অণুজীব জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর উদ্ভিদ বিদ্যা- এইচ এস সি

অণুজীব জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

অণুজীব জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর এই পোস্টে দেওয়া আছে। অণুজীব, হল এককোষী জীব যাদের সাধারণত খালি চোখে দেখা যায় না এবং একক-কোষীয় আকারে অথবা কোষের কলেনি বা উপনিবেশ হিসাবে বিদ্যমান থাকে। অনুমান করা হয় যে অণুজীবগুলি পৃথিবীর জৈববস্তুর প্রায় ৬০% তৈরি করে। এই অধ্যায় টি জ্ঞানমূলক প্রশ্ন ও বহুনির্বাচনি প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ।

তাই নিচের অংশে অণুজীব থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করেছি। সেই সাথে অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। তো যারা যারা এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন গুলো সংগ্রহ করতে চান, তারা পোস্ট টি সম্পূর্ণ পড়ুন।

অণুজীব জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

এখানে প্রশ্ন গুলো দেওয়া আছে। সেই সাথে সঠিক উত্তর গুলো দিয়ে দিয়েছি। প্রথমে নিজেরাই উত্তর গুলো লেখার চেষ্টা করবেন। এই জ্ঞানমূলক প্রশ্ন গুলো অনুশীলন করার মাধ্যমে সৃজনশীল প্রশ্নের ক নাম্বার সম্পর্কে ধারনা পাবেন। নিচে থেকে প্রশ্ন গুলো দেখেনিন।

১.কোন বিজ্ঞানী ব্যাকটেরিয়ার নামকরণ করেন?
উত্তর:  বিজ্ঞানী Ehenberg ব্যাকটেরিয়ার নামকরণ করেন।

২.কোনটি অসম্পুর্ণ ভাইরাস গ্রুপ?
উত্তর: HVC অসম্পুর্ণ ভাইরাস গ্রুপ।

১৮.হেপাটাইটিস কি?
উত্তর: ভাইরাস ঘটিত রোগ।

৩.ব্যাকটেরিয়ার ক্যাপসুলের অপর নাম কোনটি?
উত্তর:  ব্যাকটেরিয়ার ক্যাপসুলের অপর নাম স্লাইম স্তর।

৪.পেঁপের রিং স্পট রোগের জন্য দায়ী নিচের কোন ভাইরাসটি?
উত্তর: পেঁপের রিং স্পট রোগের জন্য দায়ী PRSV ভাইরাস।

৫.আইভানোভস্কি কোন রোগ নিয়ে কাজ করেন?
উত্তরঃ  মোজাইক রোগ নিয়ে আইভানোভস্কি কাজ করেন।

৬.কিছু ব্যাকটেরিয়া প্রয়োগ করে ধানের উৎপাদন শতকরা কতভাগ বাড়ানো সম্ভব হয়েছে?
উত্তর: ৩১.৮ ধানের উৎপাদন শতকরা কতভাগ বাড়ানো সম্ভব হয়েছে।

৭.দ্বি-বিভাজন প্রক্রিয়ায় কত সময় লাগে
উত্তর: দ্বি-বিভাজন প্রক্রিয়ায়  ৩০ মি. সময় লাগে।

৮.দ্বি-সূত্রক RNA পাওয়া যায় কোনটিতে?
উত্তর: রাইস টুংরো ভাইরাস দ্বি-সূত্রক RNA পাওয়া যায়।

৯.বাধ্যতামূলক পরজীবী বলা হয় কোন অণুজীবকে?
উত্তর: বাধ্যতামূলক পরজীবী বলা হয়  ভাইরাসকে।

২৭.ভাইরাসের নিউক্লিক এসিডবিহীন প্রোটিন আবরণকে কী বলে?
উত্তর:  ভাইরাসের নিউক্লিক এসিডবিহীন প্রোটিন আবরণকে প্রিয়ন বলে।

