কোষ বিভাজন MCQ HSC সংগ্রহ করতে পোস্ট টি সম্পূর্ণ পড়ুন। যে প্রক্রিয়ায় জীব কোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে। সাধারণত বৃহত্তর কোষ চক্রের অংশ হিসাবে কোষ বিভাজন ঘটে। কোষ বিভাজন একটি মৌলিক ও অত্যাবশ্যকীয় প্রক্রিয়া যার দ্বারা জীবের দৈহিকবৃদ্ধি ও বংশ বৃদ্ধি ঘটে। মানবদেহ একটি মাত্র কোষ থেকেই তৈরি হয় । জাইগোট থেকে কোষ বিভাজনের মাধ্যমে সম্পূর্ণ দেহ তৈরি হয়।
নিচের দিকে কোষ বিভাজন নিয়ে কিছু MCQ প্রশ্ন উত্তর দেওয়া আছে। উদ্ভিদ বিদ্যার ২য় অধ্যায়ের একটি কোষ বিভাজন এবং কোষের প্রকার ভেদ। কোষ বিভাজন নিয়ে অনেক ধরনের ছোট ছোট প্রশ্ন রয়েছে। এই পোস্টে আমি এইচ এস সি দের জন্য বহুনির্বাচনি প্রশ্নের উত্তর সংগ্রহ করে দিয়েছি। এগুলো আপনারা পিডিএফ সংগ্রহ করতে পারবেন। নিচে থেকে MCQ গুলো পড়ে নিন।
কোষ বিভাজন কাকে বলে
যে প্রক্রিয়ায় জীব কোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে। কোষ বিভাজনের ফলে নতুন কোষের সৃষ্টি হয়। বার বার কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে অপত্য কোষবলে।যে কোষটি বিভাজিত হয় তাকে মাতৃ কোষ বলে। কোষ বিভাজন ৩ প্রকার। অ্যামাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন এবং মিয়োসিস কোষ বিভাজন। যে প্রক্রিয়ায় মাতৃ কোষের নিউক্লিয়াস একবার মাত্র বিভাজিত হয়ে সমআকৃতি, সমগুন, সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ঠ দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষ থেকে সৃষ্ট অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা ও সাইটোপ্লাজম এর পরিমান একই থাকে। তাই মাইটোসিস কে সম বিভাজন বা সদৃশ বিভাজন বলে।
যে বিভাজন পদ্ধতিতে কোন মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হয়ে মাতৃকোষের অর্ধসংখ্যক ক্রোমোজোম সমন্বিত চারটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে মিয়োসিস কোষ বিভাজন বলে। প্রধানত জীবের জনন মাতৃকোষ, সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে, সমস্ত ফার্ন জাতীয় উদ্ভিদের রেনু মাতৃকোষে, নিম্নশ্রেণীর উদ্ভিদে জাইগোস্পোরের অঙ্কুরোদগমের সময় এবং প্রাণী কোষের শুক্রাশয় এবং ডিম্বাশয় জনন কোষ উৎপাদনের সময় মিয়োসিস কোষ বিভাজন ঘটে। যে প্রক্রিয়ায় কোনো মাতৃকোষ তার নিউক্লিয়াসের সরাসরি বিভাজন ঘটিয়ে অপত্য কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। ব্যাকটেরিয়া এবং ইস্ট অ্যামিবা এককোষী জীব দেহের এই প্রকার কোষ বিভাজনে পরিলক্ষিত হয়।
কোষ বিভাজন MCQ HSC
নিচে MCQ প্রশ্ন ও উত্তর গুলো দেওয়া আছে। এগুলো অনুশীলন করার মাধ্যমে বিভিন্ন বোর্ড প্রশ্ন সম্পর্কে ধারনা পেয়ে যাবেন। এই ধরনের MCQ প্রশ্ন গুলো বিভিন্ন পরীক্ষায় দেওয়া থাকে। তাই এই প্রশ্ন গুলো ভালোভাবে পড়ে নিবেন। নিচে থেকে প্রশ্ন গুলো পড়ুন।
১। মাইটোসিসের কোন পর্যায়ে মেটাকাইনেসিস হয়?
(ক) প্রো-মেটাফেজ
(খ) অ্যানাফেজ
(গ) টেলোফেজ
(ঘ) মেটাফেজ
উত্তরঃ ঘ
২। গ্রিক zygos শব্দের অর্থ কী?
