বাঙালির সোনার বাংলা অসম্ভবকে সম্ভব করে, মাটি থেকে জন্ম দেয় সোনালি ফসল। চমৎকার এর জলবায়ু- সহনীয় রৌদ্রতাপ, নমনীয় জল-বৃষ্টি। তাই এর মাঠ ভরে ওঠে সোনালি ধানে, সবুজ পাটে, নানা বর্ণের ফলমূলে। এদেশের মানুষ পাশাপাশি ঘর বেঁধে তাই শান্তিতে বাস করে । দুর্যোগও যে আসে না তা নয়।
কিন্তু দুর্যোগের সময় ও তা অতিক্রান্ত হওয়ামাত্র তারা আবার ঘর বাঁধে পাশাপাশি, থাকে শান্তিতে। বাংলার মানুষের মধুর ভাষা, অপার জীবনানন্দ তাদের নিয়ে যায় সম্প্রীতির মহাসাগরে। আকাশে যেমন সূর্য ওঠে তেমনি ডাক আসে মিলনের। এদেশের মানুষ পরস্পরে মহামিলনের মধ্যেই প্রত্যহ নতুন হয়ে ওঠে। নিচে থেকে আমার দেশ কবিতা টি পড়ুন।
আমার দেশ কবিতা
আমার দেশ কবিতা সুফিয়া কামাল লিখেছেন। এই কবিতার মাধ্যমে কবি বাংলাদেশ বা তার জন্ম ভূমিকে উপস্থাপন করেছেন। নবম-দশম শ্রেণির পাঠ্য বইয় থেকে সম্পূর্ণ কবিতা টি সংগ্রহ করা হয়েছে এবং এখানে পিডিএফ আকারে দেওয়া আছে। এখানে কবিতার ব্যাখ্যা ও বিশ্লেষণ গুলো সম্পর্কে জানতে পারবেন।
কবিতা আমার দেশ
– সুফিয়া কামাল
সূর্য – ঝলকো মৌসুমী ফুল ফুটে
স্নিগ্ধ শরৎ আকাশের ছায়া লুটে
পড়ে মাঠভরা ধান্য শীর্ষ পরে
দেশের মাটিতে মানুষের ঘরে ঘরে ।
আমার দেশের মাটিতে আমার প্রাণ
নিতি লভে নব জীবনের সন্ধান
এখানে প্লাবনে নুহের কিশতি ভাসে
জেগেছে নতুন চর –
সেই চরে ফের মানুষেরা সব পাশাপাশি বাঁধে ঘর ।
নব অঙ্কুর জাগে
প্রতি দিবসের সূর্য – আলােকে অন্তর অনুরাগে
আমার দেশের মাটিতে মেশানাে আমার প্রাণের ঘ্রাণ
গৌরবময় জীবনের সম্মান ।
প্রাণ – স্পন্দনে লক্ষ তরুর করে
বক্ষে জাগায়ে আগামী দিনের আশা
আমার দেশের এ মাটি মধুর , মধুর আমার ভাষা ।
নদীতে নদীতে মিলে হেথা গিয়ে ধায় সাগরের পানে।
মানুষে মানুষে মিলে গিয়ে প্রাণে প্রাণে
সূর্য চন্দ্র করে –
মৌসুমী ফুলে অঞ্জলি ভরে ভরে
সূর্য – ঝলকে ! জীবনের ডাক আসে
সেই ডাকে দেয় সাড়া
নদী – প্রান্তর পার হয়ে আসে লক্ষ প্রাণের ধারা
মিলিতে সবার সনে –
আমার দেশের মানুষেরা সবে মুক্ত – উদার মনে
আর্ত – ব্যথিত সুধী গুণীজন পাশে
সূর্য – আলােকে আবার এদেশে হাসে
নিতি নবরূপে ভরে ওঠে মন জীবনের আশ্বাসে।
আমার দেশ কবিতা কবিপরিচিতি
সুফিয়া কামাল ১৯১১ খ্রিষ্টাব্দের ২০ শে জুন বরিশাল জেলার শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। মৃত্যু-২০শে নভেম্বর ১৯৯৯ সালে ঢাকায়। তাঁর পিতার নাম সৈয়দ আবদুল বারী। তিনি কুমিল্লার বাসিন্দা ছিলেন। প্রতিকূল পরিবেশে বসবাস করেও বাংলা ভাষা চর্চায় তিনি ছিলেন গভীর অনুরাগী। ছোটবেলা থেকেই তাঁর কবিতা লেখার হাতেখড়ি হয় এবং তাঁর কবিতা সমসাময়িক পত্রপত্রিকায় প্রকাশিত হতে থাকে। পারিবারিক জীবনের নানা বেদনাদায়ক অভিজ্ঞতা সত্ত্বেও তাঁর কাব্যচর্চা অব্যাহত থাকে । তিনি কিছুকাল কলকাতার একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তাঁর কবিতার ভাষা সহজ সরল, ছন্দ সুললিত ও ব্যঞ্জনাময়।