১০. Plasmodium vivax এর সুপ্তকাল কত দিন?
উত্তর:  Plasmodium vivax এর সুপ্তকাল ১২-২৫ দিন।

১১. সোয়াইন ফ্লু রোগের জন্য দায়ী ভাইরাস কোনটি?
উত্তর: H1N1

১২.সর্বপ্রথম কোন দেশের বিজ্ঞানীরা ধানের ব্লাইট রোগের সন্ধান পান?
উত্তর: জাপান

১৩.কত সালে কলেরা রোগের জীবাণু আবিষ্কৃত হয়?
উত্তর: ১৮৮৩

১৪.ডেঙ্গু জ্বরের ভাইরাসের নাম –
উত্তর: Flavi Virus ডেঙ্গু জ্বরের ভাইরাসের নাম।

১৫.সংক্রমণক্ষম সম্পূর্ণ ভাইরাস কণাকে কী বলা হয়?
উত্তর: সংক্রমণক্ষম সম্পূর্ণ ভাইরাস কণাকে  ভিরিয়ন বলা হয়।

অণুজীব সংক্ষিপ্ত  প্রশ্নের উত্তর

১৬.সাধারণত ব্যাকটেরিয়া সর্বোচ্চ কত তাপমাত্রা পর্যন্ত বাঁচতে পারে?
উত্তর:  সাধারণত ব্যাকটেরিয়া সর্বোচ্চ ৮০০ সে. তাপমাত্রা পর্যন্ত বাঁচতে পারে।

১৭. টিউলিপ ফুলের পাপড়িতে বর্ণবৈচিত্র্য সৃষ্টি করে কোন অণুজীব?
উত্তরঃ টিউলিপ ফুলের পাপড়িতে বর্ণবৈচিত্র্য সৃষ্টি করে ভাইরাস।

১৮. আ্যাস্টিবায়োটিক কাদের দেহে কোন রূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে অক্ষম?
উত্তরঃআ্যাস্টিবায়োটিক  ভাইরাস দেহে কোন রূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে অক্ষম।

১৯. ভাইরাস এর মাথার দ্বিস্তরী প্রোটিন নির্মিত আবরণকে কী বলে?
উত্তরঃ ভাইরাস এর মাথার দ্বিস্তরী প্রোটিন নির্মিত আবরণকে ক্যাপসিড বলে।

২০. কোন বিজ্ঞানী ব্যাকটেরিওফাযের নামকরণ করেন?
উত্তরঃ d’ Herelle ব্যাকটেরিওফাযের নামকরণ করেন।

২১. কোথায় দ্বিসূত্রক RNA দেখা যায়?
উত্তরঃ রিওভাইরাস

২২. রিও ভাইরাসে কোনটি থাকে?
উত্তরঃ রিও ভাইরাসে দ্বি-সূত্রক RNA থাকে।

২৩. কোন ভাইরাসটি পাউরুটি আকৃতির?
উত্তরঃ ভ্যাক্সিনিয়া পাউরুটি আকৃতির।

২৪. ‘ভাইরাস’ শব্দের অর্থ কী?
উত্তরঃ ভাইরাস’ শব্দের অর্থ  বিষ।

২৫. সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাসকে কী বলে?
উত্তরঃ সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাসকে নিউর্লিওক্যাপসিড বলে।

২৬. কোনটি সোয়াইন ফ্লু রোগের জন্য দায়ী?
উত্তরঃ H1N1 সোয়াইন ফ্লু রোগের জন্য দায়ী।

২৭. কোনটি PRSV এর প্রাকৃতিক বাহক?
উত্তরঃ এফিড PRSV এর প্রাকৃতিক বাহক।

২৮. মানবদেহে বসন্ত রোগ সৃষ্টি করে কোন ভাইরাস?
উত্তরঃ মানবদেহে বসন্ত রোগ সৃষ্টি করে  ভেরিওলা ভাইরাস।

২৯. পেপের রিং স্পট রোগের জন্য দায়ী  কোন ভাইরাসটি?
উত্তরঃ পেপের রিং স্পট রোগের জন্য দায়ী PRSV ভাইরাস।

৩০.ব্যাকটেরিওফাযের জীবন চক্র কত প্রকার?
উত্তর: ব্যাকটেরিওফাযের জীবন চক্র দুই প্রকার।