(ক) জোড়া
(খ) সুতা
(গ) চিকন
(ঘ) সমাবেশ
উত্তরঃ ক
৩। টেলোফেজ পর্যায়ে-
i. ক্রোমোসোমে হাইড্রেশন ঘটে
ii. ক্রোমোসোম সরু ও লম্বা হতে থাকে
iii. স্পিন্ডল ফাইবারের আবির্ভাব হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
উত্তরঃ ক
৪। কোষপ্লেট তৈরির জন্য ফ্র্যাগমোপ্লাস্ট কোথায় থেকে আসে?
(ক) লাইসোসোম
(খ) গলজি বস্তু
(গ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
(ঘ) মাইক্রোটিউবিউল
উত্তরঃ গ
৫। দেহের বিভিন্ন অংশে টিউমার ছড়িয়ে পড়াকে কী বলা হয়?
(ক) Apoptosis
(খ) Metastasis
(গ) Necrosis
(ঘ) Cyanosis
উত্তরঃ খ
৬। মাইটোসিসরত কোষ ও মোট কোষের সংখ্যার অনুপাত হল-
(ক) মায়োকার্ডিয়াল ইনডেক্স
(খ) ম্যানুয়াল ইনডেক্স
(গ) মায়োটিক ইনডেক্স
(ঘ) মাইটোটিক ইনডেক্স
উত্তরঃ ঘ
৭। নিচের কোনটিতে অ্যমাইটোসিস কোষ বিভাজন হয় না?
(ক) ব্যাকটেরিয়া
(খ) ঈস্ট
(গ) ক্যাম্বিয়াম
(ঘ) প্রোটোজোয়া
উত্তরঃ গ
৮। স্তন্যপায়ীদের কোষ চক্রে মাইটোটিক দশা কতক্ষণ স্থায়ী হয়?
(ক) ৩০-৪০ মিনিট
(খ) ১-১.৫ ঘন্টা
(গ) ২-২.৫ ঘন্টা
(ঘ) ৩-৪ ঘন্টা
উত্তরঃ খ
৯। প্রোফেজ পর্যায়ে কোনটির জন্য ক্রোমোসোমের সংকোচন শুরু হয়?
(ক) ফটোলাইসিস
(খ) ডিকার্বক্সিলেশন
(গ) ফসফোরাইলেশন
(ঘ) হাইড্রোলাইসিস
উত্তরঃ গ
১০। গ্রিক Meious শব্দের অর্থ কী?
(ক) হ্রাস করা
(খ) বৃদ্ধি করা
(গ) সমান করা
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ ঘ
১১। গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা কোন বিভাজনের গুরুত্ব?
(ক) মায়োসিস
(খ) মাইটোসিস
(গ) অ্যামাইটোসিস
(ঘ) দ্বি-ভাজন
উত্তরঃ খ
১২। কোষচক্র নিয়ন্ত্রণকারী প্রোটিন হচ্ছে-
i. সাইক্লিন
ii. হেলিকেজ
iii. প্রোটিন কাইনেজ
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
উত্তরঃ খ
১৩। প্রতি বাইভেলেন্টে-
i. দুইটি সেন্ট্রোমিয়ার থাকে
ii. দুইটি ক্রোমাটিড থাকে
iii. চারটি ক্রোমাটিড থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
উত্তরঃ খ
১৪। কোন প্রোটিনটি কোষকে বিভাজন হতে বিরত রাখতে ভূমিকা রাখে?
(ক) Cdk
(খ) P53
(গ) Mpf
(ঘ) সাইক্লিন
উত্তরঃ খ
১৫। মানুষের শুক্রাশয়ে মায়োটিক প্রোফেজ-এ কত সময় লাগে?
(ক) এক সপ্তাহ
(খ) দুই সপ্তাহ
(গ) এক মাস
(ঘ) দেড় মাস
উত্তরঃ ক
১৬। দুটি হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে কী বলা হয়?
(ক) টেট্রাড
(খ) কায়াজমা
(গ) বাইভেলেন্ট
(ঘ) সিন্যাপসিস
উত্তরঃ ঘ
১৭। মায়োসিসের মেটাফেজ-১ পর্যায়ে-
i. সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়
ii. ক্রোমোসোমের মধ্যে লুপ তৈরি হয়
iii. ক্রোমোসোম আরো মোটা ও খাটো হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
উত্তরঃ গ
১৮। কে পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন?
(ক) বেনেডিন
(খ) বোভেরী
(গ) ফার্মার ও মুর
(ঘ) স্ট্রাসবুর্গার
উত্তরঃ ঘ
১৯। কে প্রথম ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেন?
(ক) ওয়াল্টার ফ্লেমিং
(খ) বেনেডিন ও হাউসার
(গ) থমাস হান্ট মর্গান
(ঘ) ফার্মার ও মুর
উত্তরঃ গ
২০। নিচের কোনটি মায়োসিসের গুরুত্ব নয়?
