কোষ রসায়ন MCQ প্রশ্ন ও উত্তর পিডিএফ উদ্ভিদ বিদ্যা ৩য় অধ্যায়

কোষ রসায়ন MCQ

কোষ রসায়ন mcq প্রশ্নের উত্তর এই পোস্টে শেয়ার করেছি। যে তড়িৎ কোষে রাসায়নিক বিক্রিয়ার ফলে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হয় অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে তড়িৎ রাসায়নিক কোষ বলে। এই অধ্যায় টি mcq প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের অনুশীলনের জন্য কমন mcq ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর গুলো এখানে পিডিএফ দিয়েছি। যারা যারা সংগ্রহ করতে চান তারা আজকের পোস্ট টি সম্পূর্ণ পড়ুন।

কোষ রসায়ন MCQ

এই অংশে mcq প্রশ্ন গুলো দেওয়া আছে। নিজেরা এগুলো সমাধান করার চেষ্টা করবেন। এরপর আমাদের দেওয়া সঠিক উত্তর গুলোর সাথে মিলিয়ে নিবেন। mcq প্রশ্ন গুলো এইচ এস সি উদ্ভিদ বিদ্যা ৩য় অধ্যায় থেকে সংগ্রহ করে দেওয়া হয়েছে। এগুলো পড়ার মাধ্যমে বোর্ড প্রশ্ন সম্পর্কে ধারনা পেয়ে যাবেন। কোষ রসায়ন mcq  গুলো জেনেনিন।

১। সায়ানোব্যাকটেরিয়া ও ছত্রাকের সঞ্চিত খাদ্য কী?
ক) গ্লাইকোজেন
খ) স্টার্চ
গ) সেলুলোজ
ঘ) আমাইলোজ

উত্তরঃ ক) গ্লাইকোজেন

২। পেপটাইড বন্ধনী কোন যৌগে দেখা যায়?
ক) কার্বোহাইড্রেট
খ) লিপিড
গ) প্রোটিন
ঘ) ভিটামিন

 উত্তরঃ গ) প্রোটিন

৩। জীবনের ভাষা কোনটি?
ক) Carbohydrates
খ) Proteins
গ) Lipids
ঘ) Vitamins

উত্তরঃ খ) Proteins

৪। এরাচিন কোনটিতে পাওয়া যায়?
ক) আলু
খ) গম
গ) শিম
ঘ) চিনাবাদাম

উত্তরঃ ঘ) চিনাবাদাম

৫। কোনটি এনজাইমের কর্মক্ষমতা বাড়িয়ে দেয়?
ক) Ag
খ) Zn
গ) Mn
ঘ) Cu

উত্তরঃ গ) Mn

৬।  এনজাইমের কার্যদক্ষতা বৃদ্ধি পায়_
i. 40°C এর বেশি তাপমাত্রায়
ii. Mg++, Mn++ এর উপস্থিতিতে
iii. সাবস্ট্রেটের ঘনত্ব বৃদ্ধি পেলে

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তরঃ গ) ii ও iii

৭।  স্যামন মাছের শুক্রাণুতে কোনটি থাকে?
ক) এরাচিন
খ) সালমিন
গ) সেরিন
ঘ) সিস্টিন

উত্তরঃ খ) সালমিন

৮।  রক্তে কোনটির পরিমাণ বেশি থাকা ভালো?
ক) LDL
খ) HDL
গ) কোলেস্টেরল
ঘ) সাবস্ট্রেট

উত্তরঃ খ) HDL

৯।  প্রোটিন গঠনে অংশগ্রহণকারী অ্যামিনো এসিডের সংখ্যা কয়টি?
ক) ১০
খ) ২০
গ) ৩০
ঘ) ৪০

উত্তরঃ খ) ২০

১০। এনজাইমের কর্মক্ষমতা কোনটি দ্বারা নিয়ন্ত্রিত?
ক) তাপ
খ) pH
গ) অণুর আকার
ঘ) সাবস্ট্রেট

উত্তরঃ খ) pH

১১। রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি হলে__
i. রক্তনালি পথ সরু হয়ে যায়
ii. শরীরে রক্তচাপ বেড়ে যায়
iii. রক্ত সরবরাহ বেড়ে যায়

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তরঃ ক) i ও ii

১২। তালা-চাবি মতবাদ অনুসারে_
i. হাইড্রোজেন বা আয়নিক বন্ধন দ্বারা Enzyme substrate complex গঠিত হয়
ii. এনজাইম সাবস্ট্রেট অণু ভেঙ্গে নিয়ে অণুগুলো ক্ষুদ্র অণু গঠন করে
iii. বিক্রিয়া শেষে উৎপাদিত পদার্থ বন্ধনীযুস্ত হয়ে দূরে সরে যায়

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তরঃ খ) i ও iii

১৩। ডিমের সাদা অংশে কোন জাতীয় প্রোটিন পাওয়া যায়?
ক) আ্যালবুমিন
খ) গ্লোবিউলিন
গ) গ্লুটেলিন
ঘ) প্রোলামিন

উত্তরঃ ক) আ্যালবুমিন

১৪। কোনটি আলকোহলে দ্রবীভূত হয়?
ক) প্রোটামিন
খ) প্রোলামিন
গ) গ্লোবিউলিন
ঘ) গ্লুটেলিন

উত্তরঃ খ) প্রোলামিন

১৫ রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি?
ক) গ্লাইকোজেন
খ) রাইবোজ
গ) সেলুলোজ
ঘ) ইরিথ্রোজ

উত্তরঃ ক) গ্লাইকোজেন

কোষ রসায়ন বহুনির্বাচনি প্রশ্নের উত্তর

১৬। বেশির ভাগ উদ্ভিদের শুষ্ক ওজনের ৫০-৮০% কী থাকে?
(ক) কার্বোহাইড্রেট
(খ) প্রোটিন
(গ) লিপিড
(ঘ) এনজাইম

উত্তর: ক) কার্বোহাইড্রেট

১৭। α-D গ্লুকোজ ও β – D ফ্রুক্টোজের কত নং কার্বনের মাঝে গ্লাইকোসাইডিক বন্ধনী সৃষ্টি হয়?
ক) ১ ও ৩নং
খ) ১ও ২নং
গ) ১ও ৪ নং
ঘ) ১ ও ১ নং

উত্তরঃ খ) ১ও ২নং

১৮। নিচের কোনটি ট্রায়োজ?
(ক) ইরিথ্রোজ
(খ) রাইবুলোজ
(গ) জাইলুলোজ
(ঘ) গ্লিসারলডিহাইড

উত্তর: ঘ) গ্লিসারলডিহাইড

১৯। গ্লুকোজ শাখা-প্রশাখায় বিন্যাস্ত থাকে কোনটিতে?
(ক) সেলুলোজ
(খ) গ্লাইকোজেন গ) সেলোবায়োজ
(ঘ) স্টার্চ

উত্তর: ঘ) স্টার্চ

২০। নিচের কোনটি অবিজারক শর্করা?
(ক) গ্লুকোজ
(খ) ফ্রুক্টোজ
(গ) রাইবোজ
(ঘ) সুক্রোজ

উত্তর: খ) ফ্রুক্টোজ

২১। নিচের কোনটি পেশির কাজে শক্তি জোগান দেয়?
(ক) ফ্রুক্টোজ
(খ) গ্যালাক্টোজ
(গ) গ্লাইকোজেন
(ঘ) ম্যালটোজ

উত্তর: গ) গ্লাইকোজেন

২২। নিচের কোনটি রিডিউসিং শ্যুগার ?
(ক) গ্লুকোজ
(খ) স্টার্চ
(গ) সেলুলোজ
(ঘ) গ্লাইকোজেন
উত্তর: ক)

২৩. এক অণু গ্লুকোজ ভাঙ্গলে প্রাপ্ত কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত?
ক) ১:২:২
খ) ১:২:৩
গ) ১:২:১
ঘ) ২:১:১

উত্তরঃ গ) ১:২:১

২৪। আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ কত?
ক) ১০–২০%
খ) ১২–৩০% .
গ) ৩০–৪০%
ঘ) ৪০–৫০%

উত্তরঃ খ) ১২–৩০%

২৫। স্টার্চের রাসায়নিক সংকেত কী?
ক) C6H2O6
খ) C12H22O11
গ) (C6H10O5)n
ঘ) C5H10O5

