বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন সৃজনশীল প্রশ্ন ও উত্তর

বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন সৃজনশীল প্রশ্ন

জাতিসংঘের জনসংখ্যা জরিপ ২০২০ অনুযায়ী, বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় ১৮৬,৮৯৩,৮৩০ জন এবং দেশের আয়তন ১,৪৮,১৭০ km2। বড় দেশগুলির মধ্যে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি। বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১২৬৫ জন লোক বাস করে।২০১৯ এর পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের স্বাক্ষরতার হার ৭৪.৭০ শতাংশ। তার মধ্যে ৭৬.৬৭ শতাংশ পুরুষ ও ৭১.৯৫ শতাংশ নারী।শিক্ষা ব্যবস্থা। সৃজনশীল প্রশ্নের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই এই পোস্টে বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন সৃজনশীল প্রশ্ন ও উত্তর গুলো শেয়ার করা হয়েছে।

বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন সৃজনশীল প্রশ্ন

এই অধ্যায় টি পড়ার মাধ্যমে বাংলাদেশে জনসংখ্যা ও জনগণ সম্পর্কে জানতে পারবেন। কিভাবে বাংলাদেশের জনসংখ্যা বেড়ে যাচ্ছে তার সকল কারণ অধ্যায়টিতে দেওয়া আছে। এই অধ্যায়ের সম্পূর্ণ পাঠ পড়ার মাধ্যমে সকল ধরনের সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে পারবেন। কি রকম সৃজনশীল আসতে পারে তা নিচে থেকে দেখেনিন।

সৃজনশীল প্রশ্ন ১ঃ 

চুড়িপট্টি গ্রামের মিলি বিশ্বাস একটি সরকারি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কর্মরত আছেন। সান্তনা রানী সদর হাসপাতালে সেবিকা হিসেবে কর্মরত আছেন। মিলি ও সান্তনার বিবাহ রেজিস্ট্রেশনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। কিন্তু এখনও এ গ্রামের মানুষের দুঃখ-কষ্ট একেবারে লাঘব হয়নি।

ক. সরকার কত সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করে?
খ. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কিছুটা কমে এসেছে কেন?
গ. উদ্দীপকে জনসংখ্যা নিয়ন্ত্রণে কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. তুমি,কি মনে কর, জনসংখ্যা নিয়ন্ত্রণে উদ্দীপকের উদ্যোগটি যথেষ্ট? মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ২ঃ 

রাসেল পড়াশোনা শেষে চাকরির আশায় বিভিন্ন জায়গায় চেষ্টা করে ব্যর্থ হয়। চাকরি প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় শুধু রাসেল নয় তার মতো আরো অনেকেরই বর্তমানে এ করুণ অবস্থা।

ক. বাংলাদেশে বর্তমানে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে?
খ. কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্পের কার্যক্রম ব্যাখ্যা করো।
গ. রাসেলের মত তরুণদের এ ধরনের পরিণতির জন্য কোন কারণটি দায়ী? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত সমস্যাটি সমাধানে সরকারি ও বেসরকারি উদ্যোগ সমান গুরুত্বপূর্ণ – বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৩ঃ 

হাসনা ও আয়না দুই বান্ধবী। হাসনারা দুই ভাইবোন। তার বাবা স্বপ্প বেতনে চাকরি করলেও পরিবারের অভাব অনটন নেই। কিন্তু আয়নার ছয় ভাইবোন। তার বাবার আয় রোজগার বেশি হলেও পরিবারের নানা সমস্যা লেগেই আছে।

ক. সরকার কত সালের মধ্যে ‘সবার জন্য শিক্ষা’ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ?
খ. জনসংখ্যাকে কীভাবে জনসম্পদে রূপান্তরিত করা সম্ভব? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত আয়নার পরিবার কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে? ব্যাখ্যা করো।
ঘ. ‘হাসনার পরিবার সুখী পরিবার’- তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।

সৃজনশীল প্রশ্ন ৯ :

মালয়েশিয়া রাষ্ট্রের সাথে বাংলাদেশ সরকারের চুক্তি হয়, বেশ কিছু দক্ষ জনশক্তি রপ্তানি করবে। তাই সরকার দক্ষ জনশক্তির জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন।

ক. ২০১৬ সালে বাংলাদেশের মাথাপিছু আয় কত?
খ. জনসংখ্যানীতি বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. দক্ষ জনশক্তির জন্য সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো কী কী?
ঘ.দক্ষ জনশক্তি দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আলোচনা কর।

সৃজনশীল প্রশ্ন ৪ঃ 

জামান সাহেব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত একটি সেমিনারে তিনি বক্তৃতা দিচ্ছিলেন। তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ ও তার কার্যকারিতা নিয়ে আলোচনা করেন। এক্ষেত্রে তিনি সবাইকে শিক্ষার আওতায় নিয়ে আসা, মেয়েদের স্কুল-কলেজে পড়া নিশ্চিতকরণ, বিয়ে রেজিস্ট্রেশন প্রভৃতির ওপর অধিক গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, “উপযুক্ত পরিকল্পনা ও কৌশল অবলম্বন করে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যায়।”