(ক) জনুক্রম
(খ) বৈচিত্র্য সৃষ্টি
(গ) পুনরুৎপাদন
(ঘ) অভিব্যক্তি
উত্তরঃ গ
কোষ বিভাজন বহুনির্বাচনি প্রশ্নের উত্তর উদ্ভিদ বিদ্যা ২য় অধ্যায়
২১। মায়োসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের ১ম ও ২য় বিভক্তির মধ্যবর্তী সময়কে কী বলে?
(ক) ইন্টারফেজ
(খ) ইন্টারকাইনেসিস
(গ) সাইটোকাইনেসিস-২
(ঘ) মায়োসিস-২
উত্তরঃ খ
২২। নিম্ন শ্রেণির হ্যাপ্লয়েড জীবে কখন মায়োসিস হয়?
(ক) নিষেকের পূর্বে
(খ) নিষেকের সময়
(গ) নিষেকের পর জাইগোটে
(ঘ) গ্যামিট সৃষ্টির সময়
উত্তরঃ গ
২৩. কোষচক্র নিয়ন্ত্রণকারী প্রোটিন হচ্ছে-
i. সাইক্লিন
ii. হেলিকেজ
iii. প্রোটিন কাইনেজ
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
উত্তরঃ খ
২৪. কোন উপ-পর্যায়ে প্রাণিকোষের ক্রোমোসোম গুলোতে পোলারাইজড বিন্যাস ঘটে?
(ক) জাইগোটিন
(খ) ডায়াকাইনেসিস
(গ) লেপ্টোটিন
(ঘ) প্যাকাইটিন
উত্তরঃ গ
২৫. নিচের কোনটিতে অ্যমাইটোসিস কোষ বিভাজন হয় না?
(ক) ব্যাকটেরিয়া
(খ) ঈস্ট
(গ) ক্যাম্বিয়াম
(ঘ) প্রোটোজোয়া
উত্তরঃ গ
২৬. কে পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন?
(ক) বেনেডিন
(খ) বোভেরী
(গ) ফার্মার ও মুর
(ঘ) স্ট্রাসবুর্গার
উত্তরঃ ঘ
২৭. নিম্ন শ্রেণির হ্যাপ্লয়েড জীবে কখন মায়োসিস হয়?
(ক) নিষেকের পূর্বে
(খ) নিষেকের সময়
(গ) নিষেকের পর জাইগোটে
(ঘ) গ্যামিট সৃষ্টির সময়
উত্তরঃ গ
২৮. মাইটোসিসরত কোষ ও মোট কোষের সংখ্যার অনুপাত হল-
(ক) মায়োকার্ডিয়াল ইনডেক্স
(খ) ম্যানুয়াল ইনডেক্স
(গ) মায়োটিক ইনডেক্স
(ঘ) মাইটোটিক ইনডেক্স
উত্তরঃ ঘ
২৯. মানুষের শুক্রাশয়ে মায়োটিক প্রোফেজ-এ কত সময় লাগে?
(ক) এক সপ্তাহ
(খ) দুই সপ্তাহ
(গ) এক মাস
(ঘ) দেড় মাস
উত্তরঃ ক
৩০. ডিপ্লোটিন উপ-পর্যায়ে-
i. বাইভেলেন্টের ক্রোমোজোমের মধ্যে বিকর্ষণ শুরু হয়
ii. দুটি কায়াজমার মধ্যে লুপের সৃষ্টি হয়
iii. কায়জমার প্রান্তীয়করণ ঘটে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
উত্তরঃ ঘ
৩১. গ্রিক Meious শব্দের অর্থ কী?
(ক) হ্রাস করা
(খ) বৃদ্ধি করা
(গ) সমান করা
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ ক
৩২. গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা কোন বিভাজনের গুরুত্ব?
(ক) মায়োসিস
(খ) মাইটোসিস
(গ) অ্যামাইটোসিস
(ঘ) দ্বি-ভাজন
উত্তরঃ খ
শেষ কথা
আজকের মত এখানেই শেষ। আশা করছি এই পোস্ট টি আপনাদের ভালো লেগেছে। এবং এই পোস্ট থেকে কোষ বিভাজন MCQ HSC প্রশ্ন উত্তর উদ্ভিদ বিদ্যা ২য় অধ্যায় সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। এইচ এস সি বিষয়ক আরও অনেক পোস্ট আমার ওয়েবসাইটে দেওয়া আছে। সেগুলোর পড়ার ঠিকানা নিচে দিয়েছি দেখেনিতে পারেন। পোস্ট টি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আরও দেখুনঃ
কোষ ও এর গঠন mcq প্রশ্ন ও উত্তর জীব বিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় এইচ স সি
জীববিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর পিডিএফ এইচ এস সি