৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর

৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় MCQ

বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ৮ম শ্রেণির নবম অধ্যায় টি হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন। এই অধ্যায়ের অনেক ধরনের প্রশ্ন রয়েছে। যার মধ্যে একটি হচ্ছে বহুনির্বাচনি প্রশ্ন। এই প্রশ্ন গুলো জানার আগে প্রথমে অধ্যায় টি সম্পূর্ণ রিডিং পড়ে ধারনা নিতে হবে। এরপর ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় MCQ প্রশ্নের উত্তর গুলো পোস্ট থেকে পড়ে নিবেন অথবা সংগ্রহ করে রাখবেন।

৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় MCQ

এখানে MCQ প্রশ্ন গুলো শেয়ার করেছি। ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় MCQ প্রশ্ন ও সঠিক উত্তর সকই সাথে জেনে নিন।

১। বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কোনটি প্রয়োজন বলে তুমি মনে কর?
(ক) জনসংখ্যানীতির কার্যকর প্রয়োগ
(খ) জনসংখ্যানীতির লক্ষ্য নির্ধারণ
(গ) জনসংখ্যানীতি গ্রহণ
(ঘ) মৃত্যুহার বৃদ্ধিকরণ

উত্তরঃ ক 

২। কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা কোথায় গড়ে ওঠে?
(ক) শহরে
(খ)  গ্রামে
(গ) বিল অঞ্চলে
(ঘ) শহরে ও গ্রামে

উত্তরঃ ঘ 

৩। কোন দেশে জমির তুলনায় জনসংখ্যা অনেক বেশি?
(ক) বাংলাদেশ
(খ) কানাডা
(গ) রাশিয়া
(ঘ) আমেরিকা

উত্তরঃ ক  

৪। কোন দেশের ভবিষ্যৎ উন্নতি নির্ভর করে দেশটির-
(i) অর্থনৈতিক পরিকল্পনার ওপর
(ii) সামাজিক উন্নয়নের ওপর
(iii) জনসংখ্যানীতি কার্যকর প্রয়োগের ওপর

নিচের কোনটি সঠিক

(ক) i
(খ) i ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii।

উত্তরঃ খ 

৫। চাকরির ক্ষেত্রে নারীদের কোটা প্রথা চালু করা হয়েছে কেন?
(ক) শিক্ষার হার বৃদ্ধির জন্য
(খ) অধিক জনসংখ্যার জন্য
(গ) নারীর ক্ষমতায়নের জন্য
(ঘ) অর্থনৈতিক উন্নয়নের জন্য

উত্তরঃ গ 

৬। কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি?
(ক) বাংলাদেশ
(খ) কানাডা
(গ) রাশিয়া
(ঘ) আমেরিকা

উত্তরঃ ক  

৭। কোনটি একটি দেশের জন্য বোঝা আবার সেটিই সম্পদে পরিণত হতে পারে?
(ক) অশিক্ষিত জনসংখ্যা
(খ.)অদক্ষ জনসংখ্যা
(গ) জনসংখ্যা
(ঘ) রফতানি খাত

উত্তরঃ গ 

৮। বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার আগের তুলনায় কিছুটা কমার কারণ কী?
(ক) সম্পদ কমে যাওয়া
(খ) আয় কমে যাওয়া
(গ) মাথাপিছু জমির পরিমাণ কমে যাওয়া
(ঘ) মানুষের সচেতনতা বৃদ্ধি পাওয়া

উত্তরঃ ঘ  

৯। কীসের উপর একটি দেশের উন্নয়ন অনেক খানি নির্ভর করে ?
(ক) বিশেষ শিক্ষা
(খ) জনসংখ্যানীতি
(গ) জনসংখ্যা
(ঘ) প্রযুক্তি

উত্তরঃ খ 

১০। উন্নত ও উন্নয়নশীল দেশ পরিমাপ করা যায় কীসের সম্পর্ক দ্বারা?
(ক) জন্মহার ও মৃত্যুহার
(খ) জনসংখ্যা ও শিক্ষা
(গ) জনসংখ্যা ও মাথাপিছু আয়
(ঘ) জনসংখ্যা ও প্রযুক্তি

উত্তরঃ গ 

১১। শিশু ও মাতৃমৃত্যুর হার কমে যাওয়ার কারণ কী?
(ক) সাক্ষরতার হার বৃদ্ধি পাওয়ায়
(খ)  পুষ্টির সরবরাহ বৃদ্ধি পাওয়ায়
(গ) চিকিৎসা ব্যবস্থার উন্নতি হওয়ায়
(ঘ) গণ সচেতনতা বৃদ্ধি পাওয়ায়

উত্তরঃ গ  

১২। দেশের অশিক্ষিত ও কর্মহীন মানুষকে কীভাবে মানবসম্পদে পরিণত করা যায়?
(ক) রাষ্ট্রীয়ভাবে আর্থিক অনুদান দিয়ে
(খ) উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করে
(গ) কৃষি উপকরণ সরবরাহ করে
(ঘ) ব্যাংক ঋণ দিয়ে

উত্তরঃ খ 

১৩। বাংলাদেশের জনসংখ্যানীতির উল্লেখযোগ্য দিকগুলো-
(i) পরিবার পরিকল্পনা কর্মসূচি জোরদার করা
(ii) শিশু ও নারীর অপুষ্টির হার কমিয়ে আনা
(iii) দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বাস্থসেবার ব্যবস্থা করা

নিচের কোনটি সঠিক

(ক) i
(খ) i ও iii
(গ) i ও ii
(ঘ) i, ii ও iii।

উত্তরঃ ঘ 

১৪। কাজি অফিসে বিবাহ রেজিস্ট্রেশনের মূল উদ্দেশ্য কী?
(ক) বিবাহ বিচ্ছেদ রোধ
(খ) বাল্যবিাবহ রোধ
(গ) পরিকল্পিত পরিবার তৈরি করণ
(ঘ) নারীর ক্ষমতায়ন

উত্তরঃ খ 

১৫। টিকাদান কোন ধরনের কার্যক্রম?
(ক) প্রশিক্ষণ কার্যক্রম
(খ) সচেতনতামূলক কার্যক্রম
(গ) কমিউনিটিভিত্তিক প্রকল্প
(ঘ) চিকিৎসা সেবা নিশ্চিত করণ

উত্তরঃ ক 

১৬। কোনটি প্রশিক্ষণমূলখ কার্যক্রম?
(ক) পুষ্টিবিষয়ক শিক্ষা
(খ) বাল্যবিবাহ রোধ
(গ) ইনজেকশন দেওয়া
(ঘ) মা ও শিশুর স্বাস্থ্য সেবা

উত্তরঃ ঘ 

১৭। বিশাল জনসংখ্যা কাদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়?
(ক) যাদের পরিকল্পনার ঘাটতি আছে
(খ) যাদের সম্পদ সীমিত
(গ) যাদের সম্পদের অভাব নেই
(ঘ) যারা মনের দিক দিয়ে গরিব

উত্তরঃ খ  

১৮। সরকার ছোট পরিবার রাখার জন্য কোন কার্যক্রম চালু করেছে ?
(ক) স্বাস্থ্য ও পরিকল্পনা কার্যক্রম
(খ) সচেতনতা কার্যক্রম
(গ) পুষ্টি কার্যক্রম
(ঘ) বাল্যবিবাহ কার্যক্রম

উত্তরঃ ক 

১৯। দেশের কোন অবস্থার সাথে সামঞ্জস্য রেখে জনসংখ্যানীতি প্রণয়ন করতে হয় ?
(ক) সামাজিক
(খ) রাজনৈতিক
(গ) অর্থনৈতিক
(ঘ) আর্থ-সামাজিক।

উত্তরঃ ঘ 

২০। জনসংখ্যানীতির মুখ্য উদ্দেশ্য কী ?
(ক) জনসংখ্যাকে পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ
(খ) জীবনযাত্রার মান উন্নয়ন
(গ) নিরাপদ মাতৃত্ব
(ঘ) জন্ম ও মৃত্যুর হার হ্রাস

উত্তরঃ ক 

২১। দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে গৃহীত পরিকল্পনাকে বলা হয়-
(ক) জনসংখ্যা কার্যক্রম
(খ) জনসংখ্যানীতি
(গ) জনসংখ্যা প্রকল্প
(ঘ) জনসংখ্যা পরিকল্পনা

উত্তরঃ খ 

২২। বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে ?
(ক) ১২৩৭জন
(খ) ১২৩৮জন
(গ) ১২৩৯জন
(ঘ) ১২৪০জন

উত্তরঃ ক 

২৩। কত তারিখে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় ?
(ক) ২মার্চ
(খ) ৮এপ্রিল
(গ) ৩০ জুন
(ঘ) ১৪জুলাই।

উত্তরঃ ঘ 

২৪। নিচের কোন দেশে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়?
(ক)কানাডা
(খ) ব্রাজিল
(গ) বাংলাদেশ
(ঘ) যুক্তরাজ্য

উত্তরঃ গ 

২৫। বাল্যবিবাহ বলতে কী বোঝায়?
(ক) অল্প বয়সে বিয়ে
(খ)  সাবালক হবার আগে বিয়ে
(গ) গ্রাম্য বিয়ে
(ঘ) হাওর অঞ্চলের বিয়ে

উত্তরঃ ক  

২৬। বাংলাদেশ সরকার কোন শিক্ষা প্রসারে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে ?
(ক) নারী শিক্ষা
(খ) গণ শিক্ষা
(গ) বয়স্ক শিক্ষা
(ঘ) শিশু শিক্ষা।

উত্তরঃ ক  

বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন বহুনির্বাচনি প্রশ্নের উত্তর

২৭. বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে?
ক ১০০৫
খ ১০১০
গ ১০১৫
ঘ ১০২০

উত্তরঃ গ  

২৮. কোনো দেশে অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান কোনটির?
ক জনসম্পদ
খ খনিজসম্পদ
গ কৃষিজসম্পদ
ঘ শিল্পসম্পদ

উত্তরঃ ক  

২৯. বাংলাদেশে বর্তমানে মাতাপিছু আয় কত মার্কিন ডলার?
ক ১১৫০
খ ১১৯০
গ ১২৫০
ঘ ১২৯০

উত্তরঃ খ  

৩০. আমেরিকার প্রতি বর্গকিলোমিটারে কত জন লোক বাস করে?
ক ৩২
খ ৩৪
গ ৪২
ঘ ৪৪

উত্তরঃ ক  

৩১. বাংলাদেশে জাতীয় জনসংখ্যা দিবস কোন তারিখে পালন করা হয়?
ক ৮ জানুয়ারি
খ ২ ফেব্রুয়ারি
গ ১ জুন
ঘ ৩ জুলাই

উত্তরঃ খ  

৩২. জনসংখ্যা নিয়ন্ত্রণে ও নারীশিক্ষা প্রসারে সরকারের গৃহীত কোন পদক্ষেপটি অধিক কার্যকর?
র. বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ রর. সমাপনী পরীক্ষা চালু
ররর. উপবৃত্তি প্রদান

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর

উত্তরঃ খ  

৩৩. সরকারের জনসংখ্যা নিয়ন্ত্রণের পদক্ষেপসমূহ হচ্ছে-
র. নিরক্ষরতা দূরীকরণ
রর. শিক্ষার হার বাড়ানো
ররর. নারীশিক্ষার প্রসার

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর

উত্তরঃ ঘ  

রহিমা একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে। তার বড় বোন জামিলা শিক্ষকতা করেন। তার মা বাড়িতে হাঁস-মুরগি পালন করেন।

৩৪. রহিমা ও জমিলার মতো নারীদের কাজটি কোন বিষয়টি নির্দেশ করে?
ক নারীদের সেবাগ্রহণ
খ নারীর শিক্ষাগ্রহণ
গ নারীর অংশগ্রহণ
ঘ নারীর বৃত্তিগ্রহণ

উত্তরঃ গ   

৩৫. কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্পের আওতায় যে সেবা প্রদান করা হয়, তা হলো-
র. বিনামূল্যে জটিল রোগের চিকিৎসা প্রদান
রর. পরিবার ছোট রাখার জন্য পরামর্শ প্রদান
ররর. পুষ্টি শিক্ষা প্রদান

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর

উত্তরঃ গ   

৩৬. পরিকল্পিত পরিবারের কতজন সন্তান থাকে?
ক ১
খ ২
গ ৩
ঘ ৪

উত্তরঃ খ   

শেষ কথা

আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর সংগ্রহ করতে পেরেছেন। এই ওয়েবসাইটে শিক্ষা সংক্রান্ত পোস্ট শেয়ার করা হয়। বিভিন্ন শ্রেণির প্রশ্ন সমাধান ও উত্তর পেতে আমার সাথেই থাকুন।

আরও দেখুনঃ

বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন সৃজনশীল প্রশ্ন ও উত্তর

বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন ৯ম অধ্যায়- ৮ম শ্রেণি

2 Comments on “৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *