এইসএসসি আইসিটি সাজেশন ২০২০। এইসএসসি পরিক্ষার্থীদের কাছে আইসিটি একটি গুরুত্বপূর্ন বিষয়।এইসএসসি পরিক্ষার সময় অসংখ্য স্টুডেন্ট এই আইসিটিতে ফেল করে। তো আজকে সবার জন্য নিয়ে আসলাম আইসিটির একটি পূর্নঙ্গ সজেশন। এখানে এমসিকিউ সহ সাজেশন দেওয়া আছে। এইসএসসি আইসিটির প্রত্যোকটা অধ্যায় থেকে আমার কিছু গুরুত্বপূর্ন টপিক বাছাই করেছি। আর অনেকগুলো এমসিকিউ বাছই করেছি। যদি আপনারা এই সাজেশন শেষ করতে পারেন তাহলে পরিক্ষার মধ্য ১০০% কমন আসবে ইনশাল্লাহ। বেশী কথা না বাড়িয়ে দেখে নিন আপনারদের এইসএসসি আইসিটি সাজেশন।
এসএসসি আইসিটি গুরুত্বপূর্ন টপিক সমূহ
★১ম অধ্যায়
- বিশ্বগ্রামের ধারণা ও বিস্তারিত
- কৃত্রিম বুদ্ধিমত্তা
- ক্রায়োসার্জারি
- বায়োমেট্রিক্স
- বায়োইনফরমেট্রিক্স
- সুফল-কুফল
- ই-কমার্স, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
- ইন্টারনেট
এই অধ্যায় থেকে ১/২ টি প্রশ্ন অবশ্যই আসবে। টপিকসগুলো বার বার পড়ে আত্মস্থ করলে ভালো করা সম্ভব এই অধ্যায় থেকে।
★২য় অধ্যায়
- ডেটা কমিউনিকেশন
- ডেটা ট্রান্সমিশন মেথড ও মোড
- ফাইবার অপটিক ক্যাবল
- ওয়ারলেস কমিউনিকেশন সিস্টেম
- ওয়াইফাই
- চতুর্থ প্রজন্ম,
- কম্পিউটার নেটওয়ার্কিং ও মাধ্যম
- টপোলজি
- ক্লাউড কম্পিউটিং
এই অধ্যায় থেকেও ১/২ টি প্রশ্ন অবশ্যই আসবে। এই অধ্যায়ের খ/গ/ঘ নং প্রশ্নেরর উত্তর সাধারণত ছক বা পয়েন্ট আকারে লিখতে হয়,এরকমই আসে। এই অধ্যায়টি নৈর্বক্তিকের জন্যে অনেক গুরুত্বপূর্ণ।
–
★৩য় অধ্যায়
- বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি
- সংখ্যার রূপান্তর
- ২ এর পরিপূরক
- বুলিয়ান সূত্রসমূহ
- ডি মরগানের সূত্রের প্রমাণ
- লজিক গেইট
- রেজিস্টার
- এডার
- লজিক ফাংশন সরলীকরণ
এই অধ্যায়টা ম্যাথপ্রেমিদের জন্য আশীর্বাদ। আইসিটিতে সবচেয়ে বেশি সময় দিতে হবে এই অধ্যায়টাতেই। এই অধ্যায় থেকে ২/৩টি প্রশ্ন নিশ্চিত আসবে। আইসিটিতে ভালো মার্ক পেতে চাইলে এই অধ্যায়ের সবগুলো প্রশ্নের উত্তর করা ভালো হবে।
★৪র্থ অধ্যায়
- ওয়েবসাইট এবং ওয়েবসাইট সংক্রান্ত সবকিছু
- URL
- HTML সংক্রান্ত সবকিছু
- মেইন বইয়ের সবগুলো HTML
আইসিটির সবচেয়ে সহজ অধ্যায়ের একটি হলো এই অধ্যায়টা। এই অধ্যায়ে ভালো করতে হলে কিছু মুখস্ত টপিক মুখস্ত করতে হবে এবং টেস্টপেপার থেকে বিগত বছরে বোর্ডে আসা গ/ঘ নং প্রশ্নের HTML গুলো প্রাকটিস করতে হবে।
★৫ম অধ্যায়
এই অধ্যায়ের সব টপিকস ই গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে ভালো হয়, যারা আইসিটিতে দুর্বল তারা এই অধ্যায়টা স্কিপ করে যাওয়া। এই অধ্যায়ের ১/২ টা প্রশ্ন বাদেও বাকিগুলোর উত্তর করে ভালোভাবেই পরীক্ষায় উতরে যাওয়া সম্ভব। তবে নৈর্বক্তিকের জন্য এই অধ্যায়টা ভালোভাবে রিডিং পড়তে হবে।
★৬ষ্ঠ অধ্যায়
- ডেটাবেজ
- এনটিটি রিলেশনশীপ
- কি
- ইনডেক্সিং ও সর্টিং
- RDBMS
- ডেটা টাইপ
- ডেটাবেজ রিলেশন
- ডেটা সিকিউরিটি
জুনিয়রস, সহজ কয়েকটা টপিক নিয়ে ১০ মার্কসহ এই অধ্যায়টা তোমাদের দিকে তাকিয়ে হা হা করে হাসছে। তোমরাও এই হাসিটা হাসতে পারবে, যদি একটু মনোযোগ দিয়ে অধ্যায়টা শেষ করে ফেলো।এই অধ্যায় থেকে ১০ মার্ক পাওয়াটা সবচেয়ে সহজ।
HSC ICT MCQ Suggestion 2020