উত্তরঃ গ) (C6H10O5)n

২৬। গ্লাইকোসাইডিক বন্ধন দেখা যায়—
(ক) কার্বোহাইড্রেটে
(খ) প্রোটিনে
(গ) লিপিডে
(ঘ) এনজাইমে

উত্তর: ক) কার্বোহাইড্রেটে

২৭ ভিটামিন সি ও সরবিটল তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?
ক) লিপিড
খ) ট্রায়োজ
গ) রাইবোজ
ঘ) গ্লুকোজ

উত্তরঃ ঘ) গ্লুকোজ

২৮ কোনটি ট্রাইস্যাকারাইড?
ক) ইন্সুলিন
খ) র‍্যাফিনোজ
গ) সেলবায়োজ
ঘ) ল্যাকটোজ

উত্তরঃ খ) র‍্যাফিনোজ

২৮। উদ্ভিদে সবসময় কোন ধরনের গ্লুকোজ থাকে?
ক. D- গ্লুকোজ
খ) L – গ্লুকোজ
গ) β – D গ্লুকোজ
ঘ) α – L গ্লুকোজ

উত্তরঃ ক. D- গ্লুকোজ

২৯। সুক্রোজকে আদ্রবিশ্লেষণ করলে কী পাওয়া যায়?
ক) এক অনু গ্লুকোজ দুই অণু ফ্রুক্টোজ
খ) দুই অনু গ্লুকোজ দুই অণু ফ্রুক্টোজ
গ) এক অনু গ্লুকোজ এক অণু ফ্রুক্টোজ
ঘ) দুই অনু গ্লুকোজ দুই অণু ফ্রুক্টোজ

উত্তরঃ গ) এক অনু গ্লুকোজ এক অণু ফ্রুক্টোজ

৩০।  পাতায় প্রস্তুতকৃত কার্বোহাইড্রেট কী হিসেবে বিভিন্ন অঙ্গে প্রবাহিত হয়?
ক) গ্লুকোজ
খ) ফ্রুক্টোজ
গ) সুকরোজ
ঘ) স্টার্চ

উত্তরঃ গ) সুকরোজ

৩১। কোনটিতে কিটো (>c=0) গ্রুপ থাকে?
(ক) ফ্রুক্টোজ
(খ) রাইবোজ
(গ) গ্লুকোজ
(ঘ) ইরিথ্রোজ

উত্তর: ক) ফ্রুক্টোজ

৩২। গবাদি পশুকে ঘাস হজম করতে সহায়তা করে কোন এনজাইম?
(ক) ট্রেপসিন
(খ) পেপসিন
(গ) সেলুলেজ
(ঘ) জাইমেজ
উত্তর: গ) সেলুলেজ

৩৩। কোনটি প্রাণিকুলের প্রধান খাদ্য?
ক) সেলুলোজ
খ) স্টার্চ .
গ) লিপিড
ঘ) প্রোটিন

উত্তরঃ খ) স্টার্চ

৩৪। সবচেয়ে বেশি সেলুলোজ কোনটিতে?
(ক) লিনেন
(খ) তুলা
(গ) কীট
(ঘ) বাঁশ

উত্তর: খ) তুলা

৩৫। পুষ্টিজাত পলিস্যাকারাইড কোনটি?
(ক) গ্লুকোজ
(খ) সেলুলোজ
(গ) ম্যালটোজ
(ঘ) গ্লাইকোজেন

উত্তর: ঘ) গ্লাইকোজেন

শেষ কথা

পোস্ট টি শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করছি এই পোস্ট থেকেকোষ রসায়ন mcq প্রশ্ন ও উত্তর সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। এইচ এস সি বিষয়ক আরও অনেক পোস্ট আমার ওয়েবসাইটে দেওয়া আছে। সেগুলোর পড়ার জন্য নিচে ঠিকানা দিয়েছি দেখেনিতে পারেন।

আরও দেখুনঃ

কোষ বিভাজন MCQ HSC প্রশ্ন উত্তর উদ্ভিদ বিদ্যা ২য় অধ্যায়

কোষ ও এর গঠন mcq প্রশ্ন ও উত্তর জীব বিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় এইচ স সি

জীববিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর পিডিএফ এইচ এস সি