক করে পিডিএফ সংগ্রহ করেনিবেন। তো চলুন আজকের পোস্ট টি শুরু করা যাক।

গৃহ প্রবন্ধের সৃজনশীল প্রশ্নের উত্তর পিডিএফ সংগ্রহ

গৃহ প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর

এখানে আপনাদের জন্য mcq তৈরি করা আছে। যারা যারা গৃহ প্রবন্ধের mcq পড়তে চাচ্ছিলেন তারা নিচে থেকে পড়ে নিন। এই mcq গুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের সাথে শেয়ার করেছি।

১. অন্তঃপুরের পর্দা উঠিয়ে ভেতরের দৃশ্য দেখালে কারা অত্যন্ত ব্যথিত হবেন?
ক. ভগ্নীগণ
খ. পত্নীগণ
গ. পুত্রবধূগণ
ঘ. ভ্রাতৃগণ

২. শরাফত উকিলের বাড়ির মহিলারা অতিশয় শান্তশিষ্ট মিষ্টভাষিণী হলেও তারা ছিলেন-
ক. স্বল্পজ্ঞানী
খ. বিচক্ষণ
গ. সুদর্শনা
ঘ. বাকপটু

৩. শরাফত উকিলের বাড়িতে লেখকদের অভ্যর্থনা কেমন ছিল?
ক. যথোচিত
খ. অযাচিত
গ. উপেক্ষিত
ঘ. অনাড়ম্বর

৪. শরাফত উকিলের পত্নীর নাম কী?
ক. হসিনা
খ. জমিলা
গ. রমাসুন্দরী
ঘ. খদিজা

৫. পারিবারিক জীবনে যে সুখী নয়, যে নিজেকে পরিবারের একজন বলে গণ্য করতে পারে না, তার নিকট গৃহ কেমন বোধ হতে পারে না?
ক. অন্তঃপুর
খ. নিরাপদ
গ. কারাগার
ঘ. শান্তি-নিকেতন

৬. ‘গৃহ’ প্রবন্ধে কুমারী, সধবা, বিধবা- সকল শ্রেণির অবলার অবস্থা কেমন বলা হয়েছে?
ক. শান্তিময়
খ. শোচনীয়
গ. মর্মান্তিক
ঘ. নির্যাতিতা

৭. ‘গৃহ’ রচনায় অন্তঃপুরের পর্দা উঠিয়ে ভেতরের দৃশ্য দেখালে ভ্রাতৃগণ অত্যন্ত ব্যথিত হবেন কেন?
ক. শোকে
খ. দুঃখে
গ. স্বরূপ উন্মোচনের অপমানে
ঘ. আবেগের আতিশয্যে

৮. ‘গৃহ’ প্রবন্ধের প্রাবন্ধিক একবার কোন স্থানের নিকটবর্তী শহরে বেড়াতে গিয়েছিলেন?
ক. শেরপুর
খ. গাজীপুর
গ. জামালপুর
ঘ. দিনাজপুর

৯. কোন বাড়ির স্ত্রীলোকদের দেখতে ‘গৃহ’ রচনার লেখকের আগ্রহ হয়?
ক. কলিমের বাড়ির
খ. বড় আমলার বাড়ির
গ. হাশেমের বাড়ির
ঘ. শরাফত উকিলের বাড়ির

১০. পশুপাখিরা কোথায় নিজেদের নিরাপদ মনে করে?
ক. গাছের ডালে
খ. গহিন বনে
গ. মুক্ত আকাশে
ঘ. স্ব স্ব গৃহে

১১. ‘গৃহ ছাড়িয়া কতকদিন বিদেশে না থাকিলে গৃহসুখ মিষ্টি বোধ হয় না’ -এখানে গৃহসুখ মিষ্টি বোধ হওয়া বলতে কী বোঝানো হয়েছে?
ক. গৃহের গুরুত্ব
খ. ঘরে থাকার আনন্দ
গ. ঘরের প্রতি টান
ঘ. নিজ ঘরে স্বাধীনতা ও স্বস্তি

১২. ‘সংসারক্ষেত্র’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. গৃহকম
খ. কর্মস্থল
গ. পরিবার
ঘ. সংসারের মোহ

গৃহ প্রবন্ধের  বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

১৩. সম্পর্কে জমিলা শরাফত উকিলের কী হয়? জ্ঞান।
ক. স্ত্রী
খ. ভগ্নী
গ. কন্যা
ঘ. প্রতিবেশী

