কোষ ও এর গঠন mcq প্রশ্ন ও উত্তর জীব বিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় এইচ স সি

কোষ ও এর গঠন mcq প্রশ্ন ও উত্তর জীব বিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় এইচ স সি

কোষ ও এর গঠন mcq সংগ্রহ করতে পোস্ট টি সম্পূর্ণ পড়ুন। এই পোস্টে আমি জীব বিজ্ঞান ১ম পত্রের ২য় অধ্যায়ের mcq গুলো সংগ্রহ করে দিয়েছি। এইচ এস সি জীব বিজ্ঞান ২য় পত্রের জীব কোষ প এর গঠন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে প্রতিবছর বহুনির্বাচনি প্রশ্ন করা হয়। এর সাথে সৃজনশীল প্রশ্ন গুলো দেওয়া থাকে। নিচে আমি জীবকোষ ও এর গঠন থেকে গুরুত্বপূর্ণ mcq প্রশ্ন এবং সঠিক উত্তর গুলো দিয়ে দিয়েছি।

এগুলো পিডিএফ ফাইলে সংগ্রহ করতে পারবেন। নিচে একটি ঠিকানা দেওয়া আছে, এই ঠিকানা থেকে পিডিএফ সংগ্রহ করে নিবেন। এছাড়া নিচে বোর্ড প্রশ্ন থেকে mcq গুলো দেওয়া আছে। এবং অতিরিক্ত এবং মাস্টার টেইনার কর্তিক প্রকাশিত বহুনির্বাচনি প্রশ্ন গুলো পেয়ে যাবেন। তাহলে পোস্ট টি শুরু করা যাক।

কোষ ও এর গঠন mcq

এখানে আমি mcq প্রশ্ন গুলো দিয়েছি। যারা পড়তে চাচ্ছেন এই অংশ থেকে পড়ে নিন। নিচের দিকে সঠিক উত্তর গুলো দিয়ে দেওয়া আছে। mcq প্রশ্ন গুলো নিজে নিজে উত্তর করার চেষ্টা করবেন। পিডিএফ সংগ্রহ করতে নিচে চলে যাবেন।

১। শ্বসনের কোন ধাপটি সাইটোপ্লাজমে সংঘটিত হয়?
(ক) গ্লাইকোলাইসিস
(খ) ক্রেবস চক্র
(গ) ইলেকট্রন প্রবাহতন্ত্র
(ঘ) কোনটিই নয়

উত্তরঃ ক

২। রাইবোসোমে কোন স্থানটি দেখা যায় না?
(ক) পেপটাইডিল স্থান
(খ) আগমন স্থান
(গ) mRNA সংযুক্তি স্থান
(ঘ) অ্যামাইনোঅ্যাসাইল স্থান

উত্তরঃ খ

৩। নিচের কোনটিতে গ্লুকোজের ফসফোরাইলেশন সংঘটিত হয়?
(ক) মাইটোকন্ড্রিয়া
(খ) গলগি বডি
(গ) রাইবোসোম
(ঘ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

উত্তরঃ গ

৪। নিচের কোনটিতে লাইসোসোম থাকে না?
(ক) WBC
(খ) RBC
(গ) বৃক্ক কোষ
(ঘ) অন্ত্রের অাবরণী কোষ

উত্তরঃ ঘ

৫। নিচের কোনটি গলগি বডির প্রকারভেদ নয়?
(ক) ভেসিকল
(খ) সিস্টার্নি
(গ) ভ্যাকুওল
(ঘ) টিউবিউল

উত্তরঃ ঘ

৬। মাইটোকন্ড্রিয়ার শুষ্ক ওজনের মোট কতভাগ গ্লিসারাইড?
(ক) ৬০ ভাগ
(খ) ২৯ ভাগ
(গ) ৯০ ভাগ
(ঘ) ৪ ভাগ

উত্তরঃ খ

৭। অমসৃণ রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশকে কী বলা হয়?
(ক) রাইবোসোম
(খ) লাইসোসোম
(গ) মাইক্রোসোম
(ঘ) সেন্ট্রোসোম

উত্তরঃ খ

৮। রাইবোসোমের প্রধান উপাদান হল-
i. প্রোটিন
ii. RNA
iii. DNA
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

উত্তরঃ ক

৯। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে-
(ক) ফ্যাট বিপাকীয় কোষে
(খ) প্রোটিন বিপাকীয় কোষে
(গ) শর্করা বিপাকীয় কোষে
(ঘ) কোনটিই নয়

উত্তরঃ গ

১০। মাইটোকন্ড্রিয়াকে বায়োপ্লাস্ট নামকরণ করেন কে?
(ক) কলিকার
(খ) অল্টম্যান
(গ) কার্ল বেন্ডা
(ঘ) ওয়াল্টার ফ্লেমিং

উত্তরঃ খ

১১। কোষঝিল্লির স্যান্ডউইচ মডেলের প্রবর্তক কে?
(ক) সিঙ্গার এন্ড নিকলসন
(খ) ডানিয়েলি এন্ড ডেভসন
(গ) রবার্টসন
(ঘ) লিনার্ড এন্ড নিকলসন

উত্তরঃ খ

১২। কোষঝিল্লির টনোফাইব্রিলযুক্ত বৃত্তাকার অঞ্চলকে বলা হয়-
(ক) মাইক্রোভিলাই
(খ) ডেসমোসোম
(গ) পিনোসাইটিক ভেসিকল
(ঘ) ফ্যাগোসাইটিক ভেসিকল

উত্তরঃ খ

কোষ ও এর গঠন বহুনির্বাচনি প্রশ্ন উত্তর এইচ এস সি

১৩। আদিকোষের ডিএনএ-
(ক) লম্বা
(খ) বৃত্তাকার
(গ) সূত্রাকার
(ঘ) সর্পিলাকার

উত্তরঃ খ

১৪। ‘কোষ অন্য কোন সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম’ – এটি কার মত?
(ক) জিন ব্রাকেটস
(খ) লোয়ি এন্ড সিকেভিজ
(গ) ডি রবার্টিস
(ঘ) সি পি হিকম্যান

উত্তরঃ খ

১৫। আধুনিক কোষবিদ্যার জনক কে?
(ক) রবার্ট হুক
(খ) অ্যান্টনি ভন লিউয়েনহুক
(গ) কার্ল পি সোয়ানসন
(ঘ) আলেকজান্ডার ফ্লেমিং

উত্তরঃ গ

১৬। সুকেন্দ্রিক কোষে পুষ্টির মাধ্যম হল-
i. শোষণ
ii. আত্তীকরণ
iii. সালোকসংশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

উত্তরঃ ঘ

১৭। কোন রাজ্যের সব জীবই আদিকোষী?
(ক) প্লান্টি
(খ) মনেরা
(গ) ফানজাই
(ঘ) প্রোটিস্টা

উত্তরঃ খ

১৮। কোন উপাদানটি বেশি থাকায় কোষপ্রাচীরের মধ্যপর্দা প্রথম দিকে জেলির মত থাকে?
(ক) সেলুলোজ
(খ) হেমিসেলুলোজ
(গ) পেকটিক এসিড
(ঘ) সাইট্রিক এসিড

উত্তরঃ গ

১৯। দুটি পাশাপাশি কোষের প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রপথে যে সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয় তাকে বলে-
(ক) প্লাজমালেমা
(খ) প্লাজমোডেসমাটা
(গ) ফ্র্যাগমোপ্লাস্ট
(ঘ) প্লাজমাডেসিডুয়া

উত্তরঃ খ

২০। নিচের কোনটি প্রকৃতকোষী জীব?
(ক) মাইকোপ্লাজমা
(খ) ব্যাকটেরিয়া
(গ) শৈবাল
(ঘ) নীলাভ সবুজ শৈবাল

উত্তরঃ গ

২১। প্রথম প্রকৃতকোষী ও বহুকোষী জীবটি এক ধরনের-
(ক) সবুজ শৈবাল
(খ) লোহিত শৈবাল
(গ) সোনালী শৈবাল
(ঘ) বাদামী শৈবাল

উত্তরঃ খ

২২। কোনটি উদ্ভিদকোষের সঞ্চিতখাদ্য?
(ক) গ্লুকোজ
(খ) গ্লাইকোজেন
(গ) সেলুলোজ
(ঘ) স্টার্চ

উত্তরঃ ঘ

২৩। প্রাণিকোষে অনুপস্থিত-
i. ক্লোরোপ্লাস্ট
ii. কোষ প্রাচীর
iii. সেন্ট্রোসোম
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

উত্তরঃ ক

২৪। কোনটিতে অপেরন থাকে?
(ক) আদি কোষে
(খ) প্রকৃত কোষে
(গ) সুকেন্দ্রিক কোষে
(ঘ) ইউক্যারিওটিক সেলে

উত্তরঃ ক

২৫। প্রোক্যারিওটিক সেলে-
i. সাইটোস্কেলেটন থাকে
ii. জিনে ইন্ট্রনস থাকে না
iii. অবাত শ্বসন হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

উত্তরঃ গ

জীব বিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় জীব কোষ ও এর গঠন mcq

২৬। ডি-অক্সিরাইবোজের কয় নম্বর কার্বনে অক্সিজেন নেই?
(ক) ২ নং-এ
(খ) ৩ নং-এ
(গ) ৪ নং-এ
(ঘ) ৫ নং-এ

উত্তর: ক

২৭। ক্রিস্টি পাওয়া যায় নিচের কোনটিতে?
(ক) ক্লোরোপ্লাস্ট
(খ) মাইটোকন্ড্রিয়া
(গ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
(ঘ) গলগি বডি
উত্তর: খ

২৮। প্রাককেন্দ্রিক কোষে কোন ক্ষুদাঙ্গটি থাকে?
(ক) গলজি দগুব্য
(খ) রাইবোজোম
(গ) ক্লোরোপ্লাস্ট
(ঘ) মাইটোকন্ড্রিয়া

উত্তর:  খ

২৯। মানুষের অটোসোম সংখ্যা কত?
(ক) ২২টি
(খ) ২৩টি
(গ) ৪৪টি
(ঘ) ৪৬টি
উত্তর:  গ

৩০। পাতার কোন অংশে ক্লোরোপ্লাস্ট বেশি থাকে?
(ক) প্যালিসেড প্যারেনকাইমা
(খ) স্পঞ্জি প্যারেনকাইমা
(গ) জাইলেম টিস্যু
(ঘ) নিম্নত্বক

উত্তর:  ক

৩১। ক্লোরোপ্লাস্টের বৈশিষ্ট্য হলো-
(i) এরা সবুজ এবং খাদ্য তৈরি করতে পারে
(ii) লিউকোপ্লাস্ট হতে সৃষ্টি হয়
(iii) ফুলের পরাগায়নে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

 উত্তর:  ক

রহিমের দেহের সকল কোষে এমন একটি উপাদান আছে যা বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে এবং জীবের বৈশিষ্ট্যসমূহ বংশপরম্পরায় অধঃস্তন প্রজন্মে স্থানান্তর করে।

৩২। উদ্দীপকের উপাদানটির বৈশিষ্ট্য হলো-
(i) দ্বিসূত্রক
(ii) নাইট্রোজেন বেসে ইউরাসিল থাকে
(iii) অনুলিপির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

উত্তর: খ

৩৩। উদ্দীপকের উপাদানটিতে নাইট্রোজিনাস বেসগুলো কীভাবে সজ্জিত থাকে?
(ক) A = T, G ≡ C
(খ) A = T, C – G
(গ) A = G, C – T
(ঘ) C = T, A = G

উত্তর: ক

৩৪। উদ্দীপকে A অংশের নাম কী?
(ক) সেন্ট্রোসোম
(খ) সেন্ট্রোস্ফেয়ার
(গ) সেন্ট্রোমেয়ার
(ঘ) সেন্ট্রিওল

উত্তর: ক

শেষ কথা

আজকের মত এখানেই শেষ। জীব কোষ ও এর গঠন থেকে গুরুত্বপূর্ণ mcq ও বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি পোস্ট টি আপনাদের ভাললেগেছে। এবং এই পোস্ট থেকে কোষ ও এর গঠন mcq প্রশ্ন ও উত্তর জীব বিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। শিক্ষা সংক্রান্ত আরও পোস্ট জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। এইচ এস সি দের জন্য আরও অনেক পোস্ট আমার ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে।

আরও দেখুনঃ

জীববিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর পিডিএফ এইচ এস সি