তিনি সমাজসেবা ও নারীকল্যাণমূলক নানা কাজের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। এই কর্মের স্বীকৃতির জন্য তাঁকে বাংলাদেশের জনগণ ‘জননী সাহসিকা’ অভিধায় অভিষিক্ত করেছে। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ : সাঁঝের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী, মন ও জীবন, মৃত্তিকার ঘ্রাণ এবং গল্পগ্রন্থ : কেয়ার কাঁটা; স্মৃতিকথামূলক গ্রন্থ : একাত্তরের ডাইরী; শিশুতোষ গ্রন্থ : ইতল বিতল ও নওল কিশোরের দরবারে।সাহিত্যকর্মে অসামান্য অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার,একুশে পদক,women’s Federation for world peace crest সহ অনেক জাতীয় ও আন্তজাতিক ডুরুস্কারে ভুষিত হন । ২০শে নভেম্বর ১৯৯৯ সালে মহীয়সী নারী মৃত্যুবরণ করেন ।
আমার দেশ – সুকান্ত ভট্টাচার্য
এই একই কবিতা কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছেন। তবে এই কবিতা টি এস এস সি পাঠ্য বইয়ের জন্য নয়। নিচের অংশে সুকান্ত ভট্টাচার্য এর লিখিত দেশ কবিতা টি দেওয়া আছে। আপনারা চাইলে এই কবিতাটি ও দেখেনিতে পারেন।
এ আকাশ, এ দিগন্ত, এই মাঠ, স্বপ্নের সবুজ ছোঁয়া মাটি,
সহস্র বছর ধ’রে একে আমি জানি পরিপাটি,
জানি এ আমার দেশ অজস্র ঐতিহ্য দিয়ে ঘেরা,
এখানে আমার রক্তে বেঁচে আছে পূর্বপুরুষেরা,
যদিও দলিত দেশ, তবু মুক্তির কথা কয় কানে,
যুগ যুগ আমরা যে বেঁচে থাকি পতনে উত্থানে।
যে চাষি কেটেছে ধান, এ মাটি নিয়েছে কবর,
এখনো আমার মধ্যে ভেসে আসে তাদের খবর।
অদৃশ্য তাদের স্বপ্নে সমাচ্ছন্ন এ দেশের ধুলি,
মাটিতে তাদের স্পর্শ, তাদের কেমন করে ভুলি ?
আমার সম্মুখে ক্ষেত, এ প্রান্তর উদয়াস্ত ঘাটি,
ভালবাসি এ দিগন্ত, স্বপ্নের সবুজ ছোঁয়া মাটি।
এখানে রক্তের দাগ রেখে গেছে চেঙ্গিস্, তৈমুর,
সে চিহ্নও মুছে দিল কতো উচ্চৈঃশ্রবাদের খুর।
কতো যুদ্ধ হয়ে গেছে, কতো রাজ্য হয়েছে উজাড়,
উর্বর করেছে মাটি কতো দিগ্বিজয়ীর হাড়।
তবুও অজেয় এই শতাব্দী- গ্ৰথিত হিন্দুস্থান,
এরই মধ্যে আমাদের বিচলিত স্বপ্নের সন্ধান।
আজন্ম দেখেছি আমি অদ্ভুত নতুন এক চোখে,
আমার বিশাল দেশ আসমুদ্র ভারতবর্ষকে।
শেষ কথা
এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমার সাথেই থাকবেন। আশা করছি এই পোস্ট থেকে আমার দেশ কবিতা পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই পোস্টের সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো শেয়ার করা হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে সকল শ্রেণির শিক্ষাসংক্রান্ত তথ্য শেয়ার করা হয়। আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।
আরও দেখুনঃ
একটি কাফি কবিতা-বিষ্ণু দে বাংলা ১ম পত্র এস এস সি- পিডিএফ
PDF-পল্লিজননী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
পল্লিজননী কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ
পল্লিজননী কবিতা-জসীম উদ্দীন। বাংলা ১ম পত্র PDF
সেই দিন এই মাঠ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