১৪. জমিলার বাড়ির কক্ষগুলি কেমন ছিল?
ক. নোংরা
খ. ঘিঞ্জি
গ. পরিপাটি
ঘ. অসূর্যম্পশ্য

১৫. একটি দ্বার খোলার পর প্রাবন্ধিক কাকে দেখতে পেলেন?
ক. জমিলার কন্যাকে
খ জমিলার স্বামীকে
গ. হসিনার পুত্রবধূকে
ঘ. হসিনার কন্যাকে

১৬. জমিলা লেখিকাকে নিজের বাড়ি দেখাতে নিয়ে গিয়েছিল কেন?
ক. আপ্যায়ন করার জন্য
খ. বাড়ির সৌন্দর্য দেখানোর জন্য
গ. আতিথেয়তার পরিচয় দেওয়ার জন্য
ঘ. এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব বোঝানোর জন্য

১৭. ‘এই আমার কন্যার বাড়ি; এখন আমার বাড়ি চল।’ –উক্তিটি কার?
ক. হসিনার
খ. জমিলার
গ. রমাসুন্দরীর
ঘ. লেখিকার

১৮. বাড়ির বাইরে না যাওয়াকে জমিলা কী হিসেবে দেখে?
ক. ঐতিহ্য
খ. বংশগৌরব
গ. স্বকীয়তা
ঘ. সীমাবদ্ধতা

১৯. ‘গৃহ’ প্রবন্ধের জমিলা কোন কাজটি কখনো করেনি?
ক. বাইরের লোকদের সাথে কথা বলা
খ. যানবাহনে চড়া
গ. প্রতিবেশীর সাথে যোগাযোগ
ঘ. শ্বশুরবাড়িতে যাওয়া

২০. জমিলার বাড়ির পথের গলিটি কেমন ছিল?
ক. প্রশস্ত
খ. কর্দমাক্ত
গ. অপ্রশস্ত
ঘ. বেশ চওড়া

২১. জমিলাকে কে তাদের বাড়িতে যেতে অনুরোধ করেছিলেন?
ক. হসিনা
খ. জমিলা
গ. রমাসুন্দরী
ঘ. লেখিকা

২২. ‘ইনি আমাদের আত্মীয়-কন্যা’ কার সম্পর্কে জমিলা এ উক্তি করেছে?
ক. চাচি
খ. ফুফু
গ. খালা
ঘ. ভাবি

২৩. ‘গৃহ’ রচনায় কাদের ‘গৃহসুখে বঞ্চিতা’ বলা হয়েছে?
ক. নারীকুলকে
খ. বঙ্গ নারীদের
গ. অধিকাংশ ভারত নারীকে
ঘ. গৃহবধূদের

২৪. ভারত নারীরা ‘গৃহসুখে বঞ্চিতা’ হওয়ার কারণ কী?
ক. তারা দুর্বল
খ. তারা পরাধীন
গ. তারা অবলা
ঘ. তারা ভীতু ও নির্জীব

২৫. দিনশেষে বাড়ি ফিরলে পুরুষদের অবস্থা কেমন হয়?
ক. ক্লান্ত হয়ে বিশ্রামে যায়
খ. যেন হাঁফ ছেড়ে বাঁচে
গ. মেজাজ খিটখিটে থাকে
ঘ. স্ত্রীদের সাথে ঝগড়া করে

২৬. পুরুষেরা কখন গৃহে ফিরে আসার জন্য উৎসুক হয়?
ক. সন্ধ্যাবেলা
খ. দুপুরে
গ. রাতে
ঘ. অপরাহ্নে

গৃহ প্রবন্ধের উপন্যাসের সৃজনশীল  প্রশ্নের উত্তর

এই উপন্যাসের অনেক ধরনের সৃজনশীল প্রশ্ন রয়েছে। আজকের পোস্টে তার মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এই সৃজনশীল গুলো আপনারা পরীক্ষার জন্য অনুশীলন করতে পারবেন। তো নিচে থেকে সৃজনশীল প্রশ্ন গুলো সংগ্রহ করেনিন।

 পিডিএফ সংগ্রহ 

শেষ কথা

আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।  আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভাললেগেছে। আশা করছি এই পোস্ট থেকে গৃহ প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ সংগ্রহ করতে পেরেছেন  এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন।  ভালোথাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।

See More:

সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর Pdf collect

বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা এইচ এস সি -suggestionbd.top

বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার ব্যাখ্যা কবিতার অর্থসহ -suggestionbd.top