আহ্বান গল্পের mcq প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ

আহ্বান গল্পের mcq প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ

আহ্বান গল্পের mcq ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর সংগ্রহ করতে চাইলে আমাদের সাথেই থাকুন। একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা ১ম পত্রের একটি জনপ্রিয় গল্প হচ্ছে আহ্বান। আজকের পোস্টে এই গল্পের গুরুত্বপূর্ণ mcq প্রশ্নের উত্তর শেয়ার করেছি। অনেক শিক্ষার্থীরা আহ্বান প্রবন্ধের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অনুসন্ধান করে।

তাই এই পোস্টে আমরা তাদের জন্য বহুনির্বাচনি প্রশ্নের উত্তর পিডিএফ ফাইলে দিয়েছি। আপনারা চাইলে প্রশ্নের উত্তর গুলো পিডিএফ সংগ্রহ করতে পারবেন। এজন্য আজকের পোস্ট টি শেষ পর্যন্ত পড়ুন। তাহলে আজকের পোস্ট টি শুরু করা যাক।

আহ্বান গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর

আহ্বান গল্পের mcq প্রশ্ন উত্তর

এখানে আহ্বান গল্পের mcq প্রশ্ন উত্তর গুলো দেওয়া হয়েছে। আপনারা এখান থেকেই প্রশ্ন গুলো অনুশীলন করতে পারবেন। এছাড়া আপনাদের প্রয়োজনে পিডিএফ সংগ্রহ করতে পারবেন।

১. প্রকৃতি এবং মানুষের জীবনের অভিন্ন সম্পর্কের চিরায়ত তাৎপর্যে মহিমান্বিত বিভূতিভূষণের-
ক. নাট্যসাহিত্য
খ. কবিতা
গ. কথাসাহিত্য
ঘ. গান

উত্তরঃ গ. কথাসাহিত্য

২. ‘অপরাজিতা’ উপন্যাসের লেখক কে?
ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ  ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

৩. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন কত তারিখে?
ক. ১ আগষ্ট
খ. ১ সেপ্টেম্বর
গ. ১ অক্টোবর
ঘ. ১ নভেম্বর

উত্তরঃ খ. ১ সেপ্টেম্বর

৪. ‘আহ্বান’ গল্পের রচয়িতা কে?
ক. মানিক বন্দ্যোপাধ্যায়
খ. বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. প্রেমেন্দ্র মিত্র

উত্তরঃ খ. বিভূতিভূষণ বন্দোপাধ্যায়

৫. “এসো, এসো, বেঁচে থাকো, ” শীর্ষক বাক্যটি অর্থগত শ্রেণিভাগে কোন বাক্যের অন্তর্গত?
ক. বিবৃতিমূলক বাক্য
খ. প্রশ্নবোধক বাক্য
গ. অনুজ্ঞাবাক্য
ঘ. আবেগ বাক্য

উত্তরঃ গ. অনুজ্ঞাবাক্য

৬. কোন স্কুল থেকে বিভূতিভূষণ এন্ট্রান্স পাস করেন?
ক. বনগ্রাম
খ. চৌদ্দগ্রাম
গ. বনপাড়া
ঘ. মুরারিপুর

উত্তরঃ ক. বনগ্রাম

৭. লেখক প্রণাম করে কী করলেন?
ক. পায়ের ধুলো নিলেন
খ. চক্কোত্তি মশায়ের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন
গ. চক্কোত্তি মশায়কে গ্রামে আসার কারণ বললেন
ঘ. আশীর্বাদ নিলেন

উত্তরঃ ক. পায়ের ধুলো নিলেন

৮. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৫০
খ. ১৯৫১
গ. ১৯৬০
ঘ. ১৯৬২

উত্তরঃ ক. ১৯৫০

৯. ‘আহ্বান’ গল্পে ‘দেশে’ বলতে কী বোঝান হয়েছে?
ক. বাংলাদেশে
খ. পশ্চিম বাংলায়
গ. ভারতে
ঘ. গ্রামে

