৮ম শ্রেণি ১০ম অধ্যায় বাংলাদেশ ও বিশ্বপরিচয় mcq প্রশ্ন উত্তর

৮ম শ্রেণি ১০ম অধ্যায় বাংলাদেশ ও বিশ্বপরিচয় mcq

বাংলাদেশ একটি নিম্ন মধ্যম আয়ের দেশ। এই দেশে রয়েছে নানা ধরনের সমস্যা। বাংলাদেশে অনেক গুলো সামাজিক সমস্যা রয়েছে। এই সমস্যা সম্পর্কিত অনেক গুলো বহুনির্বাচনি প্রশ্ন তৈরি করা হয়েছে। যেগুলো পরীক্ষার জন্য অনেক গুরুত্ব পূর্ণ। নিচের অংশ থেকে ৮ম শ্রেণি ১০ম অধ্যায় বাংলাদেশ ও বিশ্বপরিচয় mcq প্রশ্ন উত্তর গুলো দেখেনিন।

৮ম শ্রেণি ১০ম অধ্যায় বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ

এখানে ৮ম শ্রেণি ১০ম অধ্যায় বাংলাদেশ ও বিশ্বপরিচয় mcq প্রশ্ন উত্তর গুলো শেয়ার করেছি। পাঠ বই থেকে এই প্রশ্ন গুলো তৈরি করা হয়েছে। তাই প্রথমে মূল বইয়ের রিডিং পড়ে নিতে হবে।

১. বখাটেরা প্রায়ই কাদেরকে উত্ত্যক্ত করে?
ক মেয়েদের
খ শিশুদের
গ পথচারীদের
ঘ ছাত্রীদের

উত্তরঃ ক  

২. কারা স্বাভাবিকভাবেই কৌতূহলপ্রবণ?
ক মহিলারা
খ যুবকরা
গ কিশোররা
ঘ বৃদ্ধরা

উত্তরঃ গ  

৩. মাদকাসক্তির সূত্রপাত কীভাবে ঘটে?
ক পারিবারিক অশান্তির মাধ্যমে
খ ইন্টারনেটের মাধ্যমে
গ মাদকাসক্ত বন্ধুদের সংস্পর্শে এসে
ঘ অপসংস্কৃতির কারণে

উত্তরঃ গ  

৪. উক্ত সমস্যার ফলে দেখা দেয়-
র. রাজনৈতিক সহিংসতা
রর. সামাজিক অস্থিরতা
ররর. মূল্যবোধের অবক্ষয়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর

উত্তরঃ গ  

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর

উত্তরঃ ক  

৫. পরিবারের দারিদ্র্যতার জন্য সংঘটিত হয় কোনটি? (জ্ঞান)
ক কিশোর অপরাধ
খ শিক্ষার প্রতিবন্ধকতা
গ পারিবারিক অশান্তি
ঘ পারিবারিক পুষ্টিহীনতা

উত্তরঃ ক  

৬. পাকিস্তান ও থাইল্যান্ডে কিশোর অপরাধের বয়সসীমা কত? (জ্ঞান)
ক ৬ – ১৮ বছর
খ ৭ – ১৮ বছর
গ ৮ – ১৮ বছর
ঘ ১০ – ১৮ বছর

উত্তরঃ খ  

৭. দারিদ্র্য কিশোর অপরাধে কী ধরনের কারণ থাকে? (জ্ঞান)
ক সামাজিক
খ রাজনৈতিক
গ অর্থনৈতিক
ঘ পারিবারিক

উত্তরঃ গ   

৮. কিশোর অপরাধ কীভাবে প্রতিরোধ করা যায়?
র. অভিভাবকের সচেতনতার মাধ্যমে
রর. উপযুক্ত শাস্তি প্রদানের মাধ্যমে
ররর. আর্থসামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর

উত্তরঃ খ  

৯. যে পরিবারে কিশোর অপরাধী থাকে, সে পরিবারের-
ক শান্তি বিনষ্ট হয়
খ দাপট বৃদ্ধি পায়
গ রাজনৈতিক মর্যাদা বৃদ্ধি পায়
ঘ মর্যাদা ক্ষুণœ হয়

উত্তরঃ ক  

১০. কোন দেশে কিশোর অপরাধের বয়সসীমা ৭ থেকে ১৬ বছর? (অনুধাবন)
ক বাংলাদেশ
খ জাপান
গ কানাডা
ঘ ইউরেশিয়া

উত্তরঃ ক  

১১. জাপানে কিশোর অপরাধের বয়সসীমা কত? (জ্ঞান)
ক ১৩ – ১৮
খ ১৪ – ২০
গ ১৬ – ২০
ঘ ১৮ – ২০

উত্তরঃ খ  

১২. শিশুর শারীরিক ত্র“টি কিসের জন্ম দেয়? (জ্ঞান)
ক মূল্যবোধের
খ হীনম্মন্যতার
গ আবেগের
ঘ অভাবের

উত্তরঃ খ  

২১. মাদকাসক্তি প্রতিরোধের জন্য করণীয় হলো-
র. ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদান করা
রর. সামাজিক আন্দোলন গড়ে তোলা
ররর. সচেতনতা সৃষ্টি করা

উত্তরঃ 

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর

উত্তরঃ ঘ  

১৩. বস্তির শিশু-কিশোররা কেন কিশোর অপরাধের দিকে ঝুঁকে পড়ে?
ক শিক্ষার অভাবে
খ অল্প বয়সে অর্থ উপার্জনে জড়িত হওয়ায়
গ সুস্থ পরিবেশের অভাবে
ঘ পারিবারিক প্রয়োজনে

উত্তরঃ গ  

১৪. দরিদ্র কিশোরদের অপরাধ প্রবণতা প্রতিরোধের উপায় কোনটি?
ক অভিভাবকের সচেতনতা
খ আর্থসামাজিক কর্মসূচি
গ শিক্ষার সুযোগ
ঘ চিত্তবিনোদন

উত্তরঃ খ  

৮ম শ্রেণি ১০ম অধ্যায় বাংলাদেশ ও বিশ্বপরিচয় বহুনির্বাচনি প্রশ্ন

১৫. আমাদের দেশে কিশোর অপরাধের প্রধান কারণ কী?
ক দারিদ্র্য
খ বিবাহবিচ্ছেদ
গ আদর-যত্নের অভাব
ঘ চিত্তবিনোদনের অভাব

উত্তরঃ ক

১৬. বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলংকা প্রভৃতি দেশে কিশোর অপরাধের বয়সসীমা কত?
ক ৭ থেকে ১৫
খ ৭ থেকে ১৬
গ ৮ থেকে ১৭
ঘ ৮ থেকে ১৮

উত্তরঃ খ

১৭. শিশু কিশোরদের মধ্যে ধূমপানের অভ্যাস গড়ে ওঠে কীভাবে?
ক কৌতূহল মেটাতে গিয়ে
খ বন্ধুদের প্ররোচনায়
গ বিজ্ঞাপনের প্রভাবে
ঘ বিড়ি সিগারেট সহজলভ্য হওয়ায়

উত্তরঃ ক

১৮. কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ কোনটি?
ক সুস্থ পারিবারিক জীবনের অভাব
খ কর্মস্থলে পিতামাতার ব্যস্ততা
গ বিবাহবিচ্ছেদ
ঘ দারিদ্র্য

উত্তরঃ ঘ

১৯. মাদকাসক্তির বড় কারণ কোনটি?
ক অপসংস্কৃতি
খ নিঃসঙ্গতা
গ পারিবারিক অশান্তি
ঘ বেকারত্ব

উত্তরঃ ক

২০. মাদকাসক্তি রোধে সমাজে গুরুত্ব দিতে হবে-
ক গণমাধ্যমে প্রচারের ওপর
খ নৈতিক শিক্ষার ওপর
গ আলোচনা সভার ওপর
ঘ সুস্থ চিত্তবিনোদনের ওপর