অণুজীব mcq

এখানে উদ্ভিদ বিদ্যা চতুর্থ অধ্যায়ের mcq প্রশ্ন গুলো দেওয়া আছে। প্রশ্ন গুলো পড়ার পূর্বে অণুজীব অধ্যায় টি ভালোভাবে পড়ে নিবেন। তাহলে নিজে নিজে সঠিক উত্তর পারবেন। নিচে আপনাদের জন্য সঠিক উত্তর গুলো দিয়ে দেওয়া আছে। mcq প্রশ্নের উত্তর গুলো পড়ে নিন।

১.ম্যালেরিয়া এরিথ্রোসাইটিক দশার ধাপ হলো –
ট্রফোজয়েট
সিগনেট রিং
iii. সাইজন্ট

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

উত্তর: ঘ

২.কোন বিজ্ঞানী ব্যাকটেরিয়ার নামকরণ করেন?
ক) Leeuwen Hoek
খ) Ehenberg
গ) Louis Pasteur
ঘ) Robert Brown

উত্তর: খ

৩.কোনটি অসম্পুর্ণ ভাইরাস গ্রুপ?
ক) HVC
খ) HVA
গ) HVE
ঘ) HVB

উত্তর: ক

৪.কোনটি ভাইরাস ঘটিত রোগ?
ক) কলেরা
খ) নিউমোনিয়া
গ) হেপাটাইটিস
ঘ) ডিপথেরিয়া

উত্তর: গ

৫.ব্যাকটেরিয়ার ক্যাপসুলের অপর নাম কোনটি?
ক) স্লাইম স্তর
খ) পিলি
গ) মেসোসোম
ঘ) প্লাইপোপ্রোটিন

উত্তর: ক

৬.পেঁপের রিং স্পট রোগের জন্য দায়ী নিচের কোন ভাইরাসটি?
ক) H1N1
খ) T2 ফায
গ) HIV
ঘ) PRSV

উত্তর: ঘ

৭.ভাইরাস এক প্রকার পরজীবী। উপযুক্ত পোষক কোষের বাইরে এরা –
জড় বস্তুর ন্যায় আচরণ করে
সংখ্যা বৃদ্ধি করতে অক্ষম
iii. কোষ বিভাজন করতে পারে

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

উত্তর: ক

৮.আইভানোভস্কি কোন রোগ নিয়ে কাজ করেন?
ক) তামাকের মোজাইক
খ) যক্ষ্মা
গ) কলার মোজাইক
ঘ) গলগন্ড

উত্তর: ক

৯.কিছু ব্যাকটেরিয়া প্রয়োগ করে ধানের উৎপাদন শতকরা কতভাগ বাড়ানো সম্ভব হয়েছে?
ক) ৩১.৮
খ) ২০.৮
গ) ২১.৮
ঘ) ৩০.৮

উত্তর: ক

১০.দ্বি-বিভাজন প্রক্রিয়ায় কত সময় লাগে
ক) ১০ মি.
খ) ২০ মি.
গ) ৩০ মি.
ঘ) ৬০ মি.

উত্তর: গ

১১.দ্বি-সূত্রক RNA পাওয়া যায় কোনটিতে?
ক) TMV
খ) T2 ফায
গ) রাইস টুংরো ভাইরাস
ঘ) কোলিফায

উত্তর: গ

১২.বাধ্যতামূলক পরজীবী বলা হয় নিচের কোন অণুজীবকে?
ক) ছত্রাক
খ) ব্যাকটেরিয়া
গ) ভাইরাস
ঘ) শৈবাল

উত্তর: গ

শেষ কথা

পোস্ট টি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করছি এই পোস্ট থেকে অণুজীব জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। এইচ এস সি বিষয়ক আরও অনেক পোস্ট আমার ওয়েবসাইটে দেওয়া আছে। সেগুলোর পড়ার জন্য নিচে ঠিকানা দিয়েছি দেখেনিতে পারেন।

আরও দেখুনঃ

কোষ বিভাজন MCQ HSC প্রশ্ন উত্তর উদ্ভিদ বিদ্যা ২য় অধ্যায়

কোষ ও এর গঠন mcq প্রশ্ন ও উত্তর জীব বিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় এইচ স সি

জীববিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর পিডিএফ এইচ এস সি

কোষ রসায়ন MCQ প্রশ্ন ও উত্তর পিডিএফ উদ্ভিদ বিদ্যা ৩য় অধ্যায়