ক. বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে?
খ. নারী শিক্ষা প্রসারে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে জামান সাহেব জনসংখ্যা নিয়ন্ত্রণে কোন ধরনের উদ্যোগের কথা বলেছেন? ব্যাখ্যা করো।
ঘ. জামান সাহেবের শেষোত্ত উক্তিটি মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন ৫ঃ 

সুফিয়া ও জামিলা দুই বোন। সুফিয়ার স্থানীয় হাস-মুরগির খামার আছে। তার সামান্য আয়ে দুই সন্তান নিয়ে সুখে দিন কাটে। কিন্তু জামিলার স্থামী ভালো আয় করেন। পাঁচজন সন্তান নিয়ে তার অভাব মেটে না।

ক. জনসংখ্যানীতি কী?
খ. জনসংখ্যাকে কীভাবে জনসম্পদে রূপান্তর করা যায়? ব্যাখ্যা করো
গ. জামিলার পরিবারের সমস্যার কারণ ব্যাখ্যা করো।
ঘ. সরকারি ও বেসরকারি প্রচেষ্টার ফলেই দেশ থেকে জামিলাদের সমস্যা মমাধান সম্ভব- যুক্তি দাও।

সৃজনশীল প্রশ্ন ৬ঃ 

ইশরাক পাবনা ক্যাডেট কলেজের অইটম শ্রেণির ছাত্র। তার দেশটি খুবই জনবহুল দেশ। এজন্য এই কলেজে ভর্তি হতে গিয়ে তাকে খুবই প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। এর পাশাপাশি ইশরাকের দেশে অনেক বেকার লোক রয়েছে। সম্প্রতি সরকার এই অতিরিক্ত জনসংখ্যা নিয়ন্ত্রণে নীতি ও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

ক. জনসংখ্যা সম্পর্কে বাংলাদেশের দ্লোগান কী?
খ. জনসংখ্যা ও জনসম্পদের মধ্যে সম্পর্ক ব্যাখ্যাকরো।
গ. ইশরাকের দেশে সরকারের নীতিটির প্রভাব ব্যাখ্যা করো।
ঘ. জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের গৃহীত উদ্যোগগুলো বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৭ঃ 

২০১১ সালের ৩১ অক্টোবর পৃথিবী তার ৭০০ কোটি জনসংখ্যাকে স্বাগত জানায়। পাশাপাশি জনসংখ্যা বিশেষজ্ঞরা বলেন, ২০৫০ সালে এই পৃথিবীর জনসংখ্যা হবে ৭৩০ কোটি। চীনের সরকারের মতো যদি এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া যায় তবে জনসংখ্যা এত বেশি বাড়বে না। চীন দেশে প্রত্যেক পরিবার একটি সন্তান নেওয়ার ব্যাপারে কঠোরভাবে বলা হয়েছে। চীনের সরকার এই বিষয়টির ওপর খুব কঠোরভাবে গুরুত্ব আরোপ করেছেন।

ক. কোন দিনটিতে জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়
খ. সম্প্রদায় ভিত্তিতে পরিবার পরিকল্পনা বলতে কী বোঝ?
গ. বাংলাদেশ সরকার কি চীনের মতো কোনো পরিকল্পনা নিতে পারে! ব্যাখ্যা করো।
ঘ. জনসংখ্যা বৃদ্ধি প্রতিরোধে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপসমূহ বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সঠিক- বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৮ঃ 

ময়না বেগম একজন গৃহকত্রী। বিদেশি একটি সংস্থায় কর্মরত শাহীনা বেগমের পরামর্শে দুই সন্তানের জননী । সে আর সন্তান নিতে চায় না। কারণ বেশি মানুষের কারণে সমাজে অনেক সমস্যার সৃষ্টি হয়। অথচ এই জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে পারলে সমস্যার সমাধান সম্ভব।

ক. আমাদের দেশে প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বসবাস করে?
খ. কুটির শিল্পের ধারণাটি ব্যাখ্যা করো।
গ. ময়নার দৃষ্টিভঙ্গি জনসংখ্যা নিয়ন্ত্রণের কোন উদ্যোগ দ্বারা প্রভাবিত? ব্যাখ্যা করো।
ঘ. শেষোক্ত উক্তিটিতে উল্লিখিত ব্যক্তিদের কীভাবে সম্পদে পরিণত করা যায়? বিশ্লেষণ করো।

শেষ কথা

আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন সৃজনশীল প্রশ্ন ও উত্তর সংগ্রহ করতে পেরেছেন। এই ওয়েবসাইটে শিক্ষা সংক্রান্ত পোস্ট শেয়ার করা হয়। বিভিন্ন শ্রেণির প্রশ্ন সমাধান ও উত্তর পেতে আমার সাথেই থাকুন।

আরও দেখুনঃ

বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন ৯ম অধ্যায়- ৮ম শ্রেণি

বাংলাদেশে জলবায়ু ও দুর্যোগ মোকাবিলা MCQ প্রশ্নের উত্তর

2 Comments on “বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন সৃজনশীল প্রশ্ন ও উত্তর”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *