জীববিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর পিডিএফ এইচ এস সি

জীববিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর

জীববিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর। বিজ্ঞান বিভাগের জীব বিজ্ঞান ১ম পত্রের সৃজনশীল প্রশ্ন গুলো এই পোস্টে শেয়ার করেছি। এখানে ১ম পত্রের সৃজনশীল গুলো সংগ্রহ করতে পারবেন। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে জীব কোষ ও এর গঠন। এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে অনেক ধরনের সৃজনশীল প্রাশন করা হয়।

নিচে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সংগ্রহ করে দিয়েছি। এগুলো পিডিএফ ফাইলে সংগ্রহ করতে পারবেন। সৃজনশীল প্রশ্নের উত্তর গুলো পোস্টের নিচে দেওয়া আছে। তো প্রশ্ন ও উত্তর গুলো সংগ্রহ করতে আজকের পোস্ট টি সম্পূর্ণ পড়বেন। নিচে থেকে প্রশ্ন গুলো দেখেনিন অথবা পিডিএফ সংগ্রহ করেনিন।

জীববিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন

এখানে জীববিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর গুলো দেওয়া আছে। প্রশ্ন গুলো জীব কোষ ও এর গঠন থেকে সংগ্রহ করা হয়েছে। যারা যারা সৃজনশীল প্রশ্ন অনুশীলন করতে চান তারা এগুলো দেখেনিন।

ক. গ্যামিট কাকে বলে?
খ. টেলোমিয়ার বলতে কী বোঝ ?
গ. B ও C চিহ্নিত অংশ দুটোর মধ্যকার বৈসাদৃশ্য ব্যাখ্যা করো।
ঘ.  অ চিহ্নিত অঙ্গাণুটি জীবনের ধারাবাহিকতা রক্ষা করে- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।

জীববিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর

উপরোক্ত সৃজনশীল প্রশ্নের উত্তর গুলো পাঠ্য বই থেকে সংগ্রহ করতে পারবেন। এই সৃজনশীল টি পাঠ্য বইয়ের আলোকে দেওয়া হয়েছে। নিচে আমি সৃজনশীল প্রশ্নের উত্তর টি দিয়ে দিয়েছি। যারা যারা উত্তর সংগ্রহ করতে চান তারা নিচে থেকে দেখনিন।

(ক) যৌন প্রজননের জন্য জননাঙ্গে মিয়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লায়েহ সংখ্যক ক্রোমোসোম বহনকারী কোষকে গ্যামিট বলে।

(খ) ক্রোমোজোমের প্রান্তবর্তী DNA ও প্রোটিন নির্মিত অংশকে টেলোমিয়ার বলে। টেলোমিয়ারে পুনরাবর্তিক ক্ষারবিন্যাস দেখা যায় এবং একসূত্রে এ ও অপর সূত্রে ঈ এর আধিক্য থাকে। টেলোমিয়ার ক্রোমোজোমের প্রান্তে গিটের মতো থাকে একং ক্রোমোজোমের সাথে সংযুক্তি বন্ধ রাখে। টেলোমিয়ার জীবের বয়োবৃদ্ধি অর্থাৎ বুড়িয়ে যাওয়া নিয়ন্ত্রণ করে।

(গ) B ও C চিহ্নিত অঙ্গাণু দুটি হলো যথাক্রমে প্লাজমামেমব্রেন ও কোষ প্রাচীর। এদের মধ্যে বৈসাদৃশ্য হলো-

প্লাজমামেমব্রেনঃ
প্লাজমামেমব্রেন উদ্ভিদ ও প্রাণী উভয় প্রকার কোষ থাকে।
প্রধানত প্রোটিন ও লিপিড সমন্বয়ে গঠিত জবিন্ত, স্থিতিস্তাপক ও অর্ধভেদ্য পর্দাযুক্ত।

মাধ্যাংশে দু’স্তর লিপিড এবং এর বাইরে ও ভেতরে দু’স্তর আমিষ থাতে।
প্লাজমামেমব্রেন সজীব।
প্রধান কাজ হলো কোষের ভেতরেও বাইরে প্রয়োজনীয় বস্তুর চলাচল নিয়ন্ত্রণ এবং কোষস্থ প্রোটোপ্লাজমীয় অংশ সংরক্ষণ।

কোষ প্রাচীরঃ
কোষ প্রাচীর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। প্রাণিকোষে থাকে না।
প্রধানত সেগুলোজ নির্মিত জড়, শক্ত ও ভেদ্য প্রাচীরযুক্ত।

তিনটি স্তরে বিন্যাস্ত মধ্যচ্ছেদা, প্রাথমিক ও গৌণ প্রাচীর।
কোষ প্রাচীর নির্জী।
প্রধান কাজ হলো কোষের আকার আকৃতি নিয়ন্ত্রন এবং কোষকে দৃঢ়তা প্রদান।

(ঘ) A চিহ্নিত অংশটি হলো কোষের নিউক্লিয়াস, যা জীবনের ধারাবাহিকতা রক্ষা করে।

এটি কোষের সাইটোপ্লাজমে দ্বিস্তর ঝিল্লি বিশিষ্ট একটি গোলাকার বস্তু। প্রত্যেকটি সজীবকোষে এর উপস্তিতি লক্ষ করা যায়।কোষের যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ এই অঙ্গাণুর মধ্যশে সম্পন্ন হয়। একে কোষের মস্তিষ্কও বলা হয়। কোষের বিভিন্ন প্রকার প্রয়োজনীয় উপাদান যেমন প্রোটিন, এনজাইম ইত্যাদি নিউক্লিয়াসে তৈরি হয়। কোষের এই নিউক্লিয়াস যাবতীয় জেনেটিক তথ্য ধারণ করে এবং বিভিন্ন প্রকার RNA তৈরি করে। কোষকে বিভাজনের মাধ্যমে জীবের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। জীবের যাবতীয় জেনেটিক তথ্য প্রজননের সময় এক বংশধর থেকে আর এক বংশধরে স্থানান্তর করে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রন করে। সর্বোপরি বলা যায় একটি কোষের যাবতীয় কার্যালি নিউক্লিয়াসের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। সংক্ষিপ্ত এ আলোচনা হতে বলা যায় যে, A চিহ্নিত অঙ্গাণুটি অর্থাৎ নিউক্লিয়াস জীবনের ধারাবাহিকতা রক্ষা করে।

জীব কোষ ও এর গঠন সৃজনশীল প্রশ্ন উত্তর এইচ এস সি

এখানে জীব কোষ ও এর গঠন অধ্যায় থেকে আরও কিছু সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন হিসেবে এগুলো অনুশীলন করতে পারবেন। সৃজনশীল প্রশ্নের উত্তর গুলো পাঠ্য বই থেকে বের করার চেষ্টা করবেন। সৃজনশীল গুলো সংগ্রহ করেনিন। এবং অনুশীলন করার চেষ্টা করুন।

সৃজনশীল প্রশ্ন ১; 

কোষে বিদ্যমান এক ধরনের দ্বি-সূত্রাকার উপাদান যা জীবের বংশ গতিক ও চারিত্রিক বৈশিষ্ট্যসমূহ ধারণ ও নিয়ন্ত্রণ করে।
ক. স্পলাইসিং কী?
খ. জেনেটিক কোড বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে বর্ণিত সূত্রাকার উপাদানের গঠন বর্ণনাকর।
ঘ. উদ্দীপকে বর্ণিত বস্তুটি “জীবের বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে” ব্যাখ্যা কর।

সৃজনশীল প্রশ্ন  ২ঃ 

জীববিজ্ঞানের শিক্ষক ক্লাসে বললেন, উদ্ভিদকোষে A ও B দুটি আবরণ আছে। A আবরণটি মৃত এবং B আবরণটি সজীব।
ক. প্রজাতি কী?
খ. ক্রসিংওভার কীভাবে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করে?
গ. উদ্দীপকের B আবরণটির সর্বজনগ্রাহ্য একটি মডেলের চিহ্নিত চিত্র অংকন করো।
ঘ. উদ্দীপকের A ও B আবরণীর মধ্যে বৈসাদৃশ্য বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৩ঃ 

জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক বললেন “তোমাদের বই এ উদ্ভিদ কোষ ও প্রাণিকোষের চিত্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু রয়েছে যা কোষের যাবতীয় কাজের জন্য শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করে ।”
ক.এনজাইম কী?
খ.হ্রাসমূলক বিভাজন বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত কোষ অঙ্গাণটির চিহ্নিত চিত্রসহ গঠন বর্ণনা করো।
ঘ. জীবের জীবনের উদ্দীপকের নির্দেশিত অঙ্গাণটি পুরুত্বপূর্ণ ভূমিকা পালন করো বিশ্লেষণ করো।

শেষ কথা

আশা করছি এই পোস্ট থেকে জীববিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর পিডিএফ  সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। নিচে আপনাদের জন্য শিক্ষামূলক কিছু পোস্ট দেওয়া আছে দেখেনিতে পারেন। ভালোথাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।