উত্তরঃ ঘ. গ্রামে

১০. লেখকের ‘পৈতৃক বাড়ি’ কী হয়েছিল?
ক. বিলুপ্ত হয়েছিল
খ. লুন্ঠিত হয়েছিল
গ. বেদখল হয়েছিল
ঘ. ভেঙেচুরে গিয়েছিল

উত্তরঃ ঘ. ভেঙেচুরে গিয়েছিল

১১. লেখকের বাবার পুরাতন বন্ধু কে?
ক. গ্রামের চক্কোত্তি মশায়
খ. পাশের গ্রামের চক্কোত্তি মশায়
গ. গ্রামের মুখুজ্জে মশায়
ঘ. পাশের বাড়ির চৌধুরী মশায়

উত্তরঃ ক. গ্রামের চক্কোত্তি মশায়

আহ্বান গল্পের mcq

১২. গ্রামে লেখক কোথায় খানা খেতেন?
ক. চকোত্তি মশায়ের বাড়ি
খ. প্রতিবেশিনীর বাড়ি
গ. মুখুয্যে বাড়ি
ঘ. খুড়োমশায়ের বাড়ি

উত্তরঃ ঘ. খুড়োমশায়ের বাড়ি

১৩. লেখককে দুধ দিত কে?
ক. বিদ্যাধরী গোয়ালিনী
খ. প্রসন্ন গোয়ালিনী
গ. ঘুঁটি গোয়ালিনী
ঘ. সৌদামিনী মালো

উত্তরঃ ঘ. সৌদামিনী মালো

১৪. “ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত” শব্দগুচ্ছে কোন বিষয়টি ফুটে উঠেছে?
ক. ভিখারির বেশ
খ. ময়লা – নোংরা বেশভূষা
গ. দারিদ্র্যের চরম দশা
ঘ. ভিখিরির জীবনযাপন

উত্তরঃ গ. দারিদ্র্যের চরম দশা

১৫. লেখকের জন্য বুড়ির আম আনার ভিতরে কী ফুটে উঠেছে?
ক. মমত্ববোধ
খ. দায়বদ্ধতা
গ. সৌজন্যবোধ
ঘ. অপত্য স্নেহবহ

উত্তরঃ ঘ. অপত্য স্নেহবহ

১৬. ‘দীর্ঘজীবী হও’ ‘আহ্বান’ গল্পে লেখককে একথা বলেছিলেন?
ক. নরেশ বাড়–য্যে
খ. জমির করাতির স্ত্রী
গ. চক্কোত্তি মশায়
ঘ. নরু মুখুয্যে

উত্তরঃ গ. চক্কোত্তি মশায়

১৭. ‘সামান্য মাইনে পাই’ বলতে লেখক কী বুঝিয়েছেন?
ক. লেখকের বেতন খুবই কম
খ. লেখকের মাইনা পাই-পয়সা তুল্য
গ. লেখক বেতন যা পান তা সামান্য মাত্র
ঘ. বাড়ি-ঘর করার মতো যথেষ্ট বেতন লেখন পান না

উত্তরঃ  ঘ. বাড়ি-ঘর করার মতো যথেষ্ট বেতন লেখন পান না

১৮. ‘আহ্বান’ গল্পে “গাছের আম” বলতে বোঝানো হয়েছে-
ক. গাছ থেকে পাড়া আম খ
. নিজ গাছের আম
গ. হাট থেকে কেনা আম
ঘ. গাছ থেকে পড়া আম

উত্তরঃ ক. গাছ থেকে পাড়া আম খ

১৯. বুড়ির সম্বোধন লেখকের বড় ভালো লাগার কারণ কী?
ক. সম্বোধনের নতুনত্ব
খ. বুড়ির প্রতি ভালো লাগা
গ. ঘনিষ্ঠ আদরের সম্বোধন
ঘ. সম্বোধনের আবেগময়তা

উত্তরঃ গ. ঘনিষ্ঠ আদরের সম্বোধন

২০. আম দেখে লেখক কী জিজ্ঞেস করলেন?
ক. ও আম কিসের?
খ. আম এনেছ কী জন্য?
গ. আম আনলে কার জন্য?
ঘ. আবার আম নিয়ে এসেছ?

উত্তরঃ ক. ও আম কিসের?

আহ্বান প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর

২১. বুড়ির নাতজামাই লোক কেমন?
ক. ছনড়বছাড়া
খ. উদাসীন
গ. খারাপ
ঘ. দুষ্ট

উত্তরঃ গ. খারাপ

২২. লেখকের মতে বুড়ি বেঁচে থাকলে লেখককে দেখে কী বলে উঠত?
ক. বাবা গোপাল
খ. আমার গোপাল
গ. অ মোর গোপাল
ঘ. মোর গোপাল

উত্তরঃ গ. অ মোর গোপাল

২৩. ‘প্রণাম বলতে কী বোঝ?
ক. নমস্কার
খ. অভিবাদন
গ. হিন্দু ব্যবহারিক রীতিতে গুরুজনদের অভিবাদন
ঘ. হিন্দু শাস্ত্রানুসারে গুরুজনদের আশীর্বাদ

উত্তরঃ গ. হিন্দু ব্যবহারিক রীতিতে গুরুজনদের অভিবাদন

২৪. ‘গোয়ালপোরা গরু’ বলতে কী বোঝায়?
ক. গোয়াল পালানো গরু
খ. গোয়াল ভরা গরু
গ. গোয়ালশুন্য গরু
ঘ. গোয়ালে পুড়েছে যে

উত্তরঃ খ. গোয়াল ভরা গরু

২৫. অসুস্থ শয্যাপাশে লেখককে দেখে আনন্দে উদ্বেল বুড়ি কয়বার বলেছিল ‘বসতে দে’?
ক. দুইবার
খ. তিনবার
গ. চারবার
ঘ. পাঁচবার

উত্তরঃ খ. তিনবার

২৬. জল গড়িয়ে পড়া চোখে বুড়ি লেখককে উদ্দেশ করে কী বলল?
ক. ভালো আছ অ মোর গোপাল
খ. অসুখ হয়েছে তাও দেখতে আস না
গ. গোপাল, যদি মরি আমার কাফনের কাপড় তুই কিনে দিস
ঘ. অ গোপাল, তুই বিয়ে করলি নে কেন

উত্তরঃ গ. গোপাল, যদি মরি আমার কাফনের কাপড় তুই কিনে দিস

২৭. ‘গোলাপোরা ধান’এখানে ‘পোরা’ অর্থ কী?
ক. পুড়ে যাওয়া
খ. থেকে
গ. ভরা
ঘ. রাখা

উত্তরঃ গ. ভরা

২৮. ‘আহ্বান’ গল্পে ব্যবহৃত কোন শব্দটি পূজারি ব্রাহ্মণের উপাধি নির্দেশ করে?
ক. বাড়য্যে
খ. ঘুঁটি
গ. চক্কোত্তি
ঘ. মুখুজ্যে

উত্তরঃ গ. চক্কোত্তি

২৯. ‘অন্ধের নড়ি’ বাগ্ধারাটির সঠিক অর্থ কী?
ক. অন্ধ লোকের নড়ি
খ. যে নড়ি অন্ধ
গ. অসহায়ের একমাত্র অবলম্বন
ঘ. সহায়ক লাঠি

উত্তরঃ গ. অসহায়ের একমাত্র অবলম্বন

৩০. ‘পণ্য’ বলতে কী বোঝ?
ক. রোগীর জন্য চিকিৎসাসেবা
খ. রোগীর জন্য উপযুক্ত আহার্য
গ. পথের উপযোগী খাদ্য পানীয়
ঘ. ফলÑমূল ইত্যাদি দামি খাবার

উত্তরঃ খ. রোগীর জন্য উপযুক্ত আহার্য

শেষ কথা

আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।  আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভাললেগেছে। আশা করছি এই পোস্ট থেকে আহ্বান গল্পের mcq প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ সংগ্রহ করতে পেরেছেন  এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন।  ভালোথাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।

See More:

আহ্বান গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর

সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর Pdf collect

বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা এইচ এস সি -suggestionbd.top

বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার ব্যাখ্যা কবিতার অর্থসহ -suggestionbd.top