উত্তরঃ খ

২১. ৭-১৬ বছর বয়সী কিশোর অপরাধীর বয়সসীমা ধরা হয়
র. বাংলাদেশে
রর. জাপানে
ররর. শ্রীলঙ্কায়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর

উত্তরঃ খ

২২. কিশোর অপরাধের পর্যায়ে পড়ে যেসব কাজ- (অনুধাবন)
র. পরীক্ষায় ভালো করা রর. মেয়েদের উত্যক্ত করা
ররর. নারী নির্যাতন

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর

উত্তরঃ গ

২৩. রহিম মিয়ার ছেলে দারিদ্র্যের কারণে অল্প বয়সে স্কুলে না গিয়ে বিভিন্ন রকম কাজ করে টাকা উপার্জন করে। এ টাকা দিয়ে তার ছেলে- (প্রয়োগ)
র. মদ গাঁজা খেতে পারে
রর. বই খাতা কিনতে পারে
ররর. অশোভন ছবি দেখতে পারে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
খ রর ও ররর
ঘ র, রর ও ররর

উত্তরঃ খ

২৪. ডেভিডের বয়স ১৯ বছর। সে একজন কিশোর অপরাধী। সে কোন দেশের নাগরিক?
ক থাইল্যান্ড
খ ভুটান
গ শ্রীলংকা
ঘ জাপান

উত্তরঃ ঘ

২৫. বস্তির শিশু-কিশোররা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে- (অনুধাবন)
র. শারীরিক ত্রুটির কারণে রর. সঙ্গদোষের কারণে
ররর. অভাবের কারণে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ  রর ও ররর
ঘ র, রর ও ররর

উত্তরঃ গ

২৬. মিথিলা ও তাহসান উভয়ই কর্পোরেট প্রতিষ্ঠানে কাজ করায় তাদের একমাত্র মেয়ে অনীলাকে নিয়ে চিন্তিত। ভবিষ্যতে কিশোরী অপরাধ থেকে তাকে মুক্ত করতে তারা- (প্রয়োগ)
র. যথেষ্ট সময় দেবে
রর. সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত রাখবে
ররর. একাকী রাখবে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর

উত্তরঃ ক

২৭. মাদকাসক্তি প্রতিরোধে যেসব ব্যবস্থা গ্রহণ করা যায় তা হচ্ছে-
র. ধর্মীয় শিক্ষায় গুরুত্ব দেওয়া
রর. নৈতিক মূল্যবোধ শেখানো
ররর. মাদকজাতীয় দ্রব্যের উৎপাদন নিষিদ্ধ করা

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর

উত্তরঃ ঘ

২৮. কোন দেশে কিশোর অপরাধ দিন দিন বেড়ে যাচ্ছে?
ক ভুটানে
খ ইন্দোনেশিয়াতে
গ বাংলাদেশে
ঘ নেপালে

উত্তরঃ গ

শেষ কথা

আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে ৮ম শ্রেণি ১০ম অধ্যায় বাংলাদেশ ও বিশ্বপরিচয় mcq প্রশ্ন উত্তর  সংগ্রহ করতে পেরেছেন। এই ওয়েবসাইটে শিক্ষা সংক্রান্ত পোস্ট শেয়ার করা হয়। বিভিন্ন শ্রেণির প্রশ্ন সমাধান ও উত্তর পেতে আমার সাথেই থাকুন।

আরও দেখুনঃ

বাংলাদেশের সামাজিক সমস্যা সৃজনশীল প্রশ্ন ও উত্তর। ৮ম শ্রেণি

বাংলাদেশের সামাজিক সমস্যা ৮ম শ্রেণি দশম অধ্যায়

2 Comments on “৮ম শ্রেণি ১০ম অধ্যায় বাংলাদেশ ও বিশ্বপরিচয় mcq প্রশ্ন উত্